নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নরা ছিল যে স্বপ্নে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭


স্বপ্নগুলি কুঁকড়ে শুয়েছিল,
কুণ্ডলী পাকিয়ে কুকুরের মত করে।
পাশাপাশি সারিবেঁধে অনেকগুলো,
অসুস্থ ঘুমে আরেকটা স্বপ্নের ভেতরে।
জীর্ন, ক্লান্ত ,সদা বিহ্বল স্বপ্নগুলো,
কোনটাতে লোনা ঘামের শুষ্ক দুপুরে,
লাল ঠোঁটে সাদা সিগারেট ছিল,
পেয়ালায় কালো কফি সমুদ্রের ধারে।
কোনটাতে বুকভরা নিঃশ্বাস ছিল,
চিরসবুজ অরণ্যময় পাহাড়ে,
সন্ধ্যায় ঝুপ করে নামা কুয়াশাগুলো,
পতঙ্গ ডাকা রাতের আঁধারে।
এভাবেই কোনটাতে বালুঘড়ি ছিল,
তো কোনটাতে রেস্তোরাঁ রাস্তার ধারে।
কোনটাতে ঘামে ভেজা বিছানা ছিল,
কোনটাতে বৃষ্টির গন্ধ চেতনা জুড়ে।
কোনটাতে ভাঙা কাঁচে রাঙা আলো,
কোনটাতে সরু রাস্তায় প্রাচীন শহরে।
কোনটাতে আবার বাস অপেক্ষায় ছিলো,
কোনটাতে স্থির নাগরদোলা বন্দরে।
এই স্বপ্নগুলিই কুঁকড়ে শুয়েছিল,
কুণ্ডলী পাকিয়ে কুকুরের মত করে।
পাশাপাশি সারিবেঁধে অনেকগুলো,
অসুস্থ ঘুমে আরেকটা স্বপ্নের ভেতরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.