নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

মন পাখি তুই

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

কেনই বা তুই খুঁজে ফিরিস নিজেকে
অন্যদের ভিড়ে,
পালকের দিকে তাকিয়ে দেখ,
রঙ মিলবে না।
সাদা পর্দা ভেদ করে সাকালের রোদ,
সাদা বিছানা যায় ম্লান রোদে ভেসে
পড়ন্ত বিকেলবেলায় ক্লান্ত সে রোদ,
লুটাপুটি খায় গাছতলায় সবুজ ঘাসে।
লীন হয়ে যায় স্মৃতি, স্বপ্ন আর বোধ,
তাকিয়ে দেখ গাঢ় নীল আকাশে।
ছিল জলরঙে অাঁকা জল্পনা যত,
ছিল রঙিন স্বপ্নের জাল বোনা,
এই মনের গহিনে বনেরই মত,
গাছপালা পাখপাখালির আনাগোনা।
কেনই বা তুই খুঁজে ফিরছিস নিজেকে
নিজের বুক চিরে,
পালকের দিকে তাকিয়ে দেখ,
রঙ মিলছে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.