নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

ভূবন চিল..... ভাব সাব ওনার সব সময়ই রাজকীয়...... (ছবি)

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৩

যারা পাখির ছবি আপলোড দেন, দয়া করে দেশি পাখির আগে বাংলা নাম দিয়ে তারপর বিদেশী নাম। এর মধ্যে মাছরাঙ্গাকে আপনারা খেয়ালে, বেখেয়ালে কিংফিশার বানিয়ে ফেলেছেন, দোয়েল হয়ে গেছে রবিন। দেশের প্রতি আপনাদের এত অবজ্ঞা কেন? ভাষা শহীদ, ৭১ এর শহীদরা মাছরাঙ্গাকে কিংফিশার, দোয়েলকে রবিন ডাকার জন্য প্রাণ দেয় নাই। আজ শিশুরাও সহজে নেট ঘাটাঘাটি করে। মামা চাচা খালা ফুফু বাবা মার ফেবুতে বসে ছবি দেখে। প্রথমেই ইংরেজীতে নাম থাকার কারণে তাদের কাছে ইংরেজী নামই মূখ্য হয়ে যাচ্ছে। আপনাদারে সুশীলতার কারণে আমাদের শূণ্যতা তৈরী হচ্ছে।
খেলার সাথে রাজনিতী মিশাইবেন না গ্রুপকে বিতাড়িত করেছি আমরা- আপনারা শিক্ষিত আপনারাও যদি অশিক্ষিতি, অর্ধ শিক্ষিতের মতো কাজ করেন তাহলে কেমনে কি?







মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:৫৬

সুমন কর বলেছেন: শুরুর কথাগুলো ভালো।

১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২১

জহিরুলহকবাপি বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৭

ক্লাউড বলেছেন: মাছরাঙা, দোয়েল এসব নামই তো সুন্দর শোনায়। দেশী কুত্তার বিদেশী ঘেউ এর কি দরকার?

পোস্টে ভালোলাগা রইলো।

১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২২

জহিরুলহকবাপি বলেছেন: ঐ গ্রুপের সাথে পারছি না। ফেবুতে পালাপালি পর্যন্ত করছে বছর খানেক আগে

৩| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৯

আমিই মিসির আলী বলেছেন: মাছ রাঙার মাছ শিকার করার দৃশ্য অসাধারন।
চোখ জুড়াইয়া যায়।

১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২২

জহিরুলহকবাপি বলেছেন: জ্বী

৪| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদারে সুশীলতার কারণে আমাদের শূণ্যতা তৈরী হচ্ছে।

কথা সত্যি ।
আচ্ছা আমরা মা'কে কি মম ডাকি ?
সেদিন দেখলাম অনেকেই প্রো পিক দিয়েছে I love Mom ।
যারা ডাকে তারা লিখুক , আমরা কেন লিখবো । ভাষার দিক থেকে আমরা কি এতই দেউলিয়া হয়ে গেছি ?

১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

জহিরুলহকবাপি বলেছেন: ঐ গ্রুপের সাথে পারছি না। ফেবুতে পালাপালি পর্যন্ত করছে বছর খানেক আগে

৫| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
উপরের কথাগুলো চরম সত্য।

আমরা আমাদের ভাষাকে হেয় করছি।

৬| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এগুলো তারাই করে যারা আত্মপরিচয়হীনতায় ভোগে!

নিজের বাবাকে বাবা মাকে মা ডেকে যাদের মন ভরে না তারা সদ্য কালো পয়সায় জাতে ওঠার দল!

আধূনিকতা কখনো নিজের অস্তিত্বকে ভুলতে শেখায় না।

++++

১৮ ই মে, ২০১৬ দুপুর ২:৫৭

জহিরুলহকবাপি বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.