নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান মোঃ মূর্খ পন্ডিত

ভাল চিন্তার মানুষ

খান মোঃ মূর্খ পন্ডিত › বিস্তারিত পোস্টঃ

ভুমিকম্পের অনুধাবন ও বেহায়া হৃদয়

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

প্রতিটি মানুষেরই এমন কিছু মানুষ আছে, মুত্যুর মুখোমুখি হয়ে তাঁর কথা স্মরণ হয়, বাঁচার জন্য সাহায্য চাইলে তখন খুব কাছের সেই মানুষটির কাছেই চাওয়া হয়। যিনি নিজের জীবন দিয়েও আমাকে রক্ষা করবেন বলে মনে করা হয়। জীবনের এমন এক কঠিন মুহুর্তে এক প্রিয়জনের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, তিনি আমার কাছে এত কাছের মানুষ, এতটা ভালবাসার মানুষ যাকে আমি আমার জীবন রক্ষার জন্য ডেকে ছিলাম কিন্তু সবচেয়ে মজার বিষয় তিনি আমায় কোন হেল্প করেন নি। গতকাল গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, ভুমিকম্পের ঝাঁকুনিতে ঘুম থেকে যখন উঠতেছিলাম, আমার সেন্স কাজ করছিল, আমি বুঝতে পারছিলাম যে এটা অতি মাত্রার ভূমিকম্প, “লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাযযয়ালিমিন” পড়তেছি আর বিছানা থেকে উঠতেছি, কিন্তু পরক্ষণেই আমার সেই প্রিয়জনের কথা মনে পড়ে গেল, তিনি কেমন আছেন, তিনি নিরাপদ তো? তিনতলা বাসা থেকে নামছিলাম আর আমার চোখ থেকে পানি ঝরছিল সেই প্রিয়জনের অবস্থা না জানি কি হয়েছে সেটা ভেবে! আজ সারাদিন একটা কথাই আমার মনে হয়েছে “হৃদয় এতটা বেহায়া হয় কেমন করে”,আমি কি তাকে সত্যি আমার চেয়ে বেশি ভালবাসি???!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.