নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

‘র’ এবং ‘কেজিবি’ তারেক জিয়ার মূল সমস্যা

২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৩



‘র’ এবং ‘কেজিবি’ বিশ্বের দুটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা তারেক বিরোধী। সিআইএ তাঁর পক্ষে কিনা সেটা বুঝা যাচ্ছে না।সেনাবাহিনীতে তাঁর কিলার কত জন আছে কে জানে? শহীদ জিয়া ক্ষমতায় থেকেও শহীদ হয়েছেন। ক্ষমতায় না থাকা তারেক জিয়ার নিরাপত্তা কতটুকু? ‘র’, ‘কেজিবি’ ও সেনাবাহিনীর গোপন শত্রু থেকে তারেককে নিরাপত্তা দেওয়ার মত কেউ বিএনপিতে আছে কি? আর যারা তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে তারা যদি বলে দেশে গেলে আর তাঁর রাজনৈতিক আশ্রয় থাকবে না, সে ক্ষেত্রে তিনি কি করবেন সেটা তাঁকে ভেবে চিন্তে করতে হবে।

তারেক জিয়ার কিছু হলে বিএনপি একটা বড় রকমের ধাক্কা খাবে।তিনি দেওয়াল হয়ে বিএনপির পতন ঠেঁকিয়েছেন বহু বছর। তিনি না থাকলে তাঁর বিকল্প হওয়ার মত কে আছে? তাঁর দেশে আসার প্রয়োজনের কথা সবাই ভাবে। তাঁকে তাঁর নিরাপত্তার বিষয়টা নিয়েও ভাবতে হচ্ছে। তিনি না থাকলে তাঁর মত করে দলটা কেউ গুঁছিয়ে রাখতে পারবে কি? এ প্রশ্নের সুরাহা করতে তিনি যাদের মতামত গ্রহণ করেন তাদের মতে অমত করতে তিনি পারেন না।তাঁর পরিবারের আরো পাঁচ জন। তারা যদি বলে এখন নয়, তবে তাঁকে চুপচাপ বসেই থাকতে হয়। অনেকেই আর নারী নেতৃত্ব চায় না। তাঁর পরিবারের আর পাঁচ জনের সবাই নারী। শেখ হাসিনার পাঁচ জনের দু’জন পুরুষ। তাঁর সাথে আরো আছে ‘র’ এবং ‘কেজিবি’। তারেক বিচক্ষণ। তিনি শেষ মূহুর্তের ভাবনা ভাবছেন। তবে রাষ্ট্র নায়ক হওয়ার পর তাঁকে আসতে হবে। তখন হয়ত তিনি ঝুঁকি গ্রহণ করবেন।

জামায়াতের অনেক নেতা গত হওয়ার পরেও তাদের নেতৃত্ব শূন্য অবস্থা তৈরী হয়নি। এমনকি হয়ত কখনই তাদের নেতৃত্ব শূন্য অবস্থা তৈরী হবে না। কিন্তু বিএনপি জামায়াতের মত দল নয়। বিএনপিতে এমন ঢের লোক আছে যাদের নিকট তাদের নিজের স্বার্থটাই সবচেয়ে বড়। এদের অনেকের মাথায় ঠিকঠাক বুদ্ধি আছে কিনা সেটাও ঠিক বোধগম্য নয়।কথায় বলে আমি বুঝি আমার বুঝ, তুমি বুঝ তরমুজ।ডা. জোবায়দা রহমান তারেকের মত দল সামলাতে পারবেন কি?

জে. জিয়া বলেছেন, জনগণ ক্ষমতার উৎস। কিন্তু আর্মি যখন তাঁকে হত্যা করে তখন জনগণ তাঁকে রক্ষা করতে পারেনি। সেজন্য আল্লাহ ভরসা একটা বিষয়। কিন্তু এরজন্যও নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হয়। আসলে মুসলিম বিশ্বাসে ক্ষমতার উৎস হলেন আল্লাহ। বিএনপি এটা মেনে দেখতে পারে উপকার পায় কিনা।শরিয়া আইন বিষয়ে বিএনপি বলতে পারে জনগণ চাইলে তারা এটা করতে পারে। এক তৃতীয়াংশ জনগণ ইসলামী অনুশাসন মানলে দেশ শরীয়া আইনের যোগ্য হবে। কিন্তু ফয়জরের জামায়াতে ৫% নাগরিকের উপস্থিতি দৃশ্যমান নয়।তারা বলতে পারে শরিয়া আইনের পারিস্থিতি আগে তৈরী হোক তারপর তারা এ বিষয়ে ভাববে। আর শরিয়া আইন চাইলে ভোট দেওয়ার জন্য জনগণের সামনে জামায়ত তো আছেই। এ বিষয়ে তারা বিএনপিকে নিয়ে টানা হেচড়া না করলেও পারে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:১৪

সৈয়দ কুতুব বলেছেন: আমার মনে হয় মোসাদ তারেক রহমানের পিছে লেগেছে। মোসাদ পৃথিবীর এক নাম্বার গোয়েন্দা সংস্থা।

২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: র্বাংলাদেশ আপাতত ইসরায়েলের সমস্যা নয়। কিন্তু ভারত ও রাশিয়া বাংলাদেশকে সব সময় সাবজেক্ট মনে করে। সে ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী তাদের মিত্র। সাবেক প্রধানমন্ত্রী ৭ ডিসেম্বর দেশে আসার ঘোষণা দিয়েছেন। তারেক রহমানও তাঁর পথের একটি কাঁটা। তাঁর মিত্ররা তাঁর এ কাঁটা উপড়ে ফেলবে না সেটা কেমন করে বলি। বেগম জিয়া এখন অকেজো, তারেক না থাকলে বেগম তারেক পরিস্থিতি কতটা সামলাতে পারবেন?

২| ৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:০৬

আঁধারের যুবরাজ বলেছেন: জামাত এবং প্রশাসনের কিছু উপদেষ্টাও চাচ্ছে না তারেক জিয়া দেশে আসুক। সেনাবাহিনীতে জামাতের প্রভাব ভালোই রয়েছে বর্তমানে।

৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা সেরকমই মনে হয়।

৩| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: তারেক সাহেবের নামে মামলা আছে। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে। এটাই জামাত চায়। উনাকে গ্রেফতার করা হলে- বিএনপি শেষ। অর্থ্যাত নির্বাচনে হেরে যাবে। আসলে বিষয়টা বেশ জটিল কুটিল।

৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজনীতি হলো রাজা হওয়ার নীতি। কে কাকে মেরে রাজা হবে এটা হলো ধান্দা।

৪| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সাহস কম।
আমি হলে ৫ই আগস্টেই ফিরে আসতাম।
নেতা হতে হলে জেলে যেতে হয়। এ
টাই নিয়ম।

৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশেরন জেল নিরাপদ নয়। জাতীয় চার নেতাকে জেলেই হত্যা করা হয়েছে।

৫| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাকে হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।

৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারেককে সরানো গেলেই বিএনপির আলো অনেকখানি কমে যায়।

৬| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ফেসবুকে দেখলাম সবাই অন্যকে দোয়া করার অনুরোধ জানিয়ে পোস্ট দিয়েছেন।
নিজে দোয়া করেছেন কিনা তা জানাননি।
বাংলাদেশের সব চেয়ে বড় অধ্যাপকও জাতিকে দোয়া করতে বলেছেন।
রাষ্ট্রের যিনি পতি তিনিও নাকি সবাইকে দোয়া করতে বলেছেন।
কেউ নিজে দোয়া করেছেন কিনা তা জানা যায়নি।
যখন এক জন ডাক্তার সবার দোয়া চান তখন বুঝতে হবে তিনি কোন লেভেলের চিকিৎক।
তিনি পানি পড়া আর কালিজিরা দিয়ে চিকিৎসা করলে ভালো করতেন।

৩০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: চিকিৎসা সফল হতে দোয়া লাগে। এটা মুমিনের ঈমান।

৭| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: বাংলাদেশেরন জেল নিরাপদ নয়। জাতীয় চার নেতাকে জেলেই হত্যা করা হয়েছে।

৫ই আগস্টে ও তার পরে অসংখ্য জেলবন্দীকে ছেড়েও দেয়া হয়েছে।
তাই বাংলাদেশের জেলখানা সব সময় বিদজ্জনক নাও হতে পারে।

৩০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিছু সময় অনিরাপদ হলেই তো সমস্যা। কারো জীবন প্রদীপ নিভিয়ে দিতে তো বেশী সময় লাগে না।

৮| ৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: তারেক জিয়া নিজেই দেশে আসতে চায় না, জেল খাটতে হয় কি না সেই ভয়ে।
তার অতীত রেকর্ড খুব একটা ভালো না।

৯| ০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১২

আদিত্য ০১ বলেছেন: আপনাকে বাংলার গোয়ান্দা প্রধান করা হোক, সাথে তারেকে নিরাপত্তা উপদেষ্টা বানানো হোক। আপনি যেভাবে মহাজগতে মুজিজা দিচ্ছেন, তাতে, জামাতের শফিক্কা কোন দিন আপনাকে চুম্মা চাট্টির অফার করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.