নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এই মাটির দেহ মাটিই হইব || ভিন্ন সুরের তিনটা এ-আই জেনারেটেড কভার সং, যথারীতি সহেলিয়া ও সোনারুর কণ্ঠে

২০ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৭

০৬ এপ্রিল ২০০৯ তারিখে লেখা আমার এ গানটার ২টা ভার্সন আছে। সুরের পার্থক্য যেমন শ্রোতারা ধরতে পারেন না, আমি নিজেও অনেক সময় ধরতে পারি না।



তবে, দুটো গান পর পর শুনলে সুরের পার্থক্য স্পষ্ট বোঝা যায়। ভিন্ন সুরের ভার্সনটার অন্তরায় 'ও মনরে' বলে একটা টান আছে, যা মূল সুরে নেই।

দুটো ভার্সন ছাড়াও ৩য় আরেকটি ভার্সন আছে চঞ্চল মাহমুদ দোহারী ভাইয়ের কণ্ঠে। চঞ্চল ভাইকে এ গানটি গেয়ে দিতে বলেছিলাম। তিনি আমার সুরে গান তুলতে না পেরে নিজের বানানো সুরে গেয়েছিলেন। তিনি মূলত লালনগীতির শিল্পী হওয়ায় এ গানটা লালনের সুরে হয়ে গেছে।

গত জুন মাসে মাটির দেহ গানটার এ-আই কভার করি। মূল ভার্সন ও ভিন্ন সুর, দুটোরই অনেকগুলো ভার্সন হয়। আজ এ পোস্টে শুধু ভিন্ন সুরের তিনটা ভার্সন যোগ করলাম।

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু ও সহেলিয়া

এই মাটির দেহ মাটিই হইব
মাটিই হইব বিছানা মন
সময় কালে মনা তুমি
মাটির দিকে ফিরা চাইলা না

মাটি তোমায় আহার দিল
মাটি দিল বৃক্ষফল
ও মন রে
মাটির কাছে কত দেনা
তার তো খবর নিলা না

আয় রে মনা আদম সোনা
মাটির কথা শুনতে আয়
সময় থাকতে চিনে নে তুই
কোথায় তোর মোকামখানা

৬ এপ্রিল ২০০৯

গানের লিংক

১। অডিও ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন। এই মাটির দেহ মাটিই হইব। সহেলিয়া ও সোনারু। অডিও ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২। অডিও ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন। এই মাটির দেহ মাটিই হইব। সহেলিয়া ও সোনারু। অডিও ভার্সন-১

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৩। অডিও ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন। এই মাটির দেহ মাটিই হইব। সহেলিয়া ও সোনারু। অডিও ভার্সন-৩

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





৪। আমার কণ্ঠে মূল সুরের গান। প্লিজ এখানে ক্লিক করুন। এই মাটির দেহ মাটিই হইব। খলিল মাহ্‌মুদ। মূল সুর

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৭

বিজন রয় বলেছেন: সবগুলোই ভালো।
ব্যস্ততার জন্য বেশি কিছু বলতে পারলাম না।

২০ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় বিজন রয়। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.