নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

এক হিংসুটে ডাইনী বুড়ির কালো ছায়া.......

৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৪



জাতীয় ঐক্যের প্রতীক ও দেশের মুরব্বি খ্যাত নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতোটাই খারাপ যে উন্নত চিকিৎসার জন্য বাহিরে যাওয়ার মতো অবস্থায় নেই। এক হিংসুটে হাইনী বুড়ির হাতের কালো ছায়ায় খালেদা জিয়া আজ মৃত্যুর পথযাত্রী। তার অপরাধ সৌদির অনুদানকৃত টাকা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জিয়া অরফানেজ ট্রাস্টে স্থানান্তর করে আত্নসাত করেছেন। বিএনপি দাবি টাকা স্থানান্তর করা হয়েছে বাট টাকা আত্নসাত করা হয়নি বরঞ্চ টাকা বেড়ে কয়েক গুন হয়েছে; কে শোনে কার কথা?

যে মানুষটা হেঁটে হেঁটে জেলে গেলেন সেই মানুষটা ফিরে এলেন হুইল চেয়ারে। ডাইনি বুড়িটা এতোটাই হিংসুটে ছিল যে খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা পর্যন্ত দিতে দেয়নি। চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেয়নি উল্টো যাতে বিনা চিকিৎসায় মারা যায় তার সম্পূর্ণ ব্যবস্থা করেছিল! নিরাপদে হরিলুট করার জন্য খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করেছিল এজন্য তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে সব ধরনের চক্রান্ত করেছিল। জেলখানায় লৌহমানবীকে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টার অভিযোগও তুলেছে বিএনপি; এই অভিযোগ অমূলক নয়।

পরিশেষে বলবো মানুষ মরণশীল সকলকেই মরতে হবে তবে খালেদা জিয়া আপনি দেশবাসির কাছে যে ভালোবাসা পেয়েছেন সেটার মূল্য পরিমাপ করার মতো না পরিমাপ করাও যায়না, আপনি ধন্য। আজ আপনার জন্য উদ্বেগ প্রকাশ করেছে গোটা দেশবাসী। রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল আয়োজন হয়েছে। অন্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দিয়ে আপনার সুস্থতা কামনা করছে দেশবাসী।

আপনার অসুস্থতার খবরে দেশের সর্বস্তরের মানুষ উদ্বেগ, সমবেদনা ও জন্য দোয়া চেয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিরা। হাসপাতালে দেখতে গেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আপনার রোগমুক্তি কামনা ও দোয়া করে দেশের আলেমসমাজ।

একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কী থাকতে পারে? আপনি তো পালাননি। পালানো তো আপনার চরিত্রের অংশ নয়। :(

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৩

একজন নিষ্ঠাবান বলেছেন: খালেদা জিয়ার জীবনে সবচেয়ে বড় পাওয়া জনগনের ভালোবাসা।

৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সঠিক কথা বলেছেন। জনগনের ভালোবাসার চেয়ে জীবনে আর কি চাওয়া থাকতে পারে?

২| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: আমিন -মহান আল্লাহ খুব তারাতারি সুস্থতা দান করুণ আমিন

৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একজন নির্ভীক মানুষের বড্ড প্রয়োজন।

৩| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৪

সৈয়দ কুতুব বলেছেন: উনার লিভার সিরোসিস , কিডনি ডেমেজ । বেচে যে আছেন সেটাই বড়োই নিয়ামত ।

৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ তথা হাসিনা এতোটা হিংসুটে যে ওনার ভালো চিকিৎসা পর্যন্ত হতে দেয়নি।

৪| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২২

অরণি বলেছেন: জাতির ঐক্যে বেগম জিয়ার ভুমিকা অনস্বীকার্য।

৩০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওনার অনেক অবদান আছে দেশ ও জাতির প্রতি।

৫| ৩০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খালেদা জিয়া পালায় না, পালিয়ে যায় না তিনি লৌহ মানবী, দেশ প্রেমিক, গণতন্ত্রের মানসকন্যা, জাতীয়তাবাদের ধারক বাহক, যিনি মনেপ্রাণে দেশকে ধারণ করেন, কথায় কথায় দেশ থেকে পালিয়ে দাদাদের কাছে যান না। এটাই তার বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যই তাকে করেছে অনন্যা মহীয়সী।

৬| ৩০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আরেক জন ছিলেন ভারতের মুখ্যমন্ত্রী, ভারতের স্বার্থ দেখতো, ভারতের কথায় উঠতো বসতো, দেশের চেয়ে ভারতের স্বার্থকেই প্রাধান্য দিতো। উহা ভারত থেকে এসেছিল আবার উহা ভারতেই চলে গেছে্ । ভারতই উহার আশা ভারতই উহার ভরসা।

৭| ৩০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১০

মাথা পাগলা বলেছেন: অফিসিয়ালি খালেদা জিয়ার বয়স ৮০ (লুকানো)। হিংসুটে ডাইনী বুড়ির কালো ছায়া না পড়লে তিনি আরও১০০০ বছর বাঁচতেন। ডাইনী বুড়ির ফাঁসি চাই। ডাইনী বুড়ি তো দেশে নাই, তার ছেলে কেন এখনো দেশে আসতে পারছেন না?

৮| ৩০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @ মাথা পাগলা,

আপনার মাথা তো পুরাই গেছে তাই তো পাগলা তাই না? :D
তারেক ক্যামনে দেশে আসবে আপনি ও আপনার পরামর্শদাতা ডান্ডিয়া স্লাইপার নিয়ে বসে আছেন তাকে হত্যা করার জন্য তাই দেশে আসতে সমস্যা হচ্ছে। যখন আপনাদের মত আপদ ঝেটিয়ে বিদায় করা যাবে তখন আসবে নিশ্চয়ই।

৯| ৩০ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২১

মাথা পাগলা বলেছেন: @অনন্য দায়িত্বশীল আমি

আগে ঠিক করেন, কোন গল্পটা চালাবেন। কখনও বলেন দেশে কোনো আওয়ামী লীগ নেই, আবার কখনও বলেন সবই আওয়ামী লীগের দখলে। দরকার অনুযায়ী কথা আর থিওরি দুইটাই বদলায়। থিওরি পাল্টানোর স্পিড দেখে মনে হয় সমস্যাটা আমার মাথায় না, অন্য কোথাও।

৭১ এ ছয় কোটি বাঙ্গালী - আপনাদের বাবা ইয়াহিয়াকে তাড়ায়েছি।

১০| ০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি কোন রাজনৈতিক দল সমর্থন করি না আর খালেদা কিংবা হাসিনার ব্যাপারেও আমার কোন উচ্ছ্বাস কাজ করে না কারন এদের শাসনামলও আমি দেখেছি। তবে একজন মানুষ হিসেবে তার শারীরিক সুস্থতা কামনা করি।

১১| ০১ লা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩৩

আদিত্য ০১ বলেছেন: নিয়মিত লাল পানি খেয়ে লিভারের বারোটা বাজিয়েছে, আর এক শাবক বলছে কিসের নাকি ছায়া তাকে ভর করেছে। গু পাছা দিয়ে বের না হয়ে সব আপনার মাথায় ঢুকে গেছে

১২| ০১ লা ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৩৪

হাইজেনবার্গ ০৬ বলেছেন: হাসিনা আসলে ফটকা মহিলা, কথা বার্তায় কোন মার্জিত ভাব নাই, মনে হয় স্বজন হারানোর বেদনায় সাইকোটিক ক্যারেক্টার।মডেস্ট মহিলা না, চাইলেও এমন একজন ক্যারেক্টারকে সন্মান জানাতে পারবেন না। এরে যারা আদর্শ নেত্রী মনে কইরা ব্লগে মিডিয়ায় কাউ কাউ করে তারা শয়তানের কাছে আত্ত্বা বিক্রী হয়া যাওয়া দালাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.