নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

আবারো বলছি দেশে জঙ্গী নেই উহা ছিল আম্লিগ ও ভারতের তৈরী

২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৮


আওয়ামী নস্টালজিয়ায় যারা অন্তরের ভিতর পুলকিত বোধ করে তাদের কাছে বাংলাদেশ মানেই হলো জঙ্গী, অকার্যকর অথবা পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র। ৩৬ জুলাই পরবর্তী মহা-গণবিস্ফােরনকে কোনাভাবেই মানতে পারেনি তারা ভয়ে হোক বা সুশিলতার ভেক ধরেই হোক তাদের অনেকেই তখন সমর্থন করলেও এখন ধীরে ধীরে তাদের সেই ফেসিজমের চেহারা ফুঁটে উঠছে।

একটু পিছন থেকে আসি।
১৯৬৮ সালের ৪ এপ্রিল। মেমফিসের লোরেইন মোটেলের বারান্দায় দাড়িয়ে ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র, অহিংস প্রতিবাদের প্রতীক হওয়া সত্ত্বেও আততায়ীর গুলিতে নিহত হন, যা বিশ্বজুড়ে শোক ও ক্ষোভের জন্ম দেয়; তার মৃত্যুতে আমেরিকা জুড়ে ব্যাপক দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে পড়ে, যা বর্ণবাদ বিরোধী আন্দোলনের উপর তার গভীর প্রভাব এবং অহিংসার পাশাপাশি সহিংস প্রতিরোধের প্রতি কিছু মানুষের হতাশার ইঙ্গিত ফুঁটে ওঠে। ইহাকে কি আমরা জঙ্গী তকমা দেবো?

এবার আসি অতি সম্পতির ঘটনায়।
২০২০ সালের ২৫ মে। জর্জ ফ্লয়েড হত্যা ছিল মিনিয়াপোলিসের একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান। তাকে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চৌভিনের দ্বারা নৃশংসভাবে হত্যা, যেখানে চৌভিন প্রায় ১০ মিনিট ফ্লয়েডের ঘাড়ে হাঁটু গেড়ে বসেছিলেন, যা "আমি শ্বাস নিতে পারছি না" এই আর্তনাদ সত্ত্বেও চলেছিল, যার ফলে বিশ্বজুড়ে বর্ণবাদ ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং এই ঘটনায় বিক্ষোভের সময় কিছু স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনাও ঘটে, বিশেষত মিনিয়াপোলিসে পুলিশের একটি থানায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ইহাকে কি আমরা জঙ্গী তকমা দেবো?

এবার আসি আমাদের দেশে।
২০২৫ সালের ১৩ ডিসেম্বর। শরিফ ওসমান হাদি যিনি তারুণ্যে প্রতিক হয়ে উঠেছিলেন তাকে গুলি করে হত্যা করা হলো যার জানাযায় ১০ লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছিল যা বাংলাদেশে ইতিহাসে হয়তো ২য় বার হওয়ার সম্ভাবনা নেই। সেই সময় খোভের বহিপ্রকাশ করতে গিয়ে প্রথম আলো ও ডেইলী স্টারের ভবনে আগুনে পুড়িয়ে দেওয়া হোলো। ইহাকে কি আমরা জঙ্গী তকমা দেবো? না কোন ভাবেই না। উহা ধ্বংসাত্মক ছিল তবে কোন ভাবেই জঙ্গি ততপরতা নয়। এই সত্যটি সুশিলদের বোঝানো বড় দায়! একই ভাবে দিপুকে হত্যা ও পোড়ানো কোন জঙ্গি ততপরতা নয় উহা ব্যবসায়িক বিদ্বেষ থেকে সংগঠিত হত্যাকান্ড।

প্রথম আলো ও ডেইলী স্টার সব সময়ই আওয়ামী বয়ান প্রতিষ্ঠা করতো এবং তারা পরিকল্পিত ভাবে একটা চক্রে জড়িত ছিল যেটা ওপেন সিক্রেট। সেই সংগে এই দুই পত্রিকা কাছামেড়ে বিএনপি-জামাতের বিরুদ্ধে লেগেছিল। প্রথম আলো ও ডেইলী স্টারে কমিউনিস্ট ও বাম ধারার লোক ছাড়া কেউ চাকুরী পায় না। এখন আবার মতিউর-আনাম গং ভোল পাল্টানো শুরু করেছে। মতিউর স্বীকার করেছে যে তার সাংবাদিকতা জীবনে এক-এগারো পরবর্তী খালেদা-তারেকের বয়ান ছিল ভুল।

ধ্বংসাত্মক কাজ আর জঙ্গি ততপরতা কখনোই এক বিষয় নয়। তাই আবারো বলছি দেশে জঙ্গী নেই উহা ছিল আম্লিগ ও ভারতের তৈরী। হাসিনার উদ্দেশ্য ছিল ক্ষমতা চিরকাল ধরে রাখা অন্যদিকে ভারতের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে করদ রাজ্য করা ও সুবধিা আদায়।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২

সুলাইমান হোসেন বলেছেন: একশ্রেনীর বিকৃত হীন মস্তিস্কধারীদের মগজে,জঙ্গী শব্দটা এমনভাবে ঢুকেছে যে,কোথাও কোনো অঘটন ঘটলেই নিশ্চই এটা জঙ্গীদেরই কাজ,নয়ত তৌহীদি জনতার কাজ! এদের কারনে অপরাদীরা অপরাধ করতে আরো বেশি তৎপর হয়ে উঠে।কার উধোঁর পিন্ডি বুধোর ঘারে যাবে,আর আমরা মাঝখান থেকে বেঁচে যাবো।
ভাই হলি আর্টিজানের হামলা কি সত্যিই জঙ্গীরা করেছিলো,সম্ভবত ২০১৬ সালে?

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৯

মাথা পাগলা বলেছেন: পিনাকি-ইলিয়াস স্যাররা কেমন আছেন? পরের কোন নির্দেশ দিয়েছেন?

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৩

নতুন নকিব বলেছেন:



এদেশ কখনোই জঙ্গি সন্ত্রাসী অপরাধীদের নয়। দেশবিরোধী মিথ্যাবাদী অপশক্তি যত অপপ্রচারই চালাক না কেন।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৮

অগ্নিবাবা বলেছেন: ঠিকই বলেছেন, জঙ্গির সংজ্ঞাই এরা জানে না, জঙ্গি এসেছে জঙ্গ থেকে জঙ্গ হলো লড়াই, নবীও লড়াই করেছে নবীও কি জঙ্গী নাকি?
মশিঊর ভাই চালিয়ে যান।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৩

লুধুয়া বলেছেন: হ্যাঁ সবকিছু ভারতের। হলি আর্টিসন হামলা ,২০০১ একসঙ্গে সব জেলায় বোমা হামলা।সব ভারতের।। মোল্লা গুলো আর কতদিন অন্যের উপর দোষ দিয়ে চলবে।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: বাংলা ভাই
সিরিজ বোমা হামলা
হলি আর্টিজান
শাতিম ট্যাগে হত্যা

এগুলি কোনটাই জঙ্গি না।এর মধ্যে মার্টিন লুথার কিং আর জর্জ ফ্লয়েড আইলো কইত্থিকা?

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত । :-B । সব দোষ শেখ হাসিনার ।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৬

সুলাইমান হোসেন বলেছেন: চ্যাট জিপিটি বলছে হলি আর্টিসনে JMB রা হামলা করেছিল।এবং জঙ্গি গুষ্টি ইসলামিক স্টেট হামলাম দায় স্বীকার করেছিলো X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.