![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।
১. একবার মধুসূদন এসেছিলেন বিদ্যাসাগরের কাছে কিছু টাকা চাইতে।
বিদ্যাসাগর মধুসূদনের কাছে জানতে চাইলেন তিনি টাকা দিয়ে কি করবেন। মধুসূদন বললেন, আমি টাকা দিয়ে মদ খাবো। বিদ্যাসাগর মধুসূদনকে টাকা দিলেন। তা দেখে পাশে থাকা আরেক মাতাল বিদ্যাসাগরের কাছে মদ খাবার জন্য টাকা চাইলো।
বিদ্যাসাগর তাকে বললেন আমি মদ্যপানের জন্য টাকা দেইনা। মাতাল প্রতিউত্তরে বললো তাহলে মধুসূদনকে যে টাকা দিলেন?
বিদ্যাসাগর ঘাড় ঘুড়িয়ে বললেন তাহলে মধুসূদনের মত একটা "মেঘনাদবধ কাব্যগ্রন্থ" লিখে নিয়ে আসো!
২. জনৈক লাইকপ্রেমি কহিলেন, ভাই সেদিন দেখলাম নির্মলেন্দু গুণের একটি পোষ্টে আপনি লাইক ও কমেন্ট করেছেন। গুণ লিখেছিলেন "মন ভালো নাই"। ঠিক একই সময়ে আমিও পোষ্ট দিয়েছিলাম "মন ভালো নাই।" তাহলে আমার স্ট্যাটাসে লাইক ও কমেন্ট দেন নাই কেন?
আমি কহিলাম, আগে নির্মলেন্দু গুণের মত একটি "হুলিয়া" কবিতা লিখে নিয়ে আসো!
ফেবু লিংক : Click This Link
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
শার্লক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: