নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Run for mankind...

মোবারক হোসেন রুবেল

অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।

মোবারক হোসেন রুবেল › বিস্তারিত পোস্টঃ

খুব জানতে ইচ্ছা করে..।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

তাজা খবর :

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নেতা-নেত্রীদের নামে কুৎসা রটিয়ে কিছু প্রকাশ করলে তা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ হবে। সুবাহানাল্লাহ।



তবে জানবার মন চায়:



১। জাতীয় নেতা-নেত্রী কিডা কিডা? নাম প্রকাশ করা হউক।



২। এই আইন কি কেবল সরকার দলীয় নেতা-নেত্রীদের নামে কিছু লিখলেই শাস্তির ব্যবস্থা, নাকি অন্য দলের নেতাদের নামে কিছু লিখলেও একই শাস্তির ব্যবস্থা?



৩। আর যদি জাতীয় নেতা-নেত্রীরা আকাম-কুকাম করে, তখন তা প্রকাশ করলে কি একই শাস্তি প্রযোজ্য হবে?



৪। খাম্বার প্রতিশব্দ কি?



৫। কালো বিড়ালকে কি বলে ঢাকতে হবে?



৬। বাশেঁর কেল্লার এডমিনরা যেহেতু বিদেশে থেকে নেতা নেত্রীদের নামে অপপ্রচার চালায় তাদের কিভাবে আইনের আওতায় আনা হবে?



৭। বড় চেয়ারে হেলান দিয়ে বসা নেতা নেত্রীরা প্রতিনিয়ত একে অপরের নামে যে ভাবে কুত্সা রটনা করে যাচ্ছেন তাদের কি হবে? নাকি এই আইন শুধু সলিমুদ্দি আর কলিমুদ্দির নামে প্রযোজ্য?



খুব জানতে ইচ্ছা করে।



ফেবু লিংক Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

রানার ব্লগ বলেছেন: :D :D

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

শেরশাহ০০৭ বলেছেন: হুমমমমমমমম

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

আমাবর্ষার চাঁদ বলেছেন: জী ভাই, এই আইন শুধু সলিমুদ্দি আর কলিমুদ্দির লাইগাই........... :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.