![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।
সদ্য কলম্বাস কর্তৃক ফেসবুকে নতুন একটা জিনিসের সন্ধান পাওয়া গিয়াছে।
যাদের কাজটাই হচ্ছে আপনি যাই লিখেন না কেন এখানে ইসলাম ধর্মকে কটাক্ষ করা হয়েছে কিনা তা খুজবেই।
কলম্বাস কর্তৃক আবিস্কৃত এই আজিব জিনিসটার নাম দিলাম, বলদেফুবিয়া।
ধরেন আপনি লিখলেন, ''আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া।'' বলদেফুবিয়ারা এসে এখানে দেখবে ইসলামরে পচায়া কিছু লিখা আছে কি না। তারা বাংলিশ কমেন্ট করে তাদের বলদামির পরিচয় দিয়ে বলবে, rubal, tomi ekana cabuk bolte musulmanka pitaita bugaisan!!!
কলম্বাস তার এই বিখ্যাত আবিস্কারের পর সকল ফেবুধারীদের ''বলদেফুবিয়া'' দেখা মাত্রই ব্লক করার নিদের্শ দেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৫ সকাল ১০:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

খুব একটা ভুল বলেন নি, কিছু পাবলিক আছে সারাদিন চটি পড়ে, পর্ণ দেখে আর চান্স পাইলেই এই সব কথা বার্তা বলে। এদের কারনে যারা সাধারন ধর্মপ্রাণ মুসলিম তারা বিব্রত হয়।
আমি এদেরকে এক কথায় প্রকাশ করে বলি- বেকুব!!