![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।
একদা রবার্ট ব্রুসো নামে স্কটল্যান্ডের এক সম্রাট ছিলেন। তিনি ছিলেন যেমন সাহসী ঠিক তেমনি দক্ষ শাসক। একাই একশজনের বিপক্ষে তরবারী চালাতে সক্ষম ছিলেন।
স্কটল্যান্ড তখন ইংল্যান্ডের অধীনে ছিল। হঠাৎ একদিন ইংল্যান্ডের রানী তাদের অধিনস্ত সকল রাজ্যে এই বলে নীতি চালু করলেন যে, অামার রাজ্যে থাকতে হলে প্রত্যেককে গোসল করে থাকতে হবে!!!
একে তো পরাধীন তার উপর শীতের দিন! যেন মরার উপর খরার ঘা। বেচারা ব্রুসো পড়ে গেলেন মহা চিন্তায়। পানির তাপমাত্রা মাইনাস। গোসলের কথা মনে হলেই শরীর কনকন করে উঠে।
জনাব ব্রুসো চিন্তা করে দেখলেন, তিনি যদি রানীর করা নীতির বিপক্ষে যুদ্ধ ঘোষনা করতে যান তাহলে গোসল করুয়াদের সমাজে ভীষন লজ্জায় পড়ে যাবেন। সবাই জেনে যাবে যে, মহান বীরপুরুষ শীতকে ভয় পান, ইজ্জত পাংচার হয়ে যাবার আগেই তিনি গোসল করার সিদ্ধান্ত নিলেন।
ব্যাপক আয়োজন করে তিনি বাথরুমে ডুকলেন। ঠান্ডা বালতিতে হাত দিয়েই তিনি আবার দৌড়ে বেরিয়ে এলেন। বালতি যে ঠান্ডা না জানি পানি কত ঠান্ডা! হলনা। বীর সম্রাটের আর গোসল করা হলো না।
সাত-সতেরো ভেবে তিনি আবার বাথরুমে প্রবেশ নিলেন। বানর যেমন তৈলাক্ত বাঁশ বেয়ে এক লাফে তিন মিটার উপরে উঠে আবার পিচ্ছিল বাঁশ পিছলে এক মিটার নিচে নেমে আসে, ব্রুসোও ঠিক তেমনি পনের মিনিট পর শাওয়ারের টেপটায় হাত রাখলেন। ও মা গো!! হবে না, আমাকে দিয়ে হবে না। এবারো বেরিয়ে এলেন।
এভাবে পরপর ছয়বার ট্রাই মারার পর ব্যর্থ হয়ে এই মহান সাহসী যুদ্ধা রাজ্য ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলেন, তবুও তিনি এই মাঘ মাসের ঠান্ডায় গোসল করবেন না।
চলে এলেন হেরা গুহায়। তানজীর ও জায়তুন ফলের গাছের নিচে বসে বসে সাহস সঞ্চারের চেষ্টায় নিমগ্ন রইলেন। হঠাৎ দেখলেন এক মাকড়সা এক জাল থেকে আরেক জালে যাবার চেষ্টা করছে। কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তবুও থামছে না। সপ্তম বারের মতো মাকড়সাটি সফল হলো।
ছোট্ট মাকড়সার বারবার প্রচেষ্টার ব্যাপারটি ব্রুসোকে অনুপ্রাণিত করলো। তিনি রাজ্যে ফিরে এলেন।
রাজ্যে ফিরেই সোজা বাথরুমে প্রবেশ করলেন। এবার তিনি সফলতার সাথেই গোসল কার্য সমাপন করলেন।
বাথরুম থেকে বের হয়ে ভেজা গামছা দিয়ে ভেজা শরীর মুছতে মুছতে রোনালদোর গোল উদযাপনের মতো ডান হাতটাকে মুষ্টিবদ্ধ করে চিৎকার করে বললেন, হ্যাঁ, পেরেছি! আমি পেরেছি!! আমি গোসল করতে পেরেছি!! আমি অসম্ভবকে সম্ভব করতে পেরেছি!!!
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
কাউন্টার নিশাচর বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহা