![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলী রেজা
চাকমা জাতি একটি উগ্র জাতীয়তাবাদী/সাম্প্রদায়ীক জাতি। এ বিষয়ে কারো সন্দেহ থাকারকথা নয়। কিন্তু দেখা যায় যে, অনেক চাকমা আছেন, যারা উগ্র জাতীয়তাবাদী বা সাম্প্রদায়ীক কোনোটিইনন; বরং তারা মানবতাবাদী এবং তাদেরকে আমরা আমাদের পাশে সব সময় পেয়েছি।
গত ২২ সেপ্টেম্বর রাঙামাটিতে দুঃখজনক সহিংসআক্রমনের পর এই প্রশ্নটি এখন আলোচনার আসছে। বাঙগালীদের এক অংশ বলছে, চাকমা মাত্রই উগ্র জাতীয়তাবাদী/ সাম্প্রদায়ীক। আবার অন্য অংশ বলছে, সবাই এ রকম নন। তবে ভাল উপজাতি খুব কম
আসুন, আমরা এই মতদ্বৈততার গভীরে যাই। কারণ এটি ভবিষ্যতে আমাদের মধ্যে আরো বিভ্রান্তি বাড়াতে পারে, এমনকি তৈরি করতে পারে আদর্শশুন্যতা।
১৮২০ সালে বা তার ও আগে চাকমারা মায়ানমার খেকে বিতারিত হয়ে এসে বাংলাদেশে কত না সমস্যা সর্বশেষ আদিবাসী দাবি করছে এবং গণহত্যা, গণধর্ষন, অত্যাচার, নিপীড়ন কোন কাজই তারা বাদ রাখে নি । বাঙালি জাতিগোষ্ঠি আশা করেছিলো? অবশ্যই নয়। ১৯৭১ এ পার্বত্য চট্টগ্রামে হত্যা-নিপীড়ন করছে পাকিস্তান সামরিক জান্তা এবং তাদের দোসর একাংশ চাকমা রাজাকার দ্বারাই। বাঙ্গালীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে অনেকচাকমা সাধারণ মানুষ ছিলেন। কতটা হিংস্র হলে ভাতৃঘাতি স্ব স্ত্র সংগ্রামে লিপ্ত হতে পারে । প্রত্যেক সমাজে বা জাতিতেভালো-মন্দ এবং পক্ষ-বিপক্ষের মানুষ থাকেন। তাদের সবাইকে একসঙ্গে প্রতিনিধিত্ব করেরাষ্ট্র। তার মানে এই নয় বাঙগালী ও বাংলাদেশ মত একটি উদার দেশের উদারতার সুযোগ নিয়ে উপজাতিরা রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্তহবে । আজ বলতে গেলে পাহাড়ের বাঙ্গালীদের সাথে
রাষ্ট্র সাম্প্রাদায়ীক ওবৈষম্যমূলক আচরণ করেছে, চুক্তি বাঙ্গালীদের ৫ম শ্রেণীর নাগরিক বানিয়েছে সুযোগে চাকমারা বাঙ্গালীদের ওপর অত্যাচার-নির্যা তন চালায়, এর দায়ভার নির্যাতনকারী চাকমা জাতিরওপর বর্তাবে কাজেই জাতিগতও সাম্প্রাদায়ীক মনোভাব বাত দিতে হবে রিফুজি উপজাতিদের অত্যাচার, গণহত্যা, গণধর্ষন, অবিচার,নির্যাতন ের দায়ভার প্রত্যক্ষভাবে পুরো উপজাতিগোষ্ঠিকে নিতেহবে। চাকমাদের দের মধ্যে একটি ক্ষুদ্র অংশ প্রগতিশীল ও মানবিক হলেও এখানে এর ব্যত্যয় হয়না।
উপজাতিদের মধ্যে যারা মানবিক মানুষ, তারা সংকীর্ণমনা বা উগ্র জাতীয়তাবাদী বা সাম্প্রদায়ীক উপজাতিদের উর্দ্ধে অবস্থান করেন;না উগ্র জাত্যাভিমান ও সাম্প্রদায়ীকতা হটিয়ে দেশটিকে সব জাতি, ধর্ম, বর্ণের একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়ীকত ার আবাসভূমিতে রূপান্তর করতেহবে। এটি ছিলো ১৯৭১ এর “মুক্তিযুদ্ধের চেতনা”।
যতদিন বাঙ্গালিদের অধিকার, সন্মান ও আত্নমর্যাদা প্রতিষ্ঠা করতে রাষ্ট্র ব্যর্থ হবে, ততদিন চাকমা জাতি একটি উগ্র জাত্যাভিমানী ও সাম্প্রদায়ীক; নিপীড়ক, নির্যাতক, নির্লজ্জ, অশিক্ষিত ও অসভ্য জাতি হিসেবেই চিহ্নিত হবে। এক. উগ্র উপজাতীয় জাতীয়তাবাদএবং চাকমা চরম মৌলবাদ থেকেই মানবেন্দ্র সন্ত্রাসী গোষ্টি সৃষ্টি করেগেছে যা সকল সমস্যা মুল বিতর্কের খাতিরে আমি যদি আলোকপাত করে থাকি , তাহলে নতুনপ্রজন্ম কাছে এবং বিজ্ঞ মহলকে তলিয়ে দেখার অনুরোদ রইল : চাকমাদের সসস্ত্র
সংগ্রাম যদি চাকমা জাতির মুক্তির জন্য যুদ্ধ হয়, তাহলে চাকমারাই আজ চাকমাদের মেরেছে কেনো?
এর জবাবে বলতে হয়, রাজনীতির খেলায় দুই ভিন্ন পক্ষ উগ্র জাত্যাভিমান ও সাম্প্রাদায়ীকত ার বীজবপন করেছে; এবং সেই বীজ লালন করে পক্ষ দুটি যার যার রাজনৈতিক অবস্থান নিয়েচ্ছে । চাকমাদের মিথ্যাচারে এবং আন্তর্জাতিক চাপে দশমাংশ লোটে খাচ্ছে ।গুঢ় অর্থে, তার মানে এই নয় যে, কয়েকটা উপজাতির জন্য দেশ ছেড়ে দিতে হবে। ,
বিষয়টি এমনই দাঁড়িয়েছেযে, জুম্মদের যে কোনো একটিপক্ষ নিতে হবে, নইলে ।
সবশেষে উপজাতি নতুন প্রজন্মকে অনুরোধ জানাই, অহেতুক এই চরমপন্থার রাজনীতির ফাঁদে পা দিয়ে এই দেশকে ফাঁদে ফেলবেনা না
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
মো. আলী রেজা বলেছেন: তুমি যা লেখ তা লেখার লোক তো অনেক আছে তাছাড়া দীর্ঘ মাস পাচেক ধরে ব্লগে আসিনা ।অত বিজ্ঞ লোকের ভীড়ে কথা আসেনা
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
nurul amin বলেছেন: এগুলো লেখ কেন