| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম বা শেষবার লীগের হিটলিস্টে থাকা না।
আমাদের একটা ভুল হয়েছে, আমরা ৫ তারিখের পর হাতে অস্ত্র তুলে নেই নাই। আমরা বাংলাদেশ সেনাবাহিনী ও ড. মুহাম্মদ ইউনুসের বেসামরিক সরকারকে বিশ্বাস করেছিলাম। ওসমান হাদীর রক্তের মাধ্যমে এটাই প্রতিষ্ঠিত হলো যে আমাদের বিশ্বাসের মর্যাদা দিতে সেনাবাহিনী ও বেসামরিক সরকার ব্যর্থ হয়েছে।
৫৭ জন সেনা অফিসারকে খু/ন করে ফেলার পর যারা কিছু করতে পারে নাই, এই ৩০ জনকে মেরে ফেলার পরেও তারা কিছু করতে পারবে না। দেশের পলিটিক্যাল ও সিকিউরিটি এস্ট্যাবলিশমেন্টের প্রধান সমস্যা, লো টেস্টোস্টেরন লেভেল। পুরুষত্ব নাই, জ্ঞানবুদ্ধিও নাই। লো টেস্টোস্টেরন পুরুষেরা নির্বোধ প্রকৃতির হয়।
যাই হোক, আল্লাহ যদি আমাদের রক্তকে কবুল করে নেন, আমাদের আফসোস থাকবে না। দুইটা বাকী কাজ আছে আমার জীবনে, সানজাক ই উসমানের বাকি দুই সিক্যুয়েল শেষ করা, আর একটা অসম্ভব সুন্দর সীরাতে মুস্তাফা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়গ্রাহী ভাষায় বাংলাভাষী পাঠকের জন্য রেখে যাওয়া। এই কাজগুলো শেষ করতে ১৫ বছর সময়ের দরকার। আল্লাহ চাইলে সময় দেবেন অথবা দেবেন না।
কিন্তু আমরা লড়াই বন্ধ করবো না। এই লড়াই চলবে ইনশা আল্লাহ। আমাদের চলে যাওয়ার পর আপনাদের জীবন আরো কঠিন হবে, কুকুরের জীবনযাপন করতে হতে পারে। তাই সময় থাকতে জেগে ওঠেন।
আমাদের মধ্যে আর কেউ আক্রান্ত হবার আগেই ছাত্র-জনতা ঘরে বসে নিজের মৃত্যুর অপেক্ষা না করে যার যার জুলাই এক্টিভিজম গ্রুপ রিস্টার্ট করবেন এবং চুড়ান্ত, ক্ষমাহীন, বিপ্লবের কাজ শুরু করেন। এই বিপ্লব প্রয়োজনে সশস্ত্র হবে।
স্টেট যদি জনগনের পক্ষে শত্রু দমন না করতে পারে, রক্ত ঝরাবার অধিকার জনতা নিজের হাতে নিয়ে নেবে ইনশা আল্লাহ।
আল্লাহু আকবার!!
বাংলাদেশ জিন্দাবাদ!!
Muhammad Sajal
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩১
তানভির জুমার বলেছেন: আমাদের একটা ভুল হয়েছে, আমরা ৫ তারিখের পর হাতে অস্ত্র তুলে নেই নাই। আমরা বাংলাদেশ সেনাবাহিনী ও ড. মুহাম্মদ ইউনুসের বেসামরিক সরকারকে বিশ্বাস করেছিলাম।
২|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৭
মাথা পাগলা বলেছেন: হিটলিস্টটা কি আপা বানিয়েছেন? লিক হলো কিভাবে?
কলিমুদ্দি দফাদার বলেছেন:
৩০ জনের হিটলিস্টে কেরানি শফি, বিকাশ নুরু, আসিফ, সারজিস, হান্নান, মাহফুজ কারো নাম আছে?
লিস্টে আপনার নাম নাই বলে হিংসে হচ্ছে?
৩|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৫
ক্লোন রাফা বলেছেন: জঙ্গিরা’তো ২০২৪-এর জুলাই থেক অস্ত্র তুলে নিয়েছে। জঙ্গিদের আস্ফালন ব্লগেও দেখতে পাচ্ছি।
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩০
তানভির জুমার বলেছেন: আমাদের হাতে যদি অস্ত্র থাকতো তাহলে আওয়ামী কুকুর আজ হাদির এই অবস্থা করতে পারতো না।
৪|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৯
ধীবধির বলেছেন: এটাও দেখুন
https://www.somewhereinblog.net/blog/dhi/30386602
৫|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩০
ধীবধির বলেছেন: ২০১৩ তে একটা হিটলিস্ট করেছিল কে মনে আছে? ৮৪ জনের...
মুদ্রার এপিঠ ওপিঠ
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৯
তানভির জুমার বলেছেন: ঠিক মত আওয়ামী লীগ না পেটানোর রেজাল্ট হাদি হত্যা চেষ্টা!
৬|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪২
অস্বাধীন মানুষ বলেছেন: আমার ধারনা হাদি ফিরে না আসলে হয়তো আবারো জুলাই আগষ্ঠ ফিরে আসবে।
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০০
তানভির জুমার বলেছেন: আবার জুলাই ফিরে আসুক।
৭|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৪
কামাল১৮ বলেছেন: সীমান্ত বন্ধকরা কার দায়িত্ব।
৮|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৩
কিরকুট বলেছেন: হাদি বেচারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর বাংলাদেশের অসভ্য রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে নিয়ে ব্যবসা করছে । মাত্র একজন ব্লগার বলে বসলো আমাদের হাদি ![]()
৯|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৭
রাজীব নুর বলেছেন: হত্যা কোনো সমাধান নয়।
১০|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৫
শ্রাবণধারা বলেছেন: আওয়ামী লীগ তো এখন পলাতক। অস্ত্র হাতে কাকে মারতে চাচ্ছেন?
১১|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগের মধ্যে আমি শুয়োর দেখি দুঃখের বিষয় হলো ওদের মধ্যে মানুষ দেখিনা।
১২|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৯
বাকপ্রবাস বলেছেন: আম্লিগ একদিন মানুষ হবে এই কামনা
১৩|
১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৮
কু-ক-রা বলেছেন: উহারা (আউয়ামিলীগ) প্রতিহিংসা পরায়ণ। উহাদের বিষয়ে অসতর্ক হওয়া যাইবে না।
১৪|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫৪
নতুন নকিব বলেছেন:
আরও আগে, সাথে সাথে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। কিন্তু কেন যেন সবকিছু লেজেগোবরে অবস্থা হয়ে যাচ্ছে। খুবই দুঃখজনক। অনলাইনেও দুর্বৃত্তদের আস্ফালন বন্ধে কার্যকর কোন পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না।
১৫|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:১৫
সুলাইমান হোসেন বলেছেন: ক্ষমতার লোভ মানুষকে পাগলা কুত্তার থেকেও হিংস্র এবং নিকৃষ্ট বানিয়ে ফেলে।উহা (কু-ক-রা)সত্য সঠিক,উত্তম এবং হাচা বলেছেন।রাজনৈতিক প্রতিহিংসার বিষাক্ত তীরের থেকেও ক্ষতিকর
১৬|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
৩০ জনের হিটলিস্টে কেরানি শফি, বিকাশ নুরু, আসিফ, সারজিস, হান্নান, মাহফুজ কারো নাম আছে?