![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবেগী,মনভোলা আমার লেখার কোন অংশ কপি/কাট/পেস্ট করে কোন ব্লগ বা অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারবেননা।ধন্যবাদ।। আমাকে মেইল করতে পারেন[email protected]
যখন ছোট ছিলাম কেবল ক খ গ ঘ পড়তে শিখেছিলাম জানতাম না বাংলাদেশ নামের দেশটি কি করে পৃথিবীতে জন্ম নিয়েছিলো তখন প্রথম দেশের ইতিহাস আমাকে শুনিয়েছিলেন আমার আব্বু আম্মু... সেখানে সূর্য, চন্দ্র ছিলেন অন্য কেউ কিন্তু যখন স্কুলের বই হাতে ধরলাম তখন সূর্য চন্দ্র হয়ে গেলেন অন্য কেউ!! এই দেশে কি হয়নি? এই দেশে জলজ্যান্ত ইতিহাসকে বিকৃত করা হয়েছে, এই দেশে রাজাকার শুয়োরের দল মন্ত্রীর আসনে বসেছে।
এখন সরাসরি আসি আন্তজার্তিক মানবাধিকার লঙ্ঘনের বিচার নিয়ে,কেউ কেউ বলছেন যে আওয়ামীলীগ প্রহসন করছেন, আমিও যে মাঝে মাঝে সন্দেহ করিনাই এ কথা আমি মোটেই বলবো না।
আমি নিজেকে কোন দলের বলে পরিচিত করে তুলতে চাইনা, আমি বাংলাদেশের মানুষ, আমার জন্ম এ গরীব দেশটাতে, কিন্তু গরীব হলেও এটাই আমার মা! হুমায়ূন আজাদের ভাষায় বলতে হয় নিজের মাকে কখনো মেরিলিন মনরো হতে হয়না, মা মা ই!
আমাকে আমার একজন শিক্ষক বলেছিলেন যে, দেশপ্রেম আসলে সেরকম কিছুনা, এরকম অনূভুতি মানুষের মনে বেশীদিন থাকেওনা, বরং মানুষ আসলে অবচেতন মনে কি চায়? মানুষ চায় আমি যে জায়গাটায় আছি সে জায়গাটা ভালো হক, আমার বসবাসযোগ্য হোক, মানুষ কিন্তু আসলে নিজেকে নিয়েই ভাবে।
এই বক্তব্য সত্যি হলে আমিও বলতে চাই আমার বসবাসের জায়গা বাংলাদেশ সুন্দর হোক, আমার বসবাসের যোগ্য হোক আমি চাই।
এই দেশটা দিন দিন শয়তানের অভয়ারন্য হয়ে উঠুক আমি চাইনা, একদিকে হচ্ছে বিপিএল খেলা, আর একদিকে জামায়তে ইসলামী যে ত্রাস সৃষ্টি করেছে তাতে আন্তজার্তিক মহলে কি চেহারা প্রকাশ পাচ্ছে বাংলাদেশে?
না আর ভদ্র ভাষা ভালো লাগছেনা! ওদের সাথে কোন ভদ্র ভাষা নয়! আরে চোর ডাকাতের দল তোরা কি ভুলে গেছিস যে বিএনপি আমলে দেশে বছরের পর বছর বোমা মেরে তোরা মানুষ মেরেছিস?
তোরা কি ভূলে গেছিস উদীচীর ময়দানে মানুষ মেরেছিস?
সারাদেশে একযোগে তোরা সিরিজ বোমা হামলা করেছিস?
পয়লা বৈশাখ উদযাপন নিয়ে তোরা ছাড়া তো এদেশে আর কারো চুলকানি নেই!
হুমায়ূন আজাদ কে কারা কুপিয়েছিলো???
পাক সাদ জমিন সাদ বাদ এ যা লিখেছিলো হুমায়ূন আজাদ তা যে সত্যি কতটা সত্যি তা তোদের বাপের সাম্প্রতিক টেপ শুনলেই বোঝা যায় !!
সবচেয়ে বড় কথা তোরা এই স্বাধীন দেশে এভাবে কারো গায়ে হাত রাখার অধিকার রাখিস না!
তোদের প্রতিটি নীতি পাকিস্হানবান্ধব তাই আমরা চাই তোরা সমুদ্র সাঁতরে পাকিস্হান চলে যা।
তোরা এই দেশের ভালোর জন্য কোনদিন কিছু করিসনাই অথচ কিছু কুকুরের পশ্চাৎদেশ বাঁচাইতে ত্রাস শুরু করেছিস!
পরিশেষে আমার একটাই কথা এ দেশ হাসিনা বা খালেদার নয়, এদেশ আওয়ামী বা বিএনপির নয়, এ দেশ কারো বাপের কেনা সম্পত্তি নয়, শুধু লক্ষ লক্ষ প্রাণ নয়, বছরের পর বছর হাজার হাজার ত্যাগ আর আন্দোলনের ফলে পাওয়া গেছে ছোট্ট এক টুকরা এ দেশ!
কাজেই যেকোন রায়, যেকোন সিদ্ধান্ত শুধুমাত্র হাসিনা বা খালেদাতে সীমাবদ্ধ থাকার কোন সুযোগ নেই, যুদ্ধাপরাধের প্রতিটি রায়, প্রতিটি সিদ্ধান্ত বাংলার বেশিরভাগ মানুষের প্রাণের দাবী, বাংলার মানুষ তাকিয়ে আছে প্রতিটি রায়ের দিকে। ব্যাপারটি একজন দুজন মানুষের বিষয় নয়।
অনেক হয়েছে, অনেক পড়েছি মিথ্যা ইতিহাস, একই নাটকের পুনরাবৃত্তি নিজের ছেলেমেয়েদের জন্যও চাইনা।
সাবধান , তোরা হুঁশিয়ার হয়ে যা, ৫২ এর ভাষা আন্দোলন,৭১ এর মুক্তিযুদ্ধের সময়ের মত আবারো ফুঁসে উঠেছে প্রাণচঞ্চল তরুনের দল, যে যুদ্ধ ৫২ তে শুরু হয়েছিলো সে যুদ্ধ ৭১ এ শেষ হয়নাই...সে যুদ্ধ শেষ হবে আমাদের নতুন কুঁড়ি, নতুন প্রাণরা শেষ করবে সে যুদ্ধ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
একজন অপদার্থ বলেছেন: ন্যায় বিচার জনতাই করবে। ভালো লাগ্লো। নাপা খাইয়া ঘুম দেন বিচার দেখতে - করতে আমরা আছি
----------------------------------------
দেশ নিয়া একটাই কথা-
*** এই জানোয়ারদের হত্যা করতে হবে***
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
শামীম আরা সনি বলেছেন: পাকিস্হানি হায়েনা নেতা আর শুকর আর্মিদলের চেয়ে জঘন্য জানোয়ার এরা যারা নিজের ভাইয়ের রক্ত দিয়ে হাত ধুয়েছে!
দ্রুত বিচার চাই, দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাই।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: এ দেশ হাসিনা বা খালেদার নয়, এদেশ আওয়ামী বা বিএনপির নয়, এ দেশ কারো বাপের কেনা সম্পত্তি নয়, শুধু লক্ষ লক্ষ প্রাণ নয়, বছরের পর বছর হাজার হাজার ত্যাগ আর আন্দোলনের ফলে পাওয়া গেছে ছোট্ট এক টুকরা এ দেশ! ++++++++++
সুস্থতা কামনা করছি ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
শামীম আরা সনি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অপুর্ন।
অনেকরকম অসুস্হ অনুভূতি কাজ করছে মানসিক অসুস্হতা, শারীরিক অসুস্হতা।
কাল রাতে কিছুক্ষন টিভি দেখেছিলাম,জামাতের ত্রাস গতকাল বিবিসিতেও হেড নিউজ ছিলো, দেখেছেন হয়ত।
এসব আর কতদিন?
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
সংসপ্তক_২০১১ বলেছেন: সহমত
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: শুনলাম কিছু গঞ্জিকাসেবনকারী শাহবাগের মোড়ে একত্রিত হয়েছে!
এও শুনলাম..রাত বাড়ার সাথে সাথে তাদের সংখ্যা কমতে থাকে। বিশ্বস্তসূ্ত্রে জানাগেল, রাতে সবগুলা নাকি সোহরার্দী উদ্যানে গঞ্জিকা টানতে টানতে কাত!!!
তাহলে এই আন্দোলনের কি হপে?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
শামীম আরা সনি বলেছেন: হোয়াটস দে হেল??????????
আমার সাথে কেউ বেয়াদবী করলে কি ব্লগে কি বাস্তবে তাকে আমি থাপরাতে থাপরাতে সোজা করে দেই, গেট ইট! ইউ ইউ ইউ ব্লাডি মাল্টি!
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
খুব সাধারন একজন বলেছেন: ইলেক্ট্রিক্যাল ইঞ্চিনিয়ার, কুবা, অফ যা।
সনি আপু, কুবাকে অফ যাওয়ান কিন্তু!
আর পোস্টের জন্য,
ক্ষমা তোমায় চাইতে হবে,
নামিয়ে মাথা, হে বিধাতা।
রক্ত দিয়ে শুধতে হবে, নামিয়ে মাথা, হে বিধাতা
এই জনতা!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
শামীম আরা সনি বলেছেন: যা বলার বলে দিয়েছি দেখি আবার লেজ দেখাতে আসে কিনা!
ক্ষমা তোমায় চাইতে হবে,
নামিয়ে মাথা, হে বিধাতা।
রক্ত দিয়ে শুধতে হবে, নামিয়ে মাথা, হে বিধাতা
এই জনতা!
ইয়েসসসসসসসসসসসসসসসসসস!
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
খান মেহেদী ইমাম বলেছেন: আবার সময় হয়েছে জেগে ওঠার। কিন্তু কে জাগবে গুটি কয়েক সবাই তো ঘুমন্ত। আজ আমাদের দেশ বিভক্ত জারা জামাত করে তারা মানবতা বিরোধী আর জারা আওয়ামীলীগ করে তারা ইসলাম পরিপন্থী। কিন্তু কেউ চিন্তা করে না আমরা বাংলাদেশি। আর বিচার এর কথায় আসছেন কে বিচার করবে। এক দল করে ধর্ম নিয়ে ব্যবসা আর অন্যদল করে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা। আমি প্রবাসী আমি এই দেশ এ জামায়েত সমথকদের কালকের রায়ের পর হাসি দেখলে মনে হয় আমার সামনে আমার স্বাধীন দেশ কে এরা আবারও ধর্ষণ করলও। কালকের রায় এটা আবারও প্রকাশ করল যে আওয়ামীলীগ সরকার এর দেশকে ভালবাসার জন্য যে শত সাহস দরকার তার অভাব আছে। আর বিনপি প্রতিক্রিয়া ব্যক্ত না করে সরাসরি জামায়েত কে সমর্থন করলও। আমার মনে করি বিচারকরা কালকের রায় দিয়েছে জামায়েত এর আন্দোলন এর ভয়।
আমি মনে করিনা আমার দেশ স্বাধীন আমার দেশ এখনও জামায়েত নামের ধর্ম ব্যবসায়ী আর আওয়ামীলীগ এর মত মুক্তি যুদ্ধের অনুভূতি নিয়ে ব্যবসায়ীদের হাতে পরাধীন। আর বিএনপি হল সেই দল যারা ক্ষমতায় যাবার জন্য যেকারো সাথে হাত মেলাতে পারে। কালকে আমার দেশ কে যুদ্ধও অপরাধ এর বিচার এর নামে আরও একবার ধর্ষণ করা হল।
দেশ যদি কোন জাতির মা হয় তাহলে আমরা বাংলাদেশীরা কাল থেকে বীরাঙ্গনার মায়ের সন্তান। কারন কালকে আমরা সমগ্র বিশ্বের সামনে ধর্ষিত হয়েছি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
শামীম আরা সনি বলেছেন: আমি আওয়ামী বিএনপি বুঝিনা, আমি হাসিনা খালেদা বুঝিনা।
হাসিনার চকির তলে কয়টা রাকাজার, হাসিনার জামাই কি চোর না ডাকু বিষয়টা তো এমন নয়, হাসিনা আজকে প্রধানমন্ত্রী কালকে বিরোধীদলীয় নেত্রী। অথবা একজন সাধারন মানুষ। হাসিনা খালেদার চাওয়া পাওয়া কি তা নিয়ে আমার মত বা আমাদের মত কোটি কোটি মানুষেরও কিছু যায় আসেনা, আমরা আমাদের দাবির প্রতিফলন চাই, দ্যাটস ইট!
বিচার তো রাজাকার রাজাকার বলে হচ্ছেনা, রাজাকার বলেই তো কাউকে ধরে একটা গনতান্ত্রিক দেশে ফাঁসিতে তুলে দেয়া যায় না, বিচার তাদেরই হচ্ছে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, ধর্ষন, লুটতরাজ, অগ্নিকান্ডের সাথে জড়িত এবং যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমান করা সম্ভব তাদেরকেই ফাঁসি বা যেকোন শাস্তি দেয়া সম্ভব।
লাস্ট বা নট দ্য লিস্ট *ক জামায়াতে ইসলামী ওরফে ইসলামের কলংক।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
একজন আরমান বলেছেন:
রাজাকারের ফাঁসি চাই।
কোন দলের হয়ে বলছি না।
আমার ন্যায্য দাবি আমাকে দিতে হবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
শামীম আরা সনি বলেছেন: একমত আরমান।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
ম্যানিলা নিশি বলেছেন:
বন্ধুবেশী শত্রুর চাইতে সরাসরি শত্রু থাকা অনেক ভাল,আর এই সময়ের আওয়ামী লীগকে বুঝতে হলে আপনাকে '৮৬র বেঈমানদের ভাল করে চিনতে হবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
শামীম আরা সনি বলেছেন: ভাসা ভাসা কথা না বলে স্পষ্ট করে আপনি নিজেই নিজের বক্তব্য রেখে যেতে পারেন।
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
নাজির বলেছেন: তাহরির স্কয়ার যদি হোসনি মুবারককে নামাতে পারে, শাহবাগ স্কয়ার একটা কলঙ্ক মোচন করতে পারবে ..................
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ নাজির।
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
রাজাকারের ফাঁসি চাই।
একটাই দাবী
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
শামীম আরা সনি বলেছেন: রাজাকারের ফাঁসি চাই।
একটাই দাবী
ধন্যবাদ
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
তামিম ইবনে আমান বলেছেন:
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
শামীম আরা সনি বলেছেন: মন্তব্য কোথায়?
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
স্বাধীনচেতা মানবী বলেছেন: আপনার মত এমন অনুভূতি আমারও । আমাদের চিন্তা চেতনার মাঝে নষ্ট কোন সত্তা প্রবেশ করাতে চায়না । ওদের থাপরিয়ে সোজা করে দেয়া উচিত আর আপনি এই কাজটি করে ফেলেছেন বলে আপনাকে স্যলুট ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ আপু।
আপনি আমার ব্লগে মনে হয় প্রথম কমেন্ট করলেন।
আমি যে যেরকম তার সাথে সেভাবেই কথা বলি, অকারনে তিতা কাউকেও মিঠারস আমি ঢালতে পারিনা
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
শামীম আরা সনি বলেছেন: দেখলাম।
ছবি দুইটা অসাধারন!
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
স্বাধীনচেতা মানবী বলেছেন: আপনি যেটা করেছেন সেটা ঠিকই করেছেন । আমরা আপনার সঙ্গে আছি ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ আপু।
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
দায়িত্ববান নাগরিক বলেছেন: চোর ডাকাতের দল তোরা কি ভুলে গেছিস যে বিএনপি আমলে দেশে বছরের পর বছর বোমা মেরে তোরা মানুষ মেরেছিস?
তোরা কি ভূলে গেছিস উদীচীর ময়দানে মানুষ মেরেছিস?
সারাদেশে একযোগে তোরা সিরিজ বোমা হামলা করেছিস?
পয়লা বৈশাখ উদযাপন নিয়ে তোরা ছাড়া তো এদেশে আর কারো চুলকানি নেই!
হুমায়ূন আজাদ কে কারা কুপিয়েছিলো???
পাক সাদ জমিন সাদ বাদ এ যা লিখেছিলো হুমায়ূন আজাদ তা যে সত্যি কতটা সত্যি তা তোদের বাপের সাম্প্রতিক টেপ শুনলেই বোঝা যায় !!
সবচেয়ে বড় কথা তোরা এই স্বাধীন দেশে এভাবে কারো গায়ে হাত রাখার অধিকার রাখিস না!
জনতা আজ জেগেছে। এটারই দরকার ছিল। দেরিতে হলেও খুব ভালো লাগছে।
অনেক ভালো লাগলো আপু।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
শামীম আরা সনি বলেছেন: আমারও ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ সব প্রতিবাদী ব্লগারদের, ধন্যবাদ শাহবাগে অবস্হানরত সকলকে।
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কাদের মোল্লা সহ সকল রাজাকারের ফাঁসির দাবিতে ফুঁসে উঠছে সমগ্র সিলেটঃ এখন আর শুধু ঢাকা নয় সমগ্র বাংলাদেশেই তাহরীর স্কয়ার
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
শামীম আরা সনি বলেছেন: আচ্ছা দেখতেছি।
১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
মঙ্গল গ্রহের যাত্রী বলেছেন: যেমন বলছে জামায়াত তেমন বলেছে আ,লীগ হা হা হা ইহার নামই হচ্ছে রাজনীতির খেউর।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
শামীম আরা সনি বলেছেন: হোয়াটস দ্য হেল হাহ????? সাহস থাকলে স্পষ্ট কন্ঠে আওয়াজ করুন। শাহবাগের মোড়ে গিয়ে আওয়াজ তুলতে পারেন!! লাঠিসোটা রেডি আছে!!!
১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন:
বীর বাঙ্গালী জাগো রে,
নুর হোসেন দিচ্ছে ডাক,
রাজাকারের ফাঁসি চাই,
যুদ্ধাপরাধ নিপাত যাক!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ।
২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সাহিদা আশরাফি বলেছেন: ''আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে''
জাতীয় কবির এই লাইন দু'টো আজ দু'দিন ধরে আমার কানে বাজছে।খুব ভাল লাগছে এটা দেখে যে আমাদের ঘুমিয়ে থাকা বিবেক আজ জেগে উঠেছে।আজ সত্যি মনে হচ্ছে যে আমরা ত্রিশ লক্ষ শহীদের উত্তরসূরী।
দ্রুত সুস্থতা কামনা করছি ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
শামীম আরা সনি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাহিদা আশরাফি আপু।
২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
কান্টি টুটুল বলেছেন:
যে সরকার সাগর রুনির হত্যাকারীদের আড়াল করতে পারে,
যে সরকার বঙ্গবন্ধুর খুনিরে আমেরিকা থেকে ধরে নিয়ে এসে ফাঁসি দিতে পারে, সেই সরকার কাদের মোল্লারে ঝুলাইতে পারেনা এটা মেনে নেয়া বেশ কঠিন।
যারা শাহবাগ গেছে তারা এই কষ্ট সইতে করতে না পেরেই গেছে,যদিও মুখ ফুটে সেটা বলতে পারছে না। দেশের আইন বিচার ব্যাবস্থা যখন কোন ব্যাক্তি কিংবা গোষ্ঠীর দখলে চলে যায় তখন এমনটা না ঘটাই অস্বাভাবিক।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
শামীম আরা সনি বলেছেন: আমি তো গতকালই আপনার পোস্টে প্রশ্ন করে এসেছি যে তাহলে আপনি বলুন সুষ্ঠু বিচারটা কাদের পক্ষে সম্ভব???
কাদের মোল্লাকে অবশ্যই শাস্তিস্বরুপ আইসক্রীম খেতে দেয়া হয়নি!
আমাদের দাবী ছিলো ফাঁসি, সেটা ঠিক কারা দিতে পারতো খুব স্পষ্টভাবে আপনার এবং ম্যানিলা নিশির কাছে জানতে চাই
আর আমিতো সরকার কে ডিফেন্ড করে কোন কিছু বলিনাই তাইনা??
স্পষ্ট কিছু মতামত আশা করছি আপনার কাছে এবং ম্যানিলা নিশির কাছে।
না আশা করি সমালোচনা টা শুধু রেখে যাবেন না, বেটার কে কি করতে পারতো এবং অতীতে করে দেখিয়েছে সেটা বলে যাবেন।
২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
সেলিম আনোয়ার বলেছেন: daroon sotto........amader dabi montei hobey
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
শামীম আরা সনি বলেছেন: হমমম।
২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
মোঃমোজাম হক বলেছেন: শাহবাগের অভিজ্ঞতা নিয়েও একটা পোষ্ট দিন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
শামীম আরা সনি বলেছেন: আজ সন্ধ্যায় যাচ্ছি শাহবাগ এসে পোস্ট দিবো।
২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
নেক্সাস বলেছেন: শিরোনামটা দারুন। সত্যি বিচারপতির বিচার এবার হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ।
২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১
নেক্সাস বলেছেন: আপনার কমেন্টের উত্তরে অতীত কে টেনে আনাটা একদম হাস্যকর। অতীত কেউ করেনি বলে ২০০৯ সালে আওয়ামিলীগ। আর যে অতীতের কথা বলছেন সেখানে বঙ্গবন্ধু থেকে শুরু করে হুমো এরশাদ, খালেদা, হাসিনা সব সরকারই রয়েছে। সবাই ব্যার্থ হয়েছে।
কিন্তু এখন প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেটা বরখেলাপ করা। এক যুদ্ধাপরাধীর বিচারের দিকে চেয়ে মানুষ আওয়ামিলিগের ৪ বছরের দুঃশাষন চুপে চুপে মেনে নিয়েছে। মেনে নিয়েছে ফী বছর বিদ্যুৎ, তেল, চাল ডালের মূল্য বৃদ্ধি, মেনে নিয়েছে পদ্মার ভয়াবহ কেলেঙ্কারী, মেনে নিয়েছে কুইক রেন্টালের ডাকাতি, মেনে নিয়েছে কালো বিড়ালের থাবা।
কিন্তু সে যুদ্ধাপরাধীদের বিচারের রায় যখন হয় লোক দেখানো, যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যখন রাজনীতি করা হয়, জামাতের সাথে যখন তলে তলে লীগের সমঝোতা চলে, মানুষের দাবি কে উপেক্ষা করে সাজানো ছকে রায় দেয়া হয় তখন আওয়ামীলিগ কে ডিফেন্ড করার কি থাকে?
বিচার না করা যেমন অপরাধ, তেমনি বিচার করবো বলে সেটা নিয়ে রাজনীতির খেলা করাও অপরাধ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
শামীম আরা সনি বলেছেন: কোন কমেন্টের রিপ্লাইয়ে কিভাবে হাস্যকরভাবে অতীত টানলাম?
আমিতো দেখছি আপনার কমেন্টেই অতীত টানা হয়েছে!
যখন সরকারের ব্যর্থতার ইতিহাস টেনেছেন তখন আপনার উচিৎ ছিলো আরো বিগত সরকারগুলোরও ব্যর্থতা টানা।
বিএনপি এবং বিএনপির বন্ধু জামায়াতে ইসলামী ওরফে ইসলামের কলংক কি করেছে এই দেশের জন্য?
আমার পোস্ট কোন রাজনৈতিক পোস্ট নয়। আমার হাতে টাকা তুলে দিয়েও কেউ আমাকে ল্যাপটপের সামনে বসিয়ে দেয়নাই।
বিচার না করা যেমন অপরাধ, তেমনি বিচার করবো বলে সেটা নিয়ে রাজনীতির খেলা করাও অপরাধ।
আপনি তো অলরেডি একটা সিদ্ধান্তে পৌছেই গেছেন, কিন্তু আমি এখনও কোন সিদ্ধান্তে পৌঁছায়নাই।
প্রথমত আজ শাহবাগ যাব, দ্বিতীয়ত, আপিলে কি হয় দেখবো, তৃতীয়ত, বাকি রায় গুলোর দিকেও আমি তাকিয়ে আছি।
পোস্টে স্পষ্ট বলে দিয়েছি দেশ হাসিনা বা খালেদার না, কারো বাপের কেনা সম্পত্তিওনা!
২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ
+
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
শামীম আরা সনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
অনেক অনেক মূলবান একটা মন্তব্যের জন্য..
২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
শ্রাবণ জল বলেছেন: এ দেশ হাসিনা বা খালেদার নয়, এদেশ আওয়ামী বা বিএনপির নয়, এ দেশ কারো বাপের কেনা সম্পত্তি নয়, শুধু লক্ষ লক্ষ প্রাণ নয়, বছরের পর বছর হাজার হাজার ত্যাগ আর আন্দোলনের ফলে পাওয়া গেছে ছোট্ট এক টুকরা এ দেশ!
জনতা তো জেগেছে। দেখা যাক এবার কি হয়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
শামীম আরা সনি বলেছেন: জনতা তো জেগেছে। দেখা যাক এবার কি হয়।
ইয়াপ! জনতার আদালত তৈরী আছে।, কাদের মোল্লাকে বাংলাদেশী ভাত রুটি দিয়ে আমরা পালতে রাজী নই, ঐ ভাত রুটি তে দুইটা কুত্তা পুষবো!
২৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
তারছেড়া লিমন বলেছেন: রাজাকারের ফাঁসি চাই।
একটাই দাবী
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
শামীম আরা সনি বলেছেন: বাংলার মাটি থেকে রাজাকার ধ্বংস করবো, একটা দাবী।
২৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
রাইসুল সাগর বলেছেন: রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।
সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।
বাংলা মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।
আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
শামীম আরা সনি বলেছেন: রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।
সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।
বাংলা মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।
আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই।
৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২
*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
শামীম আরা সনি বলেছেন: হমমমম!!!!
৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
ঘুড্ডির পাইলট বলেছেন:
শাহবাগ আজ প্রতিবাদের আগুনে জলছে ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
শামীম আরা সনি বলেছেন: আমাদের দাবী না মানা পর্যন্ত আগুন জ্বলবে!
৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫
শামীম আরা সনি বলেছেন: আমি আগামীকাল সন্ধ্যায় অফিস শেষে শাহবাগে যাবো।
আর সবার কমেন্টের রিপ্লাই আগামীকাল অফিসে গিয়ে দেবো।
সবাইকে গুড নাইট আপাতত!
৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রাজাকারের ফাঁসি চাই।
একটাই দাবী
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
শামীম আরা সনি বলেছেন: ফাঁসি ছাড়া বিচার মানিনা!!
বাংলার ভাত রুটি রাজাকারদের জন্য না, ঐ ভাত রুটিতে দুইটা কুত্তা পুষবো!
৩৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
লেখোয়াড় বলেছেন:
++++++++++
সহমত।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ
৩৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
রাফা বলেছেন: আমরা কোন সিদেল চোর কিংবা ছিচকে পকেটমারের বিচার চাইনি! মহামান্য আদালত ও মহাজোট সরকার।
আপনার পোস্টে মন্তব্য করতে ভালো লাগে এইজন্য ।যা বলার আপনি খুব স্পস্ট করে বলেন,সরাসরি বলেন।
বাংলাদেশে থাকলে শাহবাগে হয়তো দেখাও হোয়ে যেতে পারতো।না থাকতে পারলেও শতভাগ সমর্থন রইলো এই দাবির প্রতি।আমরা সকল রাজাকারের সর্বোচ্চ সাস্তী চাই অন্য কিছু না।
ধন্যবাদ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
শামীম আরা সনি বলেছেন: লিংকটা তো কাজ করছে না
ধন্যবাদ স্পষ্ট কথাতে আপনারাও সমর্থন দেন বলে
আপনি কোন দেশে আছেন?
হম আজ যাচ্ছি শাহবাগ হয়ত পরিচিত অনেক মানুষের সাথে দেখাও হয়ে যেতে পারে।
ভালো থাকবেন।
৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
নিয়েল ( হিমু ) বলেছেন: যে যুদ্ধ ৫২ তে শুরু হয়েছিলো সে যুদ্ধ ৭১ এ শেষ হয়নাই...সে যুদ্ধ শেষ হবে আমাদের নতুন কুঁড়ি, নতুন প্রাণরা শেষ করবে সে যুদ্ধ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
শামীম আরা সনি বলেছেন:
৩৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: বিপ্লব দীর্ঘজীবি হোক
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
শামীম আরা সনি বলেছেন: আর যুগে যুগে শুভ শক্তির জয় হোক
৩৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭
নিষিদ্ধ আমি বলেছেন: আপু কেমন আছেন? শরীর এখন কেমন? পোস্টে +++
বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা!
শুভকামনা জানবেন!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭
শামীম আরা সনি বলেছেন: এখন আমার আর জ্বর নাই তবে গলা ভাঙ্গা
আর গত দুইদিন শাহবাগেও যেতে পেরেছি
ওকে শুভকামনা জানলাম
আপনার খবর কি?
৩৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪
অদ্বিতীয়া আমি বলেছেন: ++++
লেখায় সহমত
রাজাকারের ফাঁসি চাই।
একটাই দাবী
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
শামীম আরা সনি বলেছেন: ক তে কাদের মোল্লা তুই রাজাকার , তুই রাজাকার !
গ তে গু আজম তুই রাজাকার, তুই রাজাকার !
ঘ তে ঘাতক দালাল তুই রাজাকার, তুই রাজাকার !
আ তে আমার দেশ তুই রাজাকার, তুই রাজাকার !
ই তে ইসলামী ব্যাংক তুই রাজাকার, তুই রাজাকার !
ই তে ইসলামী টিভি তুই রাজাকার, তুই রাজাকার !
দ তে দিগন্ত টিভি তুই রাজাকার, তুই রাজাকার !
ন তে নিজামী তুই রাজাকার , তুই রাজাকার!
ম তে মানারাত তুই রাজাকার, তুই রাজাকার !
ম তে মুজাহিদ তুই রাজাকার, তুই রাজাকার !
স তে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার।
শ তে শিবির তুই রাজাকার, তুই রাজাকার।
ব তে বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ লক্ষ বাঙালীর দেশ বাংলাদেশ।
রাজাকারের প্রেতাত্মা , পাকিস্হানে চলে যা!
জয় বাংলা , জয় বাংলা, জয় বাংলা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৪০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩
নিষিদ্ধ আমি বলেছেন: ভালো আছেন জেনে ভালো লাগলো, আমি প্রিয় দেশ ছেড়ে অনেক দূরে তাই সক্রিয় ভাবে অংশগ্রহন করতে পারছি না, তবে অনলাইনে সিস্টেমে আছি।
ভালো থাকবেন!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
শামীম আরা সনি বলেছেন: ক তে কাদের মোল্লা তুই রাজাকার , তুই রাজাকার !
গ তে গু আজম তুই রাজাকার, তুই রাজাকার !
ঘ তে ঘাতক দালাল তুই রাজাকার, তুই রাজাকার !
আ তে আমার দেশ তুই রাজাকার, তুই রাজাকার !
ই তে ইসলামী ব্যাংক তুই রাজাকার, তুই রাজাকার !
ই তে ইসলামী টিভি তুই রাজাকার, তুই রাজাকার !
দ তে দিগন্ত টিভি তুই রাজাকার, তুই রাজাকার !
ন তে নিজামী তুই রাজাকার , তুই রাজাকার!
ম তে মানারাত তুই রাজাকার, তুই রাজাকার !
ম তে মুজাহিদ তুই রাজাকার, তুই রাজাকার !
স তে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার।
শ তে শিবির তুই রাজাকার, তুই রাজাকার।
ব তে বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ লক্ষ বাঙালীর দেশ বাংলাদেশ।
রাজাকারের প্রেতাত্মা , পাকিস্হানে চলে যা!
জয় বাংলা , জয় বাংলা, জয় বাংলা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: আগুন পোস্ট। খুব ভাল লাগল। আমরা প্রবাসী স্টুডেন্টরাও শাহবাগের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছি এবং রাজাকারদের উপযুক্ত বিচার দাবী করেছি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
শামীম আরা সনি বলেছেন: এতততততততততততত কিউট !
পোস্ট দিয়ে ফেলেন না একটা এটা নিয়ে!
থ্যাংকইউ সো মাচ
৪২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
অনীনদিতা বলেছেন: বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
শামীম আরা সনি বলেছেন: ইয়েসসসসসসসসসসসসসসসস
৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: আমরা একটা সিএনএন রিপোর্টও করছি। সবগুলো নিয়ে একসাথে পোস্ট আসছে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
শামীম আরা সনি বলেছেন:
ওকে অপেক্ষায় থাকলাম
৪৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
ইয়াশফিশামসইকবাল বলেছেন: পর পর বেশ কয়েকদিন শাহবাগ গেলাম, ঔৎসুক চোখে খুঁজে ফিরলাম লাল নীল দীপাবলি!!! হায়, এযে লক্ষ প্রানের প্রতিবাদ মেলা, চোখ ধাঁধানো আলোর মাঝে কিভাবে খুঁজে পাব লাল নীল দিপাবলী!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
শামীম আরা সনি বলেছেন: :প :প
আমি বৃহস্পতিবার আর শুক্রবার গিয়েছিলাম, প্রতিদিন যাওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছেনা, আর অফিসও আছে।
আর ব্লগাররা তো মিউজিয়ামের সামনে বসছ, আপনি কি ব্লগারদের মিট করেন নাই?
৪৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
ইয়াশফিশামসইকবাল বলেছেন: না, মিউজিয়ামের সামনে যাইনি , আমি আসলে নিজেকে ব্লগার বলে দাবী করিনা কারন সেরকম যোগ্যতা আমার নেই, সে যাই হোক, আচ্ছা ইদ্রু আপা ( দয়া করে ইদ্রু ওয়ার্ড টা ব্যাখ্যা করবেন না, আপনি বলেছেন সেটা, আমার ইদ্রুই ভাল) আপনি আমার বেশির ভাগ মন্তব্বের জবাবে প প দিয়ে শুরু করেন কেন?? প প মানে কি? বন্ধু মহলে আমাকে অবশ্য নলা ডাকা হয়, ভাল থাকবেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
শামীম আরা সনি বলেছেন: আজিব ! ব্লগে রেজিস্ট্রেশন করলেই তো ব্লগার হয় দাবি করার কি আছে
:প :প মানে হলো এই ইমোটা!
নলা !
৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
শিপু ভাই বলেছেন:
আমার প্রশ্ন- এই আন্দোলনে আওয়ামীলীগ সমর্থকরা যেতে পারবে না কেন?
বিম্পি আর জামাত ছাড়া বাংলাদেশের যেকোন দলের সমর্থক বা নিরপেক্ষ লোক এই আন্দোলন করার নৈতিক অধিকার রাখে!!!
আমাদের সংগ্রাম - চলছে চলবে!!!
রাজাকার মুক্ত করে আমরা ৭১ ের মহান স্বাধীনতা যুদ্ধের পূর্ণতা দিব!!!
এই আন্দোলন কলংক মুক্তির আন্দোলন!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২
শামীম আরা সনি বলেছেন: শিপু ভাই আমার অনেক মন খারাপ , অফিসে লোকজন বেশিরভাগ এমন কথা বলছে শুনতে খুব খারাপ লাগছে, শুধু শুনছি আমি সবার ছোট সো তেমন কিছু বলতে পারিনা, কিছু কিছু খুব ভদ্রভাবে বললাম, পাশ থেকে এক আপা বললেন অফিসে কোন রাজনীতির আলাপ ভালো লাগছে না
এসব কি আসলে রাজনীতির আলাপ?
কি আর বলবো বাঙালী ভুলে গেছে কারা একদিন বুকের রক্ত ঢেলেছিলো এদেশের জন্য, আফসোস! শুধু আফসোস!
শিবির জামাত ছাড়া আমার মতে সবাই আসতে পারে, বিএনপি যদি নিজেই না আসতে চায় কি করার আছে কারো?
ভাই আমরা ব্লগাররা তো সারাজীবন বিভিন্ন পদের বিষয় নিয়ে পোস্ট লিখে গেলাম, কে কয়টা আমরা কোন দল কে সমর্থন করে পোস্ট লিখেছি বলেন?
এরপরও আমাদের শুনতে হবে যে আমরা আওয়ামীলীগের লোক?
হাসবো না কাঁদবো?
আমরা সবাই হয়ত কোন না কোন দলকে সাপোর্ট করি কিন্তু আমরা কয়জন কোন একটা দলের ছাতার তলের লোক?
জানেন আমার কিছু বন্ধু আমাকে জানিয়েছে যে ওরাও গেছে শাহবাগ, মজার ব্যপার হলো ওদের ওনেকের ফ্যামিলি বিএনপি করে। এখন বিএনপি তো রাজনৈতিকভাবে এই আন্দোলন থেকে মোটামুটি দূরেই ছিলো, তাহলে ওরা কেন গেলো?
কারন একটাই কেউ এখানে কোন রাজনৈতিক ব্যানারে যায় নাই, মানুষ গেছে মানুষের টানে, দেশের টানে, ভালোবাসার টানে।
৪৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
লিটা রুখসানা বলেছেন: ফাঁসি চাই r kono kotha nai
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
শামীম আরা সনি বলেছেন: লিটা আমি অনেক আনন্দিত তোকে পাশে পেয়ে।
রাজাকারের হাতে আমার মা বোন ভাইয়ের রক্ত, আমি কি ছেড়ে দিতে পারি?
ফাঁসি হলেও যেন শান্তি হবেনা আমার! রাজাকারদের কবর এদেশে চাইনা, ওদের দেশ *কিস্হান ঐখানে ওদের নিবাস হওয়া উচিৎ!
৪৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
শামীম আরা সনি বলেছেন: অনেক অনেক ইন্সপায়ারিং!
থ্যাংকস ।
পাশে চাই, আমাদের আন্দোলন সফল করতে হবে, করতেই হবে।
৪৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১
অয়োময় বলেছেন: এই আন্দোলনে সবাই আসতে পারবে তবে কোন দলের হয়ে নয়
জেগেছে আজ প্রজন্ম যোদ্ধার দল
পালাবি কোথায় আজ, রাজাকার তুই বল?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
শামীম আরা সনি বলেছেন: আন্দোলন সফল হতেই হবে যেকোন মূল্যে!
পাশে চাই অয়োময়।
৫০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
শিপু ভাই বলেছেন:
এখন যদি দেশটা ফাকিস্তান থাকতো তাইলে আপ্নের কলিগগো আর চাকরি কইরা খাওয়া লাগতো না- গ্রামে হাল বাইতে পারত কি না তা ও সন্দেহ!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
শামীম আরা সনি বলেছেন: এইডা আমি বুঝি, মানষে বোঝে না
৫১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ
৫২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২
একটু স্বপ্ন বলেছেন:
পূরো সহমত ও সহযাত্রী।
বিজয়ের দিন আসবে একদিন।
ভাল হোক আপনার, আপনাদের।
০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৮
শামীম আরা সনি বলেছেন: বিজয়ের একটু স্বপ্ন নিয়েই তো আমরা এগিয়ে যাচ্ছি
থ্যাংকইউ
৫৩| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
একটু স্বপ্ন বলেছেন:
একজেক্টলী আপু। তবে এটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখার স্বপ্ন নয়, বরং এটা বিজয়ের সেই স্বপ্ন যা জনতার ঘুম কেড়ে নিতে জানে!
জয় হোক মানবতার, জয় হোক জনতার, জয় হোক এ দুখিনী বাংলার!
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
শামীম আরা সনি বলেছেন: হম!! দেখলাম আপনার পোস্ট
৫৪| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
একটু স্বপ্ন বলেছেন:
আপনার মন্তব্য দেখেছি আপু, অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
শামীম আরা সনি বলেছেন: ওয়েলকাম
৫৫| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
লেখোয়াড় বলেছেন:
+++++++++++++
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
শামীম আরা সনি বলেছেন: প্রথমে আমি এটা লিখেছিলাম ফেসবুক স্ট্যাটাস দিবো বলে, পরে ভাবলাম না থাক ব্লগেই দিয়ে দেই।
গত দুইদিন ধরে আমার ১০২/১০৩ জ্বর, আজ সকাল থেকে জ্বর না থাকলেও শরীর খুবই খারাপ , জানিনা কি লিখেছি না লিখেছি, কিন্তু যাই লিখেছি আমার মনের কথা লিখেছি এটুকু জানি।