![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবেগী,মনভোলা আমার লেখার কোন অংশ কপি/কাট/পেস্ট করে কোন ব্লগ বা অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারবেননা।ধন্যবাদ।। আমাকে মেইল করতে পারেন[email protected]
হ্যালো ব্লগার!
বেশ অবাক হলাম একদিন সকালে এইচআর ম্যানেজারের এমন সম্বোধনে!
ভাবলাম উনি কি করে জানলেন আমি ব্লগার! আমিতো কখনও কারো কাছে গল্প করিনি সেভাবে অফিসে যে আমি ব্লগিং করি!
মার্কেটিং চিফ এক্সিকিউটিভ বললেন যে সনি আপনি কি শাহবাগে গিয়েছিলেন?
আমি বললাম জি।
উনি শুনে বললেন যে আমি জানতাম আপনি যাবেন!
আমি বুঝলাম মার্কেটিং চিফই তাহলে ব্লগের কথা গল্প করেছেন এবং আমি শাহবাগে যেতে পারি এটা নিয়ে একটা ভালো আলোচনা হয়ে গেছে অফিসে।
মার্কেটিং চিফের সাথে আমি ২ মাস এক কেবিনে বসে কাজ করেছি, তখন উনি মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতেন যে সনি কোন কোন সাইটে আছেন নেটে? ফেসবুক?
আমি বলতাম উঁহু ফেসবুক না শুধু ব্লগেও আছি, আমার কাছেই উনি প্রথম শোনেন ব্লগের কথা,যদিও আমি উনার সাথে ফেসবুকেও এড না তাছাড়া কোনভাবেই আমার কোন লেখার লিংকও আমি অফিসে কোনদিন কাউকে দেয়নি।
কারন আমার ব্লগ, আমার ফেসবুক আমার ভার্চুয়াল জগৎ টা নিয়ে কেন জানি আমার নিজের মত থাকতে ইচ্ছা করে, সেখানে ফ্যামিলির কেউ বা অফিসের কেউ ঢুকে পড়লে আমার কাছে মনে হয় আমার প্রাইভেসী নষ্ট হয়ে যাবে!
যাইহোক।
কয়েকদিন পর, শাহবাগের আন্দোলন অনেক জোরদার, সেসময় আমাকে অফিসের বাইরে বেশ কয়েকজায়গায় শুনতে হলো শাহবাগের আন্দোলন নাকি নাস্তিকদের আন্দোলন! যথাসম্ভব ভদ্রভাবে উত্তর দেয়ার চেষ্টা করেছি সবার সব প্রশ্নের। কারন আমি চাই আন্দোলন যেভাবেই হোক সফল হতেই হবে, সুতরাং আমি মানুষটা অনেক তুচ্ছ হতে পারি , কিন্তু আমি যেহেতু শাহবাগ আন্দোলনের পক্ষে, এবং শাহবাগ আন্দোলনে কয়েকদিন গেছিও সুতরাং আমার আশেপাশের মানুষ আমার বিহেভিয়ার দেখে একটা ধারনা তৈরী করে নিবে নিজের মত।
যাইহোক, আমাকে ম্যানেজার বললেন, আপনাদের ব্লগারদের কিছু জিনিস নেটে দেখলাম যা দেখে মোটেই ভালো লাগছেনা, এইসব কি আপনাদের ব্লগিং? ওহহহহ আপনারা তাহলে নেটে এইসব করেন?
আমাকে যেভাবে কথাগুলো বলা হলো কথার ধরনেই একটা ধাক্কা খেলাম, পরে উনি বললেন যে প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট টা এক্সসেপ্ট করেন, লিংক দেখেন এবং বলেন এসব কি!
আমি আমার ডেক্সে আসলাম, ফেসবুকে দেখি উনার রিকোয়েস্ট, উনি ফোন ও করলেন, করে বললেন যে রিকোয়েস্ট একসেপ্ট করেন, একসেপ্ট করলাম। উনি লিংক দিলেন, আমি দেখলাম সোনারবাংলা ব্লগের একটা লিংক। পোস্টে লেখা শাহবাগ আন্দোলনের ব্লগাররা আসলে কারা? এদের চিনুন।
আরিফুর রহমান, আসিফ মহিউদ্দিন সহ আরো দুএকজনের স্ক্রিনশট (গালাগালির) দিয়ে একটা পোস্ট
আমি উনার ওয়ালে লিখলাম আমি সোনারবাংলা ব্লগে যাইনা, কারন এটা একটা জামাতি ব্লগ, সোনারবাংলা তে নিক রেজিস্ট্রেশন করেছিলাম , কিন্তু যখনই বুঝেছি যে এটা একটা জামাতি ব্লগ আমি আর যাইনা, কিছুদিন আগে এডমিন আমাকে মেইল করেছিল যে কেন আমি সোনারবাংলায় আর পোস্ট করছিনা, আমি পালটা একটা মেইল দেই, যার ভাষা ছিলো এরকম '' আমি জামাতি, রাজাকারদের ব্লগে যাইনা''
আমাকে এইচআর ম্যানেজার উনার কেবিনে কল করলেন, আমি গেলাম, আমাকে উনি প্রথমে বললেন যে আপনি সোনারবাংলা ব্লগে যান কি যান না সেটা আমরা জিজ্ঞেস করিনাই, আমরা জিজ্ঞেস করেছি নবী এবং আল্লাহ কে নিয়ে যে আরিফুর এবং আসিফের গালাগালি এসব কেন? এসব কি রিয়েল নাকি বানানো স্ক্রিনশট?
আমি বললাম না বানানো না রিয়েল স্ক্রিনশট। আমার সোজাসাপ্টা অনেস্ট অ্যানসার!
এরপর শুরু হলো হাজারো প্রশ্নবান, দেখুন আমরা তো ক্রিশ্চিয়ানিটি , বা হিন্দুইজম নীয়ে বাজে কোন কমেন্ট করিনা! আপনারা ব্লগে এসব করেন, আপনারাই গেছেন শাহবাগ আন্দোলনে! এই আন্দোলনের লিড দিচ্ছে নাস্তিকরা, আর আপনারা তার সাথে আছেন! এরকম অনেক অনেক কথা কন্টিনিউআসলি মার্কেটিং চিফ বলে গেলেন।
আমাকে কোন কিছু বলার সুযোগই দিলেন না। পরে আমি জাস্ট বললাম দেখেন কে আসিফ আর কে আরিফুর? আসিফ কে ৯৮ ভাগ ব্লগাররাই পছন্দ করেনা, আপনারা ব্লগের নাম জানছেন আজকে, কিন্তু আমি ব্লগে আছি সাড়ে তিন বছর, বাংলা ব্লগের যাত্রা এরও অনেক আগে,আসিফ তো শেখ হাসিনা কে নিয়ে পর্যন্ত বাজে কমেন্ট করেছে, আসিফ কখন কার পক্ষে আর কখন কার বিপক্ষে কথা বলে তার কোন ঠিক নেই!
আর ব্লগের রাজনীতি আপনারা মোটেই বাহির থেকে বুঝবেন না।
আমাকে তখন বলা হয়, তাহলে যেখানে নাস্তিকরা ব্লগিং করে সেখানে আপনি ব্লগিং করেন কেন!!
আজব প্রশ্ন!!
আমি বললাম দেখুন সবাই কি আসিফ বা আরিফুরের মত ব্লগে? সাধারন ব্লগারই বেশি।
আমার এসব কথায় কর্ণপাত না করে এইচআর ম্যানেজার প্রশ্ন করলেন যে , আপনারা শাহবাগে জামাতি সব প্রতিষ্ঠান বাতিলের দাবি তুলেছেন কিন্তু কেন?
আপনারা রেটিনা, ফোকাস, ইবনে সিনা, আমার দেশ এইসব বন্ধ করবেন মানে!
আমি বলছিলাম আপনারা আমাকে এসব বলছেন কারন আমি ব্লগার এটা আপনারা জানেন, আমি শাহবাগে আছি এটা আপনারা জানেন, আমাকে ছাড়া আর কোন ব্লগারকে আপনারা চিনেন না, সুতরাং আমাকেই এসব আপনারা বলছেন, কিন্তু আমি পলিটিশিয়ান না যে আমাকে এসব প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে!
পলিটিশিয়ান না তাহলে শাহবাগে গেলেন কেন!
কাদের মোল্লাহ যার আপনারা ফাঁসি চাচ্ছেন এই কাদের মোল্লাহ সেই কাদের মোল্লাহ না, অন্য একজনকে হাসিনা ধরে এনেছে! কাদের মোল্লাহ কে নিয়ে আপনি কি জানেন ? ৭১ সালে সে কোথায় ছিলো? মাত্র ২২ বছর বয়স ছিলো তার তখন।আপনারা কিছুই না জেনে শাহবাগে চলে গেছেন একটা মানুষের ফাঁসির দাবি নিয়ে! আপনারা কিছুই না জেনে একটা মানুষের ফাঁসির দাবি করে বসে আছেন।
ইসলামী ব্যাংক বন্ধ হবে মানে? জামাত এত খারাপ হলে এত এত প্রতিষ্ঠান এত টাকা ইনভেস্ট করে করতে পারলো কি করে? আর কি করেই বা এত ভালো রান করছে?
আমি বললাম, বিকজ দে গেট মানি ফ্রম মিডল ইস্ট।
এন্ড?
হোয়াট এন্ড?
সনি আপনি ইচ্ছা করেই এন্ড কথাটাবাদ দিয়েছেন, বুঝছেন?
দে গেট মানি ফ্রম মিডল ইষ্ট এন্ড দে আর নট করাপটেড। ওকে?
আমি বললাম প্লিজ আমাকে জামাত নিয়ে কোন কথা বলবেন না। আমি অফিসে সবার জুনিয়র , আমি জুনিয়রের মত থাকি প্লিজ, আমি চাইনা এসব নিয়ে অফিসে কথা বলতে, আমি জামাত হেট করি এটা আপনারা জানেন।
আপনি বললে হবে না যে আপনি জামাত হেট করেন, আপনি কি জানেন জামাত নিয়ে?
কোনদিন শুনেছেন জামাত কাউকে রেপ করেছে?
আমি বললাম , দিস ইজ এ রিডিকিউলাস কোয়েশ্চন।
আমি বুঝলাম আমি নিজে থেকে রনে ভন্গ না দিলে ওনারা বকেই যাবেন বকেই যাবেন, ওনাদের যত রাগ আছে সব আমার উপর ঝাড়ছেন, আর এটা ওনারা ভালোই জানেন যে আমি অফিসে সবচেয়ে জুনিয়র সুতরাং আমি অনেক রয়েসয়ে কথা বলবো। আর সবচেয়ে বড় কথা উনারা এত হাউকাউ করেছেন যে আমি সেভাবে সুযোগই পাইনি কথা বলার। আমি চাইনাই এইসব চেঁচামেচি জিএমএর রুমে যাক, জিএমএর কানে যাক, এইসব বিষয় কোনভাবে অফিসে আসুক আমি চাইনা, চাইনি। কিন্তু আমি শুধুমাত্র শাহবাগে গেছি কেন এর ভিত্তিতে গায়ে পড়ে তারাই আমার সাথে বাধালেন।
আমার মত একটা সামান্য মেয়ের সাথে এসব যুদ্ধ করে কি লাভ হলো তাদের বুঝলাম না, এসব তর্ক বিতর্ক করার জন্য তো শাহবাগ উন্মুক্ত আছে। আমি জানি আমার কলিগদের মত আরো অনেকের চুলকানি আছে, তাদেরকে অনুরোধ করবো কারো দূর্বলতার সুযোগ নিয়ে তাকে এটাক করবেন না, আপনারা জানেন সুস্হ তর্ক বিতর্ক করলে কোনটাতেই আপনারা জিতবেন না। কারন ইতিহাস আমাদের পক্ষে।
প্রতিদিন সকালে অফিসে ঢুকেই নিজের চেয়ারে বসতেও পারিনা আমার শুনতে হয় শাহবাগে যারা যাচ্ছে তারা বিরিয়ানী খেতে যাচ্ছে, শাহবাগে যাওয়া উচিৎ সবার, সবাই গিয়ে দেখে আসুক আসলে শাহবাগে কারা আছে!
আমি শুনেও শুনি না, দেখেও দেখিনা নীতি অবলম্বন করা ছাড়া আর কোন উপায় খুঁজে পাচ্ছিনা। কারন অফিসে প্রথমত কেচাল করার কোন ইচ্ছা কাজ করেনা, দ্বিতীয়ত শিক্ষিত মানুষজনের সাথে আমাকে এই স্বাধীন বাংলাদেশে কেচাল করতে হবে জামাতী কি এবং কেন ?
হায় সেলুকাস! সত্যি বিচিত্র এই দেশ!
ঘটনা আছে আরো অনেকগুলো তবে, পোস্টের আকার বিশাল ধারন করছে বলে সংক্ষিপ্ত করতে হচ্ছে।
তবে জামাতীরা যে কত মিথ্যা এবং নোংরাভাবে মুহূর্তে তথ্য তৈরি করতে পারে, তার নমুনা নিজে পেলাম জলজ্যান্ত! যখন আমার চোখেমুখে স্ট্রিক্ট মনোভাব দেখলেন আর আরো তর্ক চালিয়ে ননিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা থাকা সত্বেও আমি কোন তর্ক বিতর্ক অফিসে করবোনা জানিয়ে দিলাম তখন উনি শেষ আঘাত আমাকে করলেন এটা বলে যে , আপনি তো এখনও বিয়ে করেন নাই ,থাকেন একা তাই আপনার এত সময় আছে ব্লগিং করার! আমি এক মেয়ে ব্লগারকে চিনতাম যিনি বিয়ের পর আর ব্লগিং করেন না!
হায়রে মিথ্যা কথা আর বিশ্রী মানসিকতা! ব্লগিং শব্দটা উনি জীবনে প্রথম শুনেছেন আমার কাছে, আমি ছাড়া উনি আর কোন ব্লগারকেই চিনেন না, অথচ উনি মুহুর্তের মধ্যে এতবড় একটা মিথ্যা গল্প সেধে ফেললেন!
আমার পার্সোনাল লাইফে ঢুকে পড়ে অযাচিত একটা কমেন্ট করে ফেললেন, আমি যাই হই, আর যাই করি জামাতীদের কেন এত কষ্টের কারন বুঝলাম না। আমাকে অনেক ব্লগারও ইয়াহুতে নক করে ইনিয়ে বিনিয়ে বলেছেন এসব লিখে কোন লাভ নাই, এসব লিখেন কেনো? শুধু সময় নষ্ট!! অথচ সেই সময় নষ্ট টা তারা নিজেরাও করেন!
আমি মেয়ে বলে আর ইদানিং শিবিরকে শুশীল ভাষায় গালিগালাজ করতে মন চায় না। শিবিরকে গালিগালাজ করতে হলে কিসের নীতি?
আর যারা আমার মেয়ে হওয়ার জন্য আমাকে ছোট ভাবেন, হীন ভাবেন, নীচ ভাবেন, কম বুদ্ধিসম্পন্ন ভাবেন এবং রাখঢাক করে চলতে হুংকার দেন
তাদের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান থেকে কয়েকলাইন তুলে দেই
২৭ নং অনুচ্ছেদ- সকল নাগরিক আইনের সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী।
২৮ নং অনুচ্ছেস (১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদে বা জন্মস্হানের কারনে কোন নাগরিকর প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না।
(২)রাষ্ট্র ও গনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবে।
(৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদে বা জন্মস্হানের কারনে জনসাধারনের কোন বিনোদন বা বিশ্বাসের স্হানে প্রবেশের কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরুপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না।
(৪)নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যোকোন অন গ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত করিবেনা।
সামু ব্লগে ক তে কলা আর আ তে আম অনেক করে লিখেছি, সেখানে জামাতবিরোধী যে কোন পোস্ট দিতে গেলে আমাকে হাজারবার ভাবতে হতো সুতরাং আমি ভাই মাফও চাই, দোয়াও চাই আমার পক্ষে আর সম্ভব হয়না আ তে আম আর ক তে কলা করে পাঠকদের ধরে ধরে বোঝানো Sad
The Jamaat-e-Islami (Urdu: جماعتِ اسلامی;, lit. "Islamic Party" abbreviation, JI) is a social conservative and Islamist political party, advocating for an Islamic and democratic form of government in Pakistan. The JI was founded on August 26, 1941 in Lahore by Muslim theologian and socio-political philosopher Abul Ala Maududi. The party is led by an Emir (lit. Leader), and currently Syed Munawar Hasan is tenuring as Emir of JI. The JI is headquartered in Mansoorah district, Lahore.
Founded during British control in India, the JI moved its organization after the Indian partition to the newly created state of Pakistan, initially setting up its organizational mass in West-Pakistan. The members who remained in India regrouped to form an independent organization called Jamaat-e-Islami Hind. During the Bangladesh Liberation War
নেটেও যদি কোন গরু বা গাধা জানতে চায় জামাতে ইসলামী কি একটা সার্চ দিলেই উইকি তে লিংক পেতো
http://en.wikipedia.org/wiki/Jamaat-e-Islami
যে দলের জন্ম পাকিস্হানে, যে দলের হ্রদয় পাকিস্হান, যে দলের হাতে বাঙালীর রক্ত যে দল বাংলাদেশের স্বাধীনতাই চায়নি সেই দল নিয়ে আমি কথা বলতে চাইনা, যে দলের ফ্ল্যাগেও পাকিস্হান সে দল নিয়ে আমি কথা বলতে চাইনা
এবার দেখুন পাকিস্হানের ফ্ল্যাগ
আমি অনেক ক্লান্ত ! কি অনলাইন কি বাস্তবতায় জামাত শিবির ইসু নিয়ে তর্ক বির্তকে ক্লান্ত আপনারা নিজের চোখে দেখবেন না পড়বেন না এই দায় কি আমাদের ? বলুন দায় কি আমাদের?
আমাকে এমনও কথা শুনতে হয়েছে চান্স পেয়ে ব্লগাররা টিভিতে এসেছে, লাইমলাইটে এসেছে, একেকজন সেলেব্রেটি হয়ে যাচ্ছে, এই সুযোগ কে ব্লগাররা কাজে লাগাচ্ছে!
আমাকে যখন এভাবে বলা হয় আমিও বলি আমি কি অমি রহমান পিয়াল নাকি আরিফ জেবতিক যা আমাকে টিভিতে দেখাবে? আর আমার অভিরুচি নিয়ে না জেনে না বুঝে এমন হাস্যকর কথা যারা বলে তাদের করুনাও করতে ইচ্ছা হয়না আমার !
আমরা ব্লগাররা গত কয়েকটা বছর অনেক হাসি আনন্দের সাথে ব্লগে বিচরন করে চলেছি কোন কিছু পাবার আশা নিয়ে নয়, আমাদের ব্লগের প্রতি যে ভালোবাসা, এত এত ব্লগারদের সাথে যে একসাথে ব্লগিং করতে করতে ভালোবাসার টান এটা আপনারা কি বুঝবেন?
আপনাদের এই ধরনের অযাচিত এটাক, ধর্ষনকে আমি জামাত আর পাকিস্হানের ফ্লাগে থুথুর সাথে ছুড়ে ফেললাম!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
শামীম আরা সনি বলেছেন:
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
সান্টু বলেছেন: ফালতু
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
শামীম আরা সনি বলেছেন: হু ইজ ফালতু হাহ?????
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
তারছেড়া লিমন বলেছেন: কিছু বলার নাই ............শুধু বলবো আপু অবুঝদের সাথে তর্ক করতে নাই......
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
শামীম আরা সনি বলেছেন: হম ঠিক!
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: আমিও
থু থু
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
শামীম আরা সনি বলেছেন: থু থু !
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
যোগী বলেছেন: এত বড় পোষ্ট পড়তে ধর্য্য পাইনা। ছোট পোষ্ট দেওয়ার অনুরোধ থাকলো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
শামীম আরা সনি বলেছেন: লেন্জা ইজ এ্যা থিং ভেরী ডিফিকাল্ট টু হাইড :> :> :>
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
আমিনুর রহমান বলেছেন: মুখ লোকের সাথে তর্ক করা হল মূর্খতার শামিল।
এসব এড়িয়ে যান। সময় বলে দিবে ব্লগিং কি আর ব্লগার কাকে বলে
পোষ্টে +++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
শামীম আরা সনি বলেছেন: আমিনুর ভাই ১৯ আর ২০ নম্বর কমেন্ট দেখেন !
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
ক্ষুধিত পাষাণ বলেছেন: যদি আপনি আপনার নিজ বিশ্বাসে আস্থাশীল হন, বিশ্বাস অ বাস্তবতায় অনেষ্ট থাকেন তাহলে কে কি বললো-তা পাত্তা দিবেননা। তখন কেউ আপনাকে অমন উদ্যেশ্যমুলক প্রশ্ন করারও সাহস পাবেনা।
ধন্যবাদ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
শামীম আরা সনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
শহুরে কাউয়া বলেছেন: ভাইরে
আমার অফিসেও একই চিল্লাচিল্লি দিয়া দিন শুরু হয়।
আমি খালি হাসি আর ভাবি যারা আমরা আন্দোলনে যাই, সমর্থন করি, হেল্প করি, তারা খালি হাসি আর বোকচোদদের দেশ উদ্ধার করতে দেখি।
কাম কাজ নাই, খালি প্যাচাল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
শামীম আরা সনি বলেছেন: হমম ! এখানে কিছু কমেন্ট দেখেন একাকী রাতের!
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
নিয়েল ( হিমু ) বলেছেন: জামাতিদের সাথে আবার কিসের তর্ক বিতর্ক ?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
শামীম আরা সনি বলেছেন: ইয়েসসসসসস ! আমিও তো তাই বলি
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
যোগী বলেছেন: লেখক বলেছেন: লেন্জা ইজ এ্যা থিং ভেরী ডিফিকাল্ট টু হাইড :> :> :>[/si
ম্যাডাম কথাটা কি আমাকে বললেন???
না মানে আমি মাথামোটা মূর্খ টাইপের মানুষ লেঙ্জা থাকলেও থাকতে পারে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
শামীম আরা সনি বলেছেন: আপনি যে মূর্খ এটা নিজে থেকেই স্বীকার করার জন্য ধন্যবাদ
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আপনাকে অভিনন্দন!!! আপনার অনুভূতি, আপনার রুচি আপনার "কমনীয় দৃড়তা" কি বলব আমার ভাল লেগে গেছে! ভাল থাকুন সবসময় এই দোয়া রইল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
শামীম আরা সনি বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো লাগা কমেন্টে................
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হুমমমম..... এমন হবেই জানা কথা। ইগনোর করুন....। এদের সাথে কথা বলারও রুচি হয় না.......
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
শামীম আরা সনি বলেছেন: হম
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
অজানাবন্ধু বলেছেন: এই স্বাধীন বাংলাদেশে কেচাল করতে হবে জামাতী কি এবং কেন ?
হায় সেলুকাস! সত্যি বিচিত্র এই দেশ!
আপনার মত আমারও একই অবস্হা। আপনারত শুধু অফিসে আমাকে বাসাই (মেসে থাকি ও খানেও এমন কয়েক জন আছেন) গিয়ে ও এ সমস্যায় পরতে হয়।
তবে হার মানিনী একা সংগ্রাম করতে করতে আমার প্রান শক্তি অনেক বেরে গেছে।
জয় বাংলা স্লোগানটা বল্লেই কেমন জানি একটা অনুভুতি জাগে।
১৯৭১ মা বোনদের উপর যে অত্যাচারটা হয়েছে তার কথা ভুলি কেমনে?
জয় বাংলা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
শামীম আরা সনি বলেছেন: ৩৫০ বছরে মীরজাফরকে ভুলো নাই ৮২ বছরে গুআযমদের ভুলে যাবো?
কিছুই ভুলিনি , ভুলবোনা।
জয় বাংলা।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
নিয়েল ( হিমু ) বলেছেন: একাকি রাতে @ ঐ দিন বেহেস্তের টিকিট ফ্রিতে দেয়া হৈতেছিল ফর্ম BGB নিলানা কেন একটাও টিকিট ?
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আপা আমার একটু আগে করা পোস্ট টা এখানেও তুলে দিচ্ছি। কুকুরদের ঘেউ ঘেউ কোন কাজে আসবেনা। ইগ্নোর দেম।
প্রিজন সেলেতে শুয়ে গু আজম রাজাকার
চাঁদ তারা পতাকাটারে ঝাড়ে মুছে বার বার।
পাকিদের খেদমত পবিত্র কাজরে
বাঙালী বেকুব গুলা বুঝলোনা আজোরে।
নারীদের আব্রু পাকিদের তরে নয়
মা, বোন বিলিয়ে দিতে করিসনে তোরা ভয়!
এ কাজে বড় পাকা ছিল এক মোল্লা
‘কাদের’ নাম নিয়া সে ঘুরত মহল্লা
মইত্যা রাজাকার পথে পথে চলত
মুক্তিরা কোথা আছে পাকিদের বলত
সাইদি ব্যস্ত ছিল লাভে নারী সঙ্গ
বেশুমার নারী লয়ে করত সে রঙ্গ
পাকিরাও তারে এই কাজে বস মানত
বাড়ি থেকে হিচড়িয়ে মা, মেয়কে আনত।
বাচ্চু, কামারু, মোজাহিদ গোষ্ঠি
সসস্ত্র হয়ে করেছিল অনাসৃষ্টি…।
এতক্ষণ পর্যন্ত যা লিখলাম তার কোন আবেদন নেই!
কেন নেই, মানুষ এগুলো দেখতে দেখতে, শুনতে শুনতে গন্ডার হয়ে গেছে। এরা বার বার পুনর্বাসিত হয়েছে, সুনাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে!!! মানুষের ক্ষোভ চাপা পড়তে পড়তে ফসিল হয়ে গেছে। যাদের কাছে মানুষ বিচার আসা করেছে তারা পিঠ বাঁচিয়ে চলেছে। অনেক যুগ পর অনেক অনীহার পরও যখন বিচার শুরু হল এবং প্রথম ফাঁসির রায় আসলো মৃত জনগন জীবন কাঠির ছোঁয়া পেল। এর পরের হতাসাব্যঞ্জক রায় নতুন প্রাপ্ত জীবনকে আবার ঘুম পাড়িয়ে দেবে এ আশা ব্যর্থ প্রমানিত হল। সেই ফসিলে আজ প্রাণের সঞ্চার হয়ছে। নতুন প্রজন্ম আজ জ্বলে উঠেছে সারা বাংলাদেশ আজ এক হয়ে গেছে। এ আগুন নিভাবে এমন সাধ্য কার!!!!!!!!!!! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা!!! রাজাকারমুক্ত বাংলাদেশ পাওয়ার যে সংগ্রাম শুরু হয়েছে তা আর থামার নয়, মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, দেশের সকল রাজাকার, নিপাত যাক নিপাত যাক,
জয় বাংলা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
শামীম আরা সনি বলেছেন: ভালো লেখছেন
জয় বাংলা।
সব রাজাকার নিপাত যাক, পাকিস্হান চলে যাক !
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
মোঃমোজাম হক বলেছেন: বসতো বসই।ইয়েস স্যার না বললে প্রমোশন নেই। সেই অফিসটা মনে হয় জামাতের অর্থে চালিত।চাকরিটা ছেড়ে দেয়াই উত্তম।
আর হ্যাঁ সাদাকে সাদা আর কালাকে কালা বলাই উত্তম।
জামাত যেমন উগ্রবাদি একটা দল তেমনি নাস্তিকরাও।তারা বাবা মায়ের নেয়া ধর্মকেও উপেক্ষা করে।বাংলা ব্লগে এই নাস্তিকরা শুধু ইসলাম বিরোধী কথা বার্তা বলে ক্যাচাল শুরু করে।ইসলাম ধর্ম মানে ঘৃন্য জামাত ইসলামের প্রপার্টি নয়।আমি আপনি আপনার বাবা মা সবাই মুসলমান। আপনার নেতা নেত্রীরাও মুসলমান এবং নামাজি।শেখ হাসিনা নিয়মিত পাচ উয়াক্ত নামাজ পরেন।একজন বিধর্মির চেয়ে একজন নাস্তিক জগন্যতম খারাপ।আর এই দুই ব্যাক্তি আরিফুর রহমান/ আসিফ মহিউদ্দিন স্বঘোষিত নাস্তিক।ওদের প্রতি একজন ধার্মিক(হিন্দু বা মুসলমান) হিসেবে ঘৃণা করা ছাড়া কিছু নেই।
ক্ষমা করবেন সানি,আপনার লেখা আমি নিয়মিত পড়ি। শাহবাগের আন্দোলনে আমাদেরও সমর্থন আছে কিন্তু তার সঙ্গে এই দুজন নাস্তিককে না জরানই ভাল।সেখানে সমর্থকের অভাব নেই।ভাল থাকবেন,আন্দোলন চালিয়ে যান।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
শামীম আরা সনি বলেছেন: না আমার অফিস জামাতিদের টাকায় চলেনা। এইটা একটা ইউরোপীয়ান কোম্পানী।
আর দেখুন আমার ব্যক্তিগতভাবে নাস্তিক আস্তিক নিয়ে কোন সমস্যা নেই, কারন আমি মনে করি নাস্তিকতা আর পারভার্টেড নাস্তিকতা এক জিনিস নয়!
আমি সাত্রে পড়েছি, ক্যামু পড়েছি, হেইডেগার পড়েছি বা আরো অনেকের লেখা পড়েছি, নাস্তিকতা মানে গালিগালাজ নয়, এটা প্রথমে বুঝতে হবে, একটা মানুষের ধর্ম বিশ্বাস না থাকতে পারে, কিন্তু একটা সুস্হ মানুষ কুরুচিপূর্ণ ভাষায় কোনকিছউ পরিবেশন করতে পারেনা। যেকোন বিষয়েই হোক সে আস্তিক বা নাস্তিক কট্টরপন্থী মানসিকতা কারো কাছ থেকে পেতেই কেউ ভালোবাসে না।
আমিও আপনার লেখা পড়ি, এবং আপনার লেখার ফ্যান
আর দেখুন আসিফ কে তো শাহবাগে আমি নিয়ে যাইনি তাইনা? আমার কি এই ক্ষমতা আছে যে আসিফ কোথায় যাবে কি করবে আমি সেটা নির্ধারন করতে পারবো?
আমাকে অনেকেই নাকি ভাবে রগচটা!! কিন্তু আমি কারো প্রতিই বিষেদাগার ছড়াতে চাইনা। দেখুন আসিফ আমার ফেসবুকেও এড আছে। আসিফের সাথে আমার ইনবক্সে দু একবার কথাও হয়েছে, এর মানে তো এইনা আসিফের সাথে আমার খুব মাখামাখি হয়ে গেছে তাইনা?
যাক, সেটাও বিষয়না, ব্যক্তিগতভাবে আসিফের ক্ষেত্রে আমার যেসব কমপ্লেইন আছে তার অন্যতম হচ্ছে আসিফ তার ফেসবুকে কভার পেজে পাকিস্হানের পতাকা সম্বলিত ছবি লাগিয়েছিলো।
একজন নাস্তিকেরও অধিকার আছে ঠিক একজন আস্তিকের মত দেশ কে ভালোবাসার, দেশের কাছ থেকে সম অধিকার পাবার, সেই অধিকার আসিফেরও আছে। কিন্তু দেখেন বিভিন্ন কারনে আসিফের উপর আস্তিক, ছাগু, আওয়ামী, বিএনপি সবাই কিন্তু ক্ষেপা, এটা নাহয় ব্লগের বাইরের লোকজন জানেনা, আপনারা তো ব্লগার আপনারা তো সবই জানেন, এরপরও কিছু হলে কথায় কথায় শুধু আসিফই আসে কেন? আসিফ ছাড়া কি এই ব্লগে বা শাহবাগে আর কাউকে চোখে পড়ে না?
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
ShusthoChinta বলেছেন: ক্যাচাল রে ক্যাচাল,এত ক্যাচাল আর ভাল্লাগে না! এত ক্যাচলামি করতে গিয়ে মাথামুথা আউলায়া যায় না???
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
শামীম আরা সনি বলেছেন: কাকে বলছেন?
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন: একাকি রাতে নিক ধারী এই জন্মপরিচয় হীনটাকে নিয়ে প্রশ্ন তুলতেই হচ্ছে সে তার সঠিক জন্ম বৃত্তান্ত জানে বলে মনে হচ্ছে না । তার নিকের ব্যান চাচ্ছি । এবং যথা যথ ব্যাবস্থা নিচ্ছি । পাকি দালাল ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
শামীম আরা সনি বলেছেন: ব্যান হয়েছে।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
ঘুড্ডির-পাইলট বলেছেন: @ একাকি রাতে
শাহাবাগে নাকি কি সব দিবা কইলা ! আমি তো অয়েট করতাছি কিছুই তো পাইলাম না ! পোষ্ট যে ক্যাচাল লাগাইছো , অখন তো তুমারেই রাইখা দিতে মুঞ্চাইতাছে ।
খিয়াল কৈরা , ব্লগিং কিন্তু োয়া দিয়া ভইরা দিমু , বেক্কল কুনহান্কার ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
শামীম আরা সনি বলেছেন: ব্যান হয়েছে!
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: @ একাকি রাতে
ব্যান খাইয়া গেলা . .........কিছু তো কইবারই পারলাম না...... যাউকগা আরেক নিকে তো আবার আসবা তখন সুদে আসলে দিমুনে......
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
শামীম আরা সনি বলেছেন: হম
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
নিয়েল ( হিমু ) বলেছেন: ব্যান খায়া গেছে ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
শামীম আরা সনি বলেছেন:
২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
ঘুড্ডির-পাইলট বলেছেন:
@ একাকি রাতে
অইন্য নিক নাই ? চইলা আসো , ল্যাঞ্জার আগুন তো অখনও জ্বলতাছে ! বাদ বাকি নিক গুলানও খাইয়া দি ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
শামীম আরা সনি বলেছেন:
২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
যোগী বলেছেন: আমি যে মূর্খ এটাতো আর লুকানোর কিছু নাই। দেখেনা প্রায় ৩ বছরের বেশি সময় ধরে এই ব্লগে আছি কিন্তু কিছুই লিখতে পারিনি ।
আর মূর্খ বলেই আপনাকে অনুরোধ করেছিলাম বুঝিয়ে বলার জন্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
শামীম আরা সনি বলেছেন: সরি পোস্টে যা লিখেছি পড়ে বুঝতে না পারলে আমার পক্ষে এর চেয়ে সহজ করে বলা সম্ভব না
২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ২ বছর ২ মাস ধইরা ব্লগিং কইরা মাত্র একটা পোস্ট আর এত সহজেই ব্যান খাইয়া গেল...... পুরাই লস কেইস.....
কবর থেইকা আরও কিছু নিক তুইলা আন .......
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
শামীম আরা সনি বলেছেন:
২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
মাহফুজশান্ত বলেছেন:
শাহবাগ চত্বরে "নিরপেক্ষ গণমঞ্চে" উপস্থিত সুধীদের বলছি-
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
শামীম আরা সনি বলেছেন: ওকে পরে দেখছি আপনার লিংক।
২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
লেখোয়াড় বলেছেন:
++++++++++++++++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ
২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপু মূর্খ মানষের লাগে তর্ক কি! জামাতিদের সাথেও বা তর্ক কি!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
শামীম আরা সনি বলেছেন: হম একদম ঠিক বলেছেন
২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
শাদা-অন্ধকার বলেছেন: সনি আপা, আপনার মত আমারও একই অবস্হা। অনেক কলিগ আজব সব প্রশ্ন করেন।
তবে হার মানি না। তাতে যায় যদি যাক প্রাণ। তবু সাদা কে সাদা , কালো কে কালো বলব। এ আমার দেশের প্রতি দায়বদ্ধতা। দেশের প্রশ্নে কোন আপোষ নয়।
যে দলের জন্ম পাকিস্হানে, যে দলের হ্রদয় পাকিস্হান, যে দলের হাতে বাঙালীর রক্ত, যে দল বাংলাদেশের স্বাধীনতাই চায়নি সেই দলের শেষ দেখতে চাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
শামীম আরা সনি বলেছেন: হম আসলে অনেক সময় কিছু করার বলার থাকেনা
২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
ইয়াংিক বলেছেন: আমার কমেন্টে দুঃখ পেয়ে থাকলে, সরি। মাল্টিবাজি পছন্দ করি না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
শামীম আরা সনি বলেছেন: একটা মাল্টি ব্যান খেয়েছে দেখে ভয় পেয়ে গেলেন তাইনা?
আর কোনটা মাল্টি সেটা চেনার মতো বুদ্ধি আমার আছে
:> :> :>
৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
একজন আরমান বলেছেন:
আপনার বস তো জামাতি !
শোনেন আপু যারা জেগে থেকে ঘুমের ভান করে, তাদের জাগানো সম্ভব নয় ! তাই এদের সাথে তর্ক করেও কোন লাভ নেই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
শামীম আরা সনি বলেছেন: না আমার জিএম জামাতি না, যেটা না সেটা বলা ঠিক না। দু একজন অফিসারের জন্য বা দু একজনের জন্য আমি অন্য কাউকে দোষারোপ করতে পারিনা!
হম আমি তর্কে যাইনা
৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জামাতি বস!!!!!!!!!!!
যোগীকে ভুল বুইঝেন না, হি ইজ নট ছাগু।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
শামীম আরা সনি বলেছেন: যোগী আমার সাথে খুব কায়দা করে বেয়াদবি করেছে স্বর্ণা, সেটা তো তোমার মত ব্লগারের বুঝতে পারার কথা!!
৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
বাংলার হাসান বলেছেন: ব্লগিং কি জিনিস উনাকে একদিন নিয়ে আসেন আমরা সবাই উনাকে টিচিং দিব। একদম ফ্রি
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
শামীম আরা সনি বলেছেন:
৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ
৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
আমিভূত বলেছেন: একজন আরমান বলেছেন:শোনেন আপু যারা জেগে থেকে ঘুমের ভান করে, তাদের জাগানো সম্ভব নয় ! তাই এদের সাথে তর্ক করেও কোন লাভ নেই। সহমত ।
কিছু মানুষ আছে ব্লগিং কি না বুঝেই অনেক বড় বড় কথা বলে ,তাদের সাথে আমি বরাবরই কিছুই জানি না ভাব করি কেননা আমি জানি খালি কলসি বাজে বেশী
ভালো থাকুন আপু সর্বদা ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ
৩৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
শার্লক বলেছেন: বুঝলাম কিন্তু আন্দোলন তো এখন পুরাই রাজনৈতিক হয়ে গেল।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
শামীম আরা সনি বলেছেন: ব্যাখাসহকারে জানান বিষয়টা!
৩৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
হাসানুল বান্না পথিক বলেছেন: আমার অফিস এ ও একি অবস্থা। খাবার টেবিলে শুধু কেসাল লাগে। জামাতির সংখ্যায় বেশি সেখানে আবার। শালার জামাতে দেশ ভইরা গেছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
শামীম আরা সনি বলেছেন:
৩৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
শিপু ভাই বলেছেন:
জামাত শিবিরের জন্য শুধুই ঘৃণা!!!
++++++++++++++++++++
সাহস হারাবেন না!!!
চাকরির মায়রে বাপ!!! আবার ডিস্টার্ব করলে চটকানা দিয়া চলে আসবেন। আপনি যোগ্য। আপনার চাকরির অভাব হবে না আশা করি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ শিপু ভাই
৩৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগে যারা মাস পিপলের অনুভূতিকে শ্রদ্ধা করতে পারেনা তাদেরকে গণমানুষের আন্দোলন থেকে দূরে রাখাই ভালো। আজ সেই তথাকথিত নাস্তিকদের কারণেই জামাত শিবির এটা বলার সুযোগ পাচ্ছে যে শাহবাগ আসলে নাস্তিক উগ্রবাদীদের আস্তানা। অল্প ২/১ জনের আজেবাজে লেখার কারণেই জামাত শিবির আজ শাহবাগ আন্দোলনকে বিতর্কিত করার সুযোগ পাচ্ছে। এটা খুবই দুঃখজনক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
শামীম আরা সনি বলেছেন: আপনার এই কমেন্টের ব্যাপারে একমত আছই যে হা দু একজনের কারনে সবাইকে এক কাতারে এখন ফেলা হচ্ছে, তবে দেখেন ১৬ কোটি মানুষ কিন্তু ১৬ কোটি রকম কারো সাথে কারো মিল কি আছে হুব হু?
আমাদের একটা ভুলে গেলে চলবে না যে আমরা একটা দাবি আদায়ের জন্য এক হয়েছি, সেখানে এত রকমের কথা আমরা নিজেরা নিজেদের মধ্য বললে হবে?
অনেকেই আসিফ কে কেন মিডিয়া এত কাভারেজ দিচ্ছে বলে চেঁচামেচি করি, তাদের বলবো এত এত ছাগুফাইটার ব্লগারকে বাদ দিয়ে আসিফ কে ফোকাস করাটা যেমন মিডিয়ার উচিৎ হচ্ছে না, তেমন আমরা ব্লগাররা সবার চেয়ে ব্লগের ব্যাপারটা বেশী ভালো জানার পরেও (যেহেতু আমরা ব্লাগর) এক কথা বলে মুখে কেন ফেনা তুলছি?
সেকানে আমরা সবাই গেছি একই দাবি নিয়ে কথা শেষ!
৩৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
রেজোওয়ানা বলেছেন: কুনোব্যাঙ ভাই, আপনার সাথে একমত হতে পারলমা না, নাস্তিক হলে সে দেশকে ভালবেসে আন্দোলনে আসতে পারবে না কেন!!
দুর্জনের ছলের অভাব হয় না, নাস্তিক' আইডিয়া সফল না হলে অন্য কিছু খুজে বের করবে। শিবির শুরু থেকেই এই আন্দোলনকে ভিন্ন খাতে ডাইভার্ট করার জন্য একের পর এক প্রপাগান্ডা চালিয়ে আসতেছে, প্রথমে মদ গাজা, এরপর নারী নির্যাতন, ফ্রী সেক্স সব শেষে তাদের প্রাচীন অস্ত্র 'ধর্ম", যেটা তারা সেই ৭১ এও ব্যবহার করেছিল।
তবে আশার কথা তাদের এই সব প্রপাগান্ডায় বেশির ভাগ মানুষই বিভ্রান্ত হবে না, শাহবাগের ক্রমবর্ধমান প্রতিবাদী মানুষই সেটা প্রমান করে।
সনি আপা, সংগ্রামী কন্ঠ দীর্ঘজীবি (বানান ভুল হলো মনে হয়!) হোক...
জয় বাংলা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
শামীম আরা সনি বলেছেন: আহারে শাহবাগে যে ছাগুরাও ওয়েলকামড এটা কেউ বুঝছেনা ( মাইর খাওয়ার জন্য)
আপু এই এক আসিফ এই করলো রাজিব ঐ করেছিলো শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে
আর কতরে ভাই আর কত?
আমরা এতদিন ব্লগিং করলাম আমাদের কোন দামই নাই?
আপু শাহবাগে আমি যেদিন প্রথম গেলাম অনেকেই জানতো আপনি হয়ত জানতেন না, আমার সারাদিন প্রচন্ড জ্বর ছিলো,তবে আমার গলা পুরোপুরি ভাঙ্গা ছিলো এটা হয়ত বুঝেছেন, জ্বর থাকা স্বত্বেও আমি কেন গেলাম সেখানে?
আমরা নিজেদের পকেটের টাকা দিয়ে গিয়েছি, ব্লগাররা নিজেদের পকেটের টাকা দিয়েই খেয়েছি। এরপরও যে খাওয়াদাওয়া হেনতেন নিয়ে কথাগুলো আমরা ব্লগার হিসেবে শুনেছি এটা মোটেই মেনে নেয়ার মত বিষয় নয়!
যারা এগুলো কথা বলে বেরাচ্ছে তারা কত টাকা পেমেন্ট নিয়ে এগুলো বলে বেড়াচ্ছে এই প্রশ্নটাও তাহলে আসা উচিৎ!
১০/১৫/২০/৫০ হাজার?
হাহ! এর চেয়ে বেশী টাকা আমার বাবা দিনে ইনকাম করে!
খুব খারাপ শুনালো আমার শেষ লাইনটা আমি জানি, কিন্তু আমি বাধ্য হলাম বলতে !
৪০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
ইখতামিন বলেছেন:
৮ম ভালো লাগা.
সত্যি বিচিত্র এই দেশ!
আপনি মেয়ে তাই এই দশা.
কিন্তু আমার কলিকরা আমাকে পুরো নাস্তিক বানিয়ে ছেড়েছে
এর পর থেকে ওরা এই বিষয়ে কিছু বললে উত্তর না দিয়ে এড়িয়ে যেতে চেষ্টা করবেন। ওরা যাই বলে- বলুক। দেখবেন- এক সময় এমনিই চুপসে যাবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
শামীম আরা সনি বলেছেন: হাহাহা সেম পদ্ধতিতে আপনিও চলুন পাগলদের পাত্তা দেবার মানে হয়না!
৪১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন: রেজোওয়ানা আপু, আপনি যতই দেশ ও মানুষকে ভালোবাসেন কিন্তু সাধারণের কাছে আপনার যদি গ্রহনযোগ্যতা না থাকে তাহলে বিরোধী পক্ষ আপনাকে ইস্যু করবেই। দুর্জনের ছলের অভাব হয়না সেকারণেই যতটুকু সম্ভব নিজেকে পরিষ্কার রাখতে হয়। আপনি একটা জিনিষ খেয়াল করেন শাহবাগ গাঁজার মেলা সেখানে সেক্স পার্টি হয় এসব প্রচার করে কিন্তু খুব একটা সুবিধা তারা করতে পারেনি। বাট কিছু ব্লগারের নিম্ন রুচি সম্মন্ন কথা বার্তাকে তারা বেশ ভালোমতোই ইউজ করতে পারছে। যে সুযোগ নিচ্ছে তাকে দায়ী করার সাথে সাথে যে এসব সুযোগ দিচ্ছে তাকেও দায়ী করা উচিত। মুষ্ঠিমেয় ২/১ জনের কারণে এই নাস্তিক ইস্যুটা হাইলাইট হয়েছে। তবুও যদি সেগুলো যৌক্তিক সমালোচনা থাকত তাহলে কোন সমস্যা ছিলনা সেগুলো সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যেত। কিন্তু সেখানে কি আছে, নোংরা ভাষার প্রয়োগ গালিগালাজ এইসব। আপনিই বলুন এটা কোন কাজের কথা হলো!
আমার মা একজন মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতার স্ত্রী এবং প্রচন্ড ধার্মিক। আমি আমার মা'কে নিয়েও ২দিন শাহবাগে গিয়েছি। এখন কেউ যদি আমার মা'কে ঐসব দেখিয়ে বলে যে আল্লহা রসুল এসব নোংরা কথা (সমালোচনা আর নোংরামী এক নয়) যারা লিখেছে তারা এই আন্দোলনের সাথে জড়িত বা এই এই নেতা তাদের এই এই এটা ওটা লিখেছে। আপানার কি মনেহয় আমার মা কি আমাকে সেখানে যেতে দিতে চাইবে। বুঝলাম যে আমার মায়ের বিশ্বাস অনুভূতি সব ভুল কিন্তু তাইবলে আমার মাকে অশ্রদ্ধা করার মত দুঃসাহস আমার নেই। আমার আপনার চোখে ভুল থাকলেও একজন বিশ্বাসীর কাছে এই মুক্তিযুদ্ধ রাজাকার ইস্যুর থেকে আল্লাহ রসুল তাদের কাছে অনেক অনেক বড়।
সত্যি বলতে কি জামাত শিবির যে ইস্যুটাকে(ধর্ম) পুঁজি করে রাজনীতি করতে চায় বা ভালো পারে প্রকারান্তে তথাকথিত ব্লগীয় নাস্তিকরা সেই ইস্যুটাই তাদের হাতে তুলে দিচ্ছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
শামীম আরা সনি বলেছেন: যদিও আপানর এই কমেন্ট টা রেজোয়ানা আপুকে উদ্দেশ্য করে তারপর ও আমার পোস্ট যেহেতু আমিও কিছু এড করতে চাই সেটা হলো আপনার কথা ঠিক আছে, আমিও মোজাম ভাই আর আপনার এর আগের কমেন্টে আস্তিক নাস্তিক বিষয়টি নিয়ে আমার মনোভাব বলেছি, তাই সেটা আর নতুন করে বলছিনা।
তবে আপনি আপনার আম্মুর ব্যাপারটা যেহেতু এনেছেন সেহেতু এই ব্যাপারে কিছু কথা না বলে পারছিনা, আমার দাদুও এখজন ভাষাসৈনিক এবং মুক্তোযোদ্ধা, এখন বয়স ৮৮। এবং উনিও প্রচন্ড ধর্মপ্রাণ মানুষ। এবং উনি রাষ্ট্রব্যবস্হা হওয়া উচিৎ সেক্যুলারিস্ট বলে মনে করেন। তার মানে এই নয় যে আল্লাহ নবী কে কেউ গালিগালাজ করলে উন হাসিমুখে মেনে নেয়ার মানুষ। যে কূৎসিৎ ভাষায় আল্লাহ রসুল কে গালিগালাজ করবে টাকে হয়ত উনি এভয়েড করবেন কিন্তু একটা মাত্র লোকের জন্য যে উনি একটা পুরো কার্যক্রমকে বিড়ম্বনাময় মনে করবেন সেরকম মানুষ উনি নন!
এত বিড়ম্বনা নিয়ে ভাবলে কেউ কি যু্দ্ধে যেত আর দেশ স্বাধীন হতো?
আমার ইদানিং এই মুক্তিযোদ্ধার সন্তান বা নাতনী এইসব বলতে কেমন জানি লাগছে! কাদের সিদ্দীকি আর পাপিয়ার কিছু ভাষন শুনে !
৪২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
জাকারিয়া মুবিন বলেছেন: যুক্তিহীনদের সাথে তর্কে যাওয়ার কোন দরকার নেই।
যাস্ট এভয়েড দেম।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
শামীম আরা সনি বলেছেন: হমমমমমম । থ্যাংকস!!
৪৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
বইয়ের পোকা বলেছেন: সবার এখন এইরকম একটা ধারনা হয়ে গেছে, যারা ব্লগিং করে, তারা বুঝি সবাই নাস্তিক হয়ে গেছে। এই আসিফ, রাজীব এর জন্যই এই ধারনাটা হয়েছে।
ব্লগ সর্ম্পকে নন-ব্লগারদের তেমন ভালো আইডিয়া না থাকায়, তারা বুঝতে পারছে না!!!! এই আসিফকে যে কেউ দেখতে পারে না, সেটা তারা জানে না। এইখানে যে ছাগু গুলার বিরুদ্ধে সাইবার যুদ্ধ চলছে, এইটাও অনেকেই জানে না!!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
শামীম আরা সনি বলেছেন: যার যেটাই ধারনা হোক সেটা নিয়ে মানুষ থাকুক, আমরা যারা ব্লগিং করি তারা জানি কে কি, এবং কে ব্লগে কি করে তাইনা?
নিজেদের মধ্যে বিভ্রান্তি হলে ভালো লাগেনারে ভাই
৪৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
নুর ফ্য়জুর রেজা বলেছেন: আপনার সাথে এভাবে গায়ে পরে ঝগড়া করতে আসল দেখে খারাপ লাগল।
আসলে শাহবাগ আন্দোলনই এখন ব্লগারদের লাইমলাইটে নিয়ে এসেছে। তাই ব্লগারদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয় বা হবে। মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে চলুন। নারী ব্লগার দেখে কটুক্তি শুনেছেন দেখে বেশি খারাপ লাগল। কিছু মানুষ যত বড় পদেই যাক না কেন মনের দিক থেকে বড় হয় না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
শামীম আরা সনি বলেছেন: শাহবাগ আন্দোলন ব্লগারদের লাইমলাইটে এনেছে কিন্তু সেটা নিয়ে আমি মোটেই ভাবিত না, আমি আমার মত ব্লগিং করতে পারলে খুব ভালো লাগে, নিজের কিছু কিছু অনুভূতি ব্লগে লেখার জন্য ম্যাক্সিমাম ব্লগার ব্লগে আসে, আমি মনে করি কমিউনিটি ব্লগে সবার লেখার অধিকার আছে একমাত্র ছাগু ছাড়া।
৪৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
মামুন রশিদ বলেছেন: আপনাদের এই ধরনের অযাচিত এটাক, ধর্ষনকে আমি জামাত আর পাকিস্হানের ফ্লাগে থুথুর সাথে ছুড়ে ফেললাম!
আপু, আপনার সাথে সাথে আমরাও দিচ্ছি, থু থু..
জামাত ইস্যু নিয়ে আর কোন তর্ক নয়, এখন থেকে শুধুই ঘৃনা বর্ষন, থু থু..
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
শামীম আরা সনি বলেছেন: এক্সাক্টলি!
৪৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
মূর্খ লোকের সাথে তর্ক করে লাভ নাই। আমরা আমাদের মতই লড়ে যাব । কে কি ভাবল বা বলল তাতে করে আমাদের কিছু যায় আসেনা। একজন কলম যোদ্ধার শক্তি সম্পর্কে ওদের ধারনা খুব কমই আছে আর যদি থেকেও থাকে তবে ভাববেন যে ওরা ভয় পেয়েই এসব কথা বলে থাকে।
ওদের জন্য শুধু থাকা উচিত ঘৃণা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
শামীম আরা সনি বলেছেন: ইয়াপ !
৪৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লাগলো আপু। এতটা স্বাধীনতাতে আমারও আপত্তি আছে। সামুতে নিয়ম নীতিগুলো কড়াকড়ি করা উচিৎ। ছাগু, উগ্র আস্তিক, উগ্র নাস্তিক সবগুলাকে ব্যান করা উচিৎ। এত বেশি স্বাধীনতার জন্য বাঙ্গালী প্রস্তুত না এখনো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ
তবে কথাটা মনে হয় এমন হতো যে স্বাধীনতা আর স্বাধীনতার অপব্যবহার
৪৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
htusar বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
মূর্খ লোকের সাথে তর্ক করে লাভ নাই। আমরা আমাদের মতই লড়ে যাব । কে কি ভাবল বা বলল তাতে করে আমাদের কিছু যায় আসেনা। একজন কলম যোদ্ধার শক্তি সম্পর্কে ওদের ধারনা খুব কমই আছে আর যদি থেকেও থাকে তবে ভাববেন যে ওরা ভয় পেয়েই এসব কথা বলে থাকে।
ওদের জন্য শুধু থাকা উচিত ঘৃণা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
শামীম আরা সনি বলেছেন: হম থ্যাংকস!
৪৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
htusar বলেছেন: আপু , আপনি যেই লিঙ্ক দিসেন সেইটা জামাত (পাকিস্তান )।
আর এইটা বাংলাদেশের জামাতের লিঙ্কঃ
Click This Link
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
শামীম আরা সনি বলেছেন: Bangladesh Jamaat-e-Islami (Bengali: বাংলাদেশ জামায়াতে ইসলামী), previously known as Jamaat-e-Islami Bangladesh, and Jamaat for short,[1] is the largest Islamist political party in Bangladesh,[2][3] though they have removed the phrase "Rule of Allah" from their party charter.[4]
A large number of members of the party have played a crucial in the 1971 Bangladesh atrocities during the liberation war, such as in organized killing of intellectuals, genocide and violence against women.
Jamaat joined the Bangladesh Nationalist Party (BNP) in an alliance and lead a four-party coalition government during 2001-2006 and held two Ministries in Khaleda Zia's government. They are an anti-liberation front who openly attempted to stop the liberation of Bangladesh from Pakistan, believing it would have existed better as a dominated Islamic state under Pakistani rule
খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে এখানে দেখা যায়
জামাযতের জন্ম পাকিস্হানে, এর হেড কোয়ার্টার এখনও পাকিস্হানে, (লাহোরে) গুআজম নিজ মুখে বলেছে, আমি ভিডিও আপলোড করতে পারিনা ব্লগে আর ইউটিউব বন্ধ তাই লিংকটা শেয়ার করতে আমি পারছিনা, তবে আপনারা কেউ চাইলে আমি আপনাদের লিংকটা দেবো, প্লিজ সামুতে আপলোড করে দিয়েন
৫০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
রাফা বলেছেন: আস্চর্য! লক্ষ লক্ষ ব্লগারের মধ্যে ২/১ আসিফ-রাজিব থাকতেই পারে।
বাকি অন্য ব্লগারদের চোখে পরেনা তাদের।কারন জন্মে সমস্যা আছে অথবা রক্তের সম্পর্কের কেউ ক-তে কাদের মোল্লা-তুই রাজাকার,গ-ত গো.আজম-তুই রাজাকার,ন-তে নিজামি-তূ্ই রাজাকারের বংশধর।
কাজের যায়গা হোক কিংবা অন্য কোথাও হোক নিতীর সাথে কোন আপোষ নাই।৭১-এ বাঙ্গালীদের নবজন্ম এটা নিয়ে প্রশ্ন তুললে খবর আছে।আর ৭১-ঘৃণিতদের বেলায় কি হোতে পারে বুঝে নিন।
জয় বাংলা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
শামীম আরা সনি বলেছেন: সেটাই !
আমার কথা হচ্ছে যে আমরা গেছি একটা দাবী নিয়ে সেখানে আমাদোর নিজেদের মধ্যে যদি এত কেচাল থাকে তাহলে হবে?
যাইহোক, আমি সব ভুলে তাকিয়ে আছি সামনে দিকে, ভালো একটা কিছুর আশা করছি, দেখা যাক কি হয়।
জয় বাংলা।
৫১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
ইয়াশফিশামসইকবাল বলেছেন: ইদ্রু আপা, আপনার বসের ফ্রেন্ড রিকুয়েস্ট তো গ্রহন করেছেন, এইবার লখখি মেয়ের মতন উনারে ব্লক মারেন যদি চাকরীর মায়া না করেন আর চাকরীর মায়া থাকলে বলার কিছু নাই.।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১
শামীম আরা সনি বলেছেন: ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন
৫২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
*কুনোব্যাঙ* বলেছেন: দেখুন, এদেশের মানুষ যথেষ্ট সেকুলার আর যে কারণে এতদিনেও ইসলামী উগ্রবাদী দলগুলোর ভোট বাড়েনি। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। সেকুলারিজম মানে এই না যে আপনি আমার বিশ্বাস অনুভূতির স্থানকে যাচ্ছেতাই ভাবে গালিগালাজ করে যাবেন। আপনি দেখতেই পারছেন এই ২/১জনকে হাইলাইট করে জামাত শিবির কিভাবে প্রচারণা চালাচ্ছে। সমস্যার নিয়মই তো এইটা যে সমস্যা ২/১জনকে নিয়ে তৈরী হয়। ধর্মকে পুঁজি করে মানুষের সহানুভূতি আদায় করার এটা জামাত শিবিরের একটা পুরাতন একটা পদ্ধতি। তারা এটা করবেই। কথা সেটা না, কথা হচ্ছে আত্নসমালোচনা। নিজের বিশ্বাস অনুভূতিকে গালিগালাজ করলে হাসিমুখে মেনে নেয়ার মত মানসিকতা সবার হয়না। যার উদাহরণ, আপনার অফিসের বস। এমন আরো হাজারো মানুষ আছে।
আর মুক্তিযোদ্ধা বা আমি মুক্তিযোদ্ধার সন্তান এসব প্রসঙ্গ ব্লগে আমি আগে কখনও কোথাও বলিনি। এমনকি মুক্তিযোদ্ধা সন্তান কোঠার বিরোধীতা করতে গিয়ে বেশ কয়েকবার আমাকে রাজাকার বা জামাত শিবিরপন্থী উপাধীও পেতে হয়েছে। তখনও আমি কিছু বলিনি বা মনে করিনি। মা'কে নিয়ে একটা সমস্যা লিখতে গিয়ে কিভাবে যেন লিখে ফেলেছি। বলতে পারেন কিছুটা অবচেতনে। কোনকিছু বুঝেও লিখিনি। বিশ্বাস করুন নিজেকে বিশেষ কিছু বানানোর মানসিকতা নিয়ে এটা বলিনি। তাছাড়া যেসব ছেলিপিলেদের দেখি নিজের ২ পয়সার মুরোদ নেই শুধুমাত্র বাবা মুক্তিযুদ্ধ করেছে এই পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে সুযোগ বা সহানুভূতি আদায়ের চেষ্টা করছে তাদের আমি মোটের উপর সহ্য করতে পারিনা। বিলিভ ইট অর নট!
আর দেখুন কাদের সিদ্দীকী আর পাপিয়া এই দুইজনের জন্যই যদি সবার প্রতি আপনার কেমন জানি লাগে তাহলে অন্য কারো অমুক আর তমুক এই দুইজনের জন্য সবার প্রতি কেমন লাগাটা স্বাভাবিক নয় কি!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
শামীম আরা সনি বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: দেখুন, এদেশের মানুষ যথেষ্ট সেকুলার আর যে কারণে এতদিনেও ইসলামী উগ্রবাদী দলগুলোর ভোট বাড়েনি। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। সেকুলারিজম মানে এই না যে আপনি আমার বিশ্বাস অনুভূতির স্থানকে যাচ্ছেতাই ভাবে গালিগালাজ করে যাবেন। আপনি দেখতেই পারছেন এই ২/১জনকে হাইলাইট করে জামাত শিবির কিভাবে প্রচারণা চালাচ্ছে। সমস্যার নিয়মই তো এইটা যে সমস্যা ২/১জনকে নিয়ে তৈরী হয়। ধর্মকে পুঁজি করে মানুষের সহানুভূতি আদায় করার এটা জামাত শিবিরের একটা পুরাতন একটা পদ্ধতি। তারা এটা করবেই। কথা সেটা না, কথা হচ্ছে আত্নসমালোচনা। নিজের বিশ্বাস অনুভূতিকে গালিগালাজ করলে হাসিমুখে মেনে নেয়ার মত মানসিকতা সবার হয়না। যার উদাহরণ, আপনার অফিসের বস। এমন আরো হাজারো মানুষ আছে।
বাংলাদেশের মানুষ যথেষ্ঠ সেক্যুলারিস্ট? আমারতো বর্তমান পরিবেশ দেখে সেটা বিশ্বাস করতে কষ্ট হয়।
আর আমি মোজাম ভাইকে যে রিপ্লাই দিয়েছিলাম সেটাও কিন্তু আপনাকে দেখতে বললাম, তাছাড়া আপনাকেও আলাদা করে বলেছি। আমি কি বলেছি যে সেকুলারিজম মানে যা খুশি বলা যাবে?
আর শিবির কি বললো কি করলো এটা আমরা কেন দেখবো? এসব আর দেশের মানুষ কেন দেখবে? শিবির কি করছে সেটাই যদি দেখার বিষয় হয় তাহলেতো এই আন্দোলনের দরকার নেই!
না আপনি বলতেই পারেন আপনার আম্মার কথা, আমিও কিন্তু আমার দাদার কথা বলেছি, তাহলে আপনি কেন বলতে পারেবন না? অবশ্যই বলবেন।
আর মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়টা আরেক তর্ক বিতর্কের জিনিস এটা নিয়ে এই মুহুর্তে মোটেই কথা বলতে চাইনা।
আমাদের দাবী একটাই সেটা সফল হতে হবে যেকোন মূল্য!
আমার ইদানিং এই মুক্তিযোদ্ধার সন্তান বা নাতনী এইসব বলতে কেমন জানি লাগছে! কাদের সিদ্দীকি আর পাপিয়ার কিছু ভাষন শুনে ! /
আমি কিন্তু আমার কথা বলেছি সবার কথা বলিনি! আমি যেটা বিলিভ করি মনে করি সেটা আমি বলে ফেলি।
আমার সত্যিই কাদের সিদ্দীকির আর পাপিয়ার পেচাল শুনলে নিজেকে ধিক শত ধিক দিতে ইচ্ছা হয়! এটাকে আপনার পারসোনালি নেয়ার কিছু নাই, ইটস মাই থট।
কারন মুক্তিযোদ্ধা নামটা ব্যবহার করে যা খুশি তা বলে দেয়া দেখলে আমার কষ্ট হয়, এটা আমার পারসোনাল কষ্ট।
৫৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
ভুল উচ্ছাস বলেছেন: আপনি তো কমই শুনেছেন, আমাকে ভন্ড নাস্তিক বলেও সারা ক্লাসে সবার সামনে গালি দিয়েছে আমার টিচার। থাক আর না বলি। শুধু বলবো বাধা আসে আসুক কিন্তু কোন রাজাকার আর জামায়াত শিবিরের স্থান যতদিন এই বাংলার মাটিতে আছে ততদিন আমি মরেও শান্তি পাবো না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪
শামীম আরা সনি বলেছেন: আসলে এই মুহুর্তে আমাদের সবার মাথা ঠান্ডা রাখতে হবে। কারো সাথে পারসোনালি ক্ল্যাস করে কোন লাভ নাই।
সময় পেলে শাহবাগে যাবেন, নিজের কাছে ক্লিয়ার থাকবেন তাহলেই হবে
৫৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
ভুল উচ্ছাস বলেছেন: তবে হ্যা একটা কথা বলতে ভুলে গেছি আমি নেত্রিত্তে আসিফ আর আরিফুরের মতো কিংবা ইমরান এইচ সরকারের মতো লালায়িত কাউকে দেখতে চাই না আর। সামুর এমন কেউ থাক ওখানে যার একটা গ্রহণযোগ্যতা আছে। আর পারছি সহ্য করতে এইসব। মাঝে মাঝে হতাশায় কান্না চলে আসে। আমি নিজে একজন বি এন পি পন্থি হয়েও, এমনকি আমার পুরো ফ্যামিলি বি এন পির। আমি সব বাদ দিয়ে এই আন্দোলনের জন্যে চেষ্টা করছি নিজের সাধ্য মতো কিন্তু কি হলো লাভ? বেলুন উড়ানো মতো ফাইজলামী? আর হাইলাইটে এই বিতর্কিত ব্লগারদের জন্যে পুরো ব্লগার সমাজকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে জানেন এমনকি সাধারন মানুষ আমাদের এখন ভুল বুঝতে শুরু করে দিয়েছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
শামীম আরা সনি বলেছেন: আচ্ছা ভাই আপনি বলেন আমি কি এমন এসে গেছি যে আমি ঠিক করতে পারবো যে শাহবাগে কে থাকবে আর কে থাকবে না?
এই সহজ কথাটা কত বলবো আর বলেন?
আর আপনারা নিজেরা যে এই আসিফ আসিফ করতেছেন কেন?
আজকে যদি এই ইসুতে সামুব্লগে আমার আপনার লেখার সুযোগ বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা নিজেরাই ক্ষতিগ্রস্হ হবোনা?
আমরা আমাদের এই প্রিয় খাতাটা হারাবোনা?
যাইহোক, প্লিজ প্লিজ অনুরোধ থাকলো দুইচোখে এক আসিফ কে না দেখে আরো হাজার হাজার মানুষ যারা আছেন তাদেরকে দেখেন প্লিজ!
৫৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
লিন্কিন পার্ক বলেছেন:
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
শামীম আরা সনি বলেছেন: কি হে বন্ধু লিনকিন পার্ক এত রাগ কার উপরে?
৫৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১
মাগুর বলেছেন: আপু, আপনার অফিসের কলিগদের একদিন শাহবাগে নিয়ে আসেন। আর নাহয় ঠিকানাটা বলেন, আমরাই যেয়ে নিয়ে আসছি। ব্লগ কি, ব্লগার কি এটা তাদেরকে ভালো মতোই বুঝিয়ে দিতে পারবো আশা করি। আসলে বাঙলাদেশের কর্পোরেট চাকুরীজীবিরা স্যুট-টাই লাগিয়ে স্যার স্যার করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে নিজেদের বিবেক বলতে আর কিছু নাই! আমার অফিসেও এরকম কিছু কুলাঙ্গার আছে। কিন্তু আমি আর আমার আরেক কলিক মিলে সারাক্ষণ তাদেরকে দৌড়ের উপর রাখি
শুভ কামনা রইলো আপু। চিন্তা করবেন না। রাজাকার গুলার ফাঁসি হয়ে গেলেই এই সব ছাগুদের ম্যাৎকার বন্ধ হয়ে যাবে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
শামীম আরা সনি বলেছেন: ভাই পোস্টের দ্বিতীয় ভাগের আলোচনা গুলো নিয়ে কেউ কিছু বলছেনা, দ্বিতীয় ভাগ লেখার জন্য আমার খাটতে হয়েছেতো
কিছু বলেন
৫৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
শের শায়রী বলেছেন: এই সব ফালতু মানুষের সাথে তর্ক করাও আমি মনে করি নিজের অবস্থান ক্ষুন্ন করা। তবে কখন কখন ও উপায় থাকে না কারন তারা বস। এদের কাছ থেকে দূরে থাকুন না হলে এরা আপনাকে পাগল করে দেবে। ওকে জিজ্ঞেস করবেন ওই অফিসে একজন নাস্তিক থাকলে কি বাকী দশজন ও কি নাস্তিক হয়ে যায় কিনা? আর কোন দল সজ্ঞানে রেপ করে? রেপ করলে জামাত ই করছে ৭১ এ। মাথা ঠান্ডা রাখুন। সামনে অনেক যুদ্ধ বাকী।শুভ কামনা
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩০
শামীম আরা সনি বলেছেন: হম ঠিক আছে
লেখার শেষের পার্ট স্পেশালী দুই পতাকার কম্বিনেশন নিয়ে কিছু বলেন
৫৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩
*কুনোব্যাঙ* বলেছেন: আমি স্যরি, মুক্তিযোদ্ধা শব্দটা ব্যাক্তিগত ভাবে আমি কখনও ইউজ করিনা। কিভাবে যে করে ফেললাম। আসলে একটা মন্তব্য করার সময় যতটা সচেতন থাকা প্রয়োজন ততটা হয়তো থাকিনা। আমি ক্ষমা চাচ্ছি। সচেতন ভাবে মুক্তিযোদ্ধা নাম ভাঙ্গিয়ে যাচ্ছেতাই বলে যাব অতটা ছোট বোধহয় আমি না। ব্যাপারটা আমি পার্সোনালি নিলাম কারণ আপনার থটটা প্রকাশ পেয়েছে আমার আচরণে। তবে মনেহয় না কাদের সিদ্দিকী বা পাপিয়ার মত যাচ্ছেতাই কিছু আমি বলেছি। বা মুক্তিযোদ্ধা নাম ভাঙ্গিয়ে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা বিরোধী বা এই আন্দোলনের বিরোধী কোন মতামত আমার মন্তব্যে প্রকাশ পেয়েছে। বলেছি শুধু সেইসব উগ্র গালিগালজ নোংরামী সর্বস তথাকথিত নাস্তিকদের বিরুদ্ধে। তবুও ব্যাপারটা আপনার পছন্দ হয়নি জেনে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
আর শিবির কি বলল সেটা আমরা কখনও দেখব না। তবে তারা যাতে কোন সুযোগ তৈরী না করতে পারে সে ব্যাপারে আত্ন সমালোচনা করা যেতেই পারে। তার মানে তো এই না যে আন্দোলনের বিরোধীতা করা হচ্ছে। এদেশের মানুষ কিন্তু সেই ৭১'এও ইসলাম গেল ইসলাম গেল জামাত শিবিরের এমন চিৎকারে কান দেয়নি এখনও যে দিবেনা সেটাও জানি। আবার তার মানে কিন্তু এই না যে তারা জামাত শিবির বর্জন করছে বলে তারা ধর্ম ভীরু নয়। আর আমি যত জ্ঞানী প্রগতিশীলই হইনা কেন মাস পিপলের বিশ্বাস অনুভূতি নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ করার রাইট আমার নাই।
মন্তব্য প্রকাশের বেলায় আমাকে আরো অনেক বেশী সচেতন হতে হবে মনেহচ্ছে। তবে মনে হয়না মুক্তিযোদ্ধা নাম ভাঙ্গিয়ে এমন কিছু আমি বলেছি যেটার আপনার/আপনাদের বিরক্তির কারণ হতে পারে।
শুভ কামনা
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭
শামীম আরা সনি বলেছেন: আমিও ভেরী সরি আমি আপনাকে পরিষ্কার করে কিছু বোঝাতে পারিনি বলে।
আপনার সাথে ব্লগীয় বিচরন অনেকদিন ধরেই , কাজেই মতবিরোধ হলেও আপনাকে এটাক করে কথা বলাটা আমার মোটেই উদ্দেশ্য ছিলনা, নাই , থাকবেনা।
তবুও ব্যাপারটা আপনার পছন্দ হয়নি জেনে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
আমার পছন্দ হওয়া না হওয়ার কিছু আছে? আমি কি আসিফ? আমি কি আরিফুর ? নাকি ওরা আমার কেউ?
আমার আপত্তি একটা জায়গাতেই আমি বারবার বারবার বলে যাচ্ছি কিছু কথা এরপরও আপনি সেসব বিষয় স্কিপ করে যাচ্ছেন।
আমি কি বলেছি নাকি যে গালাগাল খুব ভালো জিনিস?আমি কখন নবী রাসুল নিয়ে গালাগাল কে সাপোর্ট করলাম? আপনারা এই কথা বারবার এমনভাবে বলছেন যেন ব্লগে শুধু নবী রাসুল নিয়ে গালাগাল হয় আর কিছুই হয়না!
আপনিতো আমার কলিগদের মতই কথা বলছেন! আসিফ কি করেছে তার দায়ভার আমাকে নিতে হবে নাকি?
আপনার কাছে বা যে কারো কাছে যদি মনে হয় যে শাহবাগের আন্দোলন শুধুমাত্র নাস্তিকদের তাহলে সেটা মনে করুন, কিছু করার আছে আমাদের?
আর আমি কখন বললাম যে আপনি মুক্তিযোদ্ধা নাম ভাঙ্গাচ্ছেন?
আপনি কিন্তু নিজেই আস্তে আস্তে আপনার কমেন্টগুলোতে ব্যাপারটা জটিল করে তুলছেন!
৫৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬
এস দেওয়ান বলেছেন: জামাতের গোষ্ঠী শ্রাদ্ধ করা উচিৎ ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫০
শামীম আরা সনি বলেছেন: জাস্ট কিক জামাত ফরএভার !
৬০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫২
মাগুর বলেছেন: পোস্টের ২য় ভাগের কথায় সহমত।
আসলে আপনার পুরা পোস্টটাই বর্তমান পরিস্থিতীকে ফুটিয়ে তুলেছে।
আর যারা নারী বলে আপনাকে ছোট করে দেখছে তাদের মানসিক দৈন্যতা দেখে করুণা করা ছাড়া আর কিছুই বলতে পারলাম না। সফল হোক আপনার সকল শুভ পদচারণা।
কাল সকাল ৭টায় ছবির হাটে আসছেন কি? আগামী কাল সকাল ৭ টায় ছবির হাট হতে হেটে আমরা সবাই কেন্দ্রীয় শহিদ মিনারে যেয়ে পুস্পস্তবক অর্পণ করব।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯
শামীম আরা সনি বলেছেন: না আমি আগামীকাল যেতে পারবোনা আগামীকাল, আমার ফিজিক্যাল কন্ডিশন ভালোনা, কয়েকদিন পর পর জ্বর আসছে, আজকে দুপুর থেকে আবার জ্বর রাতে যা খেয়েছিলাম বমি হয়ে গেছে
৬১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
ভুল উচ্ছাস বলেছেন: আহা আপনি বুঝেন নাই আমার কথা, আসিফ কে নিয়ে আমার কোন সমস্যা নাই। উনার জগন্নাথ ইস্যুতে যে আন্দোলন সেটার পরে উনার প্রতি আমার এনাফ রিস্পেক্ট ক্রিয়েট হয়েছে বাট সাধারন মানুষকে ভুল বুঝাবার একটা অপশন করে দিয়েছে উনাদের সামনের দিকে অন্তর্ভুক্তি। উনারা হাইলাইট না হলে তো কেউ আমাকে ভন্ড নাস্তিক বলে গালি দিতে পারত না, আপনাকে এভাবে হ্যারাজ করতে পারত না। পারত কি?
আমি কি বলেছি বুঝছেন? জাস্ট আমাদের সামুতে এতো এতো শক্তিশালী সর্বজন গ্রহণযোগ্য ব্লগারের কোনও অভাব কি আছে? ছিলো কখনো?
আমি জানি আপনি এইটা পাল্টাতে পারবেন না। আমি আপনাকে পাল্টাতে বলিও নাই, আমি শুধু শেয়ার করেছি আমার সমস্যা যা হচ্ছে সেটা, সিমিলার আপনার মতই এবং আরো ভয়াবহ। আমার অনুভুতিটা আপনি বুঝচ্ছেন?
এইই আর কিছু না, এর মানে এই না যে আমি আন্দোলনের সাথে থাকবো না। কিন্তু এই বেলুন উড়ানোর মতো কিছুতে আমি নাই। আজকে কয়দিন হিসাব আছে? সরকারের ২৩০ টা আসন হিসাব আছে? কি হচ্ছেটা কি?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
শামীম আরা সনি বলেছেন: হম। অন্তর্জালে সবসময় সবার সব অনুভূতি সমানভাবে বোঝা যায়না,এটাই অন্তর্জালের একটা সীমাবদ্ধতা।
যাক, ব্যাপারনা।
ভালো থাকুন।
৬২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
লিন্কিন পার্ক বলেছেন:
এইচআর ম্যানেজারের উপর
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
শামীম আরা সনি বলেছেন: হম
৬৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
গিড়ীবাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
শামীম আরা সনি বলেছেন: আপনাকেও
৬৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
হাসান মাহবুব বলেছেন: আমরা যারা ব্লগিং করি এবং এই মুভমেন্টে অনলাইনে বা অফলাইনে সক্রিয়, সবাইকেই এমন পরিস্থিতি এবং প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এসবক্ষেত্রে মাঝেমধ্যে আমার নিজের ওপর কন্ট্রোল থাকে না। যুক্তিতর্ক একটা পর্যায় পর্যন্ত করা যয়া, তারপর তাদের অপমান এবং গালিই প্রাপ্য!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
শামীম আরা সনি বলেছেন: সামনাসামনি সবসময় সবার সাথে খারাপ ব্যব হার করা যায় বলেন?
এই সুযোগটাই মানুষ নিচ্ছে।
আজব আজব প্রশ্ন করে মানুষ ! ধরুন কেউ বলছে যে ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ মরে নাই। খুব বেশী হলে ১/২ লাখ মরেছে !
এটা যারা বলে তারা কি প্রমান করতে চায় আর পক্ষ নিতে চায় বলুন?
হয়ত এমনি বলছে আপনি কি ১৯৭১ এ ছিলেন যে আপনি জানেন?
সেটাই যদি তারা মনে করে তাহলে আবার এমন কথাও যে কেন বলে যে মনে করে দেখেন ৯২ এ কি হয়েছিলো ৯৬ এ কি হয়েছিল ! ব্লা ব্লা ব্লা ! ৭১ এ ছিলাম না আর ৯২ বা ৯৬ এ আমি ছিলাম নেহাত বাচ্চা মেয়ে!
আসলে এটাক করাটাই এদের মূল লক্ষ্য।
১৭৫৭ তেও তো আমি ছিলাম না , তাহলে কি মীরজাফরকে আমি ঘৃণা করবোনা?
ইতিহাস বলে একটা কথা সভ্য জগতে রয়েছে!
৩৫০ বছরেও মীরজাফরের কলংক মুছলোনা, আর ৪২ বছরে কি মুছে যাবে গোলাম আযমদের কলংক?
তারা কেন নিজের ছেলের নাম মীরজাফর রাখে না? কারন মীরজাফর ইতিহাসের পাতায় একটি ঘৃণিত নাম। বাঙালি যতদিন পৃথিবীর বুকে টিকে থাকবে মনে রাখবে তার বেঈমানির কথা, সেরকম বাঙলাদেশীদের অস্তিত্ব যতদিন এ পৃথিবীতে থাকবে ততদিন ঘৃণিত হতে থাকবে গোলাম আযমদের নাম !
ফাঁসি কবে কিভাবে হবে জানিনা কিন্তু ঘৃণা ছিলো, আছে, থাকবে !
৬৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
শার্লক বলেছেন: এখন যদি ব্যাখ্যা করতে যাই তাহলে ঘুরে ফিরে একি কথা আসবে। দেখেন আমি কোন কিছুই অন্ধভাবে সমর্থন করি না। বর্তমান যুগে কোন কিছুই স্বার্থ ছাড়া হয় না। আর এখনকার রাজনীতিও সে সবের উর্দ্ধে নয়। প্রথমে দাবী ছিল একটা। আর এখন একটার পর একটা যোগ হচ্ছে? বর্তমান দাবীগুলোতে রাজনীতির গন্ধ যে বহন করছে সেটা কিন্তু দাবীগুলোই প্রমান করে দেয় না কি? মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটাই টার্গেট ছিল সেটা হলো স্বাধীনতা। হযতো আপনি ভুলে গিয়েছেন গার্মেন্টেসে পুড়ে যাওয়া ১১৪ শ্রমিকদের কথা, গার্ডার চাপা পড়ে যারা নিহত হলো তাদের কথা বা শেয়ার বাজার থেকে পথে বসে যাওয়া শত শত পরিবারের কথা বা মেঘের কথা। কিন্তু একজন সাধারন নাগরিক হিসেবে আমি ভুলি নাই। রাজাকারদের বিচার আজো হয়নি এর জন্য এই রাজনীতিবিদরাই দায়ী। কেন আমরা এর দায় নিব? এরশাদ পরবর্তী সময়ে এই ২২ বছরে কম তো দেখলাম না। এর থেকেও ভয়াবহ সময় পার করছে জাতি তখন কোথায় ছিল সব? টানা ৪ চারদিন হরতাল হতো, গাড়ি ভাংচুর, পুড়ায় মানুষ মারা এগুলি কি সভ্য মানুষের কাজ ছিল? আমার মা হরতালের মধ্যে টিয়ার সেলের ধোয়ার মধ্যে হেটে হেটে অফিস করছে, তখন নাকি গণতন্ত্রের সরকার ছিল ক্ষমতায়, তাহলে কেন এই সহিংসতা? পানি তো অনকে দূর গড়ালো এখন দেখি আর কোন কোন অলি গলি যায়। বয়স তো হয়ছে কিছুটা এখন আর আবেগে সব কিছুর বিচার করি না। আমাকে আবার ছাগু বানায় দিয়েন না। যাদের মতের সাথে মিলে না ঐটা তাদের একমাত্র অস্ত্র।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
শামীম আরা সনি বলেছেন: আমি কাউকে ছাগু কি নিজ হাতে বানাই কি?
যে ছাগু সে তো ছাগুই, আমার বলা না বলাতে কি যায় আসে?
আপনার মা একা শুধু অফিস করে নাই আমার বাবাও কোর্ট করেছে।
আমার বাবা গত সরকার আমলে ( আমার বাবা হ আরো সব আইনজীবী) যখন বাংলা ভাইয়ের হুমকি খেলো, বাংলা ভাই তার গুন্ডাবাহিনী নিয়ে শত শত মোটরবাইকে করে কোর্টে এসে সব আইনজীবীদের জানের হুমকি দিয়ে গেলো তখন কোথায় ছিলেন আপনি এবং কোথায় ছিল নেত্রী?
একটা স্বধীন দেশে আইনজীবীদের জান নাকি কেড়ে নেয়া হবে কে নামাজ পড়ে কে পড়েনা, কে গোড়ালীর উপর প্যান্ট পড়ে কে পড়েনা তার উপর ভিত্তি করে !!
দ্যাট ওয়াজ ডেমোক্রেসি ! আই থিন্ক সো !
যুদ্ধাপরাধের বিচারে আপনার সমস্যা আছে এইতো ?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
শামীম আরা সনি বলেছেন: এবং আরো দাবি যোগ হওয়াতে কি মহাপাপ হলো?
দৈনিক আমার দেশ?
হম
৬৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
শার্লক বলেছেন: হুম তারমানে ছাগু বানায় দিলেন ওক্কে নো প্রবলেম।
আমি কোথায় ছিলাম মানে? আমাকে কেন জিজ্ঞেস করছেন ? আপনার নেতা-নেত্রীদের জিগান। আমি তো পলিটিক্স করি না। আর আমার কোন কথায় আপনার মনে হইছে যে আমি বিচার চাই না। আমি বলছি এক দফা থেকে সরে ছয় দফা আসলো কেন? সেটা কি রাজনৈতিক মনে হচ্ছে না??
অপূর্ণের পোস্টগুলি পড়ে দেইখেন একটু।
আপনাদের এই এক সমস্যা উত্তর দিতে না পারলে শেষ অস্ত্র একটাই আছে বিচারে আপনার সমস্যা আছে এ জাতীয় কথা বলেন। যাহোক দেশে কি হলো না হলো আমার কিছু যায় আসে না, আপনার গাড়ি ভাঙ্গলো, কি মানুষ পুড়ালো, পুলিশের গুলিতে আমার কেউ মারা গেল, না অন্য কেউ মারা গেল কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো কিছুই যায় আসে না তাতে। আমি বাঁচলেই হলো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
শামীম আরা সনি বলেছেন: আমি কি আপনাকে ছাগু বলেছি একবারও?
আপনি নিজে যদি নিজেকে ছাগু হিসেবে দেখতে চান কারো কিছু করার আছে?
অপূর্ণের পোস্ট নিয়ে এখানে কোন কথা হচ্ছেনা, এবং অপূর্ণ অবশ্যই কোন ছাগুনা। অপূর্ণের পোস্ট নিয়ে অপূর্ণের সাথেই আলাপ করবনে ওকে ?
আমি কোথায় ছিলাম মানে? আমাকে কেন জিজ্ঞেস করছেন ? আপনার নেতা-নেত্রীদের জিগান। আমি তো পলিটিক্স করি না।
আপনার লাইন গুলি বলে দেয় আপনি কোথায় আছেন
প্রথমত , আপনি কোথায় ছিলেন প্রশ্ন করবনা? যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে দেশের হাজারো সমস্যা, নানা মানুষের প্রতি নির্যাতনের কথা তুলে ধরলেন আর এখন আপনি জিরোলাইট হয়ে গেলেন?
আপনাকে কেন জিজ্ঞেস করবনা? আপনি নিজেই তো হাজারটা কথা তুলেছেন?
আমার নেতা নেত্রী মানে কি? হাহ????????
যখন আমি বা আমরা সমস্যা ফেস করেছি সেটা বলা যাবে না? আপনার কথা শুনে কাঁচুমাঁচু করতে হবে?
সো আমাদের কে নিরাপত্তা দেয়ার দায়িত্ব কার? হাহ??????????
আপনি পলিটিক্স করেন কিনা আই এম নট সো ইন্টারেস্টেড
হু আসকড ইউ?
এন্ড ইয়েপ বাডি হুয়িচ ওয়াপন আই ইউজড ????
নেম দ্য ওয়াপনস !!!
আমি কি , আমি কে আই নো ওকে??? ছুপ ছুপ কুঁচ কুঁচ করে কথা বলা ধাতে নেই।এভরিবডি ইন দিস ব্লগ নোস দ্যাট !
৬৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
বাঁশ বাগান বলেছেন: গতকাল ফেসবুকের একটি ওয়ালে এক ইমেজে লেখা কিছু কথা শেয়ার না করে থাকতে পারলাম না।
>"এই আন্দোলন কার বিরুদ্ধে?
-রাজাকারের বিরুদ্ধে। আমরা রাজাকারদের ফাসি চাই।
>ফাসীর রায় দেওয়ার দায়িত্ব কার?
-জ্বী....., আদালতের।
>আদালতকে তথ্য-উপাত্ত দেওয়ার দায়িত্ব কার?
-হুমম.... সরকারের।
>সরকার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, সাক্ষী-প্রমান দিতে না পারলে দোষ কার?
-সরকারের।
>তাহলে তোমাদের আন্দোলন কার বিরুদ্ধে হওয়া উচিৎ?
-সরকারের বিরুদ্ধে
>তাহলে আন্দোলন হচ্ছে কার বিরুদ্ধে?
- ও.....ইয়ে, এটা তো আগে বুঝি নাই"
আমার কথা
পাদটীকা:
সরকারের ছত্রছায়ায় কারা কার বিরুদ্ধে আন্দোলন করছে?
সমস্ত অপরাধীদের সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকরী দেখতে চাই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
শামীম আরা সনি বলেছেন: আসল নিকে আসেন তাহলে কথা বলতে বেশী সুবিধা হয়
৬৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
জালিমের দুশমন বলেছেন:
@শার্লকঃ তুমি সব মনে রাখছো। কিন্তু ভুলে গেছো ৩০ লক্ষ মানুষ হত্যার কথা, ভুলে গেছো লাখো মায়ের সম্ভ্রমহানীর কথা, ভুলে গেছো মাইলকে মেইল জনপদ পুড়িয়ে দেওয়ার কথা।
আওয়ামীলীগ দেখতে পারো না ভালো কথা- লেঞ্জা বাইত কর ক্যান?
তোমার নিজের কথাতেই প্রমান হয় - তুমি ছাগু।
শ তে শার্লক- তুই রাজাকার তুই রাজাকার।
@বাশঁ বাগানঃ ছাগলা যুক্তি ছাগুর মাথা থেকেই বেরোয়।
এই আন্দোলন "যাবজ্জীবন" রায় এর বিরুদ্ধে, সরকার যে ভুল করেছে তার বিরুদ্ধে, সরকারকে সঠিক পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য এই আন্দোলন। সরকারের পতনের জন্য এই আন্দোলন না। যদি জনগনের দাবী সরকার উপেক্ষা করে তাহলে সরকারের বিরুদ্ধেও আন্দোলন হবে।
তুমি ছাগু দূরে গিয়া কাঠাল পাতা চিবাও।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
শামীম আরা সনি বলেছেন:
আপনি দেখেন শার্লক নিজে নিজের কমেন্টে কিরকম পল্টি খেয়েছে !
সবচেয়ে বড় কথা আমরা কেউ কোন দলের না।
উনি দেশের হাজারটা সমস্যার কথা বললেন, বর্তমান সরকারের নানা ব্যর্থতা তুলে ধরলেন কিন্তু যখনই আমি বিগত সরকারের বাংলা ভাইয়ের কথা বললাম, আমার বাবা সহ আরো অনেক অনেক আইনজীবীকে দেয়া হুমকির কথা বললাম তখন উনি কি বললেন আমাকে কেন বলছেন আপনার নেতা নেত্রীকে গিয়ে বলেন?
আসলে আমি উনার মত নিচ না তাহলে প্রথমেই উনার কমেন্টের জবাবে বলে দিতাম আপনার মায়ের অফিস যেতে সমস্যা হয়েছে আমি কি করবো তার জন্য ? আপনার নেতা নেত্রীকে গিয়ে বলেন!
যার যেরকম শিক্ষা আর কি ! সেটাই তো প্রকাশ পায় কথাবার্তায় তাইনা?
৬৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
গাজুরিয়া মাইর বলেছেন: শার্লক ছাগু তুই একটা ছুপা না সর্বজনমহলের স্বীকৃত ছাগু।
তুই এই পোস্ট থেকে বের হয়ে যা।
তোরে এখন থেকে যেখানে পামু সেখানে *ন্দামু
৭০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
গাজুরিয়া মাইর বলেছেন: শার্লক আর কুনোব্যাঙ @ এই পোস্টে আইসা তোরা উইকিপিডিয়ার রিপোর্ট নিয়ে আর প্রিয় *কিস্হানের পতাকার সাথে তোদের দিলের পতাকার মিল নিয়া কিছউ কইলিনা কেন
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
শামীম আরা সনি বলেছেন:
৭১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
জালিমের দুশমন বলেছেন:
ছাগুরে ছাগু- শার্লক ছাগু
তোর মুখে সবাই মিলে করে দিলাম হাগু
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
শামীম আরা সনি বলেছেন:
:-& :-& :-& :>
৭২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
শার্লক বলেছেন: যে ছাগু সে তো ছাগুই, আমার বলা না বলাতে কি যায় আসে? এর মানে কি?
অপূর্ণকে আমি কখন ছাগু বললাম? মাথা ঠিক আছে আপনার? আপনাকে বলছি ওনার শেষ কিছু পোস্ট পড়ে দেখতে।
কমেন্টটা আর একবার পড়েন বুঝতে পারবেন। আর আমি কি সেটা আমিও জানি ওক্কে?
খুব খুশী আমি পল্টি খাইছি তাই না? আমি ২২ বছরের কথা বলছি? কমেন্ট ঠিক মতো না পড়েই রিপ্লাই দেন না কি?
আমার বাবা গত সরকার আমলে ( আমার বাবা হ আরো সব আইনজীবী) যখন বাংলা ভাইয়ের হুমকি খেলো, বাংলা ভাই তার গুন্ডাবাহিনী নিয়ে শত শত মোটরবাইকে করে কোর্টে এসে সব আইনজীবীদের জানের হুমকি দিয়ে গেলো তখন কোথায় ছিলেন আপনি এবং কোথায় ছিল নেত্রী? এর মধ্যে কেন আপনি আমার কথা জিজ্ঞেস করলেন? আমার কথা আসছে কেন? আমি তো মাত্র সেটার উত্তর দিয়েছি।
ভালই বলছেন আমি নিচ। ব্যক্তিগত আক্রমন হয়ে গেল না? ভাবতে অবাক লাগছে আমার।
আর জালিমের দুশমন আপনি আমাকে চিনেন না। তুমি করে কেন বলছেন? আপনার কাছ থেকে তো আমি কি তাই না? একটু বেশি হয়ে গেল না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
শামীম আরা সনি বলেছেন: আমার এখানে আর না লেদালে খুশি হই !
৭৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: শার্লক ছাগুটারে অনেকদিন ধরেই দেখছি। ছুপাগিরি করে। ছাগুটারে এখন থেকে সব জায়গায় পোন্দানো হবে।
শার্লক ছাগু এই পোষ্ট থেকে যা ভাগ। অন্য জায়গায় তোরে পোন্দাবো !
৭৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
বাঁশ বাগান বলেছেন: জালিমের দুশমন বলেছেন: @বাশঁ বাগানঃ ছাগলা যুক্তি ছাগুর মাথা থেকেই বেরোয়।
এই আন্দোলন "যাবজ্জীবন" রায় এর বিরুদ্ধে, সরকার যে ভুল করেছে তার বিরুদ্ধে, সরকারকে সঠিক পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য এই আন্দোলন। সরকারের পতনের জন্য এই আন্দোলন না। যদি জনগনের দাবী সরকার উপেক্ষা করে তাহলে সরকারের বিরুদ্ধেও আন্দোলন হবে।
তুমি ছাগু দূরে গিয়া কাঠাল পাতা চিবাও।
পরিবারের প্রধান মান তার পরিবারের জন্য খাবার দাবারের আয়োজন করে, সেই হিসাবেই কে আমাকে কাঠাল পাতা চিবাতে বলছেন?
>সরকার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, সাক্ষী-প্রমান দিতে না পারলে দোষ কার?
সরকারের খেয়ে, গানম্যান পেয়ে, ওয়াই-ফাই জোনের ভিতরে থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন?
৭৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: বাঁশ বাগান @ তোর পারফরম্যান্স খারাপ , পেমেন্ট পাবি না। দূরে গিয়া মর !
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২
শামীম আরা সনি বলেছেন:
৭৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
দখিনা বাতাস বলেছেন: আপনার মত আমার আড্ডার বন্ধুরাও জানতে চাইছিল ব্লগ জিনিসটা আসলে কি? ব্লগে কি সব এমন হয় নাকি? আমিও বলছি, হুম এমনতো কত কিছুই হয়। আস্তিক নাস্তিক, লীগ বিএনপি জামাত রেগুলার চলে তর্ক, গালাগালি। ফট করে এক বন্দু বলে বসলো, ও তাইলে সব নাস্তিকের দল শাহবাগে গেছে। সাথে কয়েকজন আবার বিরাট আতেলের মত মাথা নাড়ালো। সাথে সাথে আমিও বল্লাম, বল্গে মেম্বার আছে লাখ খানেক। কয়েকটা নাস্তিকের জন্য সবাই নাস্তিক না। এই আড্ডায় যেমন আমি একজন ব্লগের মানুষ আছি বলে এমনতো না যে তোরা সবাই ব্লগার। ঠিক বল্লাম নাকি ভুল? তখন কেউ আর কথা বলে না............
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭
শামীম আরা সনি বলেছেন: এসব কাউকে কাউকে বলে বোঝানো যাচ্ছেনা
৭৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
মেহেদী সুমন বলেছেন: অসাধারন পোষ্ট । পাকিস্তান আর জামাত যে এক জীনিশ এটা তুলনা করে বুঝিয়ে দিলেন তাই ভাল লাগল । তবে মনে রাখবেন তালগাছ পন্থীদের সাথে কিসের তর্ক ? কোন তর্ক ছাড়াই এদের নিকৃস্ট করুন ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯
শামীম আরা সনি বলেছেন: জি ঠিক বলেছেন তালগাছপন্থীদের সাথে তর্ক করলে মাথা খারাপ হয়ে যায়
থ্যাংকস
৭৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
নিয়েল ( হিমু ) বলেছেন: শার্লক @ কিসের মৈদ্দে কিসের বাম হাতের তুলনা ?
ছুপা গিরি জিনিশটা খুব খারাপ
বাঁশ বাগান @ হ তাল গাছ তুমারি খুশি ? যাও চুলকাও গিয়া
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১
শামীম আরা সনি বলেছেন:
৭৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
চলতি নিয়ম বলেছেন: পোস্ট আর কমেন্টের উত্তর গুলো পড়ে ফ্যান হয়ে গেলাম।
++ দিলাম। এখানে আর কমেন্ট করার কিছু নাই। সব আলোচনাই শেষ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
শামীম আরা সনি বলেছেন: ফ্যান হয়ে গেছেন ?
রিয়েলি :!> :#>
থ্যাংকইউ
হায় হায় আলোচনার সব শেষ ??
শাহবাগ আন্দোলন নিয়ে ভোগান্তির পাশাপাশি জামায়াতে ইসলামীর আচরন সম্পর্কে আর পতাকা নিয়ে কেউ কি কিছু বলবে না
৮০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
জালিমের দুশমন বলেছেন:
শার্লক@ তোরে ভুলে "তুমি" কইরা কইছি। স্যরিইইইইইই!!!!
যা কাঠাল পাতা খা...
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
শামীম আরা সনি বলেছেন: ই আল্লাহ !
দুষ্টু
৮১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
ইখতামিন বলেছেন:
বাহ!
অনেক আলোচনাই দেখি হয়ে গেছে.
কারো কারো কিছু কথা শুনে হাসতেই আছি।
ভরা পেট। তাই হাসতে হাসতে পেট ব্যথা করছে।
শার্লক ও বাঁশবাগানের ব্যাপারে মডুদের দৃষ্টি আকর্ষণ করছি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
শামীম আরা সনি বলেছেন: তাই নাকি ভাইয়া??
মজা পেয়েছেন শুনে ভালো লাগলো
আমার মনে হয় শার্লক আর বাঁশবাগানের ব্যাপারে মডু ব্যবস্হা নিয়েছে, কারন আর কমেন্ট করতে আসছেনা,আর তিনটা কমেন্ট মুছেও দিয়েছে।
৮২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
ইখতামিন বলেছেন:
সনি আপু!
আপনার জবাব গুলো দেখে আমিও কিন্তু আপনার ফ্যান হয়ে গেলাম.
দেখুন, ওদের শুক্রবারের কান্ডজ্ঞানহীন আচরণ, পতাকা পোড়ানো এবং শহীদ মিনার ভাঙ্গার পক্ষে আলোচনা করার জন্য আমার চোখে এই পর্যন্ত কাউকে পড়েনি। কারণ, ওদের এখন পাবলিক সহ সবাই খুঁজছে, সুতরাং ওরা গা ঢাকা দিয়ে আছে।
কোথায় যেনো দেখেছিলাম: সময়োপযগী (বানান ভুল ) হয়েছে
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
শামীম আরা সনি বলেছেন: প্রথমত ফ্যান হয়ে গেছেন জেনে তো খুবই আনন্দিত
কোন কোন জবাব দেখে বেশি মজা পেয়েছেন বলেনতো
জি ওরা যা করছে সব গা ঢাকা দিয়েই করছে
জি লাস্ট লাইনটা আমি নিজেই কমেন্ট করছিলাম আপনার পোস্টে
৮৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬
পথ-হারা এক পথিক বলেছেন: কেমনে কেমনে এই পোস্টে চলে আসছি জানিনা। অসাধারণ একটা পোস্ট। ++++
অফঃটঃ আপু এই পোস্টটা কি আমার ব্লগেও দিয়েছিলেন নাকি? ঠিক মনে করতে পারছিনা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯
শামীম আরা সনি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পথিক
জি পোস্ট টা আমারব্লগেও দিয়েছিলাম আপনি ঠিকই ধরেছেন
৮৪| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:০৪
শায়মা বলেছেন: ইখতামিন বলেছেন:
সনি আপু!
আপনার জবাব গুলো দেখে আমিও কিন্তু আপনার ফ্যান হয়ে গেলাম.
আমিও তোমার ফ্যান সনিমনি!
তোমার জবাব দেখে অনেক আগে থেকেই অবশ্য!
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪০
শামীম আরা সনি বলেছেন: হাহাহা
তাই নাকি আপু?
কিন্তু আমিতো কিছু কিছু জবাব করলার জুস খেয়ে দেই এমন জবাব পছন্দ হলো কি করে
৮৫| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪১
সীমানা ছাড়িয়ে বলেছেন: চমৎকার লেখা। এই লেখাটি আগে চোখে পড়ে নি কেন? জামাতে সাপোর্টাররা কোন যুক্তি-তর্কের ধার ধারে না। তাদের মত করে টিপিকাল কথা বলতে থাকে। কোন কিছু হলে ইসলাম টানে। পুরা ভন্ড। আর এদের মেন্টালিটি পুরা নিচ। আপনাকে স্যালুট, মুখের উপরে এত কথা বলে দিয়ে আসার জন্য।
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭
শামীম আরা সনি বলেছেন: আপনি আমাকে অনুসরন করতে ইদানিং ভুলে গেছেন তাই চোখ এড়িয়ে গেছে
থ্যাংকইউ যতটা বলা দরকার সে তুলনায় কিছুই বলতে পারিনিরে ভাই
আমিও স্যালুট বুঝে নিলাম সীমানা ছাড়িয়ে
৮৬| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১২
এম হুসাইন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আমরা যারা ব্লগিং করি এবং এই মুভমেন্টে অনলাইনে বা অফলাইনে সক্রিয়, সবাইকেই এমন পরিস্থিতি এবং প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এসবক্ষেত্রে মাঝেমধ্যে আমার নিজের ওপর কন্ট্রোল থাকে না। যুক্তিতর্ক একটা পর্যায় পর্যন্ত করা যয়া, তারপর তাদের অপমান এবং গালিই প্রাপ্য!
সহমত।
পোস্টে ++++++++
কেমন আছেন আপু? শুভকামনা জানবেন।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৫
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
এইতো ভাইয়া খুব সাধারনভাবে চলে যাচ্ছে প্রতিটা দিন !!
আপনি কেমন আছেন?
৮৭| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১০
সীমানা ছাড়িয়ে বলেছেন: আপনার প্রোফাইল পিকচার দুইদিন পর পর পরিবর্তন করেন। কিভাবে অনুসরন করব বলেন? আমি তো ভেবেছিলাম এইটা অন্য কেউ
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৮
শামীম আরা সনি বলেছেন: কি করবো বলেন খালি প্রোফাইল পিক চেন্জ করতে ইচ্ছা করে
মাঝে মাঝে তো মনে হয় প্রতিদিন নতুন একটা করে প্রোপিক দেই
যায় যায় খুঁজে নেয়া যায়তো ! মনের টান থাকলেই খুঁজে নেয়া যায়
৮৮| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
একা স্বপ্নীল পথিক বলেছেন: আমিও আপনার মত ভুক্তভোগী।
আমাকেও অনেক কথা শুনতে হয়েছে বা হয়।
সব শিক্ষিত নোংরা মানসিকতার মানুষ।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০
শামীম আরা সনি বলেছেন:
৮৯| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
একা স্বপ্নীল পথিক বলেছেন: মানে, যত্ত সব শিক্ষিত নোংরা মানসিকতার মানুষ। একটা "যত্ত" এর জন্যে পুরো অর্থ বদলে যায়।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১
শামীম আরা সনি বলেছেন: বুঝতে পেরেছি ভাইয়া
৯০| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
শামীম আরা সনি বলেছেন: দেখুন আমি কারো ব্যক্তিগত কুটকাচালি নিয়ে খুব বেশি ইন্টেরেস্টেড না, আর আমার পোস্ট গুলোতে তো অন্য কারো কুটকাচালি নিয়ে আলোচনা করার প্রশ্নই উঠেনা !!!
এইসব আপনি আমাকে বলছেন কেন? আপনার যদি কিছু বলার ইচ্ছা থাকে উনাদের বলুন, আমি এই ব্যাপারে সম্পর্কযুক্ত কেউনা।
এটা নিয়ে আমার পোস্টে আর কোন কথায় আমি যেতে চাইনা।
৯১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪
মশামামা বলেছেন: খায়ালচে!!!!!
শায়মা বেডি আমার ফারামনিরে খায়ালচে!!!!
হালার নিকডাই খুলছিলাম এই জন্য। এখন এমুন চোক আমি কুনে পাই????????
সান্তনুরে গদাম দেয়া আমার এক সেকেন্ডের ব্যাপার আচিলো।
তুই ব্যাটা না বেডি রে??????????
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
শামীম আরা সনি বলেছেন: হোয়াটস দ্য হেল ? হাহ????
তুই মানুষজনের কথা আমার কাছে আনছিস কেন কুকুর??
আমার কাছে এসে খেউ খেউ করছিস কেন???
ব্লগের মানুষজনের ব্যক্তিগত বিষয় দেখার ঠেকা নিয়ে রাখছি আমি?????
আমি বেটা না বেটি জাইনা কি করবি ? তোর প্রবলেম কি??
শোন যখন আমারে কিছু কসনাই আমিও কিছু কইনাই, অকারনে আমাকে ব্যাড কমেন্ট করছিস!! এখন লাথ্থি খাবি কইলাম
৯২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
এম হুসাইন বলেছেন: কালো চশমা রাতকানা,
অন্ধের ঘরে দুখের হানা,
শুধু কষ্টেরই উৎপাত...
খোলা চোখে মরন হাঁসে,
লাশকাঁটা ঘর রক্তে ভাষে,
চোখে অসুখের উল্লাস।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮
শামীম আরা সনি বলেছেন: সেকি কথা !
৯৩| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: মনের টান আছে বলেই ত খুজে নিয়েছি
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
শামীম আরা সনি বলেছেন: তাইতো সীমানা ছাড়িয়ে চলে এসেছি , তাইনা?
৯৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪১
অনিক রহমান বলেছেন: শার্লক@*কুনোব্যাঙ* হলো একটা মানুষের মুখ আর পোদঁ।তোমার মশলা রেডি করা হচ্ছে বাপু কাচ্ছি বানামু।
১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
শামীম আরা সনি বলেছেন:
এসব কি ধরনের কথাবার্তা !!!!!
!!!!!
৯৫| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
আমি তুমি আমরা বলেছেন: আপনার বসকে সরাসরি বললেই হয় অফিশিয়াল ব্যাপার স্যাপারের বাইরে আপনার কোন প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। সুতরাং ব্লগ এবং ব্লগিং নিয়ে আপনার আজাইরা প্রশ্নের উত্তর দেয়ার টাইম আমার নাই।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯
শামীম আরা সনি বলেছেন: সেটা বলে দিয়েছি, বাট রোজই ইনডিরেক্তলি টোকায়।
কিছু করার নাই, দিস ইজ কর্পোরেট কালচার মে বি!!
৯৬| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩
গেস্টাপো বলেছেন: জামাতি কুত্তারা দুনিয়ার সবচেয়ে বড় ভোদাই
আমি মনে করি এদের নিজেদেরই উচিৎ বাংলাদেশের রাজনীতি ছেড়ে দিয়ে এ দেশ থেকে ভেগে যাওয়া
এই গাধাগুলা নাকি ৪৭ এ ফাকিস্তান সৃষ্টিরও বিরোধিতা করছিলো
একটা আহাম্মক
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
ক্ষুধিত পাষাণ বলেছেন: আমিও ভাবছি- বেটা আপনাকে চিনিল কেমনে?