নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল নীল দীপাবলী

সামুর মডারেশন টিমের নোংরামি, এবং সামুর বর্তমান মেধাহীন রেসিডেন্ট গং এর কদাচারে দূষিত মুহূর্ত হতে আপাতত বিদায় :)

শামীম আরা সনি

আবেগী,মনভোলা আমার লেখার কোন অংশ কপি/কাট/পেস্ট করে কোন ব্লগ বা অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারবেননা।ধন্যবাদ।। আমাকে মেইল করতে পারেন[email protected]

শামীম আরা সনি › বিস্তারিত পোস্টঃ

B-)B-)B-)আজাইরা পেচালনামা B-)B-)B-)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২

আজাইরা পেচাল পার্ট ওয়ান

__________________



চাঁদে সাঈদী কে দেখা নিয়ে কুত্তার পালের কুত্তারা কেউ কেউ করলো আর আমরাও আজাইরা ওদের কেউ কেউ দেখে মশকরা করতে গেলাম! আমাদের আসলেই কাজ কাম নাই :(

চাঁদে তো আসলেই সাঈদীকে দেখা গেছে ! এখনও বিশ্বাস হচ্ছে না?

বিশ্বাস করেন আমি নিজে দেখছি শুধুমাত্র বাংলাদেশের আকাশে সাঈদী দেখা গেছে অন্য দেশে কিন্তু ঐসময় চাঁদে চাদর মুড়ান ছিলো তাই কেও দেখতে পায়নি :(



আমার ছোট চাচা এক অদ্ভুত কায়দায় কু্ত্তাবাদীদের প্রতিহত করেছেন। জানেন কিভাবে??

ঘটনার পরদিন ( পড়ুন রটনা) আমার চাচাই মানুষজনকে ধরে ধরে বলেছে ভাই জানেন আমি না চাঁদে সাঈদীকে দেখছি (পড়ুন ছাইদী) , এক ঘন্টা তাক্কে ছিলাম ( তাকিয়ে ছিলাম) ।



মানুষজন চোখ গোলগোল করে বলে , সত্যি?



সত্যি , সত্যি আমি দেখছি, সাঈদীর মুখ ছিলো চাঁদে :)



তখন অনেকেই বলেছে ভাই আমাক (আমাকে) ছুঁয়ে বলেন আপনি দেখিছেন! (দেখেছেন)



ঐ! তোক ছুঁয়ে বলা আর ক্যালকুলেটর ছুঁয়ে বলার মধ্যে পার্থক্য কি রে????

:P:P:P

না ভাই একবার ছুঁয়ে বলেন।

নে নে নে তোক ছুঁয়ে বললাম দেখিছি !



তখন লোকজন কি করছে জানেন??

সাথে সাথে রিপ্লাই করছে ধুর ভাই ! মিথ্যা কতা কচ্চেন আপনি ! (মিথ্যা কথা বলছেন আপনি)



মোরাল : আপনি যদি নিজে থেকে সন্দেহ প্রকাশ করেন বা বলেন আম বিশ্বাস করিনা, মানুষজন আপনাকে জোর করে বিশ্বাস করাতে চাইবে! আর আপনি এইরকম নাটকবাজিটা করেন তখন ধুর মিয়া মিছা কতা বলে মানুষজন নিজে থেকেই ভাগবে :P



আজাইরা পেচালনামা পার্ট টু

-------------------------------



ইন্দিরা গান্ধীর যদি কেউ ভক্ত হয় তাহলে তাকে এখন বাংলাদেশে পেতে হয় দালাল ট্যাগ , দ্য ভেরী ফানি ট্যাগ ভারতীয় দালাল :P

কেন পেতে হবেনা যে দেশে রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথ রচিত হবার কারনে জাতীয় গানকে নিয়ে ব্লগে ব্লগে খোঁচাখুঁচি চলে সে দেশে এটা কোন আজব বিষয় নয়!! ( আফটারঅল দে আর মালাউন ইয়ার ;) )



আজকে আইজূএর একটা স্ট্যাটাসের অংশবিশেষ হলো

--------------------------------------------------------------------------

উত্তর পাড়ার প্রাক্তন সর্দারের দল এটা- ককটেল নয় তারা একে ৪৭ এবং আর্জেস গ্রেনেডের রাজনীতি করেন!

-----------------------------------

উত্তরপাড়া মানে যে উত্তরবঙ্গ আর সর্দারটা কে তা তো বুঝতেই পারছি ;)



আমি গত কয়েকদিন ধরেই ভাবছি উত্তরবঙ্গ থেকেই সবগুলা বদ পুলাপান উইঠা আসছে :( কেউ জানি বেপারটা স্পেশালি খেয়াল না করে :| লুচ্ছা এরশাদ, বগুড়ার সরদার , ঠাকুরগাঁওয়ের ফখা :P । আর গোলাপী ম্যাডাম আর হাসিনা বুবুওরেও পর্যন্ত পটায়া ফেলছে এ অঞ্চলের পোলারা! কেউ জানি স্পেশালী খেয়াল না করে ;) এমনকি এরশাদের দিশা (বিদিশা) ও !!!

কেউ জানি স্পেশালী খেয়াল না করে :(



আমরা এমন এক মূর্খের জাত যে আমরা এইষব বদ পুলাপাইন নিয়া বুক ফাটাইয়া গর্ব করতে বিয়াফক মজা পাই। আহারে কম গর্ব আমাদের?

আমার নিজ জেলা ছিলো বাংলা ভাইয়ের আস্তানা, আমার এলাকা লুচ্চা এরশাদের আবাসভূমি এত গর্ব রাখি কই???

আমরা কি কখনো মনে করি যে বিশ্বকবির পদধুলি কোনসময় নিয়মিত ছিল আমাদের জেলা নওগাঁর, ( না মনে করবো কেন? বেটা মালাউন মাথা ন্ষ্ট কি খাইয়া না খাইয়া জমিদারি বাদ দিয়ে কবিতা , গান লিখে বেড়াইছেX(



মজার বিষয় কি জানেন রবীন্দ্রনাথ সেই ব্রিটিশ আমলে এসে ঐ এলাকায় (নওগাঁয় শুধু এক নদী আর সাধারন মানুষ দেখে গিয়েছিলেন, এখনও তাই আছে, কি গর্ব আমাদের !) এত এত মহান সব রাজনীতিবিদ পেলাম আমরা নর্থবেঙ্গল থেকে, আর এই অবস্হা!!( আসলে উনারা রবীন্দ্রনাথের স্মৃতি অমর করে রেখে যেতে চেয়েছেন :P )



নাহ বাঙ্গালীদের বেশী দোষ দেয়া যাবেনা , কারন ইয়েটস গীতাজ্ঞলীর ইনট্রোডাকশন লিখলো, বেটা রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পাইয়া বসিয়া থাকিল আর ইয়েটস এর পাইতে পাইতে যখন ১৯২৩ হইয়া গেল তখন ইয়েটস পর্যন্ত বকতে শুরু করেছিল যে কি খাইয়া যে ওসব ছাইপাসের প্রশংসা করেছিলাম তখন :P:-*



মোরাল : এভরিম্যান ইজ হিংশুক এন্ড ছোটলোক লাইক বাঙ্গালীজ ;););)





চলবে ..................

মন্তব্য ৭৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

টিভি পাগলা বলেছেন: https://www.facebook.com/omirohman.pial

অমি রহমান পিয়াল?

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬

শামীম আরা সনি বলেছেন: আমি বুঝলাম না আপনার কমেন্ট, কার ফেবু আইডি এটা? স্যরি আমি খুব সহজে কাউকে এড করতে চাইনা, ফিমেল ব্লগার সো আই সিক সিকিউরিটি :)

২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

টিভি পাগলা বলেছেন: এতো ডরাইলে চলবে?

ওটা ভুল কমেন্ট ছিলো।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

শামীম আরা সনি বলেছেন: উহু ডরাই বলছি নাকি?

নিজের সিকিউরিটি নিয়ে কনশাস হওয়া খারাপ জিনিস না :)

৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১

টিভি পাগলা বলেছেন: মোফাইল ব্যবহার করেন না? মোফাইলে কি অপরিচিত নাম্বার থেকে কল আসে না? তাই বলে কি মোফাইলে কল রিসিভ করেন না?

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

শামীম আরা সনি বলেছেন: না অপরিচিত নম্বর রিসিভ করিনা :)

৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

রাসেল ভাই বলেছেন: মাইনাস X( এই কৃতিত্ব একমাত্র বাঙ্গালির । আমরা স্মৃতি ভালবাসি । চাঁদে লোকসংখ্যা দিন দিন বাড়তাছে ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

শামীম আরা সনি বলেছেন: চাঁদে লোকসংখ্যা দিন দিন বাড়তাছে :P :P :P

৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মোরাল : এভরিম্যান ইজ হিংশুক এন্ড ছোটলোক লাইক বাঙ্গালীজ

এক্কেরে হাচা কতা! :( :(

;) ;) ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

শামীম আরা সনি বলেছেন: ;) ;) ;)

৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

একজন আরমান বলেছেন:
খালি হাসতেই আছি। =p~ =p~ =p~ =p~

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩

শামীম আরা সনি বলেছেন: কেন এত হাসির কি হলো ? ;)

=p~ =p~ =p~

৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

মোরাল চমৎকার।।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ।

আমিতো গতকাল আর আজকে ফেবু স্ট্যাটাস দিছিলাম এই দুই পেচালনামা, ভাবছিলাম শুধু ফেসবুকে দিবো, কিন্তু এক বন্ধুর উৎসাহ পেয়ে এখানে দিয়ে দিলাম ;) :)

৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

বাঙ্গালীকে এভাবে অবজ্ঞা করা আমি ঠিক পছন্দ করতে পারলাম না । আমাদের মধুদা ঠিক বাঙ্গালীকে অবজ্ঞা করার কারনে জীবনে অনেক কিছু হারিয়েছিলেন পরে তিনি যা পেয়েছেন সবই তাকে দিয়েছে এই বাংলা। প্রয়োজন আমাদের রাজনৈতিক ধ্যান ধারনার পরিবর্তন। প্রয়োজন আমাদের দেশের সুশিক্ষার হার বাড়ানো।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

শামীম আরা সনি বলেছেন: আরে মিয়া মজা না বুঝলে হবে ;)


:P

৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
ওহ যদি মজা করে থাকেন তবে দুঃখিত কিন্তু এমন মজা করলে খারাপ লাগাটাই স্বাভাবিক। কিছু মনে করবেন না আসলে আমি কথাটা পরে আবেগ ঠিক ধরে রাখতে পারিনি। কেউ দেশ এবং দেশের মানুষ নিয়ে কিছু বললে স্বাভাবিক সেটা আমার নিজের গাঁয়ে খুব লাগে। আমি বুঝতে পারিনি মজাটা আবারো দুঃখিত।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮

শামীম আরা সনি বলেছেন: এইটা ফান পোস্ট প্রথমত, দেন কথা হচ্ছে দেশ নিয়ে কি খারাপ কথা পাইলেন??

বাঁশটা দেয়া হইছে রাজনীতিবিদদের ! খুব খেয়াল কৈরা ;)

১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

একজন আরমান বলেছেন:
সাইদিরে নিয়া কাহিনিটা অনেক মজার ছিল ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

শামীম আরা সনি বলেছেন: :P :P :P

আর পরেরটা মজা হয়নি বুঝি ;) ?

১১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

রবি কিরণ বলেছেন: মোরাল : এভরিম্যান ইজ হিংশুক এন্ড ছোটলোক লাইক বাঙ্গালীজ ;
কথাটা শুনে কষ্ট পেলাম।বাঙ্গালিরা বেকুব,আর এখন যুগের প্রভাবে ছোটলোক হবার চেষ্টা করছে।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০

শামীম আরা সনি বলেছেন: সারাজীবন তো রাজনীতইবিদদের ক্ষমতায় যাওয়া আর টিকে থাকার লড়াই দেখে গেলাম, যা নিয়ে আমাদের গর্ব করা উচিৎ ছিলো সেবিষয়গুলোকে পদদলিত হতে দেখে গেলাম।

আর কত??

হিংসুক আর ছোটলোক না বলে উপায় কি ? :(

১২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮

নিয়েল ( হিমু ) বলেছেন: চলুক /:)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

শামীম আরা সনি বলেছেন: চলবেতো ! কিন্তু মুখ বেকিয়ে রাখছিস কেনরে পাগলা???

১৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাংলা বানানের মজা, পড়ছি আনন্দ বাজার ব্লগে।
ফেসবুকে শেয়ার দিলাম, আপনাকে ও শেয়ার দিই,
________________________________
প্রশ্ন- ‍সংসারটা কার বশ?
উত্তর– সংসার টাকার বশ।

প্রশ্ন- ‍এটা কি গ্রাম?
উত্তর- এ টাকি গ্রাম।

প্রশ্ন- ‍রাম-রাবণের যুদ্ধের কারণ জান কি?
উত্তর– রাম-রাবণের যুদ্ধের কারণ জানকী।

প্রশ্ন- ‍মাসি কি দিয়েছে?
উত্তর– মা সিকি দিয়েছে। (সিকি অবশ্য এখন উঠে গেছে। সিকি মানে ২৫ পয়সা।)

প্রশ্ন- ‍এ কজনের খোরাক?
উত্তর– একজনের খোরাক।

প্রশ্ন- ‍অরুচি হলে নিম কি রুচিকর?
উত্তর– অরুচি হলে নিমকি রুচিকর।

(মূলঃ শরৎ পন্ডিত)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

শামীম আরা সনি বলেছেন: :) :) :)

১৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: এখন নিয়মিত ব্লগে আসতে পারছি না তাই কমেন্টও করতে পারি না আর পোষ্ট পড়তেও পারি না । :(


তবে সাইদির খোমা চাদে ডিসপ্লে হইছে শুনে আমার বন্ধু ”চান মিয়া “ (আমরা চান মামা ডাকি) খুব দু:খ পেয়ে আমাকে ফোন করেছিলো ।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

শামীম আরা সনি বলেছেন: চানবুক ;)

আজকে চানমামা কি স্ট্যাটাস দিছে?

প্রোপিক কি চেন্জ করছে নাকি আগেরটাই আছে ? ;) ;) ;)

১৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

সানড্যান্স বলেছেন: দুনিয়ার তাবত বিষয়ের উপর দেখি খেপে আছেন!

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

শামীম আরা সনি বলেছেন: আরে না! ক্ষেপে থাকবো কেন ?

আমি এরকমি ;) যা ভাবি, বিশ্বাস করি বলে ফেলি :)

অনেকরকম হিন্টস আছে লাস্টের পেচালে সেটা মনে হয় কেউ বুঝতেছে না:(

১৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৬

মাক্স বলেছেন: আজাইরা:P:P:P

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

শামীম আরা সনি বলেছেন: হ ;) ;) ;)

১৭| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৪

জাকারিয়া মুবিন বলেছেন: আসলেই আজাইরা পেচাল, কি লাভ বলে!!!

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

শামীম আরা সনি বলেছেন: হাচানি কোন লাভ নাই ?

:(

১৮| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

রবিউল ৮১ বলেছেন: আমি গত কয়েকদিন ধরেই ভাবছি উত্তরবঙ্গ থেকেই সবগুলা বদ পুলাপান উইঠা আসছে X( X( X( X(

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

শামীম আরা সনি বলেছেন: হ রে ভাই সেরামই তো মনে হলো :(

কিন্তু আপনি ক্ষেপছেন ক্যা?

১৯| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: আপনে ফেসবুকের স্ট্যাটাস শেয়ার দিসেন, আমিও দেই,

ব তে বার্সেলোনা
লাইক আ বস, লাইক আ বস! B-)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

শামীম আরা সনি বলেছেন: এই এত পিচ্ছি ইসটাটাস নাকি এগুলা???

ব্লগে এসব লিখলে অনেকসময় ঝগড়াঝাটি হয় তাই দিতে চাচ্ছিলাম না, বন্ধুর উৎসাহে দিয়ে দিসি ;)

আমার বস তো ই তে ইকার B-)
আই লভ ইকার :!> :#> :#>

২০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: চলুক+

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

শামীম আরা সনি বলেছেন: ওকে চলবে ;) :)

২১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

মাহবু১৫৪ বলেছেন: ++++++

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ মাহবু১৫৪ :)

২২| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

তন্ময়০১৩ বলেছেন: :-B :-B :-B

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

শামীম আরা সনি বলেছেন: :-P :-P :-P

২৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

ইখতামিন বলেছেন:
গুণে গুণে ১১ টা ভালো লাগা দিলাম.
এই পোস্টে ৬ টা B-) , ৪ টা :( , ১ টা :) , ৮ টা :P , ৬ টা ;) এবং :-* ১ বার ব্যবহৃত হয়েছে।

তবে (চলবে)

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

শামীম আরা সনি বলেছেন: :-* :-* :-*

;) ;) ;)

:P :P :P

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

শামীম আরা সনি বলেছেন: :-* :-* :-*

;) ;) ;)

:P :P :P

২৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০

শিপন মোল্লা বলেছেন: আসলেই আজাইরা পেচাল

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

শামীম আরা সনি বলেছেন: :|

২৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

আ.হ.ম. সবুজ বলেছেন: একটি সমালোচিত পোস্ট লিখে যেমন সমালোচকদের মনের খোরাক যোগানো যায় , ঠিক তেমনি একটি আলোচিত পোস্ট লিখেও আলোচকদের সুস্থ্য আলোচনার বিষয় বস্তু তৈরি করা যায় ।
সাঈদী প্রসঙ্গ ঃ চাঁদে মাওলানা সাঈদীকে দেখা গেছে এ কথা যে একেবারে সত্যি তা আমি বলব না । কারন আমি নিজের চোখে দেখি নি । শুনেছি মাত্র । আর শোনা কথা নিয়ে বিতর্কে যেতে চাই । আমি শুধু আপনার লিখার উপর ভিত্তি করে একটি কথা বলতে যাচ্ছি ,
আপনি যে বললেন (কুত্তার পাল ) আমার মনে হয় এভাবে বলা ঠিক হয়নি । কারণ দেশের বৃহত্তম জনসংখ্যার একটা অংশই কিন্তু একথা বিশ্বাস করেছে । কেউ দেখে করেছে , আবার কেউ না দেখে না বুঝেও বিশ্বাস করেছে । তাই বলে তাঁরা সবাইকে ডালাও ভাবে (কুত্তা) বলা কি ঠিক ?
মানুষে মানুষে সংগাত ঘটে এমন ভাষা উচ্চারণ না করলেই কি হয় না ?
চাঁদে কোন মানুষ দেখা যায় নি , আপনি যদি তা মনে করেন তবে সেটা যুক্তি দিয়ে সবাইকে বুজিয়ে বলুন । ব্লগ বাড়ি স্বাধীন ভাবে মত প্রকাশের স্থান , তবে আমরা যদি সবাই এখানে স্বালীনতা বজায় রেখে না চলি তাহলে তো এর পরিবেশ নস্ট হবে ।
আসুন আমরা সবাই মিলে সুন্দর সুস্থ্য ভাবে ব্লগিং করি । কাউকে আঘাত করে নয় ।
বরং সবার প্রতি সহানুভূতিতা বজায় রেখে । মত প্রকাশের ভিন্নতা থাকতেই পারে, তাই বলে সংগাত দিয়ে নয় , যুক্তি দিয়ে ।
ধন্যবাদ ।

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

শামীম আরা সনি বলেছেন: স্যরি জামাতীদের জন্য ভালো ভাষা ব্যবহার করিনা :)

আপনাকেও ধন্যবাদ।

২৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

আমি তুমি আমরা বলেছেন: প্রথমটা পড়ে মজা পাইছি :)

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

শামীম আরা সনি বলেছেন: আচ্ছা :)

২৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা মজা পেলাম, এখন থেকে সবই বিশ্বাস করবো.. :P

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

শামীম আরা সনি বলেছেন: সব বিশ্বাস করবেন, কিন্তু ক্যালকুলেটর ছুঁয়ে ;) :P

২৮| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ইখতামিন বলেছেন:
আরজুপনি বলেছেন:
হাহাহা মজা পেলাম, এখন থেকে সবই বিশ্বাস করবো.. :P

লেখক বলেছেন:
সব বিশ্বাস করবেন, কিন্তু ক্যালকুলেটর ছুঁয়ে ;) :P


আমি বলছি:
হাহাহা শেষের কমেন্ট পড়ে অননেক মজা পাইসি. হোহো :) ;) :P
:P
:P
:P
:P

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

শামীম আরা সনি বলেছেন: মজা দেয়াই তো আমাদের উদ্দেশ্য!!!

:P :P :P :P

২৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: সর্দার কে ? চিনি নাই :((

যাইহোক আপনার সব সিরিয়াস পোষ্টের সাথে একটু মজার পোষ্ট পেলাম।

আজাইরা পেচালনামা ভালো লেগেছে ! :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

শামীম আরা সনি বলেছেন: পরে বলবোনে ;)

নারে ভাই আমার সব পোস্ট সিরিয়াস না !!

আমি অনেক ফাজিল, অনেক রোমান্টিক :!> :#> অনেক দুখী দুখী :( টাইপ সবকিছু । আমার সবধরনের পোস্ট আছে, আপনারা এখন আর সেগুলো খুঁজে পান না তাই ! :)

থামেন ফেসবুকে আজকে সবার জন্য শেয়ার করবো একটা পোস্ট :) :)

৩০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

শান্তা273 বলেছেন: মজা পাইলাম!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

শামীম আরা সনি বলেছেন: :) :P B-)

৩১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০

আ.হ.ম. সবুজ বলেছেন: আপনি যদি মনে করেন জামাতীরা খারাপ , তাহলে জামাতী আর আপনার মাঝে যেই পার্থক্য আছে তা কিন্তু আপনার ব্যাবহারের মাধ্যমেই অনুভূত হবে ।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

শামীম আরা সনি বলেছেন: আপনি কি বলতে চান সরাসরি বলুন !

৩২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

আ.হ.ম. সবুজ বলেছেন: আমি কিছুই বলতে চাই না ।
ভালো থাকুন ।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

শামীম আরা সনি বলেছেন: তাহলে এত কথা বলা কেনো??

৩৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২২

ইঁচড়েপাকা ছেলে বলেছেন: ম্যাডাম এই সবুজ ছাগুটাকে কেনো ল্যাদানোর চান্স দিচ্ছেন?

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪০

শামীম আরা সনি বলেছেন: যার যা করার সেতো তাই করবে :)

৩৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

আ.হ.ম. সবুজ বলেছেন: সেই উত্তর জানা থাকলেও আর দিতে চাই না ।
চালিয়ে যান , বিরতিহীন ভাবে ।

৩৫| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

আ.হ.ম. সবুজ বলেছেন: ইঁচড়েপাকা ছেলে ঃ আপনাকে বলছি , আপনি যেভাবে ব্যাবহার করলেন তাতে বুজা যাচ্ছে যে আপনি ম্যাডামের একেবারেই ঘনিষ্ঠ বডিগার্ড ।
ভালো খুভ ভালো ,
এত লোক থাকতে আপনার হঠাত জ্বইলা উঠল কেন ?
চামচামী করার আর জায়গা পান না। তাও একটা মেয়ে মানুষের ব্লগে আইসা । আপনাদের এই নোংরা স্বভাব যে কবে ভালো হবে , আল্লাহ্‌ই জানে ।
নিরাপদ দুরুত্ব বজায় রাখুন ।

২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৩

শামীম আরা সনি বলেছেন: বডিগার্ড :|

হায় হায় বাংলাদেশের ব্লগে আবার সালমান খান আসলো কবে থেকে ;) :P

সবুজ ভাইসাব বেশ কয়েকমাস আগে সোনারবাংলা ব্লগে আমার একটা হিট পোস্ট চুরি করে একজন পোস্ট করেছিল, সেটা নিয়ে আমি আবার সামুতে পোস্ট দিয়েছিলাম। সেখানে আপনাকে কি বলেছিলাম আপনার মনে আছে?
আশা করি আপনার স্মৃতিশক্তি এত খারাপ না!!
এরআগে ছাগুব্লগ নিয়ে কথা বলায় আপনার জ্বলেছিল, আজ ছাগুদের গালি দেয়ায় আপনার জ্বলে যাচ্ছে! এতে তো বেবগার্ড থুক্কু বডিগার্ডদের ও তো জ্বলে যেতে পারে তাইনা? ;) X(

৩৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

আ.হ.ম. সবুজ বলেছেন: হতে পারে আপনি একটু বুদ্ধিমান । তবে আল্লাহ্‌ যেন আপনার এই বুদ্ধিমত্তা ভালো কাজে ব্যাবহার করার তৌফিক দান করেন ।
বলেন আমিন

৩৭| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৩

অলওয়েজ ড্রিম বলেছেন: আ.হ.ম. সবুজ বলেছেন: আপনি যদি মনে করেন জামাতীরা খারাপ , তাহলে জামাতী আর আপনার মাঝে যেই পার্থক্য আছে তা কিন্তু আপনার ব্যাবহারের মাধ্যমেই অনুভূত হবে ।

একদম ঠিক কথা। ভাল আর খারাপের পার্থক্য কিভাবে করব যদি ভালর আচার-ব্যবহার, কথা-বার্তা শালীন না হয়। গালাগালি অবশ্যই মুক্তমনাদের পাথেয় হতে পারে না। ওটা করবে জামাতীরা। কারণ ওদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ওরা এখন হিংস্র হয়ে উঠবে। লেখায় ও বলায় উভয় মাধ্যমে। আমরা ওদেরকে যুক্তি দিয়ে জবাব দেব। যার যুক্তির জোর কম তার গালির জোর বেশি।

৩৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

শায়মা বলেছেন: তোমার জন্য একটা লেখা আপুনিমনি


Click This Link

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

শামীম আরা সনি বলেছেন: আচ্ছা আপু দেখছি :)

৩৯| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০১

সীমানা ছাড়িয়ে বলেছেন: সাইদীকে আসলেই চাঁদে দেখা গেছে, বিশ্বাস না হলে দেখুন Click This Link

৪০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

কান্টি টুটুল বলেছেন:

গতরাতের পোষ্ট আপনি নিজেই সরিয়েছেন? কমেন্ট করতাম না তবে পড়ার ইচ্ছা ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.