![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবেগী,মনভোলা আমার লেখার কোন অংশ কপি/কাট/পেস্ট করে কোন ব্লগ বা অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারবেননা।ধন্যবাদ।। আমাকে মেইল করতে পারেন[email protected]
৩০৮. ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৯
সফদার ডাকটার বলেছেন: ১৮৯ নাম্বার কমেন্টে শামীম আরা সনি বলেছেন: Click This Link
বাংলামেইল হ্যাজ পাবলিসড ফটোশপড এন্ড পারসিয়াল ইমেইল।
আপু, লিংকসূত্র সহ প্রমান নিয়ে এসেছেন বাংলামেইল 'আমার ব্লগের' বিরুদ্ধে ভূয়া খবর আর ফটোশপড মেইল প্রকাশ করেছে
আমার ব্লগে যখন আরিফ জেবতিক 'জানা' আপা আর সামুকে নিয়ে কুৎসামূলক পোস্ট দেয় (যে পোস্ট ওরা স্টিকি করেছিল) সেই পোস্টে কিন্তু আপনি সামু বা জানা আপার পক্ষে কোন কথা বলেন নি । বরং চমৎকার পোস্ট-পিলাচ ইত্যাদি সহকারে প্রশংসায় ভাসিয়ে দিয়েছিলেন
দিকভ্রান্ত-পথিকের পোস্টে একজন ব্লগার যখন আপনার দিকে আঙুল তুলল, আপনি 'আমার ব্লগে' সামুর বদনাম করেন, । আপনি তখন কি বলেছিলেন আপু মনে আছে ?
ঐ ব্লগারের দিকে তেড়ে ফুড়ে এসে তার চৌদ্দগুষ্টির শাপশাপান্ত করেছিলেন । আপনি বলেছিলেন, আপনার বাবা যা ইনকাম করে তাতে ঐ ব্লগারের মতো দুইটা কুকুরকে কিনতে পারে :-&
আরো বলেছিলেন, আপনি সামুতে হীট পোস্ট প্রসব করেন, এর জন্য সামু থেকে কোন টাকা-পয়সা নেন না
ঠিক আছে, আপনি সামু থেকে কোন টাকা-পয়সা নেন না, তাই সামুর পক্ষে কোন দালালীও করেন না । তবে কি সুশান্ত বাবুর টাকা-পয়সা খেয়ে তার দালালী করেন ? আফটার অল টাকার চেয়ে পাউন্ড/স্টারলিংয়ের দাম তো অনেক বেশি ।
উপরে এমনি একটা লিংক দিলেন যেখানে প্রতিবেদক নিজেই আমার ব্লগের যুক্তি খন্ডন করে দিয়েছেন । তারপরও সেই লিংকটাই দিতে হলো, হাজার হোক পাউন্ডের ঝাঁঝ বলে কথা ।
ও হ্যা আপু, তেড়েফুড়ে আসবেন ভালো কথা । সাথে আরও কিছু নির্মম সত্যেরও মুখোমুখি হওয়া লাগতে পারে
সবাই সামু'র রাজাকার কে চিনে রাখুন
)
পোস্ট লিংক
Click This Link
কমেন্ট নম্বর
৩০৮
গত ২৮ শে মার্চ ফিফার পোস্টে আমার একটি মন্তব্যের কাউন্টার এটাক করে একজন ব্লগার আমাকে শুধু নোংরা এটাক ই করে ক্ষান্ত হননি আমাকে আখ্যা দেয়া হয়েছে রাজাকার!!!!!
এতবছর সামুর সাথে থাকার পর এবং হয়ত আমার পোস্টের সংখ্যা অনেক কম, কিন্তু আমি সবসময়ই চেষ্টা করেছি মানসম্মত পোস্ট দিতে এবং নারী বিষয়ক পোস্ট, শাহবাগ আন্দোলন , সাস্ট এ ভাস্লর্য স্হাপন, ধর্ষন, টিভি সিরিয়াল থেকে শুরু করে রিসেন্ট ইসু এসবই ছিল আমার পোস্টের বিষয়। ব্লগিং করি মনের আনন্দের জন্য। কিন্তু আমাকে যদি এটাক করা হয় আমি কখনোই কি ব্লগ কি বাস্তবে ছেড়ে কথা বলি আমাকে প্রথমত এটাক করা হয় দিকভ্রান্ত পথিকের পোস্টে। সেই পোস্টের বিষয়বস্তু আমি ছিলাম না, এরপরও এক মাল্টি থেকে আমার নাম ধরে কথা বলা হয়।
আমি সেটা মেনে নেইনি।
আমাকে এটাক করা হয়েছে সুতরাং আমিও ছাড় দেয়নি, আমিও এটাক করেছি।
আমি স্পষ্ট জানিয়েছি আমি তো কোন ব্লগের এজেন্ট না যে আমি আমার মতামতগুলো স্বতস্ফুর্তভাবে প্রকাশ করতে পারবোনা।
আমি আমার ব্লগে ব্লগিং করি সামুর পাশাপাশি না কি করি সেটা নিয়ে কি আমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে?
এবং আমাকে কেন জবাবদিহি করতে হবে?
সামুতে ফিফা ২৮ মার্চ আমার ব্লগ এডমিন সুশান্ত দাশ গুপ্ত কে রাজাকার আখ্যা দেন। এই রাজাকার শব্দটির ব্যবহার আমার মোটেই ভালো লাগে নি। সুতরাং আমি আমার মতামত জানিয়েছি। ফিফা পোস্ট দিয়েছেন, পোস্ট টি স্টিকি হয়েছিলো, কিন্তু উনি কারো কমেন্টের জবাব দেননি।
যাক সেটা উনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাকে কোন ব্লগার রাজাকারের মত নোংরা এবং কুশ্রী একটা উপাধি দিলেন, সামু মডারেশন টিম তখন আপনারা কি করেছেন?
স্টিকি পোস্ট তো সবার নজরে আসার কথা নাকি?
আমাকে ডলার পাউন্ড স্টার্লিং নিয়ে পর্যন্ত অসম্ভব একটা নোংরা আক্রমন করা হলো।
এইটা হলো আমার পুরষ্কার????????????????????????????????????????????????????
হমম আমি দিকভ্রান্ত পথিকের পোস্টে বলেছি এহেন ২টা কুকুর পোষার ক্ষমতা আমার বাপের আছে।
ভুল বলেছি নাকি?
আমাকে ডলার পাউন্ডের হিসাব শেখাবেন আমি যেটা সত্য সেটা বলতে পারবোনা?
ব্লগে একটা ফকিরও বিনা পয়সায় একটা আইডি খুলে যে কাউকে গালি দিতে পারে, কিন্তু আমি এরকম ফকির ও না, আমি কারো কেনা এজেন্ট ও না। কজ যার বাবা এসটাব্লিসড র্ল'ইয়ার যার মা ল'ইয়ার যার নানা ল'ইয়ার, যার দাদু ডাক্তার তার কখনো প্রয়োজন হয়নি কারো কাছে বিক্রিত হওয়ার। গট ইট?
আর সামু মডারেশন টিমকে খুব স্পষ্টভাবে জানিয়ে দি্তে চাই মানুষকে নোংরাভাবে রাজাকার ট্যাগিং করা বন্ধ করুন। আমার দাদা ১৯৫২ তে করেছেন ভাষা আন্দোলন, ১৯৭১ এ লড়েছেন , আমি ব্লগে লড়াই করেছি, সামু ব্লগে রাজাকার আখ্যা পাওয়ার জন্য??????
আপনারা নোংরামির কাদা নোংরাভাবে আমার গায়ে ছিটিয়েছেন, আমিও অনেক দেখলাম, বুঝলাম,আর নয়, সামুতে আর নয়।
সামুব্লগ আমার মতো রাজাকার মুক্ত হোক এই কামনা করি
ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
নিয়েল ( হিমু ) বলেছেন: সামু কতৃপক্ষের জবাব কি পাব ?
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮
অচিন.... বলেছেন: শুধু রাজাকার বলাতেই একটা পোস্ট দিয়া ফেল্লেন?
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
*কুনোব্যাঙ* বলেছেন: কিছুদিন আগে দেখলাম সুশান্ত দাশ উনারাও শাবির কিছু স্টুডেন্টকে ঢালাও ভাবে রাজাকারপন্থী ট্যাগ দিলেন। আর ব্লগে যারা লেখালেখি করে ধরে নেয়া যায় যে তারা বা তাদের সবার পরিবারই মোটামুটি সচ্ছল।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
আমিনুর রহমান বলেছেন: শামিমা আরা সনি আপনাকে রাজাকার বলার প্রতিবাদ জানাই।
অন্যকিছু বলা উচিত ছিল। আমি আপনার একটা পোষ্ট দেখেছি আমুতে যেটা আপত্তিকর ছিলো আর সামুর ব্লগার হিসেবে সেটা আমার জন্য মনঃকষ্টের কারন হয়েও দাড়িয়ে ছিলো।
সুশান্ত ব্লগ প্লাটফর্ম এর রাজাকার এটা বলতে আমার দ্বিধা নেই। কেননা সে শুধু শাবির স্টুডেন্টদেরই না একজন ধার্মিক শিক্ষককে ও রাজাকার ট্যাগ দিয়েছিল।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
শামীম আরা সনি বলেছেন: জি অন্যকিছু কি বলা উচিৎ ছিল?
শুনেন আমুতে আপনি কোন পোস্ট দেখছেন যেটা আপনার মনকষ্টের কারন হয়ে দাড়ালো?
আমু বলেন আর যাই বলেন আমার লেখা প্রতিটা পোস্ট আছে সামুতে, যে পোস্ট আমুতে আছে সে পোস্ট সামুতেও আছে, শো মি আপনার মনোকষ্ট টা দেখি!
সুশান্ত কারে কি ট্যাগ দিছিল তার কারনে সামু টিম গীবত গেয়ে পোস্ট স্টিকি করে দিবে?
বাহহ!!!!!!!!!!!!!!!!!!!
মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে নির্মিতব্য ভাস্কর্যকে যারা মূর্তি বলে তাদের জন্য আপনার মায়া টা বেশী পড়লো?
এই আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
শামীম আরা সনি বলেছেন: আপনার যদি সৎ সাহস থাকে তাহলে বলে যাবেন যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে সামু কেন তাদের নোংরাভাবে আঘাত করে?
সামু মডারেশন টিম কি এই স্বত্ব কিনে নিয়েছে কাকে কাকে সে ইচ্ছামত রাজাকার ট্যাগ দিবে?
এইসব ট্যাগবাজ সামুর মডারেটর রা ৭১ এ দেশের জন্য কি করেছে ? ৭১ পরবর্তী এ দেশের জন্য কি করেছে????
দেশের জন্য করার ব্যাপারটা রিয়েল লাইফে বাদই দিলাম, সামুতে কয়দিন কয়টা ছাগুকে তাড়ানি লাগিয়েছে?
বেঈমান আমি নিকটা ব্যান কেন জানতে পারি? একের পর এক বেঈমান আমির নিক ব্যান করছে এই সামু।
লোনলিফাইটার নিক দিয়ে কি এমন করেছিল সে যে সেটা ব্যান করে দেয়া হয়েছে?
দয়া করে ফেসবুকের কোন স্ক্রিনশট আনবেন না ফেসবুকের স্ক্রিনশট ঐটা দুইদিন আগের , আর সে ব্যান হইছে ব হুত আগে, সে গালিবাজ তাই নাকি বেইমান আমি নিক ব্যান করছিলো তো ছাগু ছাড়া কারে কারে এমন সে গালি দিছিলো শুনি?
জবাব দিতে পারবেন?
অমি রহমান পিয়ালদের ও একে পর এক নিক এই সামু একসময় ব্যান করছে, করে নাই?
এ টিম কেন ব্লগ ছেড়ে গেছে?
সামুর লজ্জ্বা করে না সুশান্তকে রাজাকার বলতে?
এতদিন ধরে আমি সামুতে যে অবস্হান নিয়ে ছিলাম, এরপর আমাকে বিভিন্ন নিক থেকে রাজাকার বলা হয়েছে, লজ্জা করেনা সেসব বিষয়ের পক্ষে সাফাই গাইতে?????
অমি রহমান পিয়াল রাজাকার, আরিফ জেবতিক রাজাকার, সুশান্ত রাজাকার, বেইমান রাজাকার, আমিও রাজাকার!!
বাহ সামুতো ভালো লিস্ট বানিয়েছে রাজাকারের একদম জামাত শিবিরের নিজ হাতে বানানো রাজাকারের লিস্টের সাথে মিলে গেছে
মুখ খুললে সামু নিজে লজ্জ্বা পাবে,এখন পর্যন্ত জানা থেকে শুরু করে কেউ আমাকে রাজাকার ট্যাগিং করা নিয়ে কোন টু শব্দ করে নাই। সো আই সুড সে সামু হ্যাজ শোড ইটস ডার্টি অ্যাস !!
৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
ওবায়েদুল আকবর বলেছেন: শুধু শুধু সুশান্তের সাথে নিজের নাম জড়ানোর শানে নুযুল তো বুঝলামনা। আপনারে রাজাকার বলা অন্যায় হতে পারে সুশান্তের বিরুদ্ধে যা বলা হইছে তার কিছু তো সত্যি। ফিফা তো প্রমাণও দিল।
আচ্ছা একটা প্রশ্ন করি যেহেতু ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন। আর হয়ত জিজ্ঞাসা করা হবেনা। প্লীজ কিছু মনে করবেননা। প্রশ্নটা হল এত এগ্রেসিভ ব্লগিং করেন কেন?
আপনার সাথে মতাদর্শগত তেমন পার্থক্য নেই তবে শুধুমাত্র আপনার এগ্রেসিভ আচরণটাই মানতে পারিনা। শুধু ছাগুদের সাথে হলে না হয় মানা যায় মতের মিল না হলে আপনি সবাইকেই এটাক করেন। ব্যাপারটা অড লাগে।
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪
শামীম আরা সনি বলেছেন: পোস্ট না পড়ে কমেন/=ট করেছেন কমেন্ট দেখেই বোঝা যায়।
ফিফার পোস্ট দেখেন।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
একটা ছোট গল্প মনে পরে গেল; এক স্বামী বাসর রাতে তার স্ত্রীকে বলছে জান আমার খালা খুব ভাল, খুব চমৎকার রান্না করে, তুমি উনার প্রেমে পরে যাবে। কিন্তু স্ত্রী খেয়াল করল ছেলেটি তার নিজের মায়ের কথা বলছেনা। তাই অগ্যতা বলেই বসল তোমার মায়ের কথা বলছনা কেন? ছেলেটি বলল আরে মাত সে সবসময় সাথে আছেন উনার কথা কি বলব খালাত সাথে নেই আসলেও খুব কম থাকেন কিংবা কম যাই তাই উনার কথা বলছি। স্ত্রী বলল তুমি দেখছি কিছুদিন পর আমার বদলে অন্য মেয়েদের প্রশংসা করেই বেড়াবে কারন আমিত তোমার সাথে সারাদিনই থাকি অন্য মেয়েদের সাথে তুমিত আর সারাদিন থাকনা তাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
শামীম আরা সনি বলেছেন: শুনেন আপনি কি আপনার কমেন্টই সেটা বলে দেয়।
এই কমেন্টের এক্সপ্লেনেশন কি?
আমার সাথে এর আগেও আপনি বেয়াদবী করেছেন আপনাকে ছাড় দেয়া হয়েছে, সেটা আমার ভদ্রতা, বারবার ছাড় দিবো ভাববেন না।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪
নীলচাষী বলেছেন: আপনার কথাবার্তা অনেক মিস্টি। আমার ভালো লাগে।
৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০
ওবায়েদুল আকবর বলেছেন: আমাকে কি আপনার এতটাই নগণ্য ব্লগার মনে হয় যে পোস্ট না পড়েই আমি আপনার পোস্টে কমেন্ট করব? আমি পোস্টও পড়ছি ফিফার পোস্টও পড়ছি এবং পড়েই কমেন্ট করছি। আপনাকে রাজাকার ট্যাগ দেয়া নিয়ে আপনি ক্ষুব্ধ হলে আমিও সমালোচনা করতাম।
কিন্তু আপনার এই উক্তি বুঝতে পারলামনা আপনারা নোংরামির কাদা নোংরাভাবে আমার গায়ে ছিটিয়েছেন, আমিও অনেক দেখলাম, বুঝলাম,আর নয়, সামুতে আর নয়। আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন? সামহোয়ারইনই আপনাকে ট্যাগ দিচ্ছে। এতদিন ব্লগিং করে এই ধারণা আপনার সামহোয়ারইনের প্রতি।
এই ধরণের খেলা আগেও হয়েছে এবং এগুলোকে আশ্রয় করে জানা অরিল্ডকে নিয়ে নোংড়া পোস্ট লিখে আমার ব্লগে শোভাবর্ধনও করা হয়েছে। অনুরোধ থাকল ঐ নোংড়া খেলায় নিজেকে ব্যাবহার হতে দিবেননা প্লীজ। যাইহোক উক্ত ব্লগারের কমেন্ট রিপোর্ট করে আসছি। সম্ভবত মডু ব্যাবস্থা নিবে শীগগিরই।
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
শামীম আরা সনি বলেছেন: আপনার সাথে মতাদর্শগত তেমন পার্থক্য নেই তবে শুধুমাত্র আপনার এগ্রেসিভ আচরণটাই মানতে পারিনা। শুধু ছাগুদের সাথে হলে না হয় মানা যায় মতের মিল না হলে আপনি সবাইকেই এটাক করেন। ব্যাপারটা অড লাগে।
আপনি আমাকে কি বলছেন সেটা দেখছেন?
শুনেন আমার রিপোর্টের দরকার নাই। খেলা কেমনে কি সবই বুঝি
কোন ব্লগার কেন এবং কি কারনে আমাকে কি বলে কোথায় কি বলে সবই বুঝছি, কিছু চামচা উপরে আজেবাজে কমেন্ট করে গেছে, অফিস থেকে বাসায় ফিরে সবকটারে ধরবো।
১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯
প্রকৌশলী আতিক বলেছেন: সনি আপু একটা কথা, ব্লগ ছেড়ে যাবেন কি যাবেন না, সেটা আপনার একান্ত বিষয়।
আমার সাথেও একবার আপনার হাল্কা কেচাল হয়েছিল। একচুয়ালী কতজন ব্লগারের সাথে আপনার কেচাল হয়েছে, এ পর্যন্ত??
দুঃক্ষিত, পোষ্টের বিষয় বস্তুর বাহিরে কমেন্ট করিলাম। যদি চলেই যান, সকল কষ্ট গুলো নিজ গুনে ভুলে যাবেন।
আপনার অনাগত জীবন সুন্দর হোক।
১১| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দেখা যাক মডারেশন কি করে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২
শামীম আরা সনি বলেছেন: যে মডারেশন টিমের নিজেরই নীতি নেই, সে টিম আবার কি করবে? স্বাধীনতার চেতনাধারীদের রাজাকার আখ্যা দিয়ে সামু মডারেশন টিম নিজেই তো চরম পুলক অনুভব করে
১২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২
শিপু ভাই বলেছেন:
সুশান্তরে চিনি না।
আমার ব্লগে যাই না (কোন আইডিও নাই)।
ফিফার পোস্টে দেয়া লিংকে গিয়ে দেখলাম বরাবরের মতই ফিফা ৯/৬ বুঝাইছে আমাদের। সরকারী মেইল পাইয়া সুশান্ত বলছে- সহযোগীতা করবো। এতেই ও রাজাকার হইয়া গেছে। "রাজাকার" শব্দটাকে লঘু বানাচ্ছে কারা তা বেশ বোঝা যাচ্ছে। এই ব্যাপারটার সাথে ফিফা একাত্তরের মুক্তিযুদ্ধেরও তুলনা করেছে। এত সস্তা???
সুশান্ত নাকি যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিল। এই যুক্তিতে এখন সব দোষ যুবলীগের!!!
একটা পোস্ট করে তাতে হাইপারলিংক করে গোটা বিশেষ প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হাচা মিছা লিংক দিলে পাবলিক মনে করে - "খাইছে!!! সেইরাম পোস্ট!!! রেফারেন্স দেয়া আছে (কিন্তু অধিকাংশই রেফারেন্সের লিংকে আর ক্লিক করে দেখে না)। ভুল হওয়ার চান্স নাই।"
এভাবেই ম্যানুপুলেশন হয়। মিথ্যাকে ভিত্তি দেয়া হয়। মানুষের মানহানী করা হয়।
@শামিম আরা সনিঃ কে কি কইল তার জন্য ব্লগ ছাড়া কাজের কথা না।
আপনাকে অহেতুক আক্রমন করার তীব্র নিন্দা জানাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
শামীম আরা সনি বলেছেন: আপনার সাথে একমত
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
মরু বালক বলেছেন:
নীলচাষী বলেছেন: আপনার কথাবার্তা অনেক মিস্টি। আমার ভালো লাগে।
allah bacaice apnere ,
চেতনার রাজাকার বলে নাই :প
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮
শামীম আরা সনি বলেছেন: লাথি্থি খেলে তোর বাপের দেশ সৌদিতে গিয়ে পড়বি
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭
ঘর কুনো বলেছেন: মুই কি হনুরেএএএএএএএ
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০৭
লিন্কিন পার্ক বলেছেন:
এগুলা ইগনোর করে নিজের মত ব্লগিং করেন । এগুলার কথা পাত্তা দেয়ার কিছু নাই ।
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১০
নীলচাষী বলেছেন: সামু এখন কারো ব্যাপারেই মাথা ঘামায় না, না আপনি না বেঈমান আমি না জাতীয়তাবাদী। মজাটা কি জানেন? সবাইই সামুরে ট্যাগ দেয়।
ছাগুরা বলে নাস্তিক ব্লগ।
উরদুলীগের পুলাপান বলে ছাগু ব্লগ।
আর জাতীয়তাবাদী পুলাপান বলে ইহা একটি খাস আওয়ামী তোষণকারী ব্লগ।
এইবার বলেন কই যাবেন। তবে ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে নিজের অপমান এভাবে সবাইকে বলে বেড়ালে তাতে অপমান বাড়ে বৈ কমে না। বুঝতে পেরেছি আপনি অনেক বেইজ্জতি হয়েছেন কিন্তু আপনি না অতি সত্বর অনেকেই হয়েছে এরকম অন্যায়ের শিকার। তার কোনও প্রতিকার হয় নাই, আপনার কপাল ভালো এখানে এসে কেউ আপনারে খোচা দেয় নাই, এর আগে যারা অন্যায়ের শিকার হয়েছে সেখানে গিয়ে আপনার সহব্লগাররাই মজা করেছে, আনন্দে বগল বাজিয়েছে।
আর কাউকে না জেনে না বুঝেই ট্যাগিং টা শুরু করেছে অমি পিয়াল গং, ওদের প্রতি আমার কোনও সিম্প্যাথি নাই, ওদের মতের বিরুদ্ধে গেলে ওরা এখনো ছাগু ট্যাগ দেয়। এইটা আমি ভয়াবহ অপছন্দ করি। মৌলবাদের সংজ্ঞা তো জানেন অবশ্যই, ঐ সংজ্ঞার কারনে আমি মনে করি অমি পিয়াল নিজেও একজন মৌলবাদী।
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মরু বালক বলেছেন:
নীলচাষী বলেছেন: আপনার কথাবার্তা অনেক মিস্টি। আমার ভালো লাগে।
লেখক বলেছেন: লাথি্থি খেলে তোর বাপের দেশ সৌদিতে গিয়ে পড়বি
----------------
শুনুন আমি কি সেটা সত্যি আমার কমেন্ট বলে দেয়। তবে আপনার জবাব গুলো আরও সুন্দর তাই এগুলো সামুর পরিবেশ দূষণের জন্য যথেষ্ট।
আপনি বলেছেন ;
আমার সাথে এর আগেও আপনি বেয়াদবী করেছেন আপনাকে ছাড় দেয়া হয়েছে, সেটা আমার ভদ্রতা, বারবার ছাড় দিবো ভাববেন না।
এবার কি আমার সাথে আপনি বেয়াদবি করলেন না। নাকি আপনার সুন্দর সুন্দর কিছু কথা উপহার দেবেন ভাবছেন।
দেখুন আপনি কি সুন্দর করে সামুর মডারেশন টিমের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। কিন্তু সামুকি আপনাকে এমন পোষ্ট আর এমন সুন্দর সুন্দর সব মন্তব্যের জন্য পুরষ্কার দিচ্ছে।
একটু ভেবে দেখার দরকার নয় কি কিভাবে আমরা নিজেরাই সামুর পরিবেশ নষ্ট করে দিয়ে নিজেরাই আবার সামুর উপর দোষ চাপিয়ে বাহ বাহ বাহ কুড়িয়ে নিচ্ছি।
যদি কারো মতের সাথে দ্বিমত থাকে তবে তাকে এমন সুন্দর সুন্দর কথা শুনিয়ে দিতে হবে এমন ধ্যান ধারনাকে সত্যি স্যালুট না জানিয়ে পারছিনা।
আমি ব্যাক্তিগত ভাবে আপনার লেখার ভীষণ ভক্ত ছিলাম কিন্তু আপনার লেখা আর কাজে কোন মিল আমি খুঁজে পাইনা। তাই খুব কষ্ট থেকেই এমন মন্তব্য করতে বাধ্য হয়েছি। কারন আপনার মত এমন গঠন মূলক সাবলীল লেখনি খুব কম লেখকের মধ্যেই বিরাজমান। তাই বলি আপনার লেখার যত্ন নিন। শুধু শুধু একে নষ্ট করবেন না।
আর আমি বিশ্বাস করি মা যেমন আমাকে জন্ম দিয়েছে তাই মায়ের ঋণ কখনো শোধ হবার নয়, মা যতই মারুক, যতই বকুক মা মাই তার প্রতি ভালোবাসার সীমা নেই। তেমনি এই সামুতে আমার জন্ম তাই সামুর প্রতি ভালোবাসার কিংবা ঋণ শোধের কোন বিকল্প নেই। তাই মায়ের যত্ন নেয়া যেমন কর্তব্য তেমনি সামুর যত্ন নেয়া আমাদের কর্তব্য।
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩০
নীলচাষী বলেছেন: তাও শেষে একটা কথা না বলে পারছি না, যারা এভাবে প্রচার করে চলে যাবো কিন্তু শেষ পর্যন্ত যায় না, তাদের আমার ন্যাকা ছাড়া আর কিছুই মনে হয় না
কান্ডারী ভাই, ইহা একটি নব্য ঢং। কতো দেখলাম।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯
শামীম আরা সনি বলেছেন: কান্ডারী স্টুপিড স্টপ মাল্টি এটাকিং
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
নেকড়ে বলেছেন: লেখক বলেছেনঃ অমি রহমান পিয়াল রাজাকার, আরিফ জেবতিক রাজাকার, সুশান্ত রাজাকার, বেইমান রাজাকার, আমিও রাজাকার!!
বাহ সামুতো ভালো লিস্ট বানিয়েছে রাজাকারের
সত্যিকারের ছাগুফাইটারদের নামের পাশ থেকে আপনার নাম টি সরাতে পারেন। ময়ুরের দলে কাকের মত বেমানান মনে হচ্ছে।
কিছু হলে মডারেশন কে ডাকেন কেন?
অপ্রিয় সত্য কথা হলো, আপনি নিজেকে যে মাপের ব্লগার মনে করেন, আপনি আসলে সে মাপের ব্লগার না। আপনার কোন ক্লাসই নাই। সামুতে এর চেয়ে আরও হিউজ পরিমানে ভালো ব্লগার আছে। আপনি নিশ্চিন্তে আমুতে গিয়ে আপনার উগ্র কথাবার্তা ঢালতে পারেন।
আর শুনেন। সামুকে দোষ দিবেন না। সামু কিছু করছে না বা সামু কোন ব্যাক্তি না। যা করার ব্লগাররাই করবে। দোষ করবেন আবার কান্নাকাটি করে পোস্ট দিবেন। বাহ।
@শামীম আরা শনি
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬
নষ্ট শয়তান বলেছেন: আফা আপ্নে এত চেতেন ক্যা বিএনপি রে সাপোর্ট করার জন্য কয়বার রাজাকার শুনতে অইচে জানেন? বিএনপি আর রাজাকার এক না এইডা তো জানেন। কই সামু তো কোন বিচার করে নাই, আর আম্রাও বিচার চাইয়া সামুরে গাইল পারি নাই।
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ বাহ বাহ সুন্দর সুন্দর অনেক বেশী সুন্দর এইত আপনি আমাকে স্টুপিড বলে দিলেন ।
যারা আপনার এই পোস্টে এসে কষ্ট করে মন্তব্য করছেন তারা যে আমার মাল্টি সেটা ভাবতেই ভাল লাগছে।
ভাইয়েরা যারা আমার মাল্টি সবার কাছে এখান থেকে বিদায় নিলাম আমি এমন সুন্দর সুন্দর কথা হজম করতে পারবনা। আমার খুসিতে চোখে পানি চলে আসছে। এই ব্লগে আগে কখনো কেউ আমাকে স্টুপিড বলেনি। আমি ধন্য হলাম।
শুভরাত্রি সন্মানিত লেখিকা। ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য। রাতে ভীষণ ভাল ঘুম হবে।
২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:০০
নীলচাষী বলেছেন: আপনি আমার প্রথম তিনটা মন্তব্যের রিপ্লাই দিতে পারলেন না, শেষের টায় এসে আমাকে বললেন মাল্টি আর অন্য একজনকে দিলেন গালি। চিন্তা করেন এখন বসে বসে আপনি কি জিনিস।
অবশ্যই নারীর স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে ঢং, এটা না থাকলে মানাবে না। লাইক ইউ।
২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:০৭
আমিনুর রহমান বলেছেন: আমার অনেকগুলো প্রশ্নের উত্তর নেকড়ে দিয়ে ফেলেছে।
যাইহোক আপনাকে আর বেশী সময় আটকে রাখবো না। কেননা সামু হ্যাজ শোড ইটস ডার্টি অ্যাস !! আপনার ভাষ্যমত তাহলে আসার কি দরকার ছিলো !!!! ওহ ভুলেই গেছি আপনি তো আবার সামু'র আমু সম্পাদক। ফিফার পোষ্টে প্রমানসহ দেয়া আছে। ট্যাগিং আর গালিবাজ হলেই বুঝি মুক্তিযোদ্ধার চেতনা এসে যায়।
সুশান্তকে বুঝতে আপনাকে একটা লিঙ্ক দিয়ে যাইঃ
ভাস্কর্য ইস্যুতে শহীদ স্যারের বক্তব্য এবং মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী সুশান্ত দাস গুপ্ত
আর বাকী যাদের কথা বলেছেন তাদের নিয়ে পোষ্ট দিয়েন একটা একটা করে বলে যাবো নে আমি আবার বাংলা পরিক্ষার দিন অন্য পরিক্ষা দেই না আর আপনার যা খুশি মন চায় জানা সম্পর্কে বলে যাইয়েন।
পরিশেষে বলে যাই মানুষের কৃতজ্ঞতাবোধ যদি না থাকে তাহলে সে ভুলে যায় তার অতীত। টাকা হলে নিজের বাবা-মাকেই ভুলে যা আর এই ব্লগ তার তুলনায় কিছুই না।
ভালো থাকবেন ঘোসেটি বেগম।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৮
শামীম আরা সনি বলেছেন: জানার চামচা কারে ঘষেটি বেগম বলিস ????????????????????????
ডার্ট ফেলো!
২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোষ্টের ভাষা এবং মন্তব্য এর উত্তর গুলো খুবই আক্রমনাত্মক।
একজন ব্লগারের এই ধরনের ভাষা ব্যবহার করা খুবই মর্মান্তিক।
নিজের আদপ সম্পর্কে আগে জানুন। তারপর অন্যের আদপের খোঁজ নিন।
মনে রাখবেন, যে বৃক্ষ যত বেশি ফলবান সে ততবেশি নিচু।
ধন্যবাদ।
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮
নিয়েল ( হিমু ) বলেছেন: ইদানিং কিছু কিছু জ্ঞান পাপি নিক থেকে মোটামুটি এই ধরনের শিরনামে পোষ্ট আসতেছে .......সামুর সাথেই আছে অথবা সামুকে বাচাতেই হবে ইত্যাদি ইত্যাদি বিরক্তিকর শিরোনামে কাপ ঝাপ এমন কিছু লেখে যেটা এতটাই বিরক্তিকর হয় যে কিছু বলার থাকে না আর ভাব খানা এমন হয় যেন "সামু গেল গা রে.." (( জানা আপা নিজে এরুপ একটা বিরক্তিকর পোষ্টে তার বিরক্তি প্রকাশ করেছেন )) কিন্তু এদের দাবি কৃত সরজন্ত্রের স্পটে তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায় না বটে কিন্তু তারা একটা কাজ করে খুব আগ্রহের সাথেই আর সেটা হচ্ছে কে কে ঐ সকল স্থানে সামুর পক্ষে আর বিপক্ষে ছিল তার বিচার বিশ্লেষণ করতেছে এই সামুতে বসেই । আবার কিছু বেকুব নির্লজ্জর মত তাদের সাপোর্টও করে এই যুক্তিতে maybe [ কি দরকার জগরা করার ]
অথচ এই এরাই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে করে ঠাট্টা তামাশা । এরাই স্বাধীনতার চেতনা ধারণ কারীদের রাজনৈতিক একটা গালি দিয়ে তৃপ্তি পায় । ((কথিত আছে জামাতকে সাথে নিয়ে তারাও ৭১এর চেতনা লালন করে থাকে))
হতাশ লাগছে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দেয়া পোষ্টের বয়স ১০ ঘন্টা হয়ে যাওয়ার পরেও কোন সারা না পেয়ে ।
আপু একটু খেয়াল করুন একটা বা এক পাল শুকর যখন বিশ্রি শব্দ করে ডাকা ডাকি করে তখন সেগুলোকে তাড়িয়ে দেয়াই উত্তম নিজে সরে না গিয়ে তাই নয় কি ?
২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯
নিয়েল ( হিমু ) বলেছেন: ইদানিং কিছু কিছু জ্ঞান পাপি নিক থেকে মোটামুটি এই ধরনের শিরনামে পোষ্ট আসতেছে .......সামুর সাথেই আছে অথবা সামুকে বাচাতেই হবে ইত্যাদি ইত্যাদি বিরক্তিকর শিরোনামে কাপ ঝাপ এমন কিছু লেখে যেটা এতটাই বিরক্তিকর হয় যে কিছু বলার থাকে না আর ভাব খানা এমন হয় যেন "সামু গেল গা রে.." (( জানা আপা নিজে এরুপ একটা বিরক্তিকর পোষ্টে তার বিরক্তি প্রকাশ করেছেন )) কিন্তু এদের দাবি কৃত সরজন্ত্রের স্পটে তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায় না বটে কিন্তু তারা একটা কাজ করে খুব আগ্রহের সাথেই আর সেটা হচ্ছে কে কে ঐ সকল স্থানে সামুর পক্ষে আর বিপক্ষে ছিল তার বিচার বিশ্লেষণ করতেছে এই সামুতে বসেই । আবার কিছু বেকুব নির্লজ্জর মত তাদের সাপোর্টও করে এই যুক্তিতে maybe [ কি দরকার জগরা করার ]
অথচ এই এরাই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে করে ঠাট্টা তামাশা । এরাই স্বাধীনতার চেতনা ধারণ কারীদের রাজনৈতিক একটা গালি দিয়ে তৃপ্তি পায় । ((কথিত আছে জামাতকে সাথে নিয়ে তারাও ৭১এর চেতনা লালন করে থাকে))
হতাশ লাগছে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দেয়া পোষ্টের বয়স ১০ ঘন্টা হয়ে যাওয়ার পরেও কোন সারা না পেয়ে ।
আপু একটু খেয়াল করুন একটা বা এক পাল শুকর যখন বিশ্রি শব্দ করে ডাকা ডাকি করে তখন সেগুলোকে তাড়িয়ে দেয়াই উত্তম নিজে সরে না গিয়ে তাই নয় কি ?
২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩
হইচই বলেছেন: আমিনুর রহমান ।গান্জা খাইয়া ব্লগিং ছেড়ে দে বেকুব।
২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০০
প্রিন্স অব ঠাকুরগাও বলেছেন: বাবা এসটাব্লিসড র্ল'ইয়ার যার মা ল'ইয়ার যার নানা ল'ইয়ার, যার দাদু ডাক্তার
সেই রকম ভদ্র বাড়ির মেয়ে হয়ে কথা বার্তা বলছেন একবারে গোয়ালন্দ ঘাটের মেয়েদের মত ।
মনে হই না আপনার পরিবার আপনাকে এই শিক্ষা দিয়েছে ।
ব্লগ ছেড়ে চলে যাবেন যান , এত ঢং এর কি আছে , যে থালি তে খান সেই থালি ফুটা করেন ক্যান ।
২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩০
শিপন মোল্লা বলেছেন: নষ্ট শয়তান বলেছেন: আফা আপ্নে এত চেতেন ক্যা বিএনপি রে সাপোর্ট করার জন্য কয়বার রাজাকার শুনতে অইচে জানেন? বিএনপি আর রাজাকার এক না এইডা তো জানেন। কই সামু তো কোন বিচার করে নাই, আর আম্রাও বিচার চাইয়া সামুরে গাইল পারি নাই।
৩০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পোস্ট না ড্রাফট হইছিল!!
৩১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০
রুদ্র মানব বলেছেন: পোস্টে আসলাম ,
আইসা তো পুরাই অবাক
নীলচাষীর নিকের আড়ালে যে কেউ লুকায়া আছে তা জানি ,
এবং সময়মত অই চুশীলরে গদাম দেওয়া হবে ।
আপু সিন্ডিকেটের এটাক আমার উপরে করছে কিছু চুশিল আবালরা । মাগার বেইল পায় নাই ।
জয় বাংলা বাংলাদেশ ঝিন্দাবাদ ।
৩২| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯
আশফাক সুমন বলেছেন: ভালো থাকবেন --- আল্লাহ ভালো রাখুন আপনাকে
শূভ কামনা
৩৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
আশফাক সুমন বলেছেন: আমার ব্লগ এডমিন সুশান্ত দাশ গুপ্ত রীজাকার না, সে
ইসলাম বিদ্বেষী ভারতীয় দালাল .।
রাজাকার আর ভারতীয় দালাল মুক্ত দেশ চাই
৩৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
নিয়েল হিমু বলেছেন: সনি আপুকে লগিন ব্যান করা হৈছে । আর তাই আপুর পক্ষে কারো কমেন্টের উত্তর দেয়া সম্ভব নয় । আর তাছাড়া এই পোষ্ট টা আপু নাকি ড্রাফটে রাখছিলেন কিন্তু পোষ্ট টা ড্রাফট ফোল্ডার থেকে আনড্রাফট করে আপুকে লগিন বেন করা হয় কিছু দিন আগে ।
৩৫| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩
মামুন রশিদ বলেছেন: @শামীম আরা সনি,
প্রিয় ব্লগার হিসাবে আপনি আমার অনুসারিত তালিকায় আছেন, সেই হিসাবে আপনার সব পোস্টই পড়ি । কিন্তু এই পোস্ট আর কমেন্টের উত্তর পড়ে খানিকটা খটকা লাগে । তাই ফিফার পোস্ট আবারও পড়ে এলাম । আপনার মন্তব্যের উত্তরে ফিফা লিখেছে,
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩
লেখক বলেছেন: খোদ বিটিআরসিরই দায়িত্বশীল কর্মকর্তা বাংলামেইলের কাছে স্বীকার করেছেন, ওই মেইলটি আমারব্লগের অ্যাডমিন সুশান্ত দাশ গুপ্তেরই। সেখানে "বাংলামেইল হ্যাজ পাবলিসড ফটোশপড এন্ড পারসিয়াল ইমেইল" বলাটা পুরোপুরি মিথ্যাচার ও শঠতাপূর্ণ দাবি।
ফিফার পোস্টে আপনাকে নিয়ে করা কমেন্টের জবাব আপনি ঐ পোস্টেই দিতে পারতেন । কিন্তু তা না করে আলাদা পোস্ট দিয়েছেন । কমিউনিটি ব্লগে যখন আপনি একটা পোস্ট দিবেন, তখন যেকোন ব্লগার এতে তাদের মতামত দিতে পারেন । কিন্তু সেই মতামতের উত্তর আপনি যে ভাষায় দিয়েছেন তা কিছুতেই সুস্থ ব্লগিংয়ের পর্যায়ে পরেনা । আর তাছাড়া আপনার পোস্টের ভাষাও এমন ছিলো, যেকোন ব্লগার এটা পড়লে ইরিটেট ফীল করবে । আপনার পোস্ট এবং কমেন্টের ভাষা চুড়ান্ত আগ্রাসী এবং ব্লগারদের জন্য অপমানজনকও বটে । একটা কমিউনিটি ব্লগে কোন কারন ছাড়া আপনি অন্য ব্লগারদের অপমান করতে পারেন না । যদি করতে হয় তাহলে কমিউনিটি ব্লগিং বাদ দিয়ে পার্সোনাল ব্লগে করেন ।
আর তাছাড়া কান্ডারী অথর্ব এবং আমিনুর রহমানকে কোন কারন ব্যতিরিকে আপনি আক্রমন করেছেন । কান্ডারী অথর্ব এবং আমিনুর রহমান কোন মানের ব্লগিং করে তা যদি জেনে না থাকেন, তাহলে দশজন ব্লগারকে জিজ্ঞেস করে জেনে নিবেন । নিজেকে আপনি যতই উঁচু মানের ভাবুন না কেন, তারা আপনার চেয়ে অনেক সুস্থ ব্লগিং করেন ।
আপনার ব্লগে আপনি যা খুশি লিখতে পারেন, যেমন লিখেছেন,
সামুর মডারেশন টিমের নোংরামি, এবং সামুর বর্তমান মেধাহীন রেসিডেন্ট গং এর কদাচারে দূষিত মুহূর্ত হতে আপাতত বিদায়
আপনাকে আর কি বলার আছে !! 'আপাতত' শব্দটা বড়ই বেমানান ।
৩৬| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫
মামুন রশিদ বলেছেন: নিয়েল@,
সনি একটা পোস্ট দিয়েছেন, সেখানে অনেক ব্লগারই তাদের মতামত জানাচ্ছে । কমিউনিটি ব্লগে সবাই পোস্টদাতার মতকেই সাপোর্ট করবে, এমন কোন কথা নেই । এখানে ভিন্নমত আসবেই । একমত বা ভিন্নমত পোষন করা ব্লগারের ব্যক্তিগত ব্যাপার । আপনি পোস্টের সাথে একমত পোষন করতেই পারেন । আপনি এই পোস্টে আসার আগে দশ-বারো জন ব্লগার এসে তাদের মটামত দিয়ে গেছেন । আপনার ভাষাটা দেখেন,
আপু একটু খেয়াল করুন একটা বা এক পাল শুকর যখন বিশ্রি শব্দ করে ডাকা ডাকি করে তখন সেগুলোকে তাড়িয়ে দেয়াই উত্তম নিজে সরে না গিয়ে তাই নয় কি ?
এই ভাষায় ব্লগে কথা বলা কতটুকু সুবিবেচনা সম্পন্ন, প্রশ্নটা থাকলো আপনার কাছে ।
৩৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৭
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: দশ দিন পরে এসে পোস্টটি পড়লাম, ভাবছিলাম একবার কমেন্ট না করে চলে যাব। কিন্তু পোস্টের বিষয়বস্তু এবং কিছু ক্যাচাল টাইপ কমেন্ট দেখে কমেন্টটা করতে বাধ্য হলাম।
আমি সচরাচর কোন পোস্ট পড়লে পাশাপাশি কয়েকটা কমেন্টও পড়ার চেষ্টা করি। কিন্তু এ পোস্টের প্রত্যেকটা কমেন্ট এবং রিপ্লাই গুলোও পড়ে ফেললাম। আদতে পোস্ট এবং কমেন্টগুলোই উৎসাহিত করেছে বাকিটা পড়ে ফেলতে।
যাই হোক এবার আসল কথায় আসি। আপনি আমার ব্লগিংয়ের শুরু থেকেই অনুসারিত লিস্টে আছেন। আমি খুব ভালভাবেই জানি আপনার ব্লগিং পরিধি সম্পর্কে। তাই আপনাকে এই রকম বিশ্রী ট্যাগ দেয়া কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমি অবশ্যই এর বিরোধিতা করছি।
আপনার মত হুবহু না হলেও কাছাকাছি মানের অভিজ্ঞতা কিছুদিন মাত্র আগেই আমার হয়েছে। আমি জানি নিজের টাকায়, নিজের মেধা খাটিয়ে, ব্লগিং করে বাজে ট্যাগ খাওয়ার জ্বালা।
আপনি আমার ব্লগে গিয়ে থাকলে অবশ্যই দেখতে পাবেন যাদের বিরুদ্ধে আমি পোস্ট দিয়েছিলাম তাদের অনেকেই আমার ঐ পোস্টে এসেছিল। কিন্তু আমি তাদের সাথে ভাষা শৈলীতে শালীনতা রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আপু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে কিছু কিছু যায়গায় কমেন্ট রিপ্লাই দিতে গিয়ে আপনি মেজাজ হারিয়ে ফেলেছেন। আপনাকে আমার উপদেশ দেয়ার কিছুই নেই, আপনি আমার চেয়ে ব্লগে অনেক অনেক সিনিয়র। তারপরও বলছি অনেকের কমেন্টেই আপনার ভালো না-ই লাগতে পারে। তাই বলে সংযত থাকাটাই শ্রেয়। গালিগালাজ কিংবা আক্রমণাত্মক মন্তব্য কোন সমাধান আনতে পারে না। এ ক্ষেত্রে গঠনমূলক আলোচনাটাই শ্রেয়।
আর আপনার যে বিষয়টি আমার সবচাইতে খাপছাড়া লেগেছে তা হচ্ছে সামু ছাড়ার হুমকি!!! আরে এখানে সামু কি দোষ করেছে!!! আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি কিছু একটা হলেই সামু ছাড়ার হুমকি দেয়। এগুলো আমার কাছে নিছকই ছেলে মানুষী বলে মনে হয়। আমার প্রথম পরিচয় আমি ব্লগার। আমার প্রথম এবং একমাত্র অস্ত্রই কীবোর্ড। সুতরাং আমার লড়াই এর জায়গাটাই ব্লগ। এখান থেকে সরে গিয়ে আমি কোন ভাবেই সাস্টেইন করতে পারব না।
আসলে এ বিষয়ে আপনাকে আমার নতুন করে বলার কিছুই নেই। আপনার কারো ব্যবহার যদি খারাপ লাগে সরাসরি রিপোর্ট বাটনে ক্লিক করে দিন। এখন থেকে আমি তাই করছি। আসলে ক্যাচাল যত এভয়েড করা যায় ততই ভালো। আমি নিজেও ভুলে উদ্ধে নই।
রক্ত মাংশের মানুষ আমরা ভুল করবোই। আপনাকে আবার ফিরে আসার অনুরোধ রইল। পাশাপাশি একটা কথা,
গালাগালি মুক্ত, ট্যাগ মুক্ত, সিন্ডিকেট মুক্ত সামু চাই।
আর এ বিষয়ে সামু কিংবা মডারেটর নয় আমাদেরকেই প্রথমে এগিয়ে আসতে হবে।
ভালো হোক আপনার।
৩৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫২
নিয়েল হিমু বলেছেন: মামুন ভাই @ এইটা একটা কথা কৈলেন মামুন ভাই । এইডা কিছু হৈল
৩৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৯
ভালোবাসি তাই ভালোবেসে যাই বলেছেন: ৩৬ নম্বর কমেন্টে কি আপনারা কেউ হিমুর কমেন্ট খেয়াল করেন নাই?? সনি আপুকে ব্যান করা হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল, আপু এই পোস্ট টা দেয়ার পর ড্রাফটে রাখছিলেন কিছুক্ষনের মধ্যেই কিন্তু কতৃপক্ষ পোস্ট টি আবার ড্রাফট ফোল্ডার থেকে আনড্রাফট করে দিয়ে প্রকাশ করে আপুকে লগইন ব্যান করে দিয়েছে, আপনারা আপুকে প্রশ্ন রাখছেন..এখন আপুর পক্ষে কি করে উত্তর দেয়া সম্ভব???
৪০| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: আপনি খুবই নোংরামীর শিকার হয়েছেন। আপনাকে লগিন ব্যান করা হয়েছে শুনে খুব অবাক হলাম এবং অনেক দুঃখও পেলাম। আশা করি সামু খুব শীঘ্রই আপনার ব্যান তুলে নিবে।
৪১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
ইখতামিন বলেছেন:
সনি আপুকে লগইন ব্যান করা হয়েছে জেনে খুবই দুঃখ পেলাম।
এমনটা করা কখনই উচিত বলে মনে করি না।
৪২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: সব ভুল বোঝাবুঝি, মন কষাকষি, গালাগালি, ট্যাগিং'এর অবসান হোক।
আমি চাই প্রিয় ব্লগার শামীম আরা সনির লগ ইন ব্যান উঠিয়ে নেয়া হোক।
এত ক্যাচাল কি নিয়ে কিছুই জানিনা, শুধু জানি নিজেরা নিজেরা গ্যাঞ্জাম করলে সামু'রই ক্ষতি।
৪৩| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৩৬
হানিফ রাশেদীন বলেছেন: শুভ কামনা রইলো।
৪৪| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মনিরুল ইসলাম বাবু বলেছেন: কিছু কিছু প্রতিউত্তরে চরম অভব্যতার পরিচয় পাওয়া গেল
৪৫| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৬
অচিন্ত্য বলেছেন: শামীম আরা সনি'র কিছু লেখা আমার ভাল লেগেছিল। অনেক দিন তার লেখা চোখে পড়ে না দেখে খোঁজ করে দেখলাম এটিই তার সম্ভাব্য শেষ পোস্ট।
এই ব্লগার সম্পর্কে নির্মোহভাবে কিছু বলতে চাই। তার লেখার উদ্দেশ্য নির্দোষ। তিনি সমসাময়িক বিষয় সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতেন। কিন্তু তার একটি বিষয় আমার ভাল লাগত না। তিনি নিজের মতের বাইরের মতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না বলে আমার মনে হত।
যাই হোক, তাকে এই প্ল্যাটফর্মে আবার দেখতে পেলে ভাল লাগবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
ঠেলা বলেছেন: প্রতিবাদ জানাই
এই পোষ্টটিও দেখার অনুরোধ রইল