![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a Programmer, Book lover.............. The biggest accents I am a Muslim
পৃথিবীতে সেই ছেলেটি সবার চেয়ে বেশি ভাগ্যবান যার একটা বোন আছে।
অপর দিকে যার বোন নেই তার চেয়ে বড় হতভাগা আর কেউ নেই।
সে যত বড় মহৎ প্রাণের অধিকারী হোক না কেন যখন একটা ছোট বোনের আদর কিংবা বড় বোনের ভালবাসা দেখে
তখন হিংসে না করে পারে না৷
মাঝে মাঝে তার নাকি ইচ্ছা করে কারো কাছ থেকে একটা বোন ছিনিয়ে আনতে
যে তাকে ভাইয়া বলে ডাকবে,
খুব ভালবাসবে,
প্রয়োজনে শাসন করবে,
জীবনের কথা গুলো একে অপরের সাথে শেয়ার করবে,
একদম ভাই-বোনের মত একটা সম্পর্ক থাকবে(এই সম্পর্কটা কেমন হতে পারে তা নিয়ে তার চিন্তার শেষ নেই),
সবাইকে বলবে,"দেখ দেখ সবাই আমারও বোন আছে",
যখন সে বোনটাকে উপহার দিবে তখন বোনটা চোখ বড় করে খুশিতে সব ভুলে যাবে
আবার হঠাৎ করে কপালে চিন্তার রেখা ফুটিয়ে কৃত্রিম রাগী কণ্ঠে বলবে
এত টাকা খরচ করতে গেলি কেন?
সবাই যখন তাকে ছেড়ে চলে যাবে তখনও বোনটা বন্ধুর মত তার পাশে থাকবে,
ভাইটা বোনটাকে অনেক অনেক অনেক বেশি ভালবসবে,
পড়ন্ত বিকেলে বোনটার হাত ধরে অনেক দূরের পথ পারি দিবে!
আরো কত কি!!!
সব স্বপ্নের কথা বলতে গেলে হয়তো পুরোটা রাত শেষ হয়ে যাবে কিন্তু জেগে জেগে দেখা স্বপ্ন গুলোর সীমারেখা দৃষ্টি গোচর হবে না।
এত বেশি স্বপ্ন বলেই হয়তো বিধাতা তাদের কোন বোন দেন নি,বঞ্চিত করেছেন পৃথীবির শ্রেষ্ট জিনিসটা থেকে!কি দোষ ছিল তাদের?
ছেলেটি যখন কারো মধ্যে তার কল্পিত বোনের ছায়াও দেখতে পায় তখন তার পিছু ছাড়ে না,ফ্যাবিকল আঠার মত লেগে থাকে।প্রচন্ড ভালবাসতে শুরু করে।
কিন্তু হায়!নিষ্ঠুর বাস্তবতা হলেও সত্য যে দিন শেষে সেই ছায়ার মায়া কেটে যায়।সূর্য ডুবার সাথে সাথে ঘাঢ় অন্ধকার তাকে ঘিরে ফেলে,ক্ষণিকের সেই আলো হারিয়ে যায়
কেউ থাকে না তার পাশে
কেউ শুনে না তার আর্তনাদ!
ছেলেটি কষ্ট পেয়েও কষ্ট পায় না।
চলার পথে পিছনে ফিরে তাকিয়ে
ঠোটের উপর মাত্রাতিরক্ত চাপ প্রয়োগ
করে বলে,
"একটা বোন থাকলে মন্দ হত না।"
তারপর আবার সামনের পথটার দিকে তাকিয়ে কি যেন ভাবে
Hey buddy!dont be so sad!
Life!
u-um,its going on....
U should keep walking....
Goal is not far from u....
অতঃপর একটা মুচকি হাসি টেনে সে হাটা শুরু করে,উদ্দেশ্য দূরের ঐ মিটমিট করে জ্বলতে থাকা জোনাক আলো।
যার আলোয় সে নিজেকে আলোকিত করবে।
ছেলেটি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ গুলোকে একটা কথায় বলতে চায়,
"ভাই,তোদের যাদের বোন আছে এই রত্নের যোগ্য মর্যাদা দিস।যদি দিতে নাও পারিস
প্লিজ এর অমর্যাদা যাতে না হয় সেটা খেয়াল রাখিস।মহান আল্লাহ অনেক দামি রত্ন দিয়েছেন তোদের,
পারলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করিস।"
©somewhere in net ltd.