![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a Programmer, Book lover.............. The biggest accents I am a Muslim
বেকার এক যুবক। এ অফিস, সে অফিস ঘুরে ঘুরে চাকরীর সন্ধান করছে। এক অফিসের সামনে দেখল: অফিস বয় প্রয়োজন।
যুবকটি ভেতরে গিয়ে দেখল আরো কয়েকজন চাকরীটার জন্য অপেক্ষা করছে। ইন্টারভিউ বোর্ডে যুবকটা বেশ ভালভাবেই উতরে গেল। তাকে একজন জিজ্ঞাসা করলো: তোমার ই-মেইল এড্রেসটা রেখে যাও। আমরা পরে যোগাযোগ করবো।
যুবক বলল: আমার ই-মেইল এড্রেস তো দূরের কথা কম্পিউটারই নেই।
পরীক্ষক বলল: তোমার ই-মেইল এড্রেস নেই মানে তো তোমার অস্তিত্বই নেই। তোমাকে দিয়ে আমাদের হবে না
যুবকটি হতাশ হয়ে বের হয়ে আসল। কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে পকেটে যা তা দিয়ে একটা ঝুড়ি কিনল। আর কিছু সবজি কিনে বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করতে শুরু করে দিল। দিন শেষে দেখা গেল। সব বাদ দিয়ে কিছু লাভও হয়েছে। উৎসাহ পেয়ে এভাবে চালিয়ে গেল। বছর খানেক পরে একটা ভ্যান কিনল। আরো কিছুদিন পর একটা ভাঙ্গাচোড়া লড়ি কিনল। এভাবে চলতে চলতে একসময় সে সবজি বিক্রির এক বিরাট হোলসেলারে পরিণত হল।
এবার ভবিষ্যতের কথা ভেবে ব্যাংক একটাউন্ট, ইন্সুরেন্স একটাউন্ট ইত্যাদি খোলার কথা ভাবল। প্রথমে একটা ফ্ল্যাট কিনবে বলে ঠিক করলো। তার কাছে একজন ফ্ল্যাট বিক্রির দালাল আসল। কথাবার্তা চুড়ান্ত হওয়ার পর দালাল তাকে বলল: আপনার ই-মেইল এড্রেসটা দিন। আমাদের বিভিন্ন সাইজের ফ্ল্যাটগুলোর কিছু ছবি ই-মেইল করে দিব। আপনি দেখেশুনে পছন্দ করে সরাসরি দেখতে যেতে পারবেন।
যুবক বলল: আমার কোন ই-মেইল এড্রেস নেই।
দালাল একথা শুনে তো মহা অবাক। বলেন কি? এতবড় কোম্পানির মালিক আপনি, আপনার কোন ই-মেইল এড্রেস নেই? জানেন আপনার একটা ই-মেইল এড্রেসই আপনাকে কী থেকে কী বানিয়ে দিতে পারতো?
যুবকটি কিছুক্ষণ চুপ থেকে বলল: ই-মেইল এড্রেস আমাকে একজন অফিস বয় ছাড়া আর কিছুই বানাতে পারতো না।
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০২
তাল পাখা বলেছেন:
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭
যাযাবরমন বলেছেন: আসলে যারা পারে তাদের কেউ আটকে রাখতে পারে না
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০
বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: সহমত বেকারের সাথে।