নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টেকনোলজি বিষয়ক ও অনুপ্ররণামুলক একটা বোকা ছেলের ব্লগ................ ফেসবুকে আমি http://www.facebook.com/4msar

সাইফুল আলম রাকিব

I am a Programmer, Book lover.............. The biggest accents I am a Muslim

সাইফুল আলম রাকিব › বিস্তারিত পোস্টঃ

Ferrite bead বা চুম্বক গুটিকা

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪



Ferrite bead বা চুম্বক গুটিকা
আমরা সাধারনত যেকোন USB ক্যাবল এর শেষে এই গোলাকার বস্তুটি দেখি................
কিন্তু এটা কি কেউ জানিনা।
আজ আমি জানাব এটা কি................
এর নাম চুম্বক গুটিকা (Ferrite bead)
যার কাজ বিভিন্ন ইলেকট্রিক্যাল নয়েজ দুর করা।
মাঝে মধ্যে কিছু রেডিও ওয়েভ এর কারণে সিগন্যাল বাধা প্রাপ্ত হয়।
এই সিগন্যালের হস্তক্ষেপ যাতে না হয় তাই Ferrite bead ব্যবহার করা হয়।
আর এখানে চুম্বক ব্যবহার করা হয়। এছাড়া আরও আন্যান্য ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ব্যবহৃত হয়।



কিন্তু আজকাল বাজারে যে ক্যাবল পাওয়া তার মধ্যে Ferrite bead থাকে না, এই ছবিটি দেখুন..........

এটা আমার ক্রয়-কৃত ক্যাবল এর Ferrite bead কিন্তু এতে শুধু রাবার এর কভার ছারা কিছু নেই।

কিন্তু যেটা ওরিজিনাল সেটাতে থাকবে এগুলো.............


ওরিজিনাল চেনার উপায়...........(আমার মতে)
যখন কিনবেন তখন দোকানদার যদি খুলে চেক করার সুজোগ দেয়,
তাহলে কম্পিটার বা ল্যপটপ এর সাথে কানেক্ট করে পেনড্রাইভ বা মডেম(হলে বেশি ভাল) দিয়ে বার বার কানেক্ট/ডিসকানেক্ট করে দেখবেন।
যদি দেখেন যে PC তে USB not recognized বা এরকম কোন এরর মেসেজ দেখায় তাহলে বুঝবেন এতে সমস্যা আছে।



আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন।
আল্লাহ্ হাফেজ

B:-/


ফেসবুক এ আমি......
Saiful Alam Rakib

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.