![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল সবুজের এই ছোট্র একটি দেশে
অনেকে আছে তোমাদের দিকে চেয়ে ,,
সকলের আসা সকলের স্বপ্ন
ভরিয়ে দিবে বিশ্বকাপের জয়ে জয়ে ।
ভাই সকলে এক ধ্বনিতে গায়ই মোরা
ভয় নেই সোঁনার ছেলেরা এগিয়ে যা তোরা,,
লড়াই করে স্বপ্নের সেই সোঁনালী কাপটি,,
আনবই আনবো মোরা ।
শোন শোন বাংলার প্রিয় ভাই বন্ধুরা,,
কোয়াটার ফাইনালে ভারতের সাথে কঠিন লড়বে ওরা ।
জিতবে জিতবেই বাংলার সোঁনার ছেলেরা,,,
স্বপ্ন জয়ের ভাবনা ভেবে মনটি হচ্ছে পাগল পাড়া ।
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৪৪
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০০
কালের সময় বলেছেন: লড়াই করে স্বপ্নের সেই সোঁনালী কাপটি,,
আনবই আনবো মোরা ।