![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই দিন মনটি নেচে উঠেছিল
দেহটি মেরে এক ঝাটকা
প্রথম যে দিন সারা বাংলায় উড়েছিল
লাল সবুজের স্বাধীন বাংলার পতাকা ।
লক্ষ লক্ষ মায়ের সন্তানেরা দিয়েছিল রক্ত
সেদিন বলেছিল তাদেরি চির অমরিত আত্মা
হয়েছে দেশ শত্রু মুক্ত
আর আমরা পেয়েছি লাল সবুজের পতাকা চির স্বাধীনতা ।।
২২ শে মার্চ, ২০১৫ রাত ২:৩১
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ ভাই শুভকামনা জানবেন ।
২| ২১ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৫৪
জাফরুল মবীন বলেছেন: ভালো লিখেছেন।
ধন্যবাদ আপনাকে।
২২ শে মার্চ, ২০১৫ রাত ২:৩২
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ ভাই ।
শুভকামনা থাকলো ।
৩| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২১
কলমের কালি শেষ বলেছেন: দারুণ । ++
২২ শে মার্চ, ২০১৫ রাত ২:৩২
***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ কবি শুভেচ্ছা নিবেন ।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৮
কালের সময় বলেছেন: দারুন লেখেছেন কবিতা দেশকে নিয়ে ।