![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চন্দ্রে কহে বিশ্বে আলো দিয়েছি ছড়ায়ে
কলঙ্ক যা আছে তা সবটুক আমারি গায়ে ।
দোষ গুনে মানুষ জাত
বুঝে শুনে কেউ দেয় না খারাবে হাত ।
জগৎ সংসারে এমন মানুষ নাই
যিনি সর্ব গুনে পুরাই ।
গোলাপে যেমন কাঁটা তেমন তার সৌরভ
এটাই তার একটি গৌরভ ।
কিছু কিছু পুষ্পের গন্ধে
সর্ব মহল ভরিয়ে তুলে ছঁন্দে ।
কান্না কষ্টে দুঃখে মিলিত জগৎতে
কিছুটা সময় কাঁটে আনন্দে ।
আঁখি খানি মাঝে মাঝে মোর যায় মরিয়া
কি যেন কি গেছে হারাইয়া
পরাণ পাখি হাজির হয় সামনে আসিয়া ।
ঘুমের ঘরে উঠি লাফাইয়া মরেছি স্বপ্ন দেখিয়া ।
©somewhere in net ltd.