নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

***মহারাজ***

***মহারাজ*** › বিস্তারিত পোস্টঃ

উৎসবে নারী জাতিকে আজ পেতে হয় ভয় ।

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৪

কথা সত্য কি মিথ্যা তা জানি না
তয় আমরা শিক্ষার চেয়ে অশিক্ষায় বেশি ব্যস্ত ।
মোরা করি ভাই কাজ রেখে অকাজ
শিক্ষ্যা অঙ্গনে আছি যারা কিছু মানুষ আর কিছু পশু আস্ত
তাইতো নিয়ে গঠিত আমাদেরি এ সমাজ ।

না হলে কি এমন হয় ?
উৎসবে নারী জাতিকে আজ পেতে হয় ভয় ।
মোদের চোখ দেখে শুনে করে সব ভুল
মা বোনকেও মনে হয় আজ গাছ ফুল ।

ছি ছি বাঙ্গালী জাতি ভাবতেও নিজেকে আজ বড় অপরাধী মনে হয় ।
মনটায় কয় গলায় দড়ি দিয়ে মরি ।
না হয় এমন অপকর্ম থেকে দূরে সরি
খারাপ কাজ রেখে ভাল কাজ ধরি ।

কি এমন অপরাধ কি এমন ক্ষতি করেছিল মেয়েগুলো মোদের। এখন বুঝতে পারছি শিক্ষ্যার আছে অভাব আছে কতখানি তোদের ।
এরকম অপকর্ম করার আগে একবার ভেবে দেখটি
সে কি দেখতে মনে হচ্ছে না এটি তোর ঘরের লক্ষী বোনটি ।

সবাই একটু ভেবে দেখুন এর জন্য দায়ী কি আমাদের নষ্ট রাজনীতি নয় ।
এ ছেলেরাই দেখা যাবে কেও কেও মন্ত্রী আমলা কামলাগো চেলাপেলা হয় ।
পুলিশ বেটারা আমাগো বন্ধু
তাই তারা পকেট বুঝাই ঘুষ খায় কিন্তু ।
কিরে ভাই পুলিশরা
একবার ভেবে দেখেছ আমাদের পকেটের টাকা
খেয়ে বেচে আছ তোমরা ।
তাতেই দামী কাপর দামী গাড়ি চড়ছে তোমাদের ছেলে মেয়েরা ।
হায়রে একি তোমাদের দশা
মনে হয় তোমরাও ফজাভাই হয়ে মারছো মজা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.