![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্ধ হারা হাস্নাহেণা
সিগ্ধ নয়ন চম্পাচ্যামেলী
মণ জুরালো দেখে রক্তজবা আর বেলী ।
প্রভাতে সূর্য মুখি
প্রতি সকাল দেখে আমায় দেয় এক গুচ্ছ হাসির ঝর্ণা
সেই সাথে কিছু লতা তুলে থাকে ফণা ।
মনের অজান্ত ব্যথাগুলো যায় লুকিয়ে
ফুলগুলো হাসির হাত যখন দেয় বাড়িয়ে ।
আমি ওদের সম্পর্কে অনেক জানি
তাইতো দেই সারা ওরা যখন দেয় হাতছানি ।
আজ বৃষ্টির ঢোল লেগেছে
আজ বৃষ্টির ঢোল লেগেছে
প্রতি ফোটায় ফোটায় ঢাকঢুমের পরিবর্তে ঝুম ঝুম শব্দ
মনে হয় কিছু ভুল
ফোটার সাথে কিছু পড়ছে সাদা গোলাপ ফুল
তবে তাতে নেই কোন গন্ধ
শব্দে পাওয়া কিছু ছন্দ
ওরা ঐ আঁকাশ থেকেই আসে
কিছু সময় থেকে আবার যায় উড়ে
কেমন জানি ধুয়ার মত সাদা হয়ে ভেসে
হাত ভিজেযায় যে খেলে আর হেসে ।
সে দিনি পরিচয়
সে দিনি পরিচয়
এক পলকেই মন বিনিময়
পরে হোল মালা বদল
করলাম লাইসেন্স করে তার হৃদয় দখল ।
২| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:০৩
আমি সাজিদ বলেছেন: এইসবও আজকাল কবিতা !
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৪৭
আলপিন ম্যান বলেছেন: ভালো মানে সেই লেবেলের ভালো। অসাধারন ভালো, খুবই ভালো, মারাত্মক ভালো, শ্রেষ্ঠ ভালো, সেরা ভালো, এক কথায় অতুলনীয়। আর প্রশংসা করার মত শব্দ জানা নাই।
ভালো ভালো