![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার নীল বর্ণ
তুমি আমার লাল,
তুমি বন্ধু হয়ে ছিলে
তুমি বন্ধু হয়ে থাকবে চিরকাল ।
ওগো তুমি ছিলে না তাই জীবণে ছিলনা কোন ছন্য
তুমি এলে
জীবণ ফিরে পেল হরানো ছন্দ
তোমার এক পরশ ছোঁয়ায় জীবন আমার আজ ধন্য ।
তোমার জন্যই রেখেছিলাম অজস্র ভালবাসা
সে নয় ওগো মিথ্যে নয় কোন ছলনা
তুমি ভালবাস আমায়,ধন্য জীবন তোমার ছোঁয়ায়,
তাই ভেবে নিজেকে বড় ভাগ্যের মানুষ মনে হচ্ছে আজ আমায় ।
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৮
জহরলাল মজুমদার বলেছেন: মন্দ নয়
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১
আমি সামুর ভ্ক্তু বলেছেন:
লগ আউট
আমার প্রিয় পোস্ট
পৃথিবীর কিছু
বিখ্যাত সিরিয়াল
কিলার - রাসেল
আপন
তুমি আছো
শিল্পীর
কাল্পনিক রং
তুলিতে আঁকা । -
***মহারাজ***
দ্বিতীয় জগৎ
সম্পূর্ণ (বড়দের বড়
গল্প) - মন মোর
মেঘের সঙ্গী
"কামসূত্র" বই টা
কোথা থেকে এল ?
এর ইতিহাস কি
আপনি জানেন ? -
শাফিউর রহমান
ফারাবী
শেয়ারঃ 0 0
৯ বার পঠিত আপত্তিকর ০ ২ ১
১. ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর
১২:৪২
০
২. ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর
১২:৪৮
০
জীবন ফিরে পেল
হারানো ছন্দ
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর
১lm তুমি আমার নীল বর্ণ
তুমি আমার লাল,
তুমি বন্ধু হয়ে ছিলে
তুমি বন্ধু হয়ে থাকবে
চিরকাল ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২
ময়না বঙ্গাল বলেছেন: বন্ধু তুমি বুঝবে কি
মোর সরল বলা-
নাই যে আমার ছলা কলা