![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু দিন হলো সে গেছে চলে
হয়নি তার সাথে দেখা
হয়নি পড়া
তাই পাইনি পত্র তার হাতে লেখা ।
একটি সময় গেছে চলে
সে সময় আর আসবে না ফিরে
ভালবাসার রঙ্গীন খামে রাখব তোমায় তুলে
থাকবে স্মৃত্বি তোমার আমার ভালবাসার ছোট্র নীরে ।
ডুবে যায় সূর্য ফিরে আছে চাঁদ
জানি না তোমার ফেরার অপেক্ষা করতে হবে আমায় কত রাত ।
সকলে যায় ঘুমিয়ে আমি থাকি নির্ঘুমে বলি তারার সাথে কথা
চাঁদের কাছে বলি আমার মনের সকল দুঃখ ব্যথা ।
২| ২১ শে মে, ২০১৫ সকাল ৯:৫২
আমি বন্দি বলেছেন: সহজ সরল ভাষায় লেখা কবিতাটি ভাল লাগলো ।
৩| ২১ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৬
সুনয়না্ বলেছেন: অসাধারণ।
৪| ২১ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৯
বাড্ডা ঢাকা বলেছেন: কবিতা ভালো লাগা ।
৫| ২১ শে মে, ২০১৫ রাত ৯:৩৫
মিন্টুর নগর সংবাদ বলেছেন: সুন্দর একটি কবিতা পড়লাম ।
৬| ২১ শে মে, ২০১৫ রাত ১০:০৫
শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো কবিতা। সরল কিন্তু সাবলীল।
কিছু টাইপো আছে। নীড় বানানটার ভুল চোখে লাগছিলো।
শুভকামনা রইলো।
৭| ২১ শে মে, ২০১৫ রাত ১১:৫৩
মিনি বেগম বলেছেন: বাহ বাহ কি অসাধারণ কবিতা ।
৮| ২২ শে মে, ২০১৫ রাত ১:২৪
কালের সময় বলেছেন: দারুন কবিতা লেখছেন । শুভ রাত্রী ভালো থাকেন ।
৯| ২২ শে মে, ২০১৫ রাত ২:৩৩
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: সালাম জাহাপনা । কবিতা চমেৎকার হইসে।
১০| ২২ শে মে, ২০১৫ দুপুর ১২:১৪
ব্লগার মাসুদ বলেছেন: বাহ! অনেক দিন পরে আপনার একটি ভাল কবিতা পড়লাম ।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৫ সকাল ৮:০২
সুফিয়া বলেছেন: সাদামাটা কথায় কবিতা ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।