নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

***মহারাজ***

***মহারাজ*** › বিস্তারিত পোস্টঃ

কাব্য পালকি

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪


হেইওরে হেইওরে
পালকি যায় হেলে ঢুলে
পালকি বলে কোথায় নয়া বঁধু
আনো তারে দেওনা পালকিতে তুলে ।
যা বলার বইলো পরে
আইজ যাইব কন্যা তার আপন ঘরে
করছে অপেক্ষা বাসরের ফুলগুলো
হেইওরে হেও
হইব বহু কথা
ভাগাভাগি করে নিবে আছে দুইজনার মাঝে যত ব্যথা ।
হেইওরে হেইও চলেরে পালকি চলে
তার মনের আছে যত গাণ বলে ।
পালকির সুরে সুরে
নয়া বঁধু মুখ হাসিতে ভরে
এবার ভাবে সে যাচ্ছে সে তার স্বামীর ঘরে ।
পাবে সে শুশুর শাশুরী পাবে বর
সেই বাড়িতেই হবে তার আপন বসত বাড়ি ঘর ।


মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: ছোটবেলাকার একটা আমেজ পেলাম কবিতা পড়তে গিয়ে।ছোটবেলায় গ্রামে দেখা দৃশ্যের কথা মনে পড়ে গেল।ভালো লেগেছে
+++

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০০

***মহারাজ*** বলেছেন: ধন্যবাদ ভাই রুদ্র জাহেদ । আপনাদের কাছে ভালো লেগেছে শুনে আমারকাছেও অনেক ভালো লেগেছে ।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

ব্লগ সার্চম্যান বলেছেন: পাবে সে শুশুর শাশুরী পাবে বর
সেই বাড়িতেই হবে তার আপন বসত বাড়ি ঘর ।

একজন নারীর জন্য এটা সত্য বাস্তবীয় জীবন । ধন্যবাদ ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০২

***মহারাজ*** বলেছেন: চমতকার মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

টাইপে সচেতন হতে হবে।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৩

***মহারাজ*** বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সুমনকর ভাই ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

***মহারাজ*** বলেছেন: শুভকামনা রইল ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগা, অনেক শুভকামনা প্রিয় মহারাজ ...।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

***মহারাজ*** বলেছেন: শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.