নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাসাফাদ্দৌজা নোমান

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি।

নোমান নমি

এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza

নোমান নমি › বিস্তারিত পোস্টঃ

সামু যদি ক্লাস রুম হতো তবে........

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

সামু যদি ক্লাসরুম হতো তবে ক্লাসরুমের চিত্রটা দেখে নিই



জানা ম্যাডাম ক্লাস নিচ্ছেন। কাল্পনিক_ভালোবাসা নামক ছাত্রটিকে কানে ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার অপরাধ আজও সে নিজের জায়গায় ফেলে মেয়েদের পাশে বসেছে। কবে যে ছেলেটা ঠিক হবে।



তৃতীয় বেঞ্চের কোনায় চোখে কান্না নিয়ে হাসান মাহবুব তার লাষ্ট হোমওয়ার্ক লিখছেন। কথা বলে জানা গেল এটা তাকে মোট একশোবার লিখতে হবে। তিনি মনে করেন এমন শাস্তি থেকে মরে যাওয়া ভাল। তার অপরাধ আজও তার হোমওয়ার্ক জানা ম্যাডাম একটুও বুঝেনি!



দরজার বাইরে কাঁদো কাঁদো চোখে কান ধরে দাঁড়িয়ে আছে একজন আরমান । তার অপরাধ অতি ছোট। সে দাবি করেছে ক্লাসে যাতে কোন ছেলে না থাকে। সব মেয়ে আর সে একা!



এরমধ্যে হুট করে অপরিচিত এক ছাত্র প্রবেশ করল। তার নাম ধাম খাতায় পাওয়া যাচ্ছে না। রোল নম্বরও মিলছে না ঠিক মত। জানা আপা গেলেন রেগে। অপরিচত ছাত্রটিক টানা মিনিট দশেক বেত্রাঘাত করা হল। ছাত্রটি চলে যাবার পর ক্লাসের এক কোণায় ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়ে দিলেন অন্য এক ছাত্র। ঘটনা কি জানতে চাওয় হলে তিনি বলেন " ব্রো ওটা আমার মাল্টি নিক ছিল, আমি বেঈমান আমি "



তন্ময় ফেরদৌস কে দেখা গেল মন খারাপ করে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। জানা গেলে জানা ম্যাডাম তাকে বের করে দিয়েছে। কিন্তু কেন? কারণ তাকে পীথাগোরাসের সূত্র বলতে বলার পর সে বলেছে "বিজ্ঞাপনী মিডিয়াতে পীথাগোরাসের সূত্রের কোন ভিত্তি নাই। আপনাকে বুঝতে হবে মার্কেটিং বিষয়টা কি? ধরুন ম্যাডাম আপনি জুতার বিজ্ঞাপন করবেন? তখন আপনাকে ভাবতে হবে আপনার জুতার গ্রাহক কারা?



ক্লাসের বাইরে হাতে হাজিরা খাতা নিয়ে রেগে আছেন আরজুপনি । কারণ সে দাবি করছে ক্লাসটা তার নেবার কথা ছিল। তার নেট ছিল না এই সুযোগে জানা ম্যাডাম লগইন করে ক্লাসে ঢুকে গেছেন।



কলেজের বাইরে দেখা গেল আসিফ মহিউদ্দিনকে । তিনি গুটি কয়েক মানুষকে সামনে রেখে ব্ক্তব্য দিচ্ছেন। তাকে ক্লাস থেকে নয় কলেজ থেকে আজীবনের জন্য বের করে দেয়া হয়েছে। কারণ জানা ম্যাডাম উনাকে পড়া বলতে বললে উনি বলেন "আমি,আমি ...আমি.............আমিই ...........আমিই........ঈশ্বর" পুরোটুকু শোনার আগেই ম্যাডাম বের করে দেন উনাকে। উনি কি বলতে চেয়েছেন এই প্রশ্নের উত্তরে উনি বলেন "আমি,আমি ...আমি.............আমিই ...........আমি...বলতে চেয়েছিলাম আমি,আমি ...আমি.............আমিই ...........আমিই...ঈশ্বর.......বিশ্বাস করি না"



নাজিম-উদ-দৌলা পাওয়া গেল নীল ডাউন অবস্থায়। ঘটনা তেমন কিছুই না। জানা ম্যাডাম ক্লাস ওয়ার্ক লিখতে বলেছিলেন। তিনি বলেছেন আমার সময় লাগবে, পড়াশোনা করতে হবে, উইকি ঘাঁটতে হবে,গুগল করতে হবে। এমনি এমনি ক্লাসওয়ার্ক লিখে ফেললেইতো হল না!



সেলিম আনোয়ার এর কঠিন শাস্তি হয়েছে, বিশবার কান ধরে উঠবস। হোমওয়ার্ক জানা ম্যাডামের কাছে না দিয়ে উনি সব ছাত্রছাত্রীর ইনবক্সে পাঠিয়ে দিয়েছেন। ছাত্রীদের লিংকের পাশাপাশি লাভ ইমোও পাঠিয়ে দিয়েছেন।



সবাই যখন শাস্তি ভোগ করছে তখন ক্লাসের প্রথম টেবিলে বেশ আনন্দের সাথে হাসছিলেন মামুন রশিদ । জানা ম্যাডাম তার উপরে ভীষন খুশী। ছাত্র-ছাত্রীদের গত একমাসের হোমওয়ার্ক সে একসাথে জোগাড় করে ম্যাডামের কাছে পৌছে দিয়েছে।





এবার একটি প্রশ্ন। বলুনতো জানা ম্যাডাম কেন ছাত্রী না হয়ে টিচার?

-কারণ উনার অনেক জানা!



পোষ্ট আইডিয়া হামা ভাইয়ের সামু যদি স্কুল হতো পোষ্ট থেকে ধার করা।

মন্তব্য ১৬৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

প্রিন্স হেক্টর বলেছেন: ফান পোষ্ট না ;)

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

নোমান নমি বলেছেন: এইটা অবশ্যই সিরিয়াস পোষ্ট। ক্লাস নিয়ে ফান জানা আপা পছন্দ করেন না।

২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমি,আমি ...আমি.............আমিই ...........আমিই........ঈশ্বর


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

নোমান নমি বলেছেন: আস্তে, ম্যাডাম শুনলেও আপনিও কট :)

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

হাহা
অফলাইনে আগে দেইখ্যা লইলাম...
মানীর মান রাখনের লাইগ্যা তোমারে বিশেষ বিবেচনায় এইবার প্রমোশনডা দিয়া দিমু !:#P

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

নোমান নমি বলেছেন: আপনার জন্য শুভকামনা। আগামিবার নিশ্চয় ক্লাস নিবেন। মন খারাপ করা উচিত না ;)

৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

এ্যংরি বার্ড বলেছেন: ;) B-)) :!> :P

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

নোমান নমি বলেছেন: :D

৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

হৃদয়ের ক্যানভাস বলেছেন: ;) ;) =p~ =p~

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

নোমান নমি বলেছেন: পোষ্ট লিখতেছিলাম। তাই চ্যাটে রিপ্লাই স্লো হয়ে গেছিলো :)

৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

সোর্বিয়ের বলেছেন: খিক খিক! ভাল্লাগছে! আমি আমি আমি না মানে আমি বলেতে চাচ্ছিলাম আমি আসলে আমি.... ধুর ভাল্লাগছে।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯

নোমান নমি বলেছেন: ইয়ে আপনি আসলে একটা ইয়ে ওই যে আমি আর কি :V

৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

অপু তানভীর বলেছেন: হাহাহা!!! হোমওয়ার্ক জমা না দিয়ে ইনবক্সে দিয়েছে!!!!!!!
এইটা বেষ্ট!!!!!!

=p~

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

নোমান নমি বলেছেন: অপু তানভীরকে ধরা হইবে :)

৮| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: যাক সব্ডিরেই শাস্তি দিছে............... খেক্ খেক্
মুই বাইচ্চা গেছি............ :D :D :D

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

নোমান নমি বলেছেন: বাদ যাবে না একটি শিশুও :)

৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর বার বার প্রেমের চিঠি দিয়ে ক্লাসের বিভিন্ন মেয়েদেরকে উত্যক্ত করা অভিযোগে নোমানকে কি করা হইছে? এইটা কি কমু?? X(( X((

:P :P :P :P =p~

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩

নোমান নমি বলেছেন: আমিতো প্রেমের চিঠি লিখে সামুতেই দুই বছর আগে পোষ্ট করে দিয়েছিলম :(

১০| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:



এইটা কি হইলো নোমান ভাই, আপনি ক্লাসের বাইরে কি করেন ? আপনার কাহিনী কই ?

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

নোমান নমি বলেছেন: আমার কোন কাহিনীই নাই। আমি ক্লাসের সবচে বোকা ছেলে। কিচ্ছু জানিনা :(

১১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

ধূসরধ্রুব বলেছেন: কোনদিন ক্লাসে না আসলেও নোমান নমি ১০০% উপস্থিতি । কারন ?

ক্লাসের মেয়েগুলো একেকদিন একেকজন নোমান নমির প্রেজেন্ট দিয়ে দেয় ;)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

নোমান নমি বলেছেন: কুটনী ভালো ছাত্রীর মত মিথ্যাচার করার জন্য জানা আপাকে বলে আপনাকে ব্যান করাবো।

১২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: মজারু হইছে :)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭

নোমান নমি বলেছেন: থেংকস সিফাত।

১৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমি সুচারুরূপে, সঠিক পন্থায়, সঠিক তথ্য-উপাত্ত সন্নিবেশনের মাধ্যমে হোমওয়ার্ক করতে চেয়েছিলাম। তাই বুঝি জানা আপু আমাকে এমন শাস্তি দিলেন! আহা, বাঙালী ফ্রি তে সব নেয় কিন্তু জ্ঞান নিতে চায় না! এ জাতির কিচ্ছু হবেনা! :( :(

হামা ভাইয়ের অপরাধখানা গুরুতর!! ;) ;)

ব্যাপক আনদ পাইলাম নোমান ভাই। :) :D

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫২

নোমান নমি বলেছেন: জানা আপা জানেন তাই আপনাকে শাস্তি দিয়েছে। জানা আপাকে এই স্ক্রিনশর্ট দেখালে আপনাকে ব্যান করবে :D
হামা ভাইয়ের শাস্তিটার কথা চিন্তা কইরা পাশবিক হাসি আসতেছে :D

ভালো থাইকেন।

১৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩

সাদরিল বলেছেন: আবহাওয়া খারাপ (সার্ভার ডাউন) থাকে দেখে ইদানিং সামুর ক্লাসরুমে কম আসা হয়।আমার প্রক্সিটা দিয়ে দিয়েন। :)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪

নোমান নমি বলেছেন: হা হা হা এইটা ভাল ছিল।

১৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩

নুর ফ্য়জুর রেজা বলেছেন: #:-S :-0 =p~ =p~

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১০

নোমান নমি বলেছেন: :D

১৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

বি, এম, ইমন বলেছেন: আপনার নিজের কথা নাই ক্যা? ক্লাসের টাইমে কই ছিলেন? ;)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১০

নোমান নমি বলেছেন: আমি অসুস্থতার কারনে যেতে পারি নাই /:)

১৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কঠিন বস!!!!!!!!!!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১১

নোমান নমি বলেছেন: থেংকস

১৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

গৃহ বন্দিনী বলেছেন: জানা ম্যাডাম এত রাগী !!!!!!!!!!!!!

আমি এই ক্লাসে নতুন । ভালই হল ক্লাসে সবার গতি বিধি একবারেই জেনে গেলাম :> :>

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৭

নোমান নমি বলেছেন: র‌্যাগ দেয় নাই পোলাপাইন?

১৯| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬

তন্ময় ফেরদৌস বলেছেন: ক্লাশে নোমান কি করে, হাটে হাঁড়ি ভাইঙ্গা দিমু নাকি রে ??

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৮

নোমান নমি বলেছেন: আমিতো অসুস্থতার কারণে ক্লাসে উপস্থিত থাকতে পারিনি।

২০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সবাই শাস্তি পাইতেছে প্রায় দেখা যায় :P

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২০

নোমান নমি বলেছেন: পাবে পাবে বাদ যাবে না একটি শিশুও

২১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬

একজন আরমান বলেছেন:
আমি ছুডু ইহা কি আমার অপ্রাদ? :(( :(( :(( :((

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪২

নোমান নমি বলেছেন: ক্লাসে ছোট বড় নাই। সব অপরাধের শাস্তি আছে। কারন জানা আপা টিচার।

২২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ক্লাস ফাঁকি দিয়ে ফেসবুকে ঘুরে বেড়ানোর অপরাধে নোমান নমিকে বিশেষ শাস্তি দেয়া হয়েছে।
তবে কি শাস্তি সেটা শর্ত সাপেক্ষে গোপন রাখা হইলো ;) ;)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৪

নোমান নমি বলেছেন: না আমি অসুস্থ ছিলাম এজন্য আসি না। তবে আজ থেকে ক্লাসে নিয়মিত হবো।

২৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

শুঁটকি মাছ বলেছেন: মজা পাইলাম!!!!!!!!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৫

নোমান নমি বলেছেন: থেংকস

২৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

এবার তোরা মানুষ হ বলেছেন: নোমান ভাই শেষে কিন্তু জানা ম্যাম বলবে "এবার তোরা মানুষ হ" এইটা তো লিখলেন না

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৬

নোমান নমি বলেছেন: এইটা ম্যাডাম মনে মনে বলছে তাই শুনতে পাই নাই। তবে আপনার বোধহয় ভর্তি হননাই। ভর্তি হইলেই শাস্তি।

২৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩

সুমন কর বলেছেন: আপনি মনে হয় ২/১জন ছাড়া অন্য কারো পোস্টে যান না, মন্তব্যও করেন না। শুধু যেদিন পোস্ট দেন সেদিন লগইনে আপনাকে পাই।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৬

নোমান নমি বলেছেন: আসলে হঠাৎ একবার ব্লগে অনিয়মিত হলে নিয়মিত হওয়া খুব টাফ। চেষ্টা করবো নিয়মিত হতে। ভালো থাকবেন।

২৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০০

রাজীব দে সরকার বলেছেন: ভালো পোস্ট

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৭

নোমান নমি বলেছেন: থেংকস

২৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২০

নষ্টছেলে তানিম বলেছেন: জানা ম্যাডামের অজানা ছাত্রদের কি হবে !!!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৭

নোমান নমি বলেছেন: অজানাই থাকবে! জানা ম্যাডামের কিচ্ছু করার নাই।

২৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৭

নিক নূরুল বলেছেন: হা হা হা অনেক মজা পাইছি। কম কথায় বেশি কাজ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৮

নোমান নমি বলেছেন: থেংকস।

২৯| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৩

বটবৃক্ষ~ বলেছেন: আর নোমান ভাইয়ের খাতার একটা পেইজও নাই, এজন্যে তাকে বেন্চের ওপর দাড় করিয়ে রেখেছেন জানা ম্যাম!
কারণ তিনি খাতার সব পেইজ ছিড়ে পাশের স্কুলের সব মেয়েকে প্রেমপত্র পাঠিয়েছেন!! B-)) B-)) B-)) :P

সবগুলাই চরম!! এপিক পোস্ট!!! =p~ =p~ =p~ =p~

কাভা ভাইয়েরটা পইরা হাসতেই আসি!!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৯

নোমান নমি বলেছেন: কথা সত্য আমার খাতার পেজ ছেড়া। তবে প্রেম পত্র পাঠাই নাই। টাকার অভাবে বিক্রি করে দিছি :D

৩০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১১

সানড্যান্স বলেছেন: কবে যে এইসব সিনিয়র ব্লগারদের কেলাসে এন্ট্রি পামু!!!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫০

নোমান নমি বলেছেন: একদিন হবে বৎস। ওই যে আবুল হাসান লাষ্ট বেঞ্চি,আমাকে দিয়ে হবে না। আমরা হইলাম এরাম :D

৩১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৪

মারুফ মুকতাদীর বলেছেন: সামু ক্লাসে এতগুলা ছাত্র পাওয়া গেল, দুইজন ম্যাডাম পাওয়া গেল, কিন্তু একজন ছাত্রীও পাওয়া গেল না!!!
নোমান ভাইকেও পাওয়া যায় নাই, ব্যাপারটা খতিয়ে দেখতে হবে, কেঁচো খুড়তে ইনবক্স স্ক্রীনশট বেরিয়ে আসতে পারে। ;) ;) :p

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫০

নোমান নমি বলেছেন: ছাত্রী পাওয়া যায় নাই আমার অজ্ঞতার জন্য। ইদানীং ব্লগ কম পর্যবেক্ষন করা হয় :)

৩২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ব্যাপক বিনোদনের ক্লাস :)

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫১

নোমান নমি বলেছেন: থেংকস

৩৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩১

অনাহূত বলেছেন: হা হা হা।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫১

নোমান নমি বলেছেন: :)

৩৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: আমি আমার সামু জীবনে এমন জনগুরুত্বপূর্ণ পোস্ট আগে কখনো পড়ি নাই। =p~ =p~ =p~ =p~
এই পোস্ট স্টিকি করার আবেদন জানাই :P :P :P :P

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৮

নোমান নমি বলেছেন: হুম শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য এই পোষ্ট স্টিকি করা প্রয়োজন।

৩৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৮

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ক্লাসে ছাত্রির অনুপস্থিতি লক্ষ্যনিয় , মনে হচ্ছে নোমান ভাই অসুস্থতার কথা বলে বাসা থেকে বের হয়ে , সবাইকে পারকে বাদাম খাওয়াতে নিয়এ গেছে =p~ =p~ =p~ =p~

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪

নোমান নমি বলেছেন: এত্তগুলারে বাদাম খাওয়াইতে পারলেতো পোষ্টই দিতাম না :)

৩৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৮

যোদ্ধা ৭১ বলেছেন: ত্যাল আরেকডু থাকলে আমার নামডাও পোষ্টে আইতো ;)

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫০

নোমান নমি বলেছেন: যোদ্ধা মানুষ ক্লাসে কি করবেন? যুদ্ধের ময়দানে থাকেন ;)

৩৭| ১২ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৬

শান্তির দেবদূত বলেছেন: হাসতে হাসতে চেয়ার থেইকা পইরা গেছি, ব্যাপক হইছে, ব্যাপক!!

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫০

নোমান নমি বলেছেন: দুঃখিত ঈদের ছুটিতে বাড়ীতে আসার কারনে রিপ্লাইয়ে লেট। ভালো থাকবেন।

৩৮| ১২ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫১

নোমান নমি বলেছেন: ধন্যবাদ

৩৯| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩১

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাল লাগল।

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫১

নোমান নমি বলেছেন: ধন্যবাদ

৪০| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৬

ভিটামিন সি বলেছেন: বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম ওই ক্লাশে নোমান নমির অনুপস্থিতির কারণ। সেদিন সে পাতলা পায়খানায় আক্রান্ত ছিলো। সামুর স্কুলে আবার টয়লেট নেই। তাই সে আর ঝুঁকি নিয়ে স্কুলে আসে নাই। মেট্রোনিডাজল কিনতে গিয়েছিলো ফার্মেসীতে।

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫২

নোমান নমি বলেছেন: ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। জাতি ভিটামিন সি এর উপরে আস্থা হারিয়ে ফেলবে :D

৪১| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

টুম্পা মনি বলেছেন: :D :D :D :D :D

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫২

নোমান নমি বলেছেন: :D

৪২| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬

হাসান মাহবুব বলেছেন: জোস!

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৩

নোমান নমি বলেছেন: থেংকস হামা ভাই

৪৩| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৫

মৃন্ময় বলেছেন: আমি পড়ুম না ক্লাসে কোন ছাত্রী নাই......... :P

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৪

নোমান নমি বলেছেন: আমিতো সেজন্যই আসি নাই :P

৪৪| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৯

শহুরে আগন্তুক বলেছেন: ভয়াবহ ক্লাসরুম !!!

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৪

নোমান নমি বলেছেন: ভীষন!

৪৫| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

মাহতাব সমুদ্র বলেছেন: হা হা হা হা। ভালোই হত।

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৫

নোমান নমি বলেছেন: অবশ্যই ভালো হতো।

৪৬| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯

নেক্সাস বলেছেন: ঈদের সেরা ফান

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৬

নোমান নমি বলেছেন: থেংকস নেক্সাস

৪৭| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

ডট কম ০০৯ বলেছেন: একজন আরমানের মনের কথা নমি ভাই জানল কেমনে?

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৬

নোমান নমি বলেছেন: মনের কথা রয় না গুপুন

৪৮| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

নিরপেক্ষ মানুষ বলেছেন: সেরাম হইছে।জনপ্রিয় না হওয়াই বাঁইচা গেলাম...

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৭

নোমান নমি বলেছেন: হাহাহ দেখা যাক। ভবিষততো শেষ হয়ে যায় নাই।

৪৯| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪

ফাল্গুনী আলম বলেছেন: ভাই, আমি তো পেরাইভেট স্টুডেন্ট। ক্লাশে কম আসি। ম্যাডাম আবার শাস্তি দিবো নাকি, আগে থিকা সিগনাল দিয়েন।

ব্যাপক ভাল্লাগসে পোস্টটা...

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৯

নোমান নমি বলেছেন: আপনার ব্যাপারে ম্যাডামকে জানানো হবে।

৫০| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২

দুঃস্বপ্০০৭ বলেছেন: খুব মজা করে লিখেছেন । পড়ে মজা পেলুম :)

একটু এখানে আসিয়েন সময় করে ।

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০০

নোমান নমি বলেছেন: ওকে যাবো :)

৫১| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

জেমস বন্ড বলেছেন: ছাত্র নুমান নমী কোই :P

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০১

নোমান নমি বলেছেন: সে সেদিন ক্লাসে আসে নাই :)

৫২| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

শাহজাহান মুনির বলেছেন: আর আমি জানালা দিয়া সব দেলখ্খাইলছি ।

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০২

নোমান নমি বলেছেন: কাউরে বইলেন প্লিজ লাগে :)

৫৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২২

ইখতামিন বলেছেন:
অনেক মজা পেয়েছি। সবাইকে ঈদের শুভেচ্ছা.

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৩

নোমান নমি বলেছেন: ঈদের শুভেচ্ছা।

৫৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ লাগল!

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৩

নোমান নমি বলেছেন: থেংকস শঙ্কু :)

৫৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪

সোহাগ সকাল বলেছেন: নোমান নমিকে দ্যাখা গেলো ক্লাসের এক কোনায় বসে টিফিন বক্স সাবাড় করতে। :)

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৪

নোমান নমি বলেছেন: এইটা ভাল বলছেন। তবে সেদিন আমি অনুপস্থিত ছিলাম

৫৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জম্পেশ লিখেছেন... :D

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৪

নোমান নমি বলেছেন: থেংকস

৫৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাসিকান্নায় ভরপুর ক্লাসরুম =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ /:) /:) /:) /:) /:) /:) /:) /:)




তবে কিছু মনে করবেন না নমি ভাই, কানে ধরাটা না দিলেও পারতেন।

শুভেচ্ছা।

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৫

নোমান নমি বলেছেন: কানে ধরা ছাড়া ক্লাসরুমে জনপ্রিয় শাস্তি আর নাই। যাদেরকে কানে ধরিয়েছি তারা মাইন্ড করেছে বলে মনে হয় না।
ধন্যবাদ ভাই

৫৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

সায়েম মুন বলেছেন: হাসতিয়াছি। তাও ভাল কয়দিন থেকে ক্লাসে তেমন একটা আহি না।

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৫

নোমান নমি বলেছেন: সব তদন্ত করা হচ্ছে। কবি মুনও কট খাবে!

৫৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বেচারা সেলিম ভাই, আরমানের জন্য মায়া! নোমান নমির অবস্থান কি ছিল?

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৬

নোমান নমি বলেছেন: নোমান নমি সেদিন ক্লাসে অনুপস্থিত ছিল :)

৬০| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৮

রহস্যময়ী কন্যা বলেছেন: সবারটাই তো জানলাম কিন্তু নোমান ভাইয়া নিজেই কই হারাইলো তাইলে?? B-) :P

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৭

নোমান নমি বলেছেন: সেতো সেদিন ক্লাসে আসেনি। পরদিন দরখাস্তও দিয়েছিল :)

৬১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৬

লক্ষ্মীপেঁচা বলেছেন: নোমান ভাই কই সিনে ? সবাইরে কানে নাকে ধরায় নিজেতো মজায় আছেন দেখা যায় ;)

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৯

নোমান নমি বলেছেন: সে সেদিন ক্লাসে অনুপস্থিত ছিল। ধরায়া দিমু নাকি কান আপনারে? :P

৬২| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৩

হুমায়ুন তোরাব বলেছেন: হাহাহাহা

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৯

নোমান নমি বলেছেন: :)

৬৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৯

নৈঋত বলেছেন: অপু ভাই কই? X(( অভি ভাই কই? X(( জেমস বন্ড কই? X(( লেখক নিজে কই X(

আমরা সাধারন ছাত্র-ছাত্রিরা ক্লাস বর্জন করলাম /:) /:) /:)

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১০

নোমান নমি বলেছেন: সেদিন এরা ক্লাসে আসেনি। ওরা সবাই ফাঁকিবাজ। ওদের জন্য ক্লাস বর্জন করার মানে হলো আপনি ফাঁকিবাজদের পক্ষে! ছি

৬৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১২

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: নিজের খায়েশ আরমানের কান্ধে চাপাইয়া নোমান ভাই ক্লাস ফাঁকি দেয়। X( X((
জানা আপা তা মেনে নিলেও জাতি বেশীদিন মানবে না। B-) ;) :P

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১১

নোমান নমি বলেছেন: ছেলেদের স্বপ্নের ক্লাসরুম আহা!
তবে সবাই কি মুখ ফুটে বলে?

৬৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: নমি ভাই।ম্যাডাম থেকে দূরে থাকি।বুঝেনই তো।তাদের ভালবাসার পাত্ :) র সরি ছাত্রআমি।তাছাড়াআমাকে কান ধরে ওঠবস করানোর কারনও ওখানে নিহিত =p~ বুঝেনই তো ছাত্রীর কাছে ম্যাডাম যদি হার মেনে যায় সেটা কি মানা যায় ।সোজা কথায় জেলাসি।আর নমি ভাইআপনি অলসের গুরু ঠাকুর প্রফাইলেই লিখে রেখেছেন।আপনিআমারে ম্যাডামের কাছে ধরিয়ে দিলেন। কি সর্বনাশ। :D কাল্পনিক ভালবাসাকে কান ধরিয়ে দাড় করিয়ে রেখে ভাল করেছেএসাঞ্জ হওয়ার সাধ জেগেছে ব্যাটার। আপনি তো ক্লাসের বাইরে। কোথায় কোন গরুর হাটে ধরা খেয়েছেন কার সাথে? ম্যাডাম বলছেআপনাকে বেঞ্চের ওপর দাড় করিয়ে রাখবে। ভুলেও ক্লাসে ঢুকবেন না।


ঈদ শুভেচ্ছা প্রিয় গল্পকার। হ্যাপী ব্লগিং। :)

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১২

নোমান নমি বলেছেন: ম্যাডামের কাছে দরখাস্ত দাখিল করে দিয়েছি। সব মাফ :)

৬৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

জানা বলেছেন:

ছি ছি ছি......!

জানা ম্যাডামটা এতো কাঠখোট্টা, বদমেজাজী আর নির্মম কেনরে ভাই? ছাত্ররাতো একটু আধটু ভুল করবেই, তাতে কান ধরে উঠবস, নিলডাউন, ক্লাশের বাইরে বার করে দেয়া, বেত্রাঘাত করা.....উহ্‌, কি জঘন্য ব্যপার স্যাপর! একবারে 'পাঠশালার' যুগের মত।

তোমাদের একটা ভাল বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, একদিন ঐ বদখদ ম্যাডাম ক্লাশে আশার আগে গোটা দশেক তেলাপোকা আর পাঁচটা মাকড়শা ধরে এনে ক্লাশে রেখে দিও। ঐ বিচ্ছিরি, দুষ্টু, কটকটে, ঝনঝনে বুড়ী ম্যাডাম যেই ক্লাশে পা দেবে অমনি......। ব্যাস, আর কোনদিন এই অসাধারণ প্রতিভাবান, নিষ্পাপ, ফুলের মত ছাত্র-ছাত্রীগুলোকে আর কোনদিন উনি এভাবে শাস্তি দিতে যাবেন না নিশ্চিত।

আর কলেজের বাইরে দাড়িঁয়ে যারা বোকার মত এটা মানি না, সেটায় বিশ্বাস করিনা করছে, তাদের বলো, ওসব বাদ দিয়ে বরং 'জানা ম্যাডামের কালো চশমা ভেঙে দাও', ' স্বৈরাচার জানাম্যডামের এই মুহূর্তে ছন্দপতন নিশ্চিত কর', এইরকম সব জ্বালাময়ী শ্লাগান দিতে। কাজের কাজ হবে।


B-) B-) B-)

১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৪

নোমান নমি বলেছেন: ম্যাডামের ক্লাসে লেট :(
বরদাস্ত করা হবে না :)

ওকে নেক্সট পোষ্টে আপনার আইডিয়াসহ এপ্লাই করা হবে। আধুনিক পদ্ধতিতে শাস্তির ব্যবস্থা করা হবে।
ভালো থাকবেন জানা ম্যাডাম

৬৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৮

বশর সিদ্দিকী বলেছেন: হেডমিস্ট্রেস কমেন্টাইছেন। আপনার শাস্তি শিরোধার্য। তবে আইডিয়গুলো অন্যান্য মিসের বেলায় এপ্লাই করে দেখতে হবে শাস্তির পরিমান কমে না বাড়ে।

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩

নোমান নমি বলেছেন: না এসব লেখার জন্য হেমিষ্ট্রেস আমারে পুরুস্কার দিবেন। দুদিন ক্লাস মাফ

৬৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৮

সেলিম আনোয়ার বলেছেন: রজার বাইরে কাঁদো কাঁদো চোখে কান ধরে দাঁড়িয়ে আছে একজন আরমান । তার অপরাধ অতি ছোট। সে দাবি করেছে ক্লাসে যাতে কোন ছেলে না থাকে। সব মেয়ে আর সে একা! =p~ =p~ =p~


ভালবাসা পাওয়া আপুদের জন্য শুভকামনা। ওটা প্রেম নয় ভালবাসা। আজকাল মানুষ ভালবাসা দিতে জানে না। তবে একটা কথা সত্যি বলি আপুরা রেসপন্স করে ভাল ।ছেলেরা তা করে না ব্যক্তিত্বের আত্নগরিমা। লিংক দেয়ার প্রচলন কার কাছ থেকে যে শিখলাম।গড নোস।শুধু এই মাত্র কারনে আপুদের লিংক দেয়া। কোন এক আপুর অনুকরণে ই হয়তো ভেবেছি এটাই স্বাভাবিক। বাট ভুল।মানুষ শিখে ফেলে দ্রুত। যখন আমি লিংক দেইনা আর তখন এমন অভিযোগ!যখন আমি আর লাভ সাইনতো দূরের কথা চ্যাটিং করা বন্ধ প্রায় তখন আমাকে রক্ষার জন্য নমি ভাইদের এই মজার অবতারণা। :) ভাল ই লাগলো। =p~ ।ভুল মানুষ করে।মিথ্যেও মানুষ বলে।মুখের মধ্যে ভদ্রতা রেখে ভিতরে ব্যপক খারাপী রাখাটাই বরং খারাপ। আর কাউকে প্রেম নিবেদন করা বড় কোন অন্যায় নয়।প্রেমিকা জোটে গেলে সেটা পারভার্সন। জঘন্য কাজ। বাস্তবতার উপলব্ধি অতীব গুরুত্ব পূর্ণ। তাহলে শেখ সাদীকে পথের ভীখেরি ভাবতে হবে যে। :)

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৫

নোমান নমি বলেছেন: অবশ্যই প্রেম নিবেদন খারাপ ব্যাপার নয়। প্রেম নিবেদনের মত এমন পবিত্র ব্যাপারকে যারা কলঙ্কময় করে তারা প্রেমিক নয়, ভোগবাদী।
আসুন ঠিকঠাকমত প্রেম নিবেদন করে জীবন সুন্দর করি।

তবে বেশী প্রেম নিবেদন সাস্থের জন্য ক্ষতিকর!

৬৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬

শায়মা বলেছেন: ভালো হইসে!!! আরও কয়েকজনকে কান ধরে দাঁড়া করাই রাখলে আরও ভালো হত!:P

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬

নোমান নমি বলেছেন: তোমার কথাও লেখার কথা ছিল। শেষে ভুলে বাদ পড়ে গেছো। এখানে দিই।
জানা আপাকে ভাইয়া ডাকার অপরাধে শায়মাকে তিনদিন সামনের বেঞ্চে দাড়িয়ে দাড়িয়ে ক্লাস করার শাস্তি দেয়া হয়েছে।

৭০| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০

শায়মা বলেছেন: হা হা সত্যিই মাঝে মাঝে আমি ডটকমভাইয়াকে আপুনি, শ্রাবনধারাভাইয়াকেও আপুনি আর রুপাই আপুকে ভাইয়া ডেকে ফেলি......:P


তাই বলে জানা আপুকে জীবনেও ভাইয়া ডাকিনি.......... আমি কিছুতেই এই ভুল করিনা আমি হলাম জাঁতে মাতাল তালে ঠিক।:P

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

নোমান নমি বলেছেন: আগেই বুঝছিলাম আমি কাহিনী। তাইতো :)

৭১| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

তওসীফ সাদাত বলেছেন: হা হা !! মজা পেলাম ভাইয়া পোস্ট টা পড়ে !! তবে আপনি নিজেকে এভাবে কৌশলে ক্লাস থেকে সরিয়ে রাখলেন ! এটা ঠিক হয়নি !! পরেরদিন দরখাস্ত হাতে আপনার কি হয়েছিল, সেটা জানতে চাই !!!!

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬

নোমান নমি বলেছেন: সেটা না হয় একটা দরখাস্ত পোষ্টে জানিয়ে দেয়া হবে।

৭২| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯

মাহাবুব১৯৭৪ বলেছেন: ডাক্তার আইজু ক্লাসে আসে নি এজন্য কোন গালাগালি নাই।।

১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

নোমান নমি বলেছেন: হা হা হা হা

৭৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

মায়াবী ছায়া বলেছেন: মজার পোস্ট :)
ভাল লাগলো ।
ভাল থাকুন ভাইয়া ।।

১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৩

নোমান নমি বলেছেন: ধন্যবাদ মায়াবী

৭৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪২

জালিস মাহমুদ বলেছেন: B-)) :-& :-& :-& :-& :-& :-& :|| :|| :|| :|| :|| :|| :|| :> :> :> :> :> :> :#) :#) :#) :#) :#) :#) :#) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

নোমান নমি বলেছেন: :D

৭৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪

ওমর এন সোহান বলেছেন: এমন সুন্দর দৃশ্যায়নে লেখক নিজেই অনুপস্থিত..!!
সামনে এমন কোন লেখা কি আসছে, যেখানে নোমান নমির জন্য থাকবে ম্যাডামের স্পেশাল ক্লাস? ক্লাসের অন্যরা সেদিন থাকবে অনুপস্থিত..! ;)

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২

নোমান নমি বলেছেন: :)

৭৬| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

আমি তুমি আমরা বলেছেন: নোমান নমি মনে হয় ক্লাসে অ্যাবসেন্ট ছিল :P

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২

নোমান নমি বলেছেন: অসুস্থতার কারনে :)

৭৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

সমুদ্র কন্যা বলেছেন: ম্যাডামতো খুবই কড়া দেখি, সবাইকেই শাস্তি দিয়ে রেখেছেন :|

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭

নোমান নমি বলেছেন: হুম ম্যাডাম বেশী কড়া! তবে ম্যাডাম খুব ভাল।
ভাল বললাম ম্যাডাম যদি আবার ব্যান করে দেয় :)

৭৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৫

মহামহোপাধ্যায় বলেছেন: হাঃ হাঃ হাঃ হাসতেই আছি =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪

নোমান নমি বলেছেন: :D

৭৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: এসব বস্তাপচা লেখা মানুষ কিভাবে যে লিখে বুঝিনা X(( ( আমারে খেলায় না নিলেই এইসব আরো কমু ,দোস্ত মিচু :(( )

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২০

নোমান নমি বলেছেন: ইয়া আল্লাহ এ আমি কারে দেখলাম? ভুত ভূত জানা আপা বাঁচান। চেয়ারম্যান মরে গিয়ে ফিরে এসেছে।

নতুন করে ফিরে আসার জন্য শুভেচ্ছা নাদিম :)

৮০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

আশিকুর রহমান টিংকু বলেছেন: এই ইশকুলের ক্লাসরুমটায় সবাই এত শাস্তি পাচ্ছে ক্যান ? একজন মনযোগী ভাল ছাত্রও নাই ! ধুর ধুর !!

২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৯

নোমান নমি বলেছেন: আমি আছি, আমার কুন শাস্তি নাই।

৮১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৫

নাছির84 বলেছেন: মজার পোষ্ট। দারুন লাগলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৮

নোমান নমি বলেছেন: ধন্যবাদ

৮২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ভাগ্য ভালো তখনও আমার ছাত্র হওয়ার বয়স হইনি। না হয় আমাকেও শাস্তি পাইতে হইতো !
রম্যে মজা পেলাম ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৯

নোমান নমি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.