| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নোমান নমি
এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza
বাংলার শেষ স্বাধীন ফেসবুক সেলিব্রেটি নাম নবাব সিরাজ-উদ-দৌলা। পুরো ফেসবুক কমিউনিটি একাই শাসন করতেন তিনি। উনি ছাড়া বাদ বাকি সবাই ছিলেন তার প্রজা মানে আম জনতা। সিরাজ-উদ-দৌলা স্ট্যাটাস আপডেট দিলেই হাজার হাজার লাইক কমেন্টস পড়তো মুহুর্তেই। পুরো বাংলা যেন হুমড়ি খেয়ে পড়তো। অন্যান্য সবার লিষ্টে পাঁচ হাজার ফ্রেন্ড লিমিটেশন থাকলেও নবাবের ফ্রেন্ডলিষ্ট ছিল আনলিমিটেড। অন্য ফেসবুকাররা সিরাজ-উদ-দৌলাকে আদর করে নাম দিয়েছেন নবাব। তাই তিনি নবাব সিরাজ-উদ-দৌলা নামেই পরিচিত!
নবাবের ক্লোজ ফ্রেন্ডলিষ্ট খুব বেশী বড় ছিল না। ক্লোজফ্রেন্ড লিষ্টে ছিলেন মীর জাফর, রায় দুর্লভ, জগৎশেঠ এবং উর্মিচাঁদ। ফ্যামিলিতে আন্টি হিসাবে ছিলেন ঘষেটি বেগম এবং নবাব সিরাজ উদ দৌলা ম্যারেড টু লুৎফুন্নেসা। ফেসবুক বাংলা কমিউনিটিতে হঠাৎ আগমন ইষ্ট ইন্ডিয়া কোম্পানী নামক একটি জনপ্রিয় পেজের। প্রথম দিক থেকে এই পেজের কর্মকান্ড নবাব বিরোধী ছিল। এই পেজের এডমিন ছিলেন রবার্ট ক্লাইভ যার ফেসবুক লিংক লর্ড ক্লাইভ নামে। তিনি নানাভাবে নবাবের বিভিন্ন স্ট্যাটাসের বিপরীতে স্ট্যাটাস দেয়া শুরু করলেন। স্বাভাবিক ভাবেই নবাব তা বরদাস্ত করতে পারেননি। তাই তিনি কলিকাতা দূর্গ প্রাচীর নামক ফেসবুকের গোপন গ্রুপ ভেঙ্গে ফেলতে নির্দেশ দেন। সে রাতে বিভিন্ন ফেইক আইডি থেকে নবাবের আইডিতে প্রচুর রিপোর্ট করা হল। ফেসবুক কতৃপক্ষ না বুঝেই নবাবের আইডি বন্ধ করে দিলেন। অসহায় নবাবকে সাহায্য করতে এগিয়ে আসলেন আইটি স্পেশালিষ্ট হোসেন খাঁ । একদিনের চেষ্টায় জাতীয় পরিচয় পত্র দাখিল করে নবাব সিরাজ-উদ-দৌলার আইডি ফিরিয়ে আনেন তিনি। আইডি ফেরত পেয়েই তিনি স্ট্যাটাস আপডেট করেন
" বাংলা,বিহার,উড়িষ্যার ফেসবুক সেলিব্রেটি আমি নবাব সিরাজ উদ-দৌলা। আমিতো ফেসবুক সেলিব্রেটি হতে চাইনি। আমিতো চাইনি হাজার হাজার লাইক পেয়ে হাসতেম,হাজার হাজার ফলোয়ার আমার দরকার ছিল না। আমি চেয়েছিলাম ফেসবুকারদের ভালবাসা। চেয়েছিলাম একই স্ট্যাটাসে সারারত আড্ডা দিব। তবে কেন এই ফেসবুকাশে ষড়যন্ত্রের ঘনঘটা, তবে কেন সবাই আইডি রিপোর্ট করে ক্ষমতার লোভ?
দুই মিনিটে কয়েক হাজার লাইক পায় নবাব। না আজ তিনি লাইক গুনতে পারছেন না। আম ফেসবুকারদেও কমেন্টসে তার চোখে জল চলে এসেছে। একজন কমেন্টস করেছে ”লাভ ইউ ভাই”, আরেকজন লিখেছে ”ভাই টেনশন নিয়েন না, ম্যায় হু না” আরেকজন ছবি কমেন্টস করেছে ”আবেগে কাইন্দালাইছি”। শেষ একজনের কমেন্টস দেখে নবাব হুহু করে কেঁদে দিলেন। তিনি লিখেছেন ”এড মি এডমিন, আই লাইক ইউর ইস্টিটাস”। কত ভালবাসা মানুষের মনে, বানান ভুল আঁটকাতে পারেনি ভালবাসা। রবার্ট ক্লাইভ নবাবের কথা মানলেন না। নবাবের বিরুদ্ধে ক্লাইভের পোষ্টে লাইক দেয়ার পরও মীর জাফরকে কুরআন ছুঁইয়ে শপথ করালেন নবাব। কিন্তু এটা ছিল তার সবচে বড় ভুল। মীরজাফরই নবাবের সাথে একান্তই চ্যাটের স্ক্রিনশর্ট ব্রিটিশদের হাতে তুলে দিলেন। কেবল মীরজাফর একা নয়, সাথে বেঈমানি করলেন নবাবের ক্লোজ ফ্রেন্ডলিষ্টের বাকিরাও। ফাঁস হয়ে গেল নবাবের রণকৌশল। কিন্তু নবাব কিছুই জানতে পারলেন না। কারণ তারা সিক্রেট গ্রুপ "ইংরেজ গ্যাং" -এ এসব নিয়ে আলোচনা করেছে। অবস্থা বেগতিক অনলাইনে ইংরেজরা নানা রকম অপকর্ম শুরু করল নবাবের বিরুদ্ধে।
পলাশীর সাইবার যুদ্ধ
২৩ শে জুন, পলাশীর প্রান্তর। ইংরেজ এবং সিরাজ-উদ-দৌলার মধ্যে শুরু হয়ে গেল সাইবার যুদ্ধ। ইংরেজরা প্রাথমিকভাবে ”লক্ষবাগ” নামক গ্রুপের সাহায্য নিয়ে অগ্রসর হতে থাকলো। কিন্তু হঠাৎ ইংরেজদের উপর আক্রমন করে বসলেন মিরমদন। মুহুমুহু রিপোর্টিং আর পোষ্টের যন্ত্রনায় টিকতে না পেরে বন্ধ হয়ে যায় লক্ষবাগ গ্রুপটি। ক্লাইভ কিছুটা চিন্তিত হলেও তিনি দ্রুত আমের কেল্লা নামের আরেকটা গ্রুপ খুলে সাইবার যোদ্ধাদের একত্রিত করে উৎসাহ দেয়া শুরু করলেন। আবার শুরু হল যুদ্ধ। হ্যাকিং পাল্টা হ্যাকিং এ ইংরেজদের টেকার কথা না। কিন্তু আবার বেঈমানি করলেন মীর জাফর এবং তার দল। তারা নীরবে পপকর্ন নিয়ে বসে বসে যুদ্ধ দেখতে লাগলেন আর প্রেমের স্ট্যাটাসি দিতে লাগলেন। সেসময় মীরজাফর স্ট্যাটাস আপডেট করলেন ” যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা,যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা”। স্ট্যাটাসে নির্মলেন্দু গুণকে কার্টেসি না দিলেও কেউ তার চুরি ধরিয়ে দিলেন না। উল্টা সেই স্ট্যাটাসে লাইক দিলেন রবার্ট ক্লাইভ, রায় দুর্লভ এবং জগৎ শেঠ। ওয়াও লিখে সেটা শেয়ার দিলেন ঘষেটি বেগম।
তবুও আক্রমন ভাল চলছিল। কিন্তু দুপুরে হঠাৎ বৃষ্টি নামলো। নবাবের ব্রন্ডব্যান্ড কানেকশন ডিসকানেক্ট হয়ে গেল বিনা নোটিশে। নবাব দ্রুত ব্রডব্যান্ড অফিসে ফোন দিলেন এবং জানতে পারলেন কক্সবাজারে ফাইবার অপটিক্যালের তার ছিড়ে গেছে। আজ আর নেট পাওয়া যাবে না। অন্যদিকে ইংরেজদের হাতে ছিল ব্রিটিশ ওয়াইম্যাক্স মডেম। মীর জাফর আবার বেঈমানি করে ফেললেন। এই সুযোগে তিনি নবাবকে ব্লক করে দিলেন। রিপোর্টে বন্ধ হয়ে গেল মির মদনের আইডি। কোন মতে আইডি ডিএক্টিভ করে আইডি রক্ষা করলেন নবাব।
স্ত্রী এবং ভৃত্যকে নিয়ে নবাব পলাশী থেকে উত্তর দিকে যাত্রা শুরু করেন। তার আশা ছিল সেখানে পৌছালে সেখান থেকে কিছু আইটি এক্সপার্ট এবং সাইবার যোদ্ধা জোগাড় করে আবার নতুন উদ্যমে সাইবার যুদ্ধ শুরু করবেন। কিন্তু এজন্য তার দরকার এমবি। আইফোনটা পড়ে আছে কেবল এমবির অভাবে। তিনি টেম্পল রান খেলতে খেলতে নৌকা থেকে নেমে স্থানীয় এক বাজারে গেলেন এমবি কিনতে। এমবি কিনে কাষ্টমাইজ করে স্ট্যাটাস দিয়ে সাইবার যোদ্ধ জোগাড় করাই ছিল তার উদ্দেশ্যে। যে দোকান থেকে তিনি এমবি কিনতে গিয়েছিলেন সে দোকানদার এক সময় নবাবের স্ট্যাটাসে এড মি লিখে ব্লক খেয়েছিলেন। প্রতিশোধ স্বরুপ সে মীর জাফরের কানে পৌছে দেন নবাবের হদিস। অতঃপর নবাব গ্রেপ্তার হন। তাকে বন্ধী করে স্ত্রীসহ রাজধানীতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মীর জাফরের উঠতি সেলিব্রেটি পূত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নামক এক হ্যাকার সিরাজ-উদ-দৌলার আইডি হ্যাক করে চিরতরে বন্ধ করে দেন। এভাবেই শেষ হয় বাংলার শেষ স্বাধীন ফেসবুক সেলিব্রেটির ক্যারিয়ার।
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২
নোমান নমি বলেছেন: থেংকস ![]()
২|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১
নিরপেক্ষ মানুষ বলেছেন: সেরাম হইছে
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮
নোমান নমি বলেছেন: থেংকস
৩|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪
উড়োজাহাজ বলেছেন: সাঙ্ঘাতিক উর্বর মস্তিস্কের কল্পনা।
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
নোমান নমি বলেছেন: মোটেও উর্বর না, অনুর্বর ![]()
৪|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২
হায়দার সুমন বলেছেন: এই ইতিহাসের অইতাহাসিক নাট্যরূপ দেওয়া প্রয়োজন
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১
নোমান নমি বলেছেন: দিয়া দ্যান ![]()
৫|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
ভারসাম্য বলেছেন: অ.লৌকিক কাহিনী!
++++++
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯
নোমান নমি বলেছেন: এ যুগে হলেও এরকম হতো
৬|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: ভাবনার অন্যরকম মজা
নবাব এর মতই কাহিনী টা তাজা
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২
নোমান নমি বলেছেন: হা হা হা
৭|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯
শায়মা বলেছেন: সত্যি ছিলো নাকি!
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬
নোমান নমি বলেছেন: শায়মা খালা কেন জানি তোমার কমেন্টের রিপ্লাইটা মিস হয়ে গেছে। চোখে কম দেখি ইদানীং তাই ![]()
সরি
৮|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২২
আশিকুর রহমান অমিত বলেছেন: হাসতেই আছি ![]()
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২
নোমান নমি বলেছেন: ধীরে হাসুন
৯|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
হুমায়ুন তোরাব বলেছেন: শোক সংবাদ শোক সংবাদ
নোমান নমির ব্লগ পড়ে এক ব্লগার হাসতে হাসতে ডায়রিয়া te আক্রান্ত।
তার অ্যামোডিস এ চলছে না,সিরাজের এই খারাপ সময়ে তাকে অষুধ কিনে দিবে কে ?
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩
নোমান নমি বলেছেন: ঔষুদ পাঠায়া দিমুনি!
১০|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নতুন ইতিহাসের সাক্ষী রইলাম ...
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭
নোমান নমি বলেছেন: ইতিহাস লেখা থাকুক। সরি ভাই আপনার কমেন্টটাও মিস হয়ে গেছে।
১১|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯
এম আর ইকবাল বলেছেন: এ যুগের নবাব ।
নাকি ও যুগের নবাবের ডিজিটাল র্ভাসান ।
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩
নোমান নমি বলেছেন: যে কোন একটা। যেটা সুবিধা হয় আর কি।
১২|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪২
আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন: এগুলি ক্যামনে লেখেন ভাই
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪
নোমান নমি বলেছেন: কিবোর্ড দিয়া ![]()
১৩|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: উনি সামু'র ব্লগার ছিলেন না ? চেনাচেনা লাগলো ।
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪
নোমান নমি বলেছেন: উনারে সামু সেফ করে নাই
১৪|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা আপনার তুলনা নাইরে ভাই! এনিওয়ে, কাসাফাদ্দৌজ্জা নামটার সাথে সিরাজ সাহেবের নামেরও কিন্তু কিঞ্চিত মিলখায় !
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫
নোমান নমি বলেছেন: জ্বি আমি তার বংশধরতো তাই :ী
১৫|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১০
হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত! এটা রসালোতে যাবে নিশ্চয়ই?
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬
নোমান নমি বলেছেন: না এইটা রসালোতে যাবে না। থেংকস হামা ভাই।
১৬|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০২
তথই বলেছেন:
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬
নোমান নমি বলেছেন: ![]()
১৭|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫
আমাবর্ষার চাঁদ বলেছেন: ফেবু নবাব পইড়া দারুন মজা পাইলাম..............
ধইন্যা..............
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৭
নোমান নমি বলেছেন: থেংকস ![]()
১৮|
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০০
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: মজা পেলুম
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮
নোমান নমি বলেছেন: থেংকস ![]()
১৯|
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হা হা .......... বেশ মজা পাইলাম!!!
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮
নোমান নমি বলেছেন: থেংকস ![]()
২০|
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহ!! জটিল ম্যান!!!! জটিল হইছে!!
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬
নোমান নমি বলেছেন: থেংকু কাভা ভাই।
২১|
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭
মুন্ন৮৮ বলেছেন: করছস কি এইটা!!
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮
নোমান নমি বলেছেন: আমি কিছুই করি নাই সব নবাবের দুষ ![]()
২২|
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২
রহস্যময়ী কন্যা বলেছেন: চরম হইসে ভাইয়া
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৯
নোমান নমি বলেছেন: থেংকস
২৩|
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬
নাজিম-উদ-দৌলা বলেছেন:
এইটা কি রসালোর জন্য লেখা নোমান ভাই?
অস্থির আইডিয়া হইছে!
মাগার মার নামের লগে উনার নামের একটু মিল আছে বিধায় শরম পাইছি
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
নোমান নমি বলেছেন: না এটা রসালোর জন্য না ![]()
আপনার নামের সাথে মিল আছে, আমার নামের সাথেও সামান্য মিল আছে। আমরা আসলে নবাবের বংশধর ![]()
২৪|
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: লন হালুয়া।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১
নোমান নমি বলেছেন: ![]()
২৫|
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮
বিল্লা বাবা বলেছেন:
অস্থির হইসে বস
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২
নোমান নমি বলেছেন: থেংকস ![]()
২৬|
২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৮
বাকতাড়ুয়া বলেছেন: অস্থির লেগেছে। একটা প্রশ্ন, সিরাজ-উদ-দৌলার ফেসবুক আইডির পাশে নীল রঙের টিকচিহ্ন দেয়া ছিল না??
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩
নোমান নমি বলেছেন: না ছিল না, নীল টিক চিন্হওয়ালা প্রথম বাঙালী সজীব ওয়াজেদ জয় ![]()
২৭|
২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৬
অনাহূত বলেছেন:
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪
নোমান নমি বলেছেন: ![]()
২৮|
২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৫
সানড্যান্স বলেছেন: ইফ আই হ্যাভ দ্য এবিলিটি টুউ গিভ আ নোবেল ফর স্যাটায়ার লিটারেচার, আইল গিভ ইট টু ইয়ু, মাই ফ্রেন্ড!!!
ইয়ু আর আ রিয়েল জিনিয়াস!!!!
hasta hasta cock a jol aisa gese!!
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬
নোমান নমি বলেছেন: cock a eto sohoje jol ashle hobe? kolikata harbal use koro![]()
২৯|
২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৭
শান্তির দেবদূত বলেছেন:
অনেক ভাল লিখেছেন, হাসলাম কিছুক্ষণ আপন মনে, হা হা হা।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫
নোমান নমি বলেছেন: থেংকস
৩০|
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৯
তাসজিদ বলেছেন: তাইনে কেডা, চিনবার পারলাম না কিল্লা
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮
নোমান নমি বলেছেন: আপনার ফাসি হোক
৩১|
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭
প্যাপিলন বলেছেন: নবাব যে এমনে ধরা খাবেন সে তথ্য আমার কাছে আছে
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮
নোমান নমি বলেছেন: হুম জয় আগেই বলেছিল ![]()
৩২|
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপক হইছে।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯
নোমান নমি বলেছেন: থেংকস
৩৩|
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৫
মাহবু১৫৪ বলেছেন:
পুরাই জম্পেস
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯
নোমান নমি বলেছেন: থেংকস ![]()
৩৪|
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪
নোমান নমি বলেছেন: ![]()
৩৫|
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
শায়মা বলেছেন: আমার কমেন্ট ডিলিট করে দাও। এইটা সহ উপরেরটাও
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫
নোমান নমি বলেছেন: সরি শায়মা আন্টি রিপ্লাই না দেয়াটা ভুল ছিল। চোখ এড়িয়ে গেছে। আমি সত্যিই দুঃখিত। এটা অনিচ্ছ্বৃাকৃত ভুল
৩৬|
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১
রেজোওয়ানা বলেছেন: জিনিয়াস!
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬
নোমান নমি বলেছেন: হুম সিরাজ জিনিয়াস ![]()
৩৭|
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: কোন একদিন এই লেখা ইতিহাস বইয়ের পাতায় উপস্থিত হবে!
ভবিষ্যৎ ইতিহাস লেখককে অভিনন্দন জানাচ্ছি!
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০০
নোমান নমি বলেছেন: ধন্যবাদ। একদিন আপনার ছেলে ক্লাস সেভেনের পাঠ্য বইয়ে এইটা পড়বে ![]()
৩৮|
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮
মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা তুই পারিস ও!
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৫
নোমান নমি বলেছেন: ![]()
৩৯|
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২০
হৃদয়ের ক্যানভাস বলেছেন: ফেসবুক সেলিব্রেটি নবাব সিরাজ-উদ-দৌলা পুরাই জিনিয়াস
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৮
নোমান নমি বলেছেন: হ বিরাট মাল ব্যাটা!
৪০|
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৭
আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: কি রে নোমি!
এইটা কার আইডিয়া কপি পেস্ট ?
কাজ কাম কিছু করো ইদানীং ? নাকি এখনও বেকার বইসে মাছি মারো?
তুমি আগে বেশ ভালো লিখতা।দিন দিন ফেসবুকে যত টাইম দিসো আর যত লাইক বাড়াইসো তত তুমি নিজের স্বকীয়তা হারাইসো।
এখন তুমি অনেকগুলা ভাঙা কাচের টুকরা।
আর ফ্লাডিং করো ক্যান ? উপ্রে তুমার সিনিয়র এক নারী ব্লগাররে খোঁচা মাইরা কথা বললা !
আজকের রাত কি পিনিকে আছো নাকি ? মেঘ নামের মোটা হাতিটার সাথে ?
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৮
নোমান নমি বলেছেন: আপ্নে বিরাট টেনশনে আছেন!
রাস্তা দিয়া সিরাজ উদ দৌলা যাইতেছিল হের থিকা কপি পেষ্ট মারছি। কার্টেসি দিতে সে মানা করছে ![]()
হ অনেকগুলা ভাঙ্গা কাঁচের টুকরা। পা ফালাইতে সাবধান। গচাৎ কইরা কাইটা যাইবো ![]()
বর্ষাকালতো তাই ফ্ল্যাডিং করতাছি। কুতায়া কারে খুঁচা দিলাম খুঁচা লাগলো আরমান ভাইয়ের গায়ে। কি আজিব গুগলি খুঁচা ![]()
না আইজকা রাতেতো পিনিকে নাই। কাইলকা আছিলাম। ![]()
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:০০
নোমান নমি বলেছেন: নিকের নাম কপি পেষ্ট মাইরা বইসা আবার কপি পেষ্ট ধরে
৪১|
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২৩
আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: আমি পা ফেইলা টুকরা টুকরা কাঁচ রে গুড়া কইরা দিতে পারুম।
কারন আরমান ভাই গামবুট পইড়া থাকে।ইয়া বড় সোল।
বুঝ আসছে ?
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৫
নোমান নমি বলেছেন: ওকে আরমান ভাই সামনে হরতাল আপনার পা জাতির জন্য বিরাট কাজে লাগবে
৪২|
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২৮
আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: ছোট বেলা দেখি আদব লেহাজ কিছু শিখো নাই !
সাধে কি তুমারে লুল কয় !
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৬
নোমান নমি বলেছেন: জ্বি আপনি আসতে পারেন আমি ছেলেদের সাথে লুলামী করি না
৪৩|
২২ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৯
আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: ছেলেদের কথা আসছে কিভাবে ?
লুলামি তো মেয়েদের সাথে করা হয় রে মমিন ![]()
তার মানে চোরের মন পুলিশ পুলিশ !
যাউগ গা, কাম নাই। ভালা থাকো। পিনিকের উপ্রে থাকো, ঠিকাছে ভাউ ?
৪৪|
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩১
রাহি বলেছেন: লেখা অস্থির হইছে। কিন্তু অট্টহাসি ম্লান হয়ে গেছে পরাজয়ের বেদনায়।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৩২
নোমান নমি বলেছেন: থেংকস ![]()
৪৫|
২৩ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১২
আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: রিপ্লাই দিবি না নোমান?
৪৬|
২৩ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৬
আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: ১৬২ শেয়ার ইন ফেসবুক৬৭৮ বার রিড বাল চাল।
২৩ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪৫
নোমান নমি বলেছেন: অন্যের বাল ছাল শেয়ার হিট গুনে আর ক'দিন?
৪৭|
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
ভিয়েনাস বলেছেন: চরম আর অস্থির হয়েছে
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯
নোমান নমি বলেছেন: থেংকস
৪৮|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৮
টেস্টিং সল্ট বলেছেন: পাঙ্খা।
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫১
নোমান নমি বলেছেন: থেংকস ![]()
৪৯|
৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
সাদাকালো টেলিভিশন বলেছেন: হা হা হা ... সেইরাম হয়েছে
৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
নোমান নমি বলেছেন: থেংকু।
৫০|
৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
ড. জেকিল বলেছেন: সেই হইছে !!
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৯
নোমান নমি বলেছেন: ধন্যবাদ ![]()
৫১|
০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪
সোমহেপি বলেছেন: অনেক মজার হইছে
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
নোমান নমি বলেছেন: থেংকস
৫২|
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
লিযেন বলেছেন: সিরাজ-উদ-দৌলা এ লেখা দেখলে আপনারে উনার ফেবু উপদেষ্টা ঘোষনা করতো ।
অনেক হাসলাম ..।
পরেরটার অপেক্ষায় ।
০৮ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৯
নোমান নমি বলেছেন: উনি না বলেইতো লিখে ফেললাম। জীবন্ত সেলিব্রেটি নিয়ে লেখা যায় না ![]()
৫৩|
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
ধূর্ত উঁই বলেছেন: নবাব সিরাজ উ্দ্দৌলাকে ঘিরে থাকে বিশ্বঘাতকের দল। তারপর প্যানিক ।নির্মম পলিণতি। আপনার রম্য সুন্দর হয়েছে। কিন্তু বাস্তবে এমনটা হতে পারে।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৫
নোমান নমি বলেছেন: কথাতো সত্য। বাস্তবে এমন হতে পারে!
৫৪|
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৬
অর্থহীন দাঁড়কাক বলেছেন: রম্যগল্পটা বেশ ভালো লাগলো। বাংলার নবাব কেন পৃথিবীর কোন কিং এর ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার এর অধিক আপাতত যেতে পারে নাই। এই কথাটা ছাড়া পুরো ঘটনাটা বাস্তবে ঘটতে পারে।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৬
নোমান নমি বলেছেন: ![]()
৫৫|
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২০
এজেপি অর্ক বলেছেন: আহা বিনুদুন...
![]()
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
নোমান নমি বলেছেন: ![]()
৫৬|
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
কালীদাস বলেছেন: হা হা ![]()
পটকা ভাইরে মিস করি
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:১৮
নোমান নমি বলেছেন: পটকা ভাই আবার আসবে কোন না কোনদিন।
৫৭|
২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বিনোদন আহা ! চেলিব্রেতি-তেলিব্রেটি রম্য- রসায়ন পড়া হয়না অনেকদিন !
সামুর পলাশীর প্রান্তর মোরে আবারো রসায়ন বইখানার কথা মনে করায় দিল রে ভুপেন !
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
নোমান নমি বলেছেন: হা হা হা এবার মন খুলে হাসুন।
৫৮|
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
জেরিফ বলেছেন:
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫২
নোমান নমি বলেছেন: ![]()
৫৯|
২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
কালীদাস বলেছেন: লেট করনের জন্য প্রতিবাদ জানাইলাম। আপনের বাসার ঠিকানা জানলে আর হাতে সময় থাকলে মানবন্ধনও কইরা ফালাইতাম
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫২
নোমান নমি বলেছেন: আপনার প্রতিবাদে সাড়া দিলাম। আমারেও নিয়েন মানববন্ধনে ![]()
৬০|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: ভাল লিখেছেন
১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১২
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
৬১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
আকিব আরিয়ান বলেছেন: এইটা ব্যাপক হইছে নোমান ভাই
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
নোমান নমি বলেছেন: সেফ হইছেন?
পার্টি দেন ![]()
৬২|
২৩ শে মে, ২০১৪ রাত ২:২১
লিমন আজাদ বলেছেন: হাসতে হাসতে মৈরা গেলাম
২১ শে জুন, ২০১৪ রাত ৩:৪৪
নোমান নমি বলেছেন: আস্তে হাসেন ![]()
৬৩|
১৭ ই জুন, ২০১৪ রাত ৯:৫৯
আমি তুমি আমরা বলেছেন: ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম
২১ শে জুন, ২০১৪ রাত ৩:৪৮
নোমান নমি বলেছেন: একদিন ইতিহাস লেইখেন ভাই ![]()
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪০
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: লা জওয়াব!!!