![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza
ব্লগে প্রথম পোষ্ট দিলাম। একদিন পর ঘুরে এসে দেখলাম তিনবার পঠিত, তিইইইনবাররর। মানে আমার পোষ্ট তিনজন মানুষ পড়েছে। খুশীতে আত্নহারা হবার জোগাড়। পরে জানলাম আমি নিজেই তিনবার রিলোড দিয়েছিলাম। সেটা তিনবার পঠিত বলে কাউন্ট করেছে। দুষ্টু ব্লগ!
ব্লগে এসে যেদিন প্রথম লেখা দিই সেদিন মনে মনে ভেবেছিলাম দিই আল্লাহর নাম নিয়ে একটা লেখা, খারাপ হলে মানুষ দুএকটা গালি না হয় দিবে। আমি চুপেচাপে লগ আউট করে পড়ে নিয়ে খুদাপেজ বলে বিদায় নিব। সামনা সামনি এসেতো আর কেউ বলতে পারবে না “বালছাল লেইখা ব্লগ লেখতে আইছস, বাসায় বইসা বইসা খাতা কলমে লেখ”
যাকগে প্রথমদিকে ব্লগের কিছুই বুঝি না। এক অথৈ জলে পড়া অবস্থা। সবাই ছাগু ছাগু করে। কিন্তু এই ছাগু জিনিসটা কি? আমি জ্ঞানী কিসিমের মানুষ নিজেই বানিয়ে ফেললাম ছাগু মানে হল ছাগলের গু। বাহ আমি নিজেতে মুগ্ধ। এরপর মুগ্ধ হলাম ব্লগারদের জ্ঞান দেখে। কি ভারী ভারী লেখা। ব্লগাররা সবাই অলরাউন্ডার এটাও বুঝলাম, যে ভালো গল্প কবিতা রম্য লিখতে পারে সে ভালো ক্যাচালও করতে পারে। প্রচলিত কিছু ব্লগ শব্দের মধ্যে কস্কি মমিন শব্দটায় আঁটকে গেলাম। এখানে মমিন কিছু একটা বুঝিয়েছে, এবং এটা শুনে কেউ একজনকে মমিনকে বলেছে ‘কি বলতাছস মমিন”। চোখের সামনে খাপো নামের একটা শব্দ প্রায় ঘোরাফেরা করতো। এটার অর্থও বুঝি না। নিজেই বুঝে নিলাম খাপো মানে খালার পোলা। বাট খালার পোলা গালি হইলো কোন দিন থেকে? কনফিউশন কনফিউশন! তারপর একটা সময় দেখলাম “মাল্টিনিক, মাল্টি নিক বলে সবাই চেঁচামেচি করছে। আমি ভাবলাম এমন কোন ব্লগার যে এক নিক থেকেই গল্প কবিতা রম্য ইতিহাস,বিজ্ঞানসহ মাল্টি বিষয়ে ব্লগিং করে থাকে। কিন্তু না আমি ভুল, ব্লগারের গোপন নিকের নামই মাল্টি নিক। মাল্টি নিকে ব্লগিংকে মাল্টিবাজি বলা হয়। ভাগ্যিস ম এর পর গ পড়ে যায় নাই ভুলে।
নতুন নতুন ব্লগার হবার পর যা হয় আরকি। বন্ধুরা তখনও ব্লগ চিনে উঠতে পারেনি। আমারতো অনেক ভাব তখন। সুযোগ পেলেই ব্লগের গল্প জুড়ে দিই। মাঝে মাঝেই ঝাড়ি খাই। তবুও থামিনি। ভাব নেয়া থামে না।ঘটনা শুরু হল শাহবাগ আন্দোলনের প্রথম দিন থেকে। মানুষ ব্লগার শুনলে চমকে উঠে, হাত দিয়ে ধরে দেখতে চায়। শাহবাগ আন্দোলনের তৃতীয় দিন জাদুঘরের সামনে দাঁড়িয়ে আছি আমি এবং আরেক ছোট ভাই যে কিনা ব্লগিং করে সামুতেই। আমরা ব্লগের আলাপই করছিলাম। এক বয়স্ক লোক এসে জিজ্ঞেস করলেন “বাবা আপনারা কি ব্লগার?
-জ্বি আঙ্কেল?
উনার চোখের পানি স্পষ্ট দেখতে পাচ্ছি “বাবা আপনাদের হাতটা দেন, একটু ধরি”। আমরা হাত দিলাম। উনি কিছুই বললেন না। অনেক্ষন চুপ কতে দুজনের হাত ধরে দাড়িয়ে আছেন। আমরা সামান্য বিব্রত। কি করবো বুঝতে পারছিলাম না। একটা সময় উনি নিজে থেকেই বললেন “বাবারা এই হাত দিয়া লেখেন, আরো অনেক লেখেন, লেইখা দেশটারে পাল্টাইয়া দেন। আপনারা পারবেন, এইটা দেখাইয়া দিছেন”
এসব ব্যাপারের সামনা সামনি হবার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা দুজনেই হতভম্ব হয়ে রইলাম। কিছুই বলার নেই। আঙ্কেল চলে গেলেন। আমি ব্লগিং করে কি অর্জন করেছি সে হিসাব করিনা। তবে সেদিনের সেই আঙ্কেলের সাথে দেখা হওয়াটাকে অর্জন হিসাবে নিই। আঙ্কেল একটা অর্জন দিয়ে গেলে। বিপরীত প্রতিক্রিয়াও দেখেছি। আমারদেশ ব্লগারদের স্ক্রিনশর্ট নিয়ে নিউজ করেছে। চারিদিকে ছিছি পড়ে গেছে। কাজীপাড়ায় এক দোকানে চা খেতে গিয়েছি। তারা জানলো না তারা বসে বসে যাদের গালি দিল তাদের একজন তাদের গালি তাদের মুখের দিকে তাকিয়ে হা করে শুনেছে।
কালের পরিক্রমায় ব্লগে আজ আমার তিন বছর বয়স। তিনবছরে ছাইপাশ লেখার সাথে যারা ছিলেন তাদের ধন্যবাদ। যারা মুখ খুলে বলতে পারেন নাই “বালছাল লেখা” তাদেরকে বেশী ধন্যবাদ। বলে ফেললে তিন বছর কাটাতে পারতাম না। আর যারা বলেছেন বালছাল বাট..... তাদেরকে বেশী ধন্যবাদ। তাদের জন্যই তিনবছর। এবার আবার কাহিনীতে ফিরে যাই। নতুন ব্লগাররা আসবে, কলকলাবে। তাদের জন্য কিছু তথ্য, যা অবশ্যই জানতে হবে
১. ব্লগিং হচ্ছে তেলযুক্ত খাবারের মত, লোভ লাগবে, খিদা মিটবে, স্বাদ লাগবে এবং ওজন বাড়াবে। বেশীর ভাগ ব্লগারদের সাস্থ্য মাশাল্লাহ ভালো।
২. ব্লগ হচ্ছে এক ধরণের নেশা! এই নেশায় আক্রান্তদের জন্য কোন প্রতিকার নেই। এই নেশায় আক্রান্ত হলে ক্যালকুলেটার দেখলেও মনে হবে “ ইশ যদি ক্যালেকুলেটর দিয়ে সামুতে লগ ইন করতে পারতাম”
৩.ব্লগে কোন পোষ্ট পড়েই আপনি মজা পেয়েছেন বলে চলে গেলে হবে না, ব্লগের পূর্ণ মজা পেতে হলে অবশ্যই কমেন্টস পড়তে হবে। কমেন্টস হচ্ছে খাবার শেষে দইয়ের স্বাদ। মাঝে মাঝে এই দই পোলাওর চেয়েও ভালো হয়।
৪. ব্লগিং করতে বসার আগে শুকনো খাবার, চা সিগারেট, মুড়ি সব আশেপাশে রাখতে হবে। কারণ পোষ্ট পড়ার মাঝখানে খিদা লাগলেও উঠা সম্ভব না। মাঝে মাঝে মনে হতে পারে পিসির সামনে থেকে যদি প্রাকৃতিক কর্মটি সারার ব্যবস্থা থাকতো ভালো হতো।
৫. ছেলেরা নারী ব্লগারের ব্লগে ঘনঘন যেতে সাবধান, এটা ফেসবুক না। যার ব্লগে যাবেন সে কিন্তু বুঝে যাবে আপনি গিয়েছেন। সবচে বড় কথা যতগুলো নারী ব্লগার সবাই কিন্তু নারী না!
৬. পুরোপুরি না জেনে জ্ঞান ফলানো ঠিক না,এরকম জ্ঞান ফলাতে গিয়ে কট খেলে ভরে দিবে। ভরে দেয়ার আদুরে ব্লগ নেইম পুন্দানী!
আজকে আর উপদেশ দিব না। বেঁচে থাকলে আগামি বছর দিব।
আমার ব্লগে তৃতীয় বছরপূর্তিতে যা যা ঘটেছে :
১. কাদের মোল্লা ফাঁসি, এজন্য সরকারকে ধন্যবাদ। কেবল ব্লগে জন্মদিন উপলক্ষে এত বড় গিফট আশা করিনি।
২. তৃতীয় জন্মদিনকে সামনে রেখে বিরোধীদল এর আগে পরে অবরোধ দিয়ে দেশকে অচল করে দিয়েছে। কারণ বিরোধী দল চায় সবাই নিজের জায়গায় থাকুক, এবং নোমান নমির ব্লগ পড়ুক।
৩. জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকোর বাংলাদেশ সফরের একমাত্র উদ্দেশ্য ছিল আমার ব্লগে তৃতীয় বছর পূর্তি।
৪.আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরী সেদিন শেখ হাসিনাকে ফোন দিয়েছিলেন, কারণ আমার ফোন বন্ধ ছিল বলে শুভেচ্ছা জানাতে পারেননি। সরি কেরী, মুপাইলে চার্জ ছিল না।
৫. এরশাদের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে উনি বলেন " আমি ছেলেদের ব্লগ পড়ি না, মেয়েদের লিঙ্গ সরি লিংক থাকলে দাও"
এই ব্লগে এসে অনেক মানুষের সাথে পরিচয়, তাদের ভিন্নধর্মী লেখার সাথে পরিচয়, অনেক কিছু জানা, আলাদা একটা পৃথিবীর খোঁজ, ব্লগ থেকে রাস্তায় নামা আরো কত কি! ভাবতেই ভালো লাগে, বলতে ভালো লাগে, আমি সামহোয়্যারইন ব্লগে ব্লগিং করি, ইমন জুবায়ের আমার সহব্লগার ছিলেন। ইমন ভাই ভালো থাকুক।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১
নোমান নমি বলেছেন: হ হাউকাউ
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: শুভ ৩য় বর্যপূর্তী। পরে দই খেতে আসবো
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২
নোমান নমি বলেছেন: এসে খেয়ে যাবেন কিন্তু, নইলেই মিস!ধন্যবাদ ভাই।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নোমান নমি ভাইজান একটা পাট্টি পেন্ডিং আছে, আদায় করে আপনার ৩য় বর্ষপূর্তি আরও সফল ও সমৃদ্ধ করে তুলুন, আমিন!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬
নোমান নমি বলেছেন: আমি পার্টি করি না। আমি নিরীহ, অরাজনৈতিক
থেংকস
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮
অদিতি মৃণ্ময়ী বলেছেন: ৩য় বর্ষপূর্তির পার্টি চাই।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬
নোমান নমি বলেছেন: আমি অরাজনৈতিক
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: হা হা। হ্যাপি ব্লগিং
ছাগু মানে ছাগলের গু এটা ব্যাপক লাগছে
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১
এক্স রে বলেছেন: নোমান ভাইয়ের কাছে আকুল আবেদন তিনি যেন একটা ব্লগশো-নারী তৈরি করেন। যেখানে ব্লগের দুর্বোধ্য ভাষার সুবোধ্য অর্থ থাকবে।
গ্রামে যেয়ে কাজিন দের সামনে ভাব মারার জন্য ব্লগে লগ ইন করেছিলাম। কাজিন জিগায় এইডা কি? কিছুক্ষণ বোঝানোর পর সে বুঝতে পারে এটা ব্লগ। এবং তার পর থেকেই আমার প্রতি তাদের ধারনা একেবারে পঁচা মরিচ। ব্লগার সম্পর্কে তাদের নেতিবাচক ধারনা মুখে কুলুপ আটার জন্য যথেষ্ট।
নতুন ব্লগার দের জন্য অফার চালু করা উচিত। আবার পুরাতন ব্লগার ফিরে এলে তাদের জন্যও অফার রাখা উচিত
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩
নোমান নমি বলেছেন: ব্লগের শব্দ এবং এর ব্যাখ্যা নিয়ে বেশ কটা পোষ্ট আছে। একটু ঘাঁটাঘাঁটি করলেই পাবেন।
অনেক ধন্যবাদ তসলিম।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২
উড়োজাহাজ বলেছেন: বহুত অভিজ্ঞতা।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪
নোমান নমি বলেছেন: হ
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩
তৌফিক আনজাম বলেছেন: অভিনন্দন
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬
মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা
৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা। ভালো থাকুন।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮
নোমান নমি বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭
ডাস্টবিনের ময়লা বলেছেন: দই দেখা শেষ? এইবার নিচে যান
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯
নোমান নমি বলেছেন: হা হা হা ধন্যবাদ
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
হুমায়ুন তোরাব বলেছেন: Apni amar blogging guru. আপনার সব পোস্ট পড়া মানুষ আমি। আপনার প্রতিটা লিখা আমি কতটা মনোযোগ দিয়ে পড়েছি,তার উদাহরন আমি আর দিতে চাই না। আপনার কিছু কিছু লিখা আমার কতটা প্রিয় তা আপনি জানেন। আপনার ব্লগ পড়ে আমি গল্প লিখা শিখেছি। আপনি আমার অত্যন্ত প্রিয় একটা মানুষ। যায় হক APNAR তৃতীয় বর্ষ পূর্তি তে আপনার কাছে একটা গোল্ড লিফ দাবি করলাম।
সেই ৭ই ফেব্রুয়ারি লাস্ট শাহবাগে বিড়ি খাইছিলাম আপনার সাথে,আরেকবার বিড়ি খাইতে মন চাই.
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
নোমান নমি বলেছেন: কস্কি মমিন। আমি গুরুটুরু কিছু না। গুরু বলে কিছুই নাই।
ওকে বিড়ি
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
আকিব আরিয়ান বলেছেন: কিছু বলার নাই, আবেগে কাইন্দালাইছি, প্লীজ এড মী
হ্যাপি ব্লগিং
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
নোমান নমি বলেছেন: টিস্যু নেন
ধন্যবাদ
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১
আকিব আরিয়ান বলেছেন: তয় একটা কথা নোমান ভাই, শাহবাগের তৃতীয় দিন বিকেলে আপনার সাথে আমারও দেখা হইছিল, লগে হাসান মাহমুদ তূষার ছিল। চুল কাটায় তখন চিনতে অসুবিধা হইছিল
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
নোমান নমি বলেছেন: হ মনে আছে, সেদিনের পর গতকাল আবার চুল কাটলাম
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: এই পোষ্টেও ব্যাপক হাসাইলেন !
৩য় বর্ষ পূর্তির শুভেচ্ছা !
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ অভি।
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২
শিপু ভাই বলেছেন:
তৃতীয় বর্ষপূর্তীর শুভেচ্ছা !!!
হ্যাপি ব্লগিং!!!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০
নোমান নমি বলেছেন: ধন্যবাদ শিপু ভাই।
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩
বাকতাড়ুয়া বলেছেন: এই জীবনে আমি আর আপনার পোস্টে প্লাস দিতে পারলাম না :'( নাভি পিল্লাই এর কাছে আবেদন জানাচ্ছি, আমার এহেন মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ব্যাপারটি তিনি বিবেচনা করে দেখবেন।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
নোমান নমি বলেছেন: হাহাহা প্লাস অপশনে প্রবলেম চলতেছে বহুদিন যাবত।
১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: দই সহ খেলাম ।ব্যাপক বিনোদিত। তৃতীয় বর্ষপূর্তিতে অভিনন্দন। হ্যাপী ব্লগিং ব্রো
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০
নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ।
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০
সোজা কথা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।ভালো কিছু পরামর্শ পেলাম।ধন্যবাদ ভাই।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১
নোমান নমি বলেছেন: হাহাহা অনেক ধন্যবাদ।
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
তামিম ইবনে আমান বলেছেন:
আসবেন তো?
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪
নোমান নমি বলেছেন: ব্লগ ডে তে? আসুম বোধহয়
২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
শাদমান সাকিব বলেছেন: শুন্য বছর বয়সী নিকের পক্ষ থেকে তৃতীয় জন্মদিনের শুভেচ্ছা। এইবার একটা পার্টি দেন
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭
নোমান নমি বলেছেন: আমি অরাজনৈতিক, তাছাড়া আওয়ামিলীগ নির্বাচনে অলরেডি জিত্তা গেছে। পার্টি দিয়া কি করুম? আগামি নির্বাচনের আগে দেখা যাবে
২১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
অপু তানভীর বলেছেন: তৃতীয় বর্ষপূর্তিতে অভিনন্দন !
তবে আপনে মিয়া বদ হইয়া গেছেন ! এখন আর আগের মত ব্লগে গল্প লেখেন না !
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯
নোমান নমি বলেছেন: আলসেমিতে লেখা হয় না। গল্প লিখতে টাইম লাগে, টাইম দিতে পারছি না।
ক'দিনের মধ্যে দিবো অবশ্য
থেংকস
২২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
অভিনন্দন!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫
নোমান নমি বলেছেন: থেংকস
২৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
হাসান মাহবুব বলেছেন: তুমি ফেসবুকে বেশি সময় না দিলে এতদিনে ব্লগ লিজেন্ড হইতা।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮
নোমান নমি বলেছেন: কনকি হামা ভাই!
ফেসবুক বেশী নেশা হয়ে গেছে। সব মিলায়া। আবার ব্লগে নতুন কৈরা পোষ্ট দেয়া শুরু করুম। ব্লগ অন্যরকম ভালো লাগার জায়গা। ভালো থাইকেন হামা ভাই। আপনাকে দেখেও শিখতে পারলাম না ক্যামনে ব্লগে নিয়মিত থাকতে হয়।
২৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা!!!
পোষ্টে তিনটা কেক দেখব ভাবছিলাম । দুইটা দুই নেত্রীর জন্য আর একটা সকল ব্লগারদের জন্য।
ভাল থাকুন সবসময়!!
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৬
নোমান নমি বলেছেন: না, দেশের এই খারাপ সময়ে কেক কেটে উদযাপন করবো না বলেই কেক আনি নাই
২৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭
মাহমুদ০০৭ বলেছেন: এই ব্লগে এসে অনেক মানুষের সাথে পরিচয়, তাদের ভিন্নধর্মী লেখার সাথে পরিচয়, অনেক কিছু জানা, আলাদা একটা পৃথিবীর খোঁজ, ব্লগ থেকে রাস্তায় নামা আরো কত কি! ভাবতেই ভালো লাগে, বলতে ভালো লাগে, আমি সামহোয়্যারইন ব্লগে ব্লগিং করি, ইমন জুবায়ের আমার সহব্লগার ছিলেন। ইমন ভাই ভালো থাকুক
আই লাইনটা পড়ে মন টা উদাস হয়ে গেল । ইমন জুবায়ের ভাই অনেক গর্বের একটা নাম ।
তৃতীয় বর্ষপূর্তিতে অভিনন্দন ভাই । আপনার কলম চলুক নিরন্তর । অনেক অনেক ভাল লিখার প্রত্যাশা রেখে গেলাম । ।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪০
নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই
২৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২
মামুন রশিদ বলেছেন: তৃতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা!
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪০
নোমান নমি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
২৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমেই হাসান ভাই এর সাথে সহমত!
তিনবছর পুর্তির শুভেচ্ছা। দেখা হইলে তিন প্লেট খাওয়াই দিমু নে।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪১
নোমান নমি বলেছেন: হাহাহা
ওকে কাল দেখা করেন তাইলে? কাইলই খাই। খাবার দাবার বাসি করতে হয় না। নগদে খাইতেহয়।
২৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
নীরব 009 বলেছেন: নতুন ব্লগারদের জন্যে উপদেশগুলো অনেক ভাল লাগল
অভিনন্দন
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪২
নোমান নমি বলেছেন: হাহাহা থেংকস নীরবদা। আপনাকে একাধারে শুভ জন্মদিন এবং অগ্রীম ব্লগজন্মদিনের শুভেচ্ছা।
২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
তওসীফ সাদাত বলেছেন:
তৃতীয় বর্ষপূর্তিতে অভিনন্দন।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪২
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
তৃতীয় বর্ষপূর্তীর শুভেচ্ছা
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৩
নোমান নমি বলেছেন: থেংকু রনি ভাই
৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪
এম মশিউর বলেছেন: ৩.ব্লগে কোন পোষ্ট পড়েই আপনি মজা পেয়েছেন বলে চলে গেলে হবে না, ব্লগের পূর্ণ মজা পেতে হলে অবশ্যই কমেন্টস পড়তে হবে। কমেন্টস হচ্ছে খাবার শেষে দইয়ের স্বাদ। মাঝে মাঝে এই দই পোলাওর চেয়েও ভালো হয়।
দইয়ের স্বাধ নিতে আইলাম। বেশ মজা পেয়েছি।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৫
নোমান নমি বলেছেন: এবার মুখ মুছে ঘুমান
৩২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
অদ্বিতীয়া আমি বলেছেন: আপনার গল্প ভালো লাগে ! বর্ষ পূর্তির শুভেচ্ছা ।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬
নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ। শীঘ্রই নতুন গল্প দিতে পারি।
৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৬
প্রিন্স হেক্টর বলেছেন: অভিন্দন অভিন্দন অভিন্দন নোমান নোমান নোমান ভাই ভাই ভাই
শুভকামনা শুভকামনা শুভকামনা ।
হ্যাপি হ্যাপি হ্যাপি ব্লগিং ব্লগিং ব্লগিং
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৮
নোমান নমি বলেছেন: হা হা থেংকু প্রিন্স হেক্টর
৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৮
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪২
বেঈমান আমি. বলেছেন: তোমারে প্রথম থেকে লাইক করি।নোমান তুমি মাল্টি ইউজ করো?
তুমি কিন্তু আমার চেয়ে পুরান ব্লগার।আমি সাক্ষি দিতাছি নোমান একটা ভালো ছেলে।আই মিস রিয়াল ডেমোন চশমখোর*তুশার
১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫০
নোমান নমি বলেছেন: আসলটা ইউজের টাইম পাই না আবার মাল্টি। তবে আমার মাল্টি আছে, ঘোষিত http://www.somewhereinblog.net/blog/nomos
হুম সেসব দিন মিস করি। ভালো থাইকেন।
৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩
ডট কম ০০৯ বলেছেন: একটা সময় উনি নিজে থেকেই বললেন “বাবারা এই হাত দিয়া লেখেন, আরো অনেক লেখেন, লেইখা দেশটারে পাল্টাইয়া দেন। আপনারা পারবেন,
শুভ হোক আপনার এই পথ চলা।
নোমান ভাই আপানার ব্লগ ভাল থাকুক।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৫
নোমান নমি বলেছেন: হুম, ভালো থাকবেন। সাথে থাকবেন। ধন্যবাদ।
৩৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৬
না পারভীন বলেছেন: শুভেচ্ছা নোমান ভাইয়া ।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৬
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
৩৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২
আরজু পনি বলেছেন:
এতোদিনে ছাগলরা হাফ ছেড়ে বাঁচলো...ছাগু মানে 'ছাগলের গু'...দারুণ
বর্ষপুর্তির অনেক শুভেচ্ছা রইল, রম্যকার ।।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২০
নোমান নমি বলেছেন:
খালি রম্যকার কইলেন কেন? মাইন্ড করলাম। ষ্টারের বিরানী খাওয়ান
৩৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
লাবনী আক্তার বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২১
নোমান নমি বলেছেন: থেংকস
৪০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ছাগু! অভিন্দন।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৬
নোমান নমি বলেছেন: এ্যাঁ
৪১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
তন্ময় ফেরদৌস বলেছেন: হাসান মাহবুব বলেছেন: তুমি ফেসবুকে বেশি সময় না দিলে এতদিনে ব্লগ লিজেন্ড হইতা।
হামার সাথে একমত।
বর্ষপূর্তির শুভেচ্ছা নে। আমার তো তন বছর পুর্তির কথা মনেই ছিলোনা। তোর পোস্ট দেখে মনে পড়লো
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩২
নোমান নমি বলেছেন: হা হা হা ধন্যবাদ। কাল দেখা হচ্ছে।
তোর কয় বছর হইলো?
৪২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
ড. জেকিল বলেছেন: অনেক শুভেচ্ছা, বরাবরের মতই সুন্দর পোস্ট, হাসছি
দই খাইলাম আর কি !!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৬
নোমান নমি বলেছেন: থেংকু
ভালো করে খান।
৪৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
আশিকুর রহমান অমিত বলেছেন: হ্যাপি ব্লগিং নোমান ভাই
১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩০
নোমান নমি বলেছেন: ধন্যবাদ অমিত
৪৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা রইলো।
পোলাও দই সবই ভাল লাগলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৪
নোমান নমি বলেছেন: থেংকু সায়েম ভাই
৪৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
বেকার সব ০০৭ বলেছেন: হ্যাপি ব্লগিং নোমান ভাই ! ৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪১
নোমান নমি বলেছেন: থেংকস
৪৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১
কালীদাস বলেছেন: শুভেচ্ছা!!
পেপার খুললে আপনার লেখা দেখলে খারাপ লাগে। আপনি আরেকজন, যাকে ব্লগ ঠিক মত ধরে রাখতে পারেনি প্রোপার ইন্টারএকশনের অভাবে
১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪২
নোমান নমি বলেছেন: পেপারেরগুলা কী বেশী খাারপ হয় ভাই?
যাই হোক থেংকস ভাই আপনার জন্য একটা পটকা ভাই লিখো
৪৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: তৃতীয় জন্মদিনের শুবেচ্ছা বিজয় দিবসের ও শুভেচ্ছা।
বিড়ি সিগারেট বাদ দিয়া আসেন আমার সাথে সিগার খাবেন। বিজয় দিবসে সিগার টানতে ভালই লাগে নিজেরে স্বাধীন মনে হয়।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪২
নোমান নমি বলেছেন: থেংকস
৪৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০
নাজিম-উদ-দৌলা বলেছেন:
পোস্ট দিয়াই খালাস! পার্টি কই?
আমি প্রথম যখন ব্লগিং শুরু করি সেসময়টা থেকে আপনি আমার প্রিয় ব্লগারদের মাঝে একজন ছিলেন। আপনার গল্প পড়তে যেমন ভাল লাগত, ঠিক তেমনি নিজের গল্পগুলোতে আপনার করা কমেন্ট দেখলে খুব খুশি হতা। কিন্তু আফসোস হয় অন্যান্য প্রিয় ব্লগারদের মত আপনিও ক্রমশ হারিয়ে যাচ্ছেন। শেষ কবে গল্প লিখেছেন বলেন তো?
আসলে নিজেকে দিয়েই বুঝতে পারছি, ফেসবুক হওয়াতে আমাদের ব্লগের নেশাটুকু কেটে যাচ্ছে। এটা ভাল লক্ষন না! আবার ব্লগে ফেরা উচিত আমাদের।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৭
নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম আপনার বড় মন্তব্যের জন্য।
ব্লগ থেকে একটু দূরে চলে গেছিলাম। এটা কেবল বোধহয় ফেসবুকের কারনে। অস্বীকার করার কিছুই নাই। শেষ গল্প লিখছে বেশ কিছুদিন। মাস দুয়েক। টুকটাক ছোটখাট গল্প লিখছি। কিন্তু গল্প বলতে যা তা লেখা হয়নি।
শীঘ্রই ব্লগে নিয়মিত হচ্ছি। কালকে থেকে পড়া শুরু করেছি। ভালো থাকবেন নাজিম।
৪৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১২
দিবা স্বপ্ন বলেছেন: বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি পুরোনো ব্লগারদের কেউ কেউ আস্তে আস্তে ব্লগে ফিরছে। এটা খুব ভাল লক্ষন। ফেসবুকে মেয়েদের টাইম লাইনে না ঘুরে ব্লগে আরেকটু সময় দিবেন এই আশা করি।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৮
নোমান নমি বলেছেন: চেষ্টা করবো।
তবে মেয়েদের টাইমলাইন বিষয়টা ইন্টারেষ্টিং
৫০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: ৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন
১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৩
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
৫১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
রিমন রনবীর বলেছেন: ভাইজান কিছু খানাপিনা হইলে মন্দ কি? জুনিয়র ভাই-বেরাদার বে টাইমেও দাবিদাওয়া পেশ করার ক্ষমতা রাখে আর এখন তো বর্ষপূর্তি
গুনে গুনে তিনটা বছর তাই থ্রি ডাইমেনশনাল মানে অরিজিনাল খানাপিনা চাই। ভার্চুয়াল খানাপিনা চলবে না
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১
নোমান নমি বলেছেন: যেদিন ভার্চুয়াল ব্লগিং এর বাইরে ব্লগিং আবিস্কার হইবো, যেদিন সেই ব্লগে তিনবছর পার হইবো সেইদিন ভার্চুয়াল খানাপিনা না সত্যি সত্যিই খানাপিনা হবে
থেংকু
৫২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫
মামুন হতভাগা বলেছেন: অভিনন্দন নোমান ভাই
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯
নোমান নমি বলেছেন: আপ্নে বাইচা আছেন দেখে ভাল্লাগলো
থেংকস মামুন ভাই
৫৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা অভিনন্দন!
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২
নোমান নমি বলেছেন: থেংকস
৫৪| ২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
সাদাত নিহান বলেছেন:
ব্লগে প্রথম পোষ্ট দিলাম। একদিন পর ঘুরে এসে দেখলাম তিনবার পঠিত, তিইইইনবাররর। মানে আমার পোষ্ট তিনজন মানুষ পড়েছে। খুশীতে আত্নহারা হবার জোগাড়। পরে জানলাম আমি নিজেই তিনবার রিলোড দিয়েছিলাম। সেটা তিনবার পঠিত বলে কাউন্ট করেছে। দুষ্টু ব্লগ!
ব্লগে এসে যেদিন প্রথম লেখা দিই সেদিন মনে মনে ভেবেছিলাম দিই আল্লাহর নাম নিয়ে একটা লেখা, খারাপ হলে মানুষ দুএকটা গালি না হয় দিবে। আমি চুপেচাপে লগ আউট করে পড়ে নিয়ে খুদাপেজ বলে বিদায় নিব। সামনা সামনি এসেতো আর কেউ বলতে পারবে না “বালছাল লেইখা ব্লগ লেখতে আইছস, বাসায় বইসা বইসা খাতা কলমে লে
..
সেম হেয়ার
২৭ শে জুন, ২০১৪ রাত ৩:২৯
নোমান নমি বলেছেন: হাহাহাহ হুম অনেকেরই এভাবে শুরু হয়।
৫৫| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫২
মাহির মুনিম বলেছেন: নোমান ভাই, আমার অবস্তা বর্তমানে সেইম। একদিন পর ঘুরে এসে দেখলাম তিনবার পঠিত, তিইইইনবাররর।
১৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৬
নোমান নমি বলেছেন: হুম একদিন ঠিক হয়ে যাবে
৫৬| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭
Nazmul Naz Neel বলেছেন: সামুতে রেজিস্ট্রেশন করছি শুধু আপনার লেখা পড়ার জন্য। আমার দ্বারা ব্লগ লেখা হবে না, তবে পড়া ছাড়তে পারবো বলে মনে হয় না। আপনার সাথে চা খেতে চেয়ে ফেসবুকে মেসেজ দিছিলাম, আন্সার দেন নি, তাই ব্লগে হামলা করলাম।
০২ রা মার্চ, ২০১৬ রাত ২:৫৩
নোমান নমি বলেছেন: বিরাট প্রাপ্তি। চা হবে , অবশ্যই হবে
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮
পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ