![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza
যৌবন আর ব্লগের হিট সারাজীবন থাকে না। যৌবন শেষ হয়ে গেলে যেমন আছে ভায়াগ্রা, তেমন ব্লগের হিট কমে গেলেও হিট বাড়ানোর জন্য আছে নানা উপায়। সেই ব্লগের জন্মলগ্ন থেকে হিট ব্লগাররা মনে আনমনে আপনমনে এসব উপায় এপ্লাই করে আসছেন। আসুন তবে জেনে নিই কিভাবে ফিরে পাবেন ব্লগের হারানো হিট।
উপায় নম্বর ০১:
সেরা ব্লগারদের নিয়ে পোষ্ট দিন। সেখানে আপনার পছন্দের অপছন্দের (আপনার দরকার হিট বাড়ানোর, পছন্দ অপছন্দ বাছাই করার টাইম আছে?) ব্লগারদের নিয়ে একটা পোষ্ট দিন। ভুলেও পোষ্টের শিরোনামে লিখতে যাবেন না যেন “আমার প্রিয় সেরা বিশ ব্লগার”। এই উপায়টা নিয়ে পরে বলছি। আপনি পোষ্টের শিরোনাম দিবেন এরকম “সামুর সেরা বিশজন ব্লগার”। এবার প্রত্যেক ব্লগার নিয়ে ভালো ভালো কথা লিখুন দু চার লাইনে। তারপর আর কোন কাজ নেই, কেবল হিট গুনুন মশাই। এবার আসুন, কেন ঐ শিরোনাম দিতে মানা করেছি। আপনার পছন্দ কথাটা বললে কারো কিছু বলার নেই। কিন্তু যখনই বলবেন সামুর সেরা তখন সবার বলা আছে। সবাই আসবে, কমেন্টস করবে, ক্যাচাল করবে, আলোচনা করবে। আর আপনার পোষ্ট হিট হবে। এরকম পোষ্টে কিছু নতুন নিক এসে আপনার লিষ্টে অমুক তমুকের নাম নাই কেন জানতে চাইবে। আমি কিন্তু বলছি না এসব নিক অমুক তমুকের মাল্টি নিক। চাইলে আপনার পোষ্টে আপনিই আপনার মাল্টি নিয়ে আপনার পক্ষে ঝাপিয়ে পড়ুন!
সাবধানতা: সেরা বিশ ব্লগারের মধ্যে আপনার সন্দেহের মধ্যে যেসব মডু পড়ে তাদের নাম রাখবেন। এতে পোষ্ট নির্বাচিত পাতায় যাবে সহজেই। নির্বাচিত পাতায় না গেলে পরবর্তী এই পোষ্টের সিকুয়্যাল লিখে আরও কিছু নাম ঢুকিয়ে দিবেন। আর এসব পোষ্টে খেয়াল রাখতে হবে যাতে ব্লগের গুরুত্বপূর্ণ কোন ব্লগার বাদ না পড়ে। তাহলে হিটের সাথে সাথে চোদনও খেয়ে যাবেন।
উপায় নম্বর ০২:
ব্লগার বিশ্লেষন। গুটি কয়েক ব্লগারকে বেছে নিন। তাদের উপর বিশ্লেষনধর্মী পোষ্ট লিখুন। ব্লগার বিশ্লেষনে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ওজনদার ব্লগার বেছে নিতে হবে। এক্ষেত্রে আপনাকে সামান্য পরিশ্রম করে কিছু পোষ্ট পড়তে হবে (মিয়া এতগুলা হিট পাইবেন, একটু না হয় শ্রম দেন)। সবার ভালো ভালো দিক বলুন। আর গুরুত্বপূর্ণ একজনকে সেই মাপের সমালোচনা করে ভাসিয়ে দিন। ব্যস আপনার পোষ্ট হিট। আপনার সে পোষ্টের প্রথম চারটা কমেন্টস নিচে দিয়ে দিলাম।
কমেন্ট নম্বর ০১: অসাধারণ একটি পোষ্ট। আজকাল এমন বিশ্লেষন চোখেই পড়ে না। ব্লগার মফিজকে নিয়ে যা বললেন তা পুরোপুরি ঠিক। মানবজাতির ক্রমবিকাশে তার অমুক পোষ্ট বিশেষ বিশেষ পুরুস্কার পাবার দাবিদার। এই পোষ্ট দিয়ে আপনিও প্রমাণ করে দিলেন আপনি অসাধারণ (এইটা হইলো প্রথম কমেন্টকারীর ধান্ধা, তারও ইদানীং হিট কম, সেও এরকম বিশ্লেষনী পোষ্ট দিবে, সেখানে আপনারে নিয়ে বিশ্লেষন করবে। আপনি তখন হাইসেন না আবার)
কমেন্ট ০২ : পোষ্ট ভালো লেগেছে। বিশ্লেষন ভালো হয়েছে। তবে ব্লগার অমুককে নিয়ে আপনার মন্তব্য ব্যাক্তি আক্রমন মনে হয়েছে। আশা করি ওই অংশটুকু রিমুভ করবেন।
কমেন্ট ০৩ : খাপোর বাচ্চা (এইগালি আমি বুঝি না, খাপোর পর বাচ্চা ক্যামনে হয় আমারে বুঝান) বিশ্লেষনের বালটা করছস। করিম নাই ক্যান? রহিম কী তোরে পোন্দাইছিলো? অমুকের সাথে তোর কীসের এত চুলকানী। (ভয়পাবেন না, আপনার পোষ্ট হিট হওয়া শুরু হয়েছে। মনে রাখবেন পোষ্ট হিট তখনই হয় যখন পোষ্টে মাল্টি নিক ঢুকা শুরু করে)
কমেন্ট ০৪ : দুর্দান্ত বিশ্লেষন, প্রিয়তে নিলাম। একশোটা প্লাস (যাদেরকে ভালো বিশ্লেষন করেছেন উনি তাদের একজন, উনার আজকে ঈদ। ফেসবুকের ইনবক্সে পরিচিত সবাইকে দিয়ে বেড়াবে আপনার পোষ্টের লিংক। পারলে প্রিন্ট করে লেমেনিটিং করিয়ে রাখবে)
সাবধানতা : যে ব্লগারের সমালোচনা করবেন আগে দেখে নিবেন ব্লগে তার প্রভাব কেমন? প্রভাব ভালো হলে তার সমালোচনার পথ না বাড়িয়ে মুক্তহস্তে প্রশংসা করে দিন। আখেরে হিট ভালো মিলবে।
উপায় নং ০৩ :
প্রিয় ব্লগারের লিষ্ট এবং তারা কেন প্রিয় এই ব্যাপারে ডিটেইলস লিখে সবাইকে উৎসর্গ করে দিন। আপনি ভাবতে পারেন প্রথম উপায়ে এই শিরোনামে পোষ্ট দিতে মানা করেছিলাম কেন? যদি মানা না করতাম তবে উপায় নং ৩ কিভাবে লেখা হতো? আর আপনি আরেকটা পোষ্ট বেশী কিভাবে দিতেন?
মূলকথায় আসি, প্রিয় ব্লগারের তালিকায় যতবেশী পারেন ব্লগার রাখবেন। মনে রাখবেন যদি ৫০ জন প্রিয় ব্লগার রাখেন তবে ৫০ গুণন ৪ মিনিমাম দুইশো হিট একদম নিশ্চিত। যাদের নাম আছে তারা প্রথমবার পড়ে কমেন্টস দিয়ে যাবে, দ্বিতীয়বার আসবে আপনার রিপ্লাই দেখবার জন্য,তৃতীয়বার আসবে আর কে তার সম্পর্কে কী বলেছে দেখার জন্য, চতুর্থবার আসবে আপনার পোষ্টের হিট দেখতে। আগ্রহীরা এর থেকে বেশীও আসতে পারে। অতএব আপনার পোষ্ট হিট। এসব পোষ্ট হিটের পাশাপাশি মানুষের প্রিয়তেও যাবে।
সাবধানতা : অনিয়মিত কোন ব্লগারকে এই লিষ্টে রাখবেন না। কারণ সে এসে আপনাকে হিট দিয়ে যাবে না। আপনার চাই হিট। আর প্রিয় নারী ব্লগারকে নিয়ে লিখতে গিয়ে সাবধানতা অবলম্বন করুন। অতি উৎসাহে আবার বলে ফেইলেন না “অমুক আপুকে খুব ভালো লাগে, কী সুইট সুইট ফন্টই না লিখেন, আপুমণি আই লাভ ইউ”। হিটের সাথে কট খেয়ে ফিট হয়ে যাবেন কিন্তু।
উপায় নং ৪:
আশা করি উপরের তিনটি উপায় কাজ হবে। যদি না হয়, যদি অঘটন ঘটে যায় তবে আশা হারাবেন না। আপনাকে হিট হতে হবে, হিট ছাড়া হট হওয়া যায় না।অতএব কোন কিছু না ভেবে আমার মত হিট হওয়ার উপায় নিয়ে কিছু একটা লিখে ফেলুন। শিরোনাম কী দিবেন আমার পোষ্টের শিরোনাম দেখে শিখে নিন।
বি:দ্র: আমার লাষ্ট পোষ্টের হিট কম, দুঃখিত তাই ।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২
নোমান নমি বলেছেন:
২| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪০
একজন ঘূণপোকা বলেছেন: তাইলে কি হিটও একটা গোল্ড লিফ সিগারেট ???
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪
নোমান নমি বলেছেন: হিট একটা সিগারেটের ভিতরে অন্যকিছু, আগুন জ্বলে :p
৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১
শাহ আজিজ বলেছেন: দারুন্স !
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
নোমান নমি বলেছেন:
৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৪
রাষ্ট্রপ্রধান বলেছেন:
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:১০
নোমান নমি বলেছেন: আরিইই্ রাষ্ট্রপ্রধান যে
৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:০৪
অপু তানভীর বলেছেন: ব্লগে হিট হওয়ার উপায় নিয়া পোস্ট লিখে রেডি করে রেখেছি, কালকে পোস্ট দেব ভেবেছিলাম। আর আজকে আপনি এই পোস্ট দিয়া দিলেন। এইডা কিছু হইলো ....
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:২২
নোমান নমি বলেছেন: দিয়া দেন কী আছে জেবনে? দ্রুত দেন
৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:১৬
নহে মিথ্যা বলেছেন: হা হা হা ভাই বেশ মজা করেই বলেছেন... খুব মজা পেলাম... কষ্টো করে বিভিন্ন বিষয় নিয়ে লিখে নির্বাচিত পোষ্টে জায়গা না পেলেও এই ভাবে লিখে সহজেই নির্বাচিত পোষ্টে জায়গা আর ফ্রী হিট মাগনা পাওয়া কোন ব্যাপার না... বর্তমান প্রেক্ষাপটে বললাম... আশা করব এই প্রেক্ষাপট অতিশীগ্রই পরিবর্তন হবে।
আরো আশা করি মডুরা যেন এটা পড়ে কিছুটা হলেও বুঝতে পারে...
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০
নোমান নমি বলেছেন: মডুরা পড়ে ব্যান করে দিবে মডু যাতে এদিকে না আসে।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:২২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এই গরমে আরো হিট দিবার চান!!
মাইরা ফালাইবেন তো
আই তো জান্তাম আফনে ভালা লোক,
তয় ভিত্রে এত জিলাপির প্যাচ বুঝবার পারিনাইক্কা !
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৪
নোমান নমি বলেছেন: হিট ছিলো, হিটেমূলক পোষ্ট দেবার পর থেকেই শিলা বৃষ্টি।কী তাজ্জব ব্যাপার।
জিলাপির প্যাচ দেখলেন কই? এজন্য মানুষের উপকার করতে যাই না।অভিমান করে পোষ্টড্রাফট করে আপনাদের ব্লগ ক্যারিয়ার শেষ করে দিতে পারি :p
৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৮
পুরানো আমি বলেছেন: প্রিয় ব্লগারের তালিকায় যতবেশী পারেন ব্লগার রাখবেন। মনে রাখবেন যদি ৫০ জন প্রিয় ব্লগার রাখেন তবে ৫০ গুণন ৪ মিনিমাম দুইশো হিট একদম নিশ্চিত। যাদের নাম আছে তারা প্রথমবার পড়ে কমেন্টস দিয়ে যাবে, দ্বিতীয়বার আসবে আপনার রিপ্লাই দেখবার জন্য,তৃতীয়বার আসবে আর কে তার সম্পর্কে কী বলেছে দেখার জন্য, চতুর্থবার আসবে আপনার পোষ্টের হিট দেখতে। আগ্রহীরা এর থেকে বেশীও আসতে পারে। অতএব আপনার পোষ্ট হিট। এসব পোষ্ট হিটের পাশাপাশি মানুষের প্রিয়তেও যাবে।
মজা পাইলাম পড়ে।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৮
নোমান নমি বলেছেন: এপ্লাই কইরা লন। আমিতো হিট গুনতে চাইছিলাম। শিলা বৃষ্টি হিট কমাইয়া দিছে। দেখি নেক্সটটাইম অন্য কিছু দিতে হবে।
৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০
হাসান মাহবুব বলেছেন: ব্লগ নিয়া এখনও তাহলে ভাবো! ভালো লাগলো দেইখা।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:১৬
নোমান নমি বলেছেন: ভাববো না কেন? ভাবি।কেবল কম আসা হয়, আসি।চুপিচুপি পড়ি,দেখিও
১০| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮
গুরুমিয়াঁ বলেছেন: এইদিকে আসা হয়না, অনেক দিন পরে মজার একটা পোষ্ট পেলাম,
ভাল লাগলো।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:১৭
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
১১| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কমেন্ট ০৩ : খাপোর বাচ্চা (এইগালি আমি বুঝি না, খাপোর পর বাচ্চা ক্যামনে হয় আমারে বুঝান) বিশ্লেষনের বালটা করছস। করিম নাই ক্যান? রহিম কী তোরে পোন্দাইছিলো? অমুকের সাথে তোর কীসের এত চুলকানী।
বুইঝালছি! নোমান ভাইয়ের হিট দরকার তাই গালি গালাজের সহজ পথটাই বাইছা নিছে।
বাংলা ব্লগ ইতিহাসের কলংকজনক অধ্যায় হিসেবে এই পোস্টটিকে পোস্টার সহ স্টিকি করার আবেদন জানাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:২১
নোমান নমি বলেছেন: হে খোদা আমাকে হিট দাও, হিট
অবশ্যইহিট দরকার। হিট আমাদের সামাজিক সম্মান বৃদ্ধি করে, মানুষ গুনে।তুমি বার কয়েকবার আইসা আরও কিছু হিট দিয়া যাইয়ো
১২| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১
রাজন আল মাসুদ বলেছেন: অসাধারণ একটি পোষ্ট। আজকাল এমন গবেষণা চোখেই পড়ে না। ব্লগে হিট খাওয়ার যে সব উপায় আপনি বলে দিলেন তার কোনো তুলনা হয়না। ব্লগারদের ক্রমবিকাশে এই পোস্ট মাইল ফলক হয়ে থাকবে। এই পোষ্ট দিয়ে আপনিও প্রমাণ করে দিলেন আপনি অসাধারণ। আমি আপনাকে বুকার প্রাইজ দেবার দাবি জানাচ্ছি।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:২৭
নোমান নমি বলেছেন: ওকে ওকে আমি আপনার ব্লগে যাইতেছি
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:১০
দালাল০০৭০০৭ বলেছেন: হা হা ভাল বলেছেন
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:২৭
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪
শাকিল ১৭০৫ বলেছেন: হিট মি! আই উইল হিট ইউ ব্যাক
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:৩০
নোমান নমি বলেছেন:
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫
ওয়াহাব ৰাদশা বলেছেন: দুর্দান্ত ! অসাধারণ! চমত্কার!কোপাকুপি একটা পোস্ট ।ব্লগের ইতিহাসে এরকম পোস্ট খুবই কম এসেছে ।অন্যকে হিট বাড়ানোর তরিকা বলে দেয়ার সাথে সাথে নিজের পোস্ট কিভাবে হিট হবে তার একটা চিত্র এখানে ফুটে উঠেছে :-D পোস্টদাতা অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ! :-D
বিঃদ্রঃ ভালো লিখেছেন :-)
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:০৭
নোমান নমি বলেছেন: ওকে আপনার ব্লগেও যাইতাছি
ধন্যবাদ। কাইলকা কবিতা বালা লেকচেন
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:১৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: টেরাই মাইরা দেখতে হইব। এখন তো ফেনও জোটে না। আপনার আইডিয়া নিয়া আগালেই হয়তো বিরয়ানীও জুটতে পারে।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:০৮
নোমান নমি বলেছেন: জুইটা যাইবো কিছু না কিছু
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:৩৮
নামহীন যুবক বলেছেন: উপায় নম্বর ০২:
ব্লগার বিশ্লেষন। গুটি কয়েক ব্লগারকে বেছে নিন। তাদের উপর বিশ্লেষনধর্মী পোষ্ট লিখুন। ব্লগার বিশ্লেষনে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ওজনদার ব্লগার বেছে নিতে হবে। >
তুই তো মাশাল্লাহ ভালোই ওজনদার
তোকে দিয়াই শুরু করবো ভাবতাসি
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৩:০৪
নোমান নমি বলেছেন: শুরু কর, আমার ওজন ৮০ কেজি, তোর ওজন মাশাল্লাহ একশোর বেশী।প্রথমে তোর নামটা দিস
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:৪৪
হুমায়ুন তোরাব বলেছেন: নষ্ট পোস্ট ।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৩:০৫
নোমান নমি বলেছেন: সবিকছু নষ্টদের অধিকারে চলে যাবে, ব্লগ, পোষ্ট, কমেন্টস :p
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:১০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হিট্ম্যান হইতে মঞ্চায়
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৩:০৬
নোমান নমি বলেছেন: হিট হিট
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:৩৭
আমি অপদার্থ বলেছেন: ব্লগে নিয়মিত না থাকলে এই অবস্থা। এই যেমন আপনিও আবার হিট খওয়ার জন্য আমাদের উপর নতুন নিয়ম এপ্লাই করলেন।
৮৮ বার শেয়ার করা পোষ্ট মাত্র ২৭২বার পঠিত খুবি দুঃখজনক। যাই হোক হিট নিয়ে সুখে থাকুন।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৩:০৮
নোমান নমি বলেছেন: চাইছিলাম হিট শেয়ার নয়, কেউ কথা রাখেনি!
কোথায় শেয়ার হচ্ছে দেখা যায়না? একটু দেখতাম কীসের তরে তারা শেয়ার দিলো
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:৩৭
ওয়াহাব ৰাদশা বলেছেন: আমার ব্লগে দেখার মতো কিছুই নাই ভাই ! একবছর হয়ে গেলো ব্লগে এই নিকটা আছে কিন্তু লেখালেখি কিছুই হয় নাই।সুযোগ,সময় কোনোটাই ছিলো না।এখন সুযোগ সময় দুটোই কিন্তু ব্লগ আর আগের মতো নাই!তারপরেও ব্লগিং করার খুব ইচ্ছা আছে এবং করবো!!
কালকের কোবতে গুলার জন্য কিঞ্চিত শরমিন্দা!এট্টু বেশি অশ্লীল হয়ে গেছিলো!
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৩:১০
নোমান নমি বলেছেন: অশ্লীল জায়গায় অশ্লীলতা না দেখাইলে আপনি কীয়ের ব্লগার
২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:৩৯
আমি অপদার্থ বলেছেন:
দুঃখিত আমি কমেন্ট করতে করতে ৯৪বার শেয়ার। এই কমেন্ট করতে করতে কততে গিয়ে ঠেকে আমি জানিনা।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৩:১০
নোমান নমি বলেছেন: বাড়ে নাই, আপনি একটা শেয়ার দিয়া বাড়ায়া, আরেকটা কমেন্টস করেন
২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৩:১৭
শারমিন নাহার নিপা বলেছেন: পোষ্টের ভাষ্যমতে আপনার যৌবন তো 'খাতরেমে' আছে ভাই!
পোষ্ট পর্যবেক্ষনে নিলাম ! দেখি কতখানি আপনে উপকার পান
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৩:৫২
নোমান নমি বলেছেন: আছে বইলাইতো ভায়াগ্রার ব্যবস্থা করছি
কয়েকটা মাল্টি থেকে পর্যবেক্ষনে নিয়েন,, আমার বেশী বেশী উপকার হবে :p
২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৮
আমি অপদার্থ বলেছেন: আপনি নিজেই তো কতগুলা পেজের এডমিন।
পোষ্ট দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি একসময় অনেক হিট ব্লগার ছিলেন?
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৩
নোমান নমি বলেছেন: আমি অনেকগুলো পেজের এডমিন।
https://www.facebook.com/zuck
এই যে একটা। প্লিজ একটা লাইক দেন।
সরি সরি পেজের বদলে আমার আইডি লিংক দিয়ে ফেলছি। এইখানে ফলো দেবার দরকার নাই
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৬
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা, জটিল লিখছেন অনেকে মনে হয় আসলেই এমন চেষ্টায় আছে
এই পোষ্ট পড়ে (আসলে কমেন্ট থেকে) একটা নতুন জিনিস জানলাম, ফেসবুকে শেয়ার সংখ্যা দেখা যায়! জানাই ছিল না! আমার পোষ্টগুলোও দেখি এভারেজে ১০/১২ টা করে শেয়ার করা আছে, অনেক চেষ্টা করেও জানতে পারলাম না কারা সেই নিভৃতচারী শুভাকাঙ্খী আমার!
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৪
নোমান নমি বলেছেন: হা হাহা ফেসবুক শেয়ার কারা করছেদেখা যায়না। আর আমার ধারণা শেয়ারের যে সংখ্যা দেখায় তাতে মস্ত বড় গলদ আছে।এই পোষ্ট ১৩৫ শেয়ার দিছে অসম্ভব। এটা সামু ব্লগার ছাড়া অন্য কেউ বুঝবেও না
২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহা! বেশ মজা পেলাম! স্যাট্যায়ার পোষ্ট নাকি রে মুমিন
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৫
নোমান নমি বলেছেন: হু
২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০
বাঙলি বলেছেন: অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৬
নোমান নমি বলেছেন: একদম পায়ের ঘাম মাথায় তোলা শ্রমিক।
২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৭
ক্লান্ত কালবৈশাখি বলেছেন: আর যদি কিছুতেই কিছু না হয়, তাহলে যাস্ট নোমান ভাইকে একটা শেয়ার দিয়ে দিতে বলবেন। এক শেয়ারেই ১*২০০ = ২০০ হিট নিশ্চিত!
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৬
নোমান নমি বলেছেন:
২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: হিট করে গেলাম
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৮
নোমান নমি বলেছেন: ধন্যবাদ। আপনার একটি হিট আমাকে নিয়ে যাবে কাঙ্খিত লক্ষে
৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৮:১৪
পটল বলেছেন: ঘটনা সত্য।
ননে, হটি নেন একখান
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৮
নোমান নমি বলেছেন: ধন্যবাদ। গৃহীত হইলো
৩১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: হাহাহাহাহাহাহ ! মজা পেলাম !
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৯
নোমান নমি বলেছেন: ধন্যবাদ।
৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৯
নীল কষ্ট বলেছেন: ইহাই ব্লগ
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১০
নোমান নমি বলেছেন: হু ইহাই হিট
৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আফসোস !!! আর আফসোস !!!
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১০
নোমান নমি বলেছেন: হিটনাই বলে আফসোস করার কিছু নাই, পোষ্ট অনুযায়ী কাজে লেগে যাও :p
৩৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একম একটা আইডিয়া আমারও মাথায় ছিল আপনি যে কী ভাবে তা টের পেলেন বুঝতে পারছিনা।
তথ্য প্রযুক্তি আইনে আপনার বিরুদ্ধে আমি মামলা করুম। উকিল রেডি। বটতলার উকিল।
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৩
নোমান নমি বলেছেন: মামলা করেন। মামলা করে একটা পোষ্ট, আমি মামলা খেয়েএকটা দিমু।হিটআর হিট
৩৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৪
নোমান নমি বলেছেন: বাটনটা অনেক সুইট।চেপে ধরে থাকলে কাজে দেয়
৩৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২
টুম্পা মনি বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৭
নোমান নমি বলেছেন:
৩৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৮
গুডুবয় রুমন বলেছেন: আপনিও এটার মাধ্যমে একটা চান্স নিয়া ফেললেন আরকি!!!
যাই হোক ভালা লিখছেন।
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৯
নোমান নমি বলেছেন: চান্স মানে পুরাই চান্স, চান্স পাইলে মানুষ ধ্যানও ভাঙ্গরে মমিন :p
৩৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৯
আল ইফরান বলেছেন: হাসতে হাসতে নাই হইয়া গেলাম।
গত কয়েক বছর ধইরা এই জিনিস দেইখা আসতেছি।
ভালো লিখছেন আর সাথে সাথে ভালো হিট কামানোর ব্যবস্থাও করে ফেলছেন
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২০
নোমান নমি বলেছেন: ধন্যবাদ দুইভাবে বুঝার জন্য
৩৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৭
হাছুইন্যা বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২২
নোমান নমি বলেছেন:
৪০| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: শিখে গেলাম।
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৩
নোমান নমি বলেছেন: কাজে লাগান
৪১| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৫
নোমান নমি বলেছেন:
৪২| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: যে গরম শুরু হইসে, তার মধ্যে আবার ব্লগে ঢুকেও দেখি হিটের কাহিনী! কই যাই! সব কী এসি রুমে বইসা ব্লগিং করে নাকি?! এত হিট দিয়া তো একটা ডিমও পুস করে নাস্তা হয় না, তো করুম কী এই গরম দিয়া!
পোস্ট পড়ে হাস্তে হাস্তে মফিজ হৈ গেসি ভাই!এত হিটে নিজেই হিট, মনে হচ্ছে জামা কাপড় যা আছে সব খুইলা ফেলি, কিন্তু এই মুহুর্তে অফিসে তো, বিষয়টা খ্রাপ দেখায়, কী কন? ( ভালো কিছু কইবেন না জানি)
হিট পাবার কিন্তু আরেকটা সহজ উপায় আছে, একখানা হিটার কিনে তার উপ্রে পৃষ্ঠ উপস্থাপন করে ব্লগিং শুরু করুন, হিটে লাল হৈ যাবেন!
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৬
নোমান নমি বলেছেন: হিট পুষ্ট দিবার পর বৃষ্টি নামছে।আজকে মাশাল্লাহ এখানে হিট কম। আরামসে ঘুমামু।
৪৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা, মজা পেলাম।
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৭
নোমান নমি বলেছেন: ধন্যবাদ শঙ্কু
৪৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭
নিওফাইটের রাজ্যে বলেছেন: চ্রম
০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৬
নোমান নমি বলেছেন: ইয়াল্লাহ কত্তবড় পিলাস
৪৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৩
আবু শাকিল বলেছেন: মডু আমার লেখাই প্রকাশ করে আবার হিট !
এম্নে ই যায় না আবার তেনে প্যাঁচাই ইয়া...
১০ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৫
নোমান নমি বলেছেন: হা হা হা
৪৬| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
সায়েম মুন বলেছেন: আপুমনির ফন্টের প্রশংসা শুর করবো কিনা ভাবছি।
১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:২২
নোমান নমি বলেছেন: করে ফেলেন।দ্রুত। শুভ কাজে দেরী করতেনাই
৪৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:২২
ইমিনা বলেছেন: হা হা হা ...
অসাধারন এই লেখাটি পড়বো পড়বো বলে এতো দিন পড়া হয় নি।
কি যে অসাধারন লিখা এটা তা নিজের মুগ্ধতা দেখেই বুঝতে পেরেছি।
হা হা হা ... দারুন লিখেছেন
নববর্ষের শুভেচ্ছা ।।
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:১১
নোমান নমি বলেছেন: কী বলছেন এসব!
স্যাটায়ার চলবে না।
শুভ নববর্ষ
৪৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪১
আজাইরা পঁ্যাচাল বলেছেন: আমি একবারেই নতুন ব্লগ এ। আপনার পোস্টটা কাজে দিবে।
ধন্যবাদ
২৪ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৫
নোমান নমি বলেছেন:
৪৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৪
সাধারন এক মেয়ে বলেছেন: হা হা হা
খুবি মজার পোস্ট। সত্য কথার রম্য উপস্থাপন ভালা পাই।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
৫০| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ভীষণ মজার পোস্ট।
সামুতে আছি প্রায় ৮ বছর হতে চলেছে। কখনো অবশ্য হিট ব্লগার হওয়ার ইচ্ছে ছিলোনা, আজো নেই। লিখালিখিটা নিজের ইচ্ছেতেই করি। কেউ পড়ুক বা না পড়ুক। নিজের ভাবনার দুয়ার খুলে দিতেইতো লিখা।
লিখার জন্য ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৩
নোমান নমি বলেছেন: তাহলেতো আপনার জন্য এই পোষ্ট না। যারা লেখালেখিকে শ্রদ্ধা করে তারা এই পোষ্টের আওতামুক্ত, আসলে একটু রাগ আছে। সামুরই কোন এক ব্লগারকে আমি ফেসবুকে পোষ্ট হিট হবার তরিকা শেখাতে দেখেছিলাম। ব্যাপারটা দৃষ্টিকটু লেগেছে। একজন ব্লগার যখন নতুন এসে সে লেখা দেখবে সে লেখার আগে হিটের কথা চিন্তা করবে। এজন্যই এই পোষ্ট দেয়া।
ভালো থাকবেন ভাই
৫১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৪
নোমান নমি বলেছেন:
৫২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যত হিট, তত হট !!
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৪
নোমান নমি বলেছেন: হা হা হা হা
৫৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৩
নোমান নমি বলেছেন:
৫৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৮
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: হা হা হা, ব্যাফুক পোস্ট
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০
নোমান নমি বলেছেন:
৫৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬
আকিব আরিয়ান বলেছেন: এ রকম লেখা রবীন্দ্র পরবর্তী যুগে দেখাই যাই না, আপনি কাজী নজরুলরেও পেছনে ফালায়া দিছেন এই পোস্ট দিয়া, হাহাহা, পোস্ট হিট হয়ে যাবে
২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩
নোমান নমি বলেছেন: কাজী নজরুল, রবীন্দ্রনাথ কে? উনাদের ব্লগে আইডি আছে? না থাকলে আমার সাথে তুলনা ক্যামনে হয় মিয়া?
৫৬| ১০ ই মে, ২০১৪ রাত ১:৫০
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রাপ্তি গল্পটাতে কমেন্ট করলাম, উধাও হয়ে গেল!
১২ ই মে, ২০১৪ রাত ১:৫৮
নোমান নমি বলেছেন: গল্পটাতে কিছু জিনিস কমতি আছে বোধহয়। এটা ভেবেই ড্রাফট করে নিলাম। ঠিকঠাক করতে পারলে দিবো। দুঃখিত ভাই
৫৭| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:৪১
শফিউল শামু বলেছেন: পুরাটা পড়লাম! শেষে আইসা বোকা হইলাম। :-)
১৩ ই মে, ২০১৪ রাত ১১:৪৫
নোমান নমি বলেছেন:
৫৮| ১৪ ই মে, ২০১৪ রাত ১:১১
সচেতনহ্যাপী বলেছেন: এতো কমেন্ট!! অনেক পুরানো এবং নামি-দামী সব ব্লগারদের উপস্থিতি দেখছি। মন্তব্যও সব মজার মজার(শুধু ক্যাচাল থেকে বঞ্চিত হলাম বলে কষ্ট পেলাম)। কিছু কিছু অংশ পড়তে যেয়ে নিজের অজান্তেই হেসে ফেলেছি।
নুতন হিসাবে হিটের সংজ্ঞা জানি না। তবে ভাল লাগে কোন লেখা নিয়ে যখন পক্ষে-বিপক্ষে ক্যাচাল লেগে যায়। মাঝখান থেকে বেড়িয়ে আসে সত্যিটা। তবে গালাগাল একেবারে অপন্দনীয়
১৫ ই মে, ২০১৪ ভোর ৫:১৮
নোমান নমি বলেছেন: ব্লগে নতুন আসলে ক্যাচালের মূল ব্যাপারটি ধরতে পারবেন না। এজন্য আপনাকে পুরাতন বিখ্যাত বিখ্যাত ক্যাচাল পড়তে হবে। পড়লেও তখন যা হয়েছিলো তা টের পাবেন না। ক্যাচাল ব্লগের প্রধান একটি অংশ।
৫৯| ২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:৩২
টিকিটাম বলেছেন: আমি একেবারে নতুন- পুরানোদেরকে নিয়ে গালাগালি করার রেজাল্ট মডু টের পাচ্ছে।
উল্টো আবার পুরানোরা "Under- no Treatment"!!!
২৪ শে মে, ২০১৪ রাত ৮:৩২
নোমান নমি বলেছেন: হুম
৬০| ২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৫
চড়ুই বলেছেন: লিখা ভালো কিন্ত ব্লগ এ লিখালিখি তেও যদি এত সাবধানতা অবলম্বন করতে হই মানে যেহেতু বাংলাদেশ সেহেতু সব খানে দাদাগিরি তাইলে আর লেইখা কি লাভ?
২৪ শে মে, ২০১৪ রাত ৮:৩৫
নোমান নমি বলেছেন: সেইটাই কথা সব বাদ দিতে হইবো
৬১| ২৪ শে মে, ২০১৪ রাত ১০:০৮
তাসমিয়া আফরোজ তৃষা বলেছেন: হা হা হা হা!অবশ্যই চেষ্টা করে দেখব!!হি হি হি হি।
২৬ শে মে, ২০১৪ রাত ১১:০৫
নোমান নমি বলেছেন: হ্যাপি ব্লগিং
৬২| ২৫ শে মে, ২০১৪ রাত ১:২৯
আমি তুমি আমরা বলেছেন: হা হা ভাল বলেছেন
২৬ শে মে, ২০১৪ রাত ১১:০৬
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
৬৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
দ্য ইলিউশনিস্ট বলেছেন: হাহাহাহা... চরম মজা পাইসি
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭
নোমান নমি বলেছেন:
৬৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা। বাকিগুলার ব্যাপারে আগেই জানতাম। লাস্টেরটাও যে কাজ করে আপনার পোষ্টের হিট দেখেই বুঝতে পারছি।
৬৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৬
আরণ্যক রাখাল বলেছেন:
৬৬| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৬
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৫
নীল ভোমরা বলেছেন: ';'তাহলে হিটের সাথে সাথে চোদনও খেয়ে যাবেন।''