নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাসাফাদ্দৌজা নোমান

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি।

নোমান নমি

এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza

নোমান নমি › বিস্তারিত পোস্টঃ

সে মন্ত্রী সাহেবের ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করেনি!

১১ ই জুন, ২০১৪ রাত ৯:০৪

রাস্তায় হাঁটছিলাম রাত দু’টার সময়। একটা সিএনজি এসে সামনে দাড়ালো। একজন মোটা মতন পুলিশ হুঙ্কারের সাথে জিজ্ঞেস করলেন “আপনি কী ফেসবুকের হাঁটা বাবা?

-জ্বি মহাশয় আমি হাঁটা বাবা। প্রোফাইল পিকচারটা ডিএসএলআর দিয়ে তোলা। কার্টেসি বসা বাবা!

-আপনার চোখ লাল কেন? কি খেয়েছেন?

-পৃথিবীতে চোখ লাল হবার আরও কারণ আছে। একলা মানুষ, আপনাদের মতো তো আমার কেউ নেই। রাত গভীর হচ্ছে, ভরা যৌবন। বয়সটাও তো খারাপ। কাউকে না পেয়ে যৌবন চোখে এসে লাল হয়ে গেছে!

-যৌবন চোখে আসলে চোখ লাল হয়?

-হয়, এই সম্পর্কে কবি নির্মলেন্দু গুণ বলেছেন “তোমার চোখটা এত লাল কেন?

-চুপ করেন. আপনার বিরুদ্ধে কড়া অভিযোগ আছে। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে -অবশ্যই যাবো, বলেছেন যখন যাবো না কেন? নিমন্ত্রন রক্ষা না করার মত অমানুষ আমি নই।



ওরা আমার ওঠার অপেক্ষা করলো না। চ্যাংদোলা করে সিএনজিতে তুলে ফেলল। দুপাশে দুজন পুলিশ মাঝখানে আমি। নিজিকে ভিআইপি মনে হচ্ছে। দুই পুলিশের নাকে হাত। একটা বিদঘূটে গন্ধ। সিএনজি ড্রাইভারের নাকে হাত নেই। তাকে জিজ্ঞেস করলাম –

-মামা গন্ধ পাও না?

-পাইতো

-নাকে হাত নাই কেন? দেখ না মহাশয়রা নাকে হাত দিছেন।

-নাকে হাত দিলে আপ্নে চালাইবেন গাড়ী? আর গোসল করেন না কয়দিন?

ওহো গোসল করা হয়নি গত কিছুদিন। এতক্ষন গন্ধটা বিদঘুটে লাগছিলো। এইমাত্র মনে হলে- বাহ!



মাথার উপরে একটা বাল্ব। সামনে বসে আছেন ওসি পার্থ। উনি কি বলবেন গুছিয়ে নিচ্ছেন। আমার অত অপেক্ষা করার সময় নেই।

-পার্থ সাহেব কি বলবেন বলুন? বাসায় গিয়ে গোসল করতে হবে। ভয় পাবেন না, আপনি সেফ।

পার্থ সাহেব হতচকিত হয়ে গেলেন। চোখ যেন বেরিয়ে আসছে কপাল দিয়ে।

-আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে।

-আমার জানামতে আমি খুন হত্যা, গুম, রাহাজানি, ধর্ষন কোন কিছুই করিনি

-আপনি মন্ত্রী সাহেবের ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করেননি।

-শীট মন্ত্রী সাহেব? ঐ যে ফেসবুক মন্ত্রী? উচিত হয়নি, অনুচিত হয়েছে, আমার খুব খারাপ লাগছে ওসি সাহেব, নিজেকে নিজে ব্লক করে দিতে ইচ্ছা হচ্ছে।

-আপনি কি জানেন আপনি বেশী কথা বলেন?

-না জানিনা, একজন রাঁধুনী কখনই নিজের রান্নার টেষ্ট নির্ধারণ করতে পারে না, একজন লেখক কখনও নিজের লেখা কেমন সেটা যাচাই করতে পারেনা। তাই আমি যে বেশী কথা বলি এটাও আমি বুঝতে পারি না।



আমাকে একটা ল্যাপটপ এনে দেয়া হল। ভন্ডামির কিছু নতুন টেকনিক পেয়েছি। আপাতত আমি হিমু স্টাইল ফলো করে নিজেকে আধুনিক হিমু বলে প্রতিষ্ঠাও করে ফেলেছি। এক্ষেত্রে খুব একটা বেগ পেতে হয়নি। হুমায়ূন আহমেদের প্রতি আবেগে মানুষ আমাকে ইশ্বরের পাঠানো বিশেষ হিমু হিসাবে ভেবে ফেলেছে। আপাতত সেটা মন্ত্রী পর্যায়ে চলে গেছে দেখে অবাক হলাম।

-আপনি হাডেন কেন?

-কারণ আমি হাঁটা বাবা, হাঁটা বাবারা দৌড়াতে পারে না। দৌড়ালে পিছনে হাঁটতে থাকা মানুষগুলোও দৌড়াবে। দৃশ্যটা দেখতে বিশ্রী। দেখলে মনে হয় আমি কারো গলা থেকে গয়না চুরি করে দৌড়াচ্ছি আর আমাকে ধাওয়া করছে এলাকাবাসী।

-আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। আপনি ফেসবুকে আঠারো বয়সি এক বালিকাকে “মা” বলে সম্বোধন করেছেন।

অনেক্ষন ভেবে মনে করলাম মাস খানেক আগে এক মধ্যরাতে এক নারী ফেসবুকে নক দিলো “hi hata baba”

বললাম “জ্বি মা”

ওমা এতেই রেগে গেলো। তার নাকি মা হবার বয়স হয়নি। আজব মেয়ে। মা হবার বয়স না হলে ফেসবুক আইডি খুলেছে কিভাবে কে জানে! পুলিশকে এ তথ্য জানানো দরকার “দেখেন পার্থ সাহেব, মেয়েটাকে আমি বলেছি জ্বি মা, এতে সে রেগে গিয়ে জানালো তার মা হবার বয়স হয়নি। অথচ আমি জানি ফেসবুকে আঠারো বছরের আগে কেউ একাউন্ট খুলতে পারে না। যদি তার মা হবার বয়স না হয় তবে সে জালিয়াতি করে ফেসবুক একাউন্ট খুলেছে। এটা তদন্ত হওয়া দরকার। আপনি তদন্ত শুরু করেন আমি স্ট্যাটাস দিই এ বিষয়ে”

এবার ওসি পার্থ রেগে গেলেন। আমি বোধহয় সফলতার দিকে এগিয়ে যাচ্ছি “শোনেন হাঁটা বাবা না চাটা বাবা. ওই মেয়ে সে মন্ত্রীর মেয়ে। মন্ত্রী সাহেবের ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করেন নাই কিন্তু তার মেয়েকে নিজেই ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠিয়েছেন।

-দেখুন ওসি সাহেব, আমি গে না!! স্বাভাবিক।

এবার পার্থ চূড়ান্ত রেগে “তুই মন্ত্রীর ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করিস নাই ক্যান?

পার্থর কন্ঠ শুনে আবেগী হয়ে গেলাম। মনে হলো আমার বন্ধু আমার সাথে কথা বলছে। আমিও উত্তর দিলাম “দ্যাখ পার্থ তুই ভুল বুঝতেছিস। আমার আসলে ৫ হাজার ফ্রেন্ড হয়ে গেছে”

-এসব কি বলছেন?

বেচারা রেগে গেছে কিন্তু কিচ্ছু করতে পারছেনা। মন্ত্রী সাহেব তাকে দায়িত্ব দিয়েছেন তার ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করবার জন্য, মেরে ফেলবার জন্য না। অতএব পার্থ বেচারা মুখু বুজে সহ্য করছে। মুশকিল বিদায় দিতে পারলাম না। আমাকে লগইন করতে হলো। এখন একজন ফ্রেন্ড ডিলিট করতে হবে, নইলে মন্ত্রী সাহেবকে এড করা পসিবল না। ভাবলাম নিজেকে নিজেই আনফ্রেন্ড করে দিই। কিন্তু নিজের বন্ধু তালিকায় নিজেকে দেখতে না পেয়ে রাগে দুঃখে ক্ষোভে একজনকে ডিলিট করেই দিলাম। এখন সেই মহেন্দ্রক্ষন। ওসি পার্থ হাসিহাসি মুখে মন্ত্রী সাহেবের সাথে কথা বলছেন। মন্ত্রী সাহেব এক্ষুনি ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাচ্ছেন।



মিনিট খানেক পর পার্থর ফোন বেজে উঠলো। সে জ্বি স্যার ইয়েস স্যার বলতে বলতে অস্থির। ফোন রেখেই “হাডা বাবা, হাডা বাবা স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। একসেপ্ট করেন দ্রুত”। লোকটা হাঁটা বাবা উচ্চারণ করতে পারে না। উচ্চারণ করে হাডা বাবা। ভাগ্যিস শব্দটা হাঁটা, হেঁটা না! মান ইজ্জত একদম হেঁটায় ঢুকে যেতো। যাকগে দুইটি ফ্রেন্ড রিকোয়েষ্ট এসেছে। প্রথমজন মন্ত্রী মহোদয়। দ্বিতীয়জন শামীম ওসমান!



ওসি পার্থ খুব চিন্তিত। প্রথম কথা হচ্ছে আমার ফ্রেন্ডলিষ্ট থেকে আর কোন ফ্রেন্ডকে ডিলিট করা যাচ্ছে না। তাই সে সিদ্ধান্ত নিতে পারেনি কার ফ্রেন্ড রিকোয়েষ্ট আমি একসেপ্ট করবো। দুই বধু এক স্বামীর অবস্থা হয়েছে। দুই বন্ধু একটা জায়গা।মন্ত্রী সাহেব ফোনের পর ফোন দিচ্ছেন। এ সমস্যার কথা সংসদীয় উপ-কমিটিতে চলে গিয়েছে। তথ্য মন্ত্রনালয় বিকালে মিটিং ডেকেছে। আশা করা যাচ্ছে রাতের মধ্যে জানা যাবে কার ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করবো। ইতোমধ্যে টিভি চ্যানেলগুলো এসএম এর মাধ্যমে জনমত নিচ্ছেন কাকে ফ্রেন্ডলিষ্টে এড করলে ভালো হয়।

“পার্থ ভাই পার্থ ভাই” ওসি সাহেবকে ডাকলাম।

-বলুন

-শামীম ওসমানকে রেখে আমি কিছুতেই মন্ত্রী সাহেবের ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করতে পারবো না।

-কেন? কেন?

-কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি শামীম ওসমান পরিবারের সাথে আছেন। প্রধানমন্ত্রী হলেন দেশনেত্রী। তিনি সাথে আছেন মানে ষোলকোটি জনতা সাথে আছে। আমি রাজাকার নাকি যে ষোলকোটি মানুষের বাইরে যাবো!

জয় বাংলা বলে শামীম ওসমানের ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করে একজন নিপীড়িত, শোষিত অসহায় মানুষকে বন্ধু বানিয়ে নিজেকে প্রধানমন্ত্রীর মত মহান বানিয়ে ফেললাম। কেবল মহান নয় শামীম ওসমানের পরিবারের সাথে থেকে আমি এখন সবচে নিরাপদ। নিজের নিরাপত্তার খাতিরে সবার উচিত শামীম ওসমানের পরিবারের সাথে থাকা। আপনারা সবাই নিজ নিজ পরিবার ছেড়ে শামীম ওসমানের পরিবারের সাথে থাকুন। কোন শালায় কিছু বললেই, শামীম ওসমান দেইখা নিবে বইলা দিলাম!

মন্তব্য ৫৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:১২

পোয়েট ট্রি বলেছেন: বাহ! দারুন...

১১ ই জুন, ২০১৪ রাত ৯:১৮

নোমান নমি বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:১৫

চড়ুই বলেছেন: রুপক গল্প ভালো লাগলো । তবে ১ টা কথা হাঁটা বাবা এমন কে যে তার জন্য মন্ত্রী পাগল।

১১ ই জুন, ২০১৪ রাত ৯:২০

নোমান নমি বলেছেন: হাঁটা বাবা একজন ভন্ড। মোহাম্মদপুরে তার অস্তিত্ব দেখা যায়। তিনি কিছুদিন আগে মারা গেছে। লেখায় ভন্ডামির ব্যাপারটা সামান্য আছে।

৩| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:১৫

saamok বলেছেন: প্রথম দু-তিন লাইন খুব ভালো লেগেছে। তারপর ভাললাগাটা আরএকটু কমেছে। এর পর আর শেষ করতে পারিনি।

তবে লেখার ধাচ সুন্দর। ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৪ রাত ৯:২০

নোমান নমি বলেছেন: হুম হতে পারে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৪| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওএমজি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


খাইছে। কি নিদারুন গপ্প লিখছেন। ঐ মন্ত্রীর গ্যাং আইলো বইলা ;)


দূর যা খিয়ালই ছেল না.....শামীম ওসমান আছে না... :-/ :-/

১১ ই জুন, ২০১৪ রাত ৯:২১

নোমান নমি বলেছেন: আমিও শামীম ওসমানের সাথে আছি, :) কে কি করবে দেখুমনি :p

৫| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:৩৫

নীল জানালা বলেছেন: হাঁটা বাবাতো ঠিকাসে.... কিন্তু আম্রিকান এম্বেছিতো পেরধান মন্তিরির কথা হেঁটা দিয়াও পুঁছলোনা। নাকি ডরাইসে...আবার আম্রিকা গিয়া বারেক মামুরে গুম ছুম কৈরা ফালায় নাকি.... ক্যামতে কি???

১১ ই জুন, ২০১৪ রাত ১১:৩২

নোমান নমি বলেছেন: আমি তার কিচ্ছু জানিনা :/

৬| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:৪২

আম্মানসুরা বলেছেন: :D :D :D

১১ ই জুন, ২০১৪ রাত ১১:৩২

নোমান নমি বলেছেন: :)

৭| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:৫৬

তওসীফ সাদাত বলেছেন:


আপনার নিজস্ব ধাঁচ টা হুমায়ুন আহমেদের লেখার ধাঁচের সাথে গুলিয়ে গিয়েছে !!

১১ ই জুন, ২০১৪ রাত ১১:৩৪

নোমান নমি বলেছেন: বলতে পারেন ইচ্ছাকৃত।স্যাটায়ারটাতে হিমু ফ্লেভারও দেয়ারে চেষ্টা হয়েছে ইচ্ছাকৃত। কিছু লাইন একদম সচেতনভাবে হুমায়ূনকে ফলো করা হয়েছে। কিছু নিজের ধাঁচে লিখেছি।

৮| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪০

একজন ঘূণপোকা বলেছেন: অনেক দিন পরে পোস্ট দিলেন।


গপ ভালা লাগছে মিয়া ভাই :)

১২ ই জুন, ২০১৪ রাত ১২:০৪

নোমান নমি বলেছেন: ধন্যবাদ :)

৯| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: সঠিক সিদ্ধান্ত শামীম ওসমানের ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট মানেই ১৬ কোটি মানুষের সাথে থাকা। শামীম ওসমানের মত নিরীহ , নিপীড়িত মানুষের জন্য একটু ভালো কিছু করলে অলি আউলিয়ারাও খুশি হবে। =p~ =p~ =p~

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৩৯

নোমান নমি বলেছেন: :D

১০| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:৩৩

মিজভী বাপ্পা বলেছেন: অসাধারণ B-)) B-)) B-)) B-))

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৪১

নোমান নমি বলেছেন: ধন্যবাদ :)

১১| ১২ ই জুন, ২০১৪ রাত ১:২০

সাদরিল বলেছেন: শুরুটা হয়েছিলো হূমায়ুন আহমেদের হুমুর স্টাইলে। ভালো লাগলেও মনে হচ্ছিলো লেখক নোমান ভাইকে মিস করছি। কিন্তু শেষ হলো টিপিকাল নোমান নমির স্টাইলে। দ্বীতিয় প্যারার গন্ধ নিয়ে ঘটনাটা ভালো ছিলো, মাঝখানে হুমায়ুন আহমেদকে নিয়ে কথাগুলো বলে যেন ইঙ্গিত দিলেন প্রথম অংশটুকু কেন ওরকম করে লেখা হয়েছে, আর দুর্দান্ত ফিনিশিং দিয়ে বুঝিয়ে দিলেন, আপনি যেকোন সময় যেকারো রূপ ধারন করতে পারেন।

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৪৩

নোমান নমি বলেছেন: হাঁটা বাবা নাম দিয়েছি হিমুর টাইপ একজনকে নিয়ে লিখবো বলে।হিমুর হলুদ হিমু কালো র‍্যাবে কিছু ঘটনার সাথে মিল পাবেন। স্যাটায়ারটা ওই ষ্টাইলেই করতে চেয়েছি। পরে মনে হল ভুল বুঝতে পারে তাই শেষের দিকে ব্যাখ্যা দিয়ে দিলাম।
ধন্যবাদ খেয়াল করবার জন্য :)

১২| ১২ ই জুন, ২০১৪ ভোর ৬:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, অনেক মজা পেলাম ভাই :)
অওসাম!

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৪৫

নোমান নমি বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৩| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক মজার ভাই :)

ভালো লাগলো

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৪৬

নোমান নমি বলেছেন: ধন্যবাদ :)

১৪| ১২ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৬

আরিফ রুবেল বলেছেন: মন্ত্রী কি পূর্ণ মন্ত্রী আছিল না প্রতিমন্ত্রী ?

শামিম ওসমানের ফ্রেন্ড রিক্যুয়েস্ট এক্সেপ্ট করাটা যথার্থ হয়েছে, সময়োচিত সিদ্ধান্ত। মন্ত্রী-প্রতিমন্ত্রীর হ্যাডম কি আর শামীম ওসমানের তে বেশি নাকি !

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৪৯

নোমান নমি বলেছেন: অবশ্যই হাঁটা বস লুক :)

১৫| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪১

আমি স্বর্নলতা বলেছেন: গপটা ভীষণ ভালো লেগেছে। :)


চমৎকার লিখেন আপনি।

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৫১

নোমান নমি বলেছেন: ধন্যবাদ :)

১৬| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩২

হাসান মাহবুব বলেছেন: পুরাটা পড়ি নাই। হুআ প্রভাব প্রবল।

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৫৪

নোমান নমি বলেছেন: হামা ভাই ইচ্ছাকৃত হুমায়ূন প্রভাব আনা হয়েছে।পুরোটা যদি পড়তেন। শেষের দিকে ব্যাখ্যা দেবার চেষ্টা করছি :)

১৭| ১২ ই জুন, ২০১৪ রাত ১১:০২

নীরবপাঠক বলেছেন: এবার পার্থ চূড়ান্ত রেগে “তুই মন্ত্রীর ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করিস নাই ক্যান?
পার্থর কন্ঠ শুনে আবেগী হয়ে গেলাম। মনে হলো আমার বন্ধু আমার সাথে কথা বলছে। আমিও উত্তর দিলাম “দ্যাখ পার্থ তুই ভুল বুঝতেছিস। আমার আসলে ৫ হাজার ফ্রেন্ড হয়ে গেছে”

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৫৬

নোমান নমি বলেছেন: :D

১৮| ১২ ই জুন, ২০১৪ রাত ১১:৫৬

বোকামানুষ বলেছেন: এফবি নিয়ে যে ভবিষ্যতে আর কত কিছু হবে :-/

রুপক গল্প ভাল লেগেছে B-)

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৫৭

নোমান নমি বলেছেন: হবার জিনিসে তো হবেই ভাই :)

১৯| ১৩ ই জুন, ২০১৪ রাত ৩:৫০

বাংলাদেশী দালাল বলেছেন: গল্প ভাল হয়েছে।


আরিফ রুবেল বলেছেন: মন্ত্রী কি পূর্ণ মন্ত্রী আছিল না প্রতিমন্ত্রী ?

শামিম ওসমানের ফ্রেন্ড রিক্যুয়েস্ট এক্সেপ্ট করাটা যথার্থ হয়েছে, সময়োচিত সিদ্ধান্ত। মন্ত্রী-প্রতিমন্ত্রীর হ্যাডম কি আর শামীম ওসমানের তে বেশি নাকি !

সহমত

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৫৭

নোমান নমি বলেছেন: ধন্যবাদ :)

২০| ১৪ ই জুন, ২০১৪ রাত ১২:০৩

খাটাস বলেছেন: হাহাহা হুমায়ন সাহেবের টেস্টে অদ্ভুত মজার স্যাটায়ার লিখে ফেলেছেন। অবশ্যই প্লাস দিয়ে নিরাপদ বোধ করছি ;) :)
ভাল থাকুন সদা :)

১৪ ই জুন, ২০১৪ রাত ১:২৩

নোমান নমি বলেছেন: হা হা হা ধন্যবাদ :)

২১| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৭

মহামহোপাধ্যায় বলেছেন: মজা পাইলাম =p~ =p~ =p~

২১ শে জুন, ২০১৪ রাত ৩:৪৪

নোমান নমি বলেছেন: :D

২২| ২৫ শে জুন, ২০১৪ রাত ৩:০৫

নাহিদ রুদ্রনীল বলেছেন: যথারীতি আবারো ভাল লাগলো।

২৫ শে জুন, ২০১৪ ভোর ৫:৪৩

নোমান নমি বলেছেন: ধন্যবাদ রুদ্রনীল

২৩| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৪

আজাইরা পঁ্যাচাল বলেছেন: লোকটা হাঁটা বাবা উচ্চারণ করতে পারে না। উচ্চারণ করে হাডা বাবা। ভাগ্যিস শব্দটা হাঁটা, হেঁটা না! মান ইজ্জত একদম হেঁটায় ঢুকে যেতো :p
মাথা নষ্ট ভাই। অসম্ভব ভালো লেগেছে :D

১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৫৫

নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৪| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩১

পয়গম্বর বলেছেন: পুরাই হাউকাউ অবস্থা! দারুণ লাগলো!

১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৫৬

নোমান নমি বলেছেন: থ্যাংকস :)

২৫| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১০

মাহির মুনিম বলেছেন: চমৎকার লাগলো ।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৬

নোমান নমি বলেছেন: অনেক থ্যাংকস :)

২৬| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: স্যাটায়ার খাসা হইসে...! তালিয়া ... ;)

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮

নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৭| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫

ভিটামিন সি বলেছেন: মুনতিরি ডা কেডা? শাজাহান না ইনু?? জাতি জানবার আগ্রহ প্রকাশ করছে।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:২৭

নোমান নমি বলেছেন: বলা যাইবো না, ঝামেলা আছে

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০২

তাশমিন নূর বলেছেন: ডারুন! আমিও দারুন উচ্চারণ করতে পারি না। B-))

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২২

নোমান নমি বলেছেন: হা হা হা

২৯| ১২ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:২৯

রাফা বলেছেন: হাডা বাবার তরিকতে ডিএ্যাক্টিভেট করলেইতো সব ঝামেলা শেষ।কাউরেই এক্সেপ্ট করতে হইবোনা।রুপক গল্প ভালোই হয়েছে।

১৩ ই মে, ২০১৫ দুপুর ১:০৪

নোমান নমি বলেছেন: থ্যাংকস :)

৩০| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: পড়তে ভালোই লাগছিলো। ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.