![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza
১. তাদের দাবি মেসি ক্লাবের হয়ে ভালো খেলে দলের হয়ে পারে না। জাতীয় দলের হয়ে মেসির চেয়ে যদুমধু রামসাম ভালো খেলে। তারা চ্যালেঞ্জ ছুড়ে দেন মেসিকে “পারলে জাতীয় দলের হয়ে গোল করে দেখাক”। মেসি পরপর দু ম্যাচে গোল করে দেখিয়েছেন। এখন তারা দাবি করেন আর্জেন্টিনা মেসি ছাড়া অচল!!!
২. তারা বলেছে “বিশ্বকাপে মেসি গোল করে দেখাক”
মেসি দেখালো।
তারা বলেছে “ছোট দলের হয়ে গোল করে কি লাভ? বড় দলের হয়ে গোল করে প্রমাণ করুক সে সেরা”
৩. আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিল-মেক্সিকো ম্যাচে মেক্সিকোর গোল কিপারের প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছে। এতে ব্রাজিলের সমর্থকদের দাবি আর্জেন্টিনার সমর্থকরা মেক্সিকো সমর্থন করেছে। আর্জেন্টিনা-ইরান ম্যাচে আর্জেন্টিনার সমর্থকরা ইরানের ডিফেন্সের প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছে। এতে ব্রাজিলের সমর্থকদের দাবি “গোল করতে না পারলে ডিফেন্স শক্ত”
ক্যামনে ম্যান?
৪. ইরানের সাথে জিতবার পর আর্জেন্টিনার সমর্থকরা যখন খুশী হয়ে ফেসবুকে স্ট্যাটাস মারছিলো তখন তারা এসে বলেছে “ইরানের মত এমন ফালতু টিমের সাথে জেতার পর খুশী হবার কি আছে?
আমরা অবাক হয়ে গেলাম। পুরো ম্যাচে ইরানকে তাদের সাপোর্ট দেয়া দেখে ভেবেই নিয়েছিলাম ইরান টিমটা অনেক ভালো। নইলে ব্রাজিলের সমর্থকরা কেন সাপোর্ট করবে! হুদাই তারা আমাদের ভুল তথ্য দিলো।
৫. ব্রাজিলের সমর্থকরা মনে প্রাণে বিশ্বাস করেন নেইমার দারুণ একজন খেলোয়াড় এবং মেসিকে অবশ্য নিজেকে প্রমাণ করার অনেক কিছুই বাকি আছে। এদিকে নেইমার মেসির ভক্ত! এ নিয়ে তাদের মন্তব্য “ওটা ব্যাক্তিগত চয়েজ”
৬. ব্রাজিল বড় দল, পাঁচবার বিশ্বকাপ জিতেছে। আর্জেন্টিনার সাপোর্টারদের হিংসা থাকবেই। বড়দের প্রতি ছোটদের হিংসা থাকতেই পারে। কিন্তু আর্জেন্টিনা ছোট দল, দুইবার জিতেছে মাত্র। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়নের সমর্থকরা আর্জেন্টিনা বিরোধীতা করে নিজেদের দুই বারের চ্যাম্পিয়নের কাতারে নিয়ে আসে!
উল্লেখিত পোষ্টটি কাল্পনিক। বাস্তব কিংবা ফুটবল খেলার সাথে কোন সম্পর্ক নেই। যদি কেউ সম্পর্ক খুঁজে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন তবে আপনি নিশ্চিত ব্রাজিলের অন্ধ সাপোর্টার। এজন্য লেখক কোন ভাবেই দায়ী থাকবে না।
(পোষ্টের নামটা হামা ভাইর স্ট্যাটাস থেকে মেরে দেয়া)
২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৬
নোমান নমি বলেছেন: হুম শেষ মুহুর্তে গোল না দিলে খবরই ছিলো। তবে আপনাদের হইচই এ আর্জেন্টিনা টিমও ভুলে গিয়েছিলো ইরান দুর্বল টিম
২| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৪
আকিব আরিয়ান বলেছেন: তারপরও ব্রাজিল সেরা
২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৮
নোমান নমি বলেছেন: আমি কিংবা আর্জেন্টিনার কোন সাপোর্টার সে দাবি করে না। ৫ বারের চ্যাম্পিয়নের সাথে দুইবারের চ্যাম্পিয়নের তুলনাটা ব্রাজিলের অন্ধ সমর্থকরাই কেবল করে থাকে
৩| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৬
চড়ুই বলেছেন: আকিব আরিয়ান আপনার কথাই সুপার লাইক।
৪| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৫০
আকিব আরিয়ান বলেছেন: আর্জেন্টাইন সমর্থকদের কাছে নতুন পড়া শক্তি হিসেবে উদ্ভাবিত হয়েছে, বসনিয়া আর ইরান। মুসলিম দেশের সাথে নাস্তিক দেশ কিভাবে পার পায়!! শফি হুজুর ফুউউ দিয়ে দিয়েছেন ওদেরকে, তাই ওরা পরাশক্তি হয়ে গেছে
২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৩
নোমান নমি বলেছেন: আপনার জন্য ৪নম্বর পয়েন্ট প্রযোজ্য
৫| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৯
হাসান মাহবুব বলেছেন:
২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৩
নোমান নমি বলেছেন:
৬| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:০০
হাসান মাহবুব বলেছেন: B#) আমি আবার শিরোনামটা মারসিলাম জাফর ইকবালের কলাম"তোমরা যারা শিবির কর" থেকে
২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৩
নোমান নমি বলেছেন: হ ভাই জানি
৭| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:০১
আকিব আরিয়ান বলেছেন: ধুরররর আর্জেন্টিনা সাপোর্টারদের সাথে কথা বললেই ওরা মেসি মেসি ছাড়া আর কিছুই কইতে জানে না
২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৪
নোমান নমি বলেছেন: এবার আপনার জন্য ১ নম্বর পয়েন্ট প্রযোজ্য :p
৮| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:০২
দখিনা বাতাস বলেছেন: আর্জেন্টিনা সাপোর্টারদের ফালাফালি দেখলে মনে হয় তারা ৬ বার কাপ নিসে। ২বার কাপ নিয়া যা করেন, ব্রাজিলের মত ৫ বার নিলে না যানি কি করতেন আপনারা। ঐ ১৯৮৬ তে একটা ঝলক মাইরা আর দিশা নাই কোন। দাদার আমলে ঘি খাই্য়া নাতি হাত শুইন্গা বেড়ায় অবস্হা
২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৭
নোমান নমি বলেছেন: জ্বি ৬ নম্বর পয়েন্টে এই কথা বলা হয়েছে :p
৯| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৫
স্বপ্নবাজ মানব বলেছেন: ব্রাজিলের মিশন হেক্সা
২২ শে জুন, ২০১৪ রাত ৮:০৯
নোমান নমি বলেছেন: শুভ কামনা
১০| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হামা ভাই বলেছনে, - আমি আবার শিরোনামটা মারসিলাম জাফর ইকবালের কলাম "তোমরা যারা শিবির কর" থেকে
জটিল পোষ্ট! পোষ্টের জন্য ধন্যবাদ।
এখন পর্যন্ত ব্রাজিলিয়ানদের একটাই কথা, আমরা ৫ বার বিশ্বকাপ জিতছি। এই পাঁচ নিয়ে তারা বড় সমস্যায় আছে। যেমন ভাত খাইছেন? হ ভাই, ৫ বার। বাথরুমে গেসেন- হ ভাই, ৫ বার। সে কি ওরস্যালাইন খাইসেন? হ ভাই- ৫ বার। প্রেম করছেন, ৫ বার, বিয়া করছেন ৫ বার। ছ্যাচা খাইছে, ৫ বার। নামাজ পড়ছেন- হ ভাই পাঁচ বার।
ফলাফল, ব্রাজিল সমর্থকগন উচু মানের আস্তিক।
২২ শে জুন, ২০১৪ রাত ৮:০৯
নোমান নমি বলেছেন:
১১| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৭
নাসা’র মা বলেছেন: এই পোস্ট পড়ে ম্যালাকাল পরে ব্লগে লগইন না করে আর থাকতে পারলাম না।
সবগুলো কথাই কাল্পনিক, কিন্তু কি খাঁটি কথা মাইরি
ব্যাপক আকারে লাইক
২২ শে জুন, ২০১৪ রাত ৮:১০
নোমান নমি বলেছেন: সাদিয়া কথা বলে না। সব কাল্পনিক।তুমি আমি পোষ্ট ব্রাজিল মেসি সব কাল্পনিক।
১২| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৯
শশী হিমু বলেছেন: যারা উত্তেজিত হইয়া যাবে তাদের অনেকেই চক্ষুলজার কারনে এইখানে কমেন্ট করতে পারবে না। হাহাহা।
২২ শে জুন, ২০১৪ রাত ৮:১০
নোমান নমি বলেছেন: হা হা হা এইটা ভালো বলছো শশী এইজন্যই এটা দেওয়া:p
১৩| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:২০
দখিনা বাতাস বলেছেন: ৬ নম্বরে তো বলছেন বিরোধীতা। ভাই বুজতে ভুল করেন ক্যান, আমরাতো বিরোধীতা করিনা, হাসি আপনাগো নিয়া। মজা লাগে। যত খোচাই ততই লাফান, বিরাট মজা।
আমরা ব্রাজিল সাপোর্টাররা বিরোধিতা করবো, ৪ বারের ইটালি, ৩ বারের জা্র্মানীকে। ওদেরকে লাফালাফি করলে মানায়।
নিজেরাই যদি বিরোধিতা মনে করে মনে মনে কলা খান যে, ব্রাজিলের সমান হইয়া গেলাম, তাইলে আর কি করা। মন কলা খান আর লাফান, আমরাও মজা লই
২২ শে জুন, ২০১৪ রাত ৮:০৮
নোমান নমি বলেছেন: আপনার কমেন্টের রিপ্লাই দিলাম ৮ শব্দে, আপনি তার পরের কমেন্টস করলেন ৬৫ শব্দে! তাও কন আপনারা খোচান আমরা লাফাই! ক্যামনে ম্যান?
১৪| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:২০
শশী হিমু বলেছেন: সাদিয়া@ আমিও তোর দলে। এইখানে কমেন্ট করতেএই ব্লগে লগ ইন দিলাম
২২ শে জুন, ২০১৪ রাত ৮:১১
নোমান নমি বলেছেন: শুধুমাত্র ব্রাজিলই পেরেছে মানুষকে লগইন করাতে। এইখান দিয়ে তারা আর্জেন্টিনা থেকে এগিয়ে
২৩ শে জুন, ২০১৪ রাত ১:২১
নোমান নমি বলেছেন: শশী অনেকদিন পর ব্লগে কমেন্টস করলা সেজন্য পুরান ধইন্যা
১৫| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:২২
যেনী বলেছেন: কতদিন আর একজনের ঘাড়ে পা দিয়ে নদী পার হবেন!!!!! আরও কিছু বিকল্প বের করুন!!!!!!!
২২ শে জুন, ২০১৪ রাত ৮:১২
নোমান নমি বলেছেন: পয়েন্ট নম্বর এক
১৬| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫১
আল-ফু বলেছেন: ব্রাজিল ড্র করলে প্রতিপক্ষ শক্তিশালী,হেনতেন,আর আর্জেন্টিনা জিতলেও কয় গোলে জিতছে,কার সাথে জিতছে নানান প্রশ্ন//কেনু?
২২ শে জুন, ২০১৪ রাত ৮:১৪
নোমান নমি বলেছেন: হুম
১৭| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫১
ডার্ক ম্যান বলেছেন: ব্রাজিলের সাথে আর্জেন্টিনার তুলনা করাই বোকামী।
২২ শে জুন, ২০১৪ রাত ৮:১৪
নোমান নমি বলেছেন: ইয়াপ এইটা তাদেরকে বুঝাবে?
১৮| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪১
খাটাস বলেছেন: ১ জি ব্রাদার মেসি আমাদের ব্রাজিল সমর্থকদের ভুল প্রমাণ করে গোল দিয়েছে, আমরা ছোট দলের এই বিষয়ে যারপনাই আনন্দিত। কিন্তু মেসি ছাড়া আর কি কি হাতি ঘোড়া আমাদের ছোট ভাই দের আছে, তা দেখার অপেক্ষায় আছি।
২ অবশ্যই মেসি বসনিয়া এবং ইরানের মত দুর্দান্ত টিমের বিপক্ষে গোল করে যে শুভ সুচনা করেছে, তা অন্যান্য সাধারণ টিমের সাথে ও বজায় রাখবে
৩ নিশ্চয় ই ইরানের ডিফেন্স ভাল ছিল, আর্জেন্টাইনরা তাদের প্রশংসা করে উদারতার পরিচয় দিয়েছে। ব্রাজিলরা বুঝতেছে না, ডিফেন্স শক্ত হলে গোল দিতে দেড়ি হবে। এটা তো গোপন কথা, ঢাক ঢোল পেটাচ্ছে কেন বুঝতেছি না।
৪ ঈশ ভুল প্রশ্ন। আর্জেন্টাইন হয়ে ব্রাজিলের মনোভাব বুঝতে চাইলে ভুল হবেই। ব্রাজিল দের যে পেলে ছাড়াও সমৃদ্ধ খেলোয়াড়ের ইতিহাস আছে। এক ঈশ্বরের পুত্র আর নাতি নিয়ে থাকলে যে চোখে মরচে পড়ে যাবে ভায়া।
৫ ভাল হলে তাকে ভাল লাগবেই। কিন্তু ১ জনের গুনকীর্তনে বাকিরা যেন বেঁকে না বসে খেয়াল রাখবেন। না হলে সব সময় গোলের জন্য মেসির দিকেই তাকিয়ে থাকতে হবে।
৬ আহা বারবার এত বুঝতে ভুল করেন কেন আপনারা ভায়া বড় দের খোঁচা না খেলে ছোটদের হিংসা কে শক্তি বানান যায় না তো। কি আর করা। এত গুলো মানুষ আর্জেন্টিনা
সাপোর্ট করে, কি বুঝে করে, সে প্রশ্নে না গেলাম। :!> নিজেদের এত নিচে নামিয়ে ও মেসির বেশি কিছু জোড়া দেওয়া গেল না বোধ হয়।
২২ শে জুন, ২০১৪ রাত ৮:১৯
নোমান নমি বলেছেন: ইয়েসসস, আমার এক নম্বর পয়েন্টের সাথে আপনার এক নম্বর হুবুুহু মিলে গেছে। শুভেচ্ছা
ইয়েসসস, আমার দুই নম্বর পয়েন্টের সাথে আপনার দুই নম্বর হুবুুহু মিলে গেছে। শুভেচ্ছা
ইয়েসসস, আমার তিন নম্বর পয়েন্টের সাথে আপনার তিননম্বর হুবুুহু মিলে গেছে। শুভেচ্ছা
আর কপি পেষ্ট করতে ইচ্ছা করতাছেনা। বাদ দিই
১৯| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৯
তাহসিন মামা বলেছেন: পোস্ট টা তো ভাল, কিন্তু কি করবেন ভাই, তালগাছ টা আমার। ছোট বেলায় 'সুখী মানুষ' নামে একটা গল্প পরছিলাম। রাজার চেয়ে এক গরীব কাঠুরে অনেক সুখি। আমরা আর্জেন্টিনার সাপোর্ট করলে ব্রাজিলিয়ান দের এতো জলে কেন আমি বুঝি না। আমার বাপ গরীব তাই আমারে দুই টাকার বেশি দেয়ার সামর্থ্য তার তাই। এক দিন এই দেখে আমার দূরসম্পর্কের এক আত্মীয় আমাকে ৫ টাকা দিলেন। এখন কি আমি তার বাপ ডাকবো ???
২২ শে জুন, ২০১৪ রাত ৮:২২
নোমান নমি বলেছেন: হুম সাপোর্টের ব্যাপারটা ব্যাক্তিগত। কারো সাপোর্ট নিয়ে বাজে কথা বলাও ঠিক না। ব্রাজিলের খেলা আমার পছন্দের। ভালো কিছু দেখতে হলে সাপোর্ট করা লাগে না।সুন্দর এমনিই দেখা যায়
২০| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: পুরাই মেসিময় পোষ্ট ! এতদিন বলতো মেসি গোল দিতে পারেনা , এখন বলে মেসি ছাড়া অন্য কেউ কেনু গোল দিতে পারেনা ! হাহাহাহাহ!
ওদের জ্বালাপোড়াটা উন্নত বিনুদুনের উৎস !
২২ শে জুন, ২০১৪ রাত ৮:২৩
নোমান নমি বলেছেন: মেসি নিয়ে যে পরিমান মানুষের চুলকানী সে পরিমাণ মানুষ যদি ডাক্তারের কাছেযাইতো তাহলে বড় হয়ে সব মানুষ চুলকানীর ডাক্তার হতে চাইতো।
২১| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৮
আকিব আরিয়ান বলেছেন: মেসি মেসি করত্রে করতে যে আপনার মাথা নষ্ট হয়ে গেছে তা দেখে আপনার জন্যে খুব মায়া হচ্ছে, আহারে বেচারা, নোমান ভাইটা ভালোই ছিল রে
২২ শে জুন, ২০১৪ রাত ১০:৫২
নোমান নমি বলেছেন: আমি একবার মেসি বললে আপনি দুইবার বলেন। এইবার কন কে বেশী মেসি বলে? মাথাটা কার ঠিক কার ভালো?
২২| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
ইখতামিন বলেছেন:
আমি একজন ব্রাজিলের সমর্থক, তবুও বলছি মেসি কাল অসাধারণ খেলেছে
২২ শে জুন, ২০১৪ রাত ১০:৫৩
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
২৩| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
ইখতামিন বলেছেন:
আমি একজন ব্রাজিলের সমর্থক, তবুও বলছি মেসি কাল অসাধারণ খেলেছে
২৪| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
একজন ঘূণপোকা বলেছেন:
২২ শে জুন, ২০১৪ রাত ১১:০২
নোমান নমি বলেছেন:
২৫| ২২ শে জুন, ২০১৪ রাত ৯:২২
শশী হিমু বলেছেন: গত ১ মাসে সবচাইতে বেশিবার উচ্চারিত নাম 'মেসি'। আর্জেন্টিনা সাপোর্টাররা মেসির নাম নেয়ার সময় তুলনা করার জন্য নেইমারের নাম খুব একটা মুখে নেয় না। কিন্তু ব্রাজিল সাপোর্টারদের বেশির ভাগই নেইমারের গুনগান করার সময় তুলনা হোক বা হেইট স্পিচ দেয়ার জন্য মেসির নাম মুখে নেয়।
২২ শে জুন, ২০১৪ রাত ১১:০৭
নোমান নমি বলেছেন: মেসির সাথে নেইমারের তুলনা চলে না। নেইমার ভালো প্লেয়ার। তবে তার বয়স এখনও অনেক বাকি, সময় অনেক বাকি। ওকে নিয়ে মন্তব্য করারও সময় হয়নি এখনও। তবে এটাবলা যায় লিজেন্ড হবার সবপথ খোলা আছেতার। ব্রাজিলের সাপোর্টারদের এই কথাগুলো বুঝানো খুব টাফ। এটাবললে প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে " আর্জেন্টিনা সাপোর্ট করেন ভালো কথা, তবে অন্ধ সাপোর্ট করা ঠিক না" :V
২৬| ২২ শে জুন, ২০১৪ রাত ১০:২১
সাদরিল বলেছেন: আপনারা যারা আর্জেন্টিনা করেন এই বিষয়ে একটু ফান করে কিছু একটা কিছু লিখতে চাই। আপনার অনুমতি ও দোয়া চাই।
২২ শে জুন, ২০১৪ রাত ১১:০৮
নোমান নমি বলেছেন: অবশ্যই যে কোন মুহুর্তে লিখে ফেলেন। কী আছে জীবনে!
২৭| ২২ শে জুন, ২০১৪ রাত ১০:৩৭
এম মশিউর বলেছেন: আপনার পোস্টে ১০ এ ৫ দিলাম! কারণ ব্রাজিল ৫ বার বিশ্বকাপ পেয়েছে। আর আমি ব্রাজিলের সমর্থক।
২২ শে জুন, ২০১৪ রাত ১১:০৯
নোমান নমি বলেছেন: হা হা হা ধন্যবাদ
২৮| ২২ শে জুন, ২০১৪ রাত ১১:০৭
মাহবু১৫৪ বলেছেন: কিছুই বলাই নাই রে ভাই
২২ শে জুন, ২০১৪ রাত ১১:০৯
নোমান নমি বলেছেন: কি আর করা !
২৯| ২৩ শে জুন, ২০১৪ রাত ১:২৭
আহসানের ব্লগ বলেছেন: বাংলাদেলে জিনাত জোয়র্দার রিপা আপু সবচেয়ে বেশী কষ্ট পাইসিল আর্জেন্টিনা জয় লাভ করায় ।
২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৩
নোমান নমি বলেছেন: দেখেছি তার স্ট্যাটাস
৩০| ২৩ শে জুন, ২০১৪ রাত ১:২৯
আহসানের ব্লগ বলেছেন: বাই দ্যা ওয়ে ,
ভাইয়া জটিল লিখেছেন
২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৩
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
৩১| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩২
sania বলেছেন: মেসির গোলের পর ব্রাজিলের পাঙ্খা , আমার পাশ থেইকা হাসতে হাসতে চৈলা গেল... :-D
এই হাসি সেই হাসি না বুঝতে হবে ;-)
২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
নোমান নমি বলেছেন:
৩২| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:০০
ব্যাক স্পস বলেছেন: ব্রাজিল সাপোর্টারদের জন্য ঃ
Click This Link
Click This Link
২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
নোমান নমি বলেছেন: আমি আর্জেন্টিনা
৩৩| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:১২
সাদরিল বলেছেন: ব্রাজিল আর্জেন্টিনা দুইটাকেই পচায় একটা পোস্ট দিলাম।
লিঙ্ক
২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
নোমান নমি বলেছেন: কালকে অর্ধেক পইড়া ব্যস্ত হইয়া গেছিলাম। এখন যাইতেছি
৩৪| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর লিখছেন।
২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
৩৫| ২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২২
মুদ্দাকির বলেছেন: ব্রাজিল , ইটালি, কিংবা জার্মানীর মত টিমের যারা সাপোর্টার তাদের আর্জেন্টিনার মত টিম কে গুনায় না ধরাই উচিৎ,
তেলাপোকাও পাখি...........................।
২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
নোমান নমি বলেছেন: অবশ্যই
৩৬| ২৫ শে জুন, ২০১৪ সকাল ৮:৪৬
গুডুবয় রুমন বলেছেন: ব্রাজিলের সমর্থকদের দাবি “গোল করতে না পারলে ডিফেন্স শক্ত”
ক্যামনে ম্যান?
আর তারা ড্র করলেও অনেক ভালো খেলেছে.।.।
২৬ শে জুন, ২০১৪ রাত ১২:৪৮
নোমান নমি বলেছেন:
৩৭| ২৬ শে জুন, ২০১৪ রাত ৯:৩৭
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অমি ব্রাজিল সাপোর্ট করি তবে আর্জেন্টিনাকে কখনোই ছোট করে দেখিনা । ইন ফ্যাক্ট, আমি ল্যাটিন অ্যামেরিকান ফুটবলের ভক্ত । মেসি যেদিন থেকে বার্সায় নিয়মিত হয়েছে সেদিন থেকেই সে আমার প্রিয় খেলোয়াড়দের লিস্টে ।
ফেসবুকের নেটিজেনদের বেশিরভাগই উঠতি বয়সি । এরা না বোঝে ফুটবল, না বোঝে ভালো দল । দুই রাজনৈতিক দলের স্বভাব মত এরা কেবল বিরোধিতার জন্যই বিপক্ষ দলের বিরোধিতা করে ।
তবে এটাও সত্যি, অনেক সময় সীমার মধ্যে থেকে ছোটখাটো তর্ক-বিতর্ক-ভাবসাব নেয়া দোষের কিছু না । এইটা হইলো একটা পিউর বিনুদুন । :র
২৬ শে জুন, ২০১৪ রাত ১১:৪৬
নোমান নমি বলেছেন: হুম।তর্ক বিতর্ক মজা করার জন্যই বিশ্বকাপ। কিন্তু সেটার পর্যায় আছে। বেশী হলে বিরক্ত লাগে। ফুটবল খেলা বুঝে ভালো খেলোয়াড়ের বিরোধীতা করা কঠিন ব্যাপার।
৩৮| ২৭ শে জুন, ২০১৪ রাত ১২:৩৪
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: এক্সাটলি ... যারা ফুটবল বোঝে, খেলা দেখে আনন্দ পায় তারা ভালোকে ভালো বলতে পিছপা হয়না ।
২৭ শে জুন, ২০১৪ রাত ৩:৩৫
নোমান নমি বলেছেন: হুম
৩৯| ২৭ শে জুন, ২০১৪ রাত ১:০৬
আশরাফুল আলম (অনিক) বলেছেন: ওয়ার্ল্ড কাপ শুরু হওয়া থেকে খালি শুনছি , ব্রাজিল আর আর্জেন্টিনা .... ব্রাজিল আর আর্জেন্টিনা । বিশ্ব কাপে মনে হয় এই দুই দলই খেলে ?
তাছাড়াও পাবলিকের কথা শুনলে মনে হয় মেসি এবং নেইমার ছাড়া আর কেউই খেলাই পারে না ।
২৭ শে জুন, ২০১৪ রাত ৩:৩৫
নোমান নমি বলেছেন: হা হা হা কথা সত্য কিন্তু
৪০| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:০০
অদ্বিতীয়া আমি বলেছেন:
সেইরকম জটিল পোস্ট ।
০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১০
নোমান নমি বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৩
চড়ুই বলেছেন: আর্জেন্টিনা নিঃসন্দেহে ভালো এবং শক্তিশালী দল তবে কাল ইরানের মতো দুর্বল দলের সাথে খেলতে যেয়ে শক্তি একটু হারিয়ে ফেলেছিল আর কি
আর হ্যাঁ কালকে আর্জেন্টিনা যেভাবে জিতল সেটা নিয়ে গর্ব করার মতো কিছু নাই ।