নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাসাফাদ্দৌজা নোমান

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি।

নোমান নমি

এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza

নোমান নমি › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগাব্লগি

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৩

১৩ই ডিসেম্বর দিবাগত রাত, এই রাতে পৃথিবীর বুকে জন্ম নেন এক ব্লগার। জন্মের আগে তিনি টানা দুই বছর ব্লগ পড়েছে। তারপর রেজিস্ট্রেশন এর মাধ্যমে সামহোয়্যার ইনব্লগে তার জন্ম হয়। জন্মের সময় তার প্রোফাইল পিকচারে কি ছিলো এটা তিনি মনে করতে পারছেন না বলে দুঃখিত!
দুঃখিত, যারা বিখ্যাত তাদের নিয়ে অন্যেরা লিখে। আমার লেখার কেউ নাই, তাই নিজের জন্য নিজেই কিবোর্ড হাতে তুলে নিলাম। ১৩ই ডিসেম্বর ব্লগে এক হালি বছর হয়ে গেলো। এক হালি বললে আগে মাথায় প্রথম আসতো ডিমের কথা, এখন আসে আর্জেন্টিনার কথা। সেভেন বললে আগে যেমন লাকির কথা মনে হতো এখন হয় ব্রাজিলের কথা। যাক আর্জেন্টিনা শেষ, আমি ব্রাজিলের দিকে এগিয়ে যেতে চাই!

একটা প্রাইভেট ইউনিভার্সিটি কর্মশালা করাবার জন্য ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট খুঁজছে। উদ্দেশ্য তাদের ছাত্র-ছাত্রীদের ব্লগের ব্যাপারে জানানো। কয়েকজন ব্লগার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ব্লগের ব্যাপারে বলবে। বেশ কাছের পরিচিত একজন জানালো তারা চায় আমি যাতে সেখানে যাই। আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। বিশ্ববিদ্যালয়গুলো তাহলে এই হাল? আমাকেও ব্লগার ভাবে! এমনভাবে না করেছি যেন আমি প্রচার বিমুখ! তারপর তিনি আরেকদিন রিকোয়েস্ট করলেন। বিনয়ের সাথে আবার না করলাম। এর পরেই মনে হলো না যাই, কত সুন্দরী সুন্দরী মেয়ে থাকবে। আমি চশমার ফাঁক দিয়ে তাদের দেখবো। কিন্তু ভাব করবো আমি আসলে তাদের দেখছি না। মজা হবে খুব। ভাবতে লাগলাম আমি আসলে কি বলবো সেখানে গিয়ে। অবশ্যই ভালো কাপড় চোপড় পরে যেতে হবে। কাপড় চোপড় ভালো না হলে তুমি ব্লগার না বারেক ওবামা হলেও সুন্দরীরা পাত্তা দিবে না। টিশার্ট জিন্স ভালো। জুকারবার্গও টিশার্ট জিন্স পরে নানা জায়গায় গিয়ে কথাবার্তা বলে। দৈনিক এই বিষয়ে ভারী কিছু কথা রেডি করতে থাকলাম মনে মনে। কিন্তু আমি না করে দিয়েছি। অতএব অপেক্ষা করতে লাগলাম আরেকবার সাধিলে যাইবার। দিন যায়, কিন্তু তিনি রিকোয়েস্ট করেন না। এদিকে ডেটও আসি আসি করছে। একদিন নক দিলাম ভদ্রলোককে। শরীরের অবস্থা জিজ্ঞেস করলাম। বউ বাচ্চা ভালো আছে কিনা জিজ্ঞেস করলাম। উনি ভালো লোক সেটাও বললাম। কিন্তু তিনি তবুও বুঝলেন না আমি কি বলতে চাই! এভাবে একদিন ডেটটা পার হয়ে গেলো। তার কয়েকদিন পর সেই মানুষটার সাথে দেখা হয়ে গেলো টিএসসিতে। কাছে এসে মুখ কালো করে বললেন “আপনি কিন্তু যাইতে পারতেন ভাই”!
আমি আর কিছু বলতে পারিনি!

সামহোয়্যারইন ব্লগ আমার কাছে বড় আবেগের নাম! ছোটবেলায় খেয়ালের বসে লেখালেখির কথা বাদ দিলে, দীর্ঘ ব্রেকের পর আমি প্রথম সামুতেই লিখেছি। কত কত ভালো ভালো লেখকের লেখার হোমপেজে আমার ছাইপাশও ছিলো! এটাই বোধহয় উৎসাহ। সে উৎসাহটা প্রিয় সামুর। লেখার একটা জায়গা দরকার ছিলো খুব। তারপর ঘুরতে ঘুরতে রসালো, বিচ্ছু। তারপর বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়। এই ঘুরতে ঘুরতে এই বই মেলায় বই! আমি স্বপ্নের কাছাকাছি, আমাকে দাঁড়াতে দিয়েছে সামু।

বইয়ের নাম ঠিক করেছি “অদ্ভুত তুমিহীনতায় ভুগছি”! মানে তোমাকে খুব মিস করছি। শব্দটা একদিন স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। কয়েকদিন পর দেখলাম এটা অন্যের নামে দেদারছে ব্যবহৃত হচ্ছে। অতীত ইতিহাস মনে রেখে দ্রুত ঠিক করে নিলাম এই নামে একটা গল্প লিখবো। লিখে ফেললাম। সেটা বইতে দিলাম। ১৩টি গল্পের অদ্ভুত তুমিহীনতায় ভুগছি আসবে জাগৃতি প্রকাশনী থেকে। প্রচ্ছদ করছেন ধ্রুব এষ। (প্রচ্ছদের কাজ চলছে, শেষ হয়নি)



উপরের লেখাটা কি দিয়ে শেষ করবো বুঝতে পারছি না। সামুতে অনেকদিন পোস্ট দিই না। ঠিকমত আসা হয় না। এজন্য ক্ষমাপ্রার্থী। প্রায় ভাবি কাল থেকে আবার নিয়মিত ব্লগিং করবো। কিন্তু পড়ালেখাও যেমন কাল থেকে করবো বলে কালেভদ্রে করেছি, ব্লগিংও বোধহয় এমন হয়ে গেলো। সবাই ভালো থাকবেন। প্রচ্ছদ কমপ্লিট হলে দেখাবোনি :)

ব্যাক্তিগত ব্লগে প্রকাশিত

মন্তব্য ১১৭ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২১

নীরব দর্শক বলেছেন: অভিনন্দন।

এক কপি বই অটোগ্রাফ সহ প্রথম বুকিং দিলাম, আশা করি মোড়ক উন্মচনের দিনেই কিনব।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৫

নোমান নমি বলেছেন: ধন্যবাদ ভাই। ইনশাআল্লাহ তাহলে মেলাতে দেখা হবে :)

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২১

শশী হিমু বলেছেন: হালি জন্মদিনের আর্জেন্টাইন শুভেচ্ছা ;)

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৫

নোমান নমি বলেছেন: আমি ফিফার ১৫ এর চেলসির দিকেও এগিয়ে যেতে চাই :P

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩০

শুন্য বাইট বলেছেন: "অদ্ভুত তুমিহীনতায় ভুগছি " প্রথম দিনেই এক কপি চাই সাথে একটা ফুটোগ্রাফ ও লাগবে দাদা!!! বুকিং দিলাম মনে রাইখেন। :D

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৩

নোমান নমি বলেছেন: ইনশাআল্লাহ রেখে দিবো :)

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩০

তাশমিন নূর বলেছেন: Wow! What a news! At last you are going to gift us a book. Congrats.

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৩

নোমান নমি বলেছেন: ধন্যবাদ তাশমিন :)

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩২

শশী হিমু বলেছেন: =p~ =p~

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৪

নোমান নমি বলেছেন: B-)

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: অভিনন্দন :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২

নোমান নমি বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১৯

খেলাঘর বলেছেন:


বড় গলা

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২

নোমান নমি বলেছেন: বুঝলাম না

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪০

কাহাফ বলেছেন: প্রবাসী হিসেবে মেলায় থাকতে পারবো না হয়তো! শুভ কামনা সব সময়ই থাকবে! বই সংগ্রহের চে্ষ্টা করবো!!

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩

নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ :)

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৬

নিলু বলেছেন: ওকে

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩

নোমান নমি বলেছেন: হু

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: হালি পূরণ করেছেন ১৩ই ডিসেম্বর। শুভেচ্ছাটা আজই দিচ্ছি।
ব্রাজিল্টিনা শুভেচ্ছা রইলো। :P
বই বের হচ্ছে। খুবই আনন্দের সংবাদ। অভিনন্দন আর শুভ কামনা রইলো। বইটি পাঠক সমাদৃত হোক প্রত্যাশা করছি।

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ :)

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১০

তোজি বলেছেন: অনেক অসনেক শুভকামনা নোমান ভাই । একদিন না একদিন আপনাকে নিয়ে ব্লগে ঠিকই পোস্ট দিবে । আপনার জন্মদিন নিয়ে পত্রিকায় খবর ছাপা হবে । একদিন না একদিন

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

নোমান নমি বলেছেন: হা হা হা একদিন না একদিন
অনেক ধন্যবাদ ভাই

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬

সুমন কর বলেছেন: শুভকামনা এবং শুভেচ্ছা রইলো।

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

নোমান নমি বলেছেন: ধন্যবাদ

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইল। :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

নোমান নমি বলেছেন: ধন্যবাদ :)

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেকদিন পর সামুতে এলেন-----
শুভকামনা রইল

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯

নোমান নমি বলেছেন: হু অনেকদিন পর এলাম। ভালো থাকবেন :)

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

নীল আতঙ্ক বলেছেন: আপনার জন্য অনেক শুভকামনা রইল।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯

নোমান নমি বলেছেন: ধন্যবাদ :)

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

হুমায়ুন তোরাব বলেছেন: আমি সময়ের কাজ অসময়ে করতে পছন্দ করি ,সবাই যেহেতু প্রথম দিনেই বই এর কপি হাতে পেতে চাচ্ছে ,আমি তাই কিছু পরেই নিবনি ।।

শাহবাগে বছর দেড় আগে একবার খাতা বের করে আপনার অটোগ্রাফ চেয়েছিলাম ,আপনি আমার বাড়িয়ে দেওয়া খাতায় লিখেছিলেন ,

"চায়ের অর্ডার দাও ।"

অনেকদিন খাতার পৃস্ঠাটা আমার কাছে ছিল ,খুজলে হয় তো এখনো পাওয়া যাবে ।।

যায়হক এই বার নতুন বই এর নতুন পাতায় আপনার অটোগ্রাফ নিয়েই ছাড়ব .।


বাই দ্যা অয়ে
বই এই প্রমোশনের জন্যে সামুর ব্যবহার,খুবই বুদ্ধিমানের কাজ ।। :#) :#) :#)

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

নোমান নমি বলেছেন: অনেকদিন ধরে ভাবছিলাম সামুতে একটা পোস্ট দিবো। কিন্তু দেয়া হচ্ছে না। কী লিখবো ভেবে পাচ্ছিলাম না। বই বের হবার ঘটনাটাই তাই জানাইলাম। হু প্রচারণার জন্য সামু খুবই ভালো :p

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

আকিব আরিয়ান বলেছেন: শুভ কামনা রইলো, মেলায় দেখা হবে।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

নোমান নমি বলেছেন: ইনশাআল্লাহ :)

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

তন্ময় ফেরদৌস বলেছেন: অল দ্যা বেস্ট বন্ধু :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

নোমান নমি বলেছেন: থ্যাংকস দোস্ত :D

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

আবু শাকিল বলেছেন: অভিনন্দন নোমান ভাই :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

নোমান নমি বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার হৃদয়গ্রাহী পোস্টটি খুব ভালো লাগলো। নতুন বইয়ের জন্য অভিনন্দন।

সামুর সেরা ব্লগারদের একজন আপনি, এটা আর নতুন করে না বললেও পারতাম।

শুভেচ্ছা।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

নোমান নমি বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

কলমের কালি শেষ বলেছেন: সেলিব্রেটিদের পোষ্টে মন্তব্য করার মজাই আলাদা । আবার সেই মন্তব্য লেখক দেখবেনও ! আবার প্রতিউত্তরও দিবেন ! ওয়াও !! B-) B-)

বিশাল অভিনন্দন চার বছর বর্ষপূর্তির জন্য। আর নতুন বই প্রকাশের জন্য রইল শুভকামনা ।

ভালো থাকুন সবসময় । :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

নোমান নমি বলেছেন: সেলিব্রেটি বইলা মজা লইলেন মিয়া :/
তাও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সময়।

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

সুফিয়া বলেছেন: পড়তে ভালো লেগেছে। ধন্যবাদ অাপনাকে। নতুন বাইয়ের জন্য শুভ কামনা রইল। এ প্রসঙ্গে বলে রাখি আমারও একটা বই আসছে একুশে বই মেলায়।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

নোমান নমি বলেছেন: আপনার বইটা সম্পর্কে জানাবেন প্লিজ।
অনেক ধন্যবাদ সুফিয়া।

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১২

মৃদুল শ্রাবন বলেছেন: “অদ্ভুত তুমিহীনতায় ভুগছি” হাতে পাবার অপেক্ষায় রইলাম।

আশা করছি ব্লগে নিয়মিত হবার আপনার সেই "কাল" যেন আগামীকালই হয়।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১১

নোমান নমি বলেছেন: আমিও আশা করি কালটা যেন আগামিকালই হোক :)
ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

অভিনন্দন রইল, নোমান।
:)


3741 এই সংখ্যার মানে কী ? একান্ত ব্যক্তিগত হলে বলার দরকার নেই ।


১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

নোমান নমি বলেছেন: এটার ইতিহাস মজার। আমি কোন কিছুই মনে রাখতে পারি না। এজন্য ইতোমধ্যে কয়েকটা মেইল এড্রেস হারিয়েছি। পাসওয়ার্ড ভুলে যাবার ব্যাপারটা স্বাভাবিক হলেও, আমি ইউজার নেমসহ ভুলে যেতাম। তো অতীত ইতিহাস থেকে ভাবলাম সামুর নিক কোন ভাবেই হারানো যাবে না।

তখন শুধু আমার এই চারটা সংখ্যাই মনে থাকতো । ৩৭৪১-এইটা আমার এটিএম কার্ডের পিন নম্বর। এইটা ভুলার কোন ওয়ে নাই। তাই শেষ পর্যন্ত এটা দিয়েই খুলে ফেললাম। এরপর যখন ব্যাপারটা বুঝতে পেরেছি মাঝে মাঝে মনে হচ্ছিলো চেঞ্জ করতে পারলে ভালো হতো। কিন্তু সে সুযোগ নেই বোধহয়। চেঞ্জ করা যাবে নাকি?

ভালো কথা, সে এটিএম কার্ড আমি দুই বছর আগে ব্যবহার করা বন্ধ করে দিয়েছি :v

ধন্যবাদ পনিপু, ভালো থাকবেন সময় সময়

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে নতুন করে পাবো আশা রাখি।
জানাশোনা হলে ভালোই লাগবে।

ভালো থাকুন, শুভেচ্ছা নিন।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১৪

নোমান নমি বলেছেন: আশা আমিওকরছি। আপনিও ভালো থাকবেন সব সময়।

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২

আমি অথবা অন্য কেউ বলেছেন: shuvo hok sob, shuveccha tomake

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১৫

নোমান নমি বলেছেন: ধন্যবাদ

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

মূকতাদির সাকিন বলেছেন: শেষমেশ, প্রকাশনীর নাম জানতে পারলাম।
তবে, মূল্যটা জানিয়ে গার্ল্ফ্রেন্ড নামক ধারালো জিনিসটার হাত থেকে বাঁচিয়ে মানিব্যাগের হিচকে পোকেটে 'অদ্ভুত তুমিহীনতায় ভুগছি' বইটি সংগ্রহ করার........

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

নোমান নমি বলেছেন: মূল্যটা এখনও ঠিক হয়নি। ঠিক হলে জানিয়ে দিবো :)

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

মূকতাদির সাকিন বলেছেন: শেষমেশ, প্রকাশনীর নাম জানতে পারলাম।
তবে, মূল্যটা জানিয়ে গার্ল্ফ্রেন্ড নামক ধারালো জিনিসটার হাত থেকে বাঁচিয়ে মানিব্যাগের হিচকে পকেটে 'অদ্ভুত তুমিহীনতায় ভুগছি' বইটি সংগ্রহ করার........

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

স্বদেশ হাসনাইন বলেছেন: যারা অনেক দিন ধরে ব্লগে লিখছেন তাদের একজন আপনি। অভিনন্দন বইখানির জন্য।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২২

নোমান নমি বলেছেন: অনেক ধণ্যবাদ ভাই। শুভ সন্ধ্যা।

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

নোমান নমি বলেছেন: ধন্যবাদ হামা ভাই

৩১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

এ আর মুকুল বলেছেন: “অদ্ভুত তুমিহীনতায় ভুগছি” এই লাইনটা ফেসবুকে অনেক দেখেছি। কিন্তু এটা যে আপনার সৃষ্টি মাত্র জানলাম। আমার অনেক পছন্দের একটা লাইন :) :)


আর নতুন বই প্রকাশের জন্য রইল অনেক অনেক শুভ কামনা। ভাল থাকবেন :) :)

১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৩

নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ ভোর।

৩২| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

অপরাজিত আল আমিন বলেছেন: লেখারাম লিখে যা! ভালা লেখোয়ার না হইলে জীবন অন্ধকার দোস্ত, এতো সুন্দর করে লিখিস কেমনে বুঝিনা, শুধু বুঝি যার মন যতো সুন্দর তার লেখাও তত সুন্দর,তোর হারিয়ে যাওয়া সহযাত্রীদের আমি একজন, খুব কাছ থেকে তোকে চিনি, জীবনের বয়োঃসন্ধীর সময়ের নোমাইন্যা আজো মাথা উচু করে বাচে এটাতে আমার মাথাও ইঞ্চি খানেক হলেও উচু হয়ে যায়,লিখে যা বইয়ের সৌজন্য কপি লাগবেনা কমিশন বাড়িয়ে আমার কপিটা পাঠিয়ে দিস :-)

১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৪

নোমান নমি বলেছেন: ধুর ব্যাটা ইমোশনাল হইয়া যাইতেছি।

হু স্কুলের সময় তোর শরীরের দুই পাশে বাড়তো, এখন মাথা বাড়ে :p
দোয়া রাখিস। ইনশাআল্লাহ দেখা হবে।

শুভ সকাল দোস্ত।

৩৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

তরিকুল ইসলা১২৩ বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাই, ইনশা আল্লাহ মেলায় দেখা হবে :)

১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৫

নোমান নমি বলেছেন: অপেক্ষা.....

৩৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা।

১১ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৫

নোমান নমি বলেছেন: ধন্যবাদ :)

৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

তুষার কাব্য বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইল।

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

নোমান নমি বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য

৩৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

আধখানা চাঁদ বলেছেন: ব্লগে কতদিন আছি দিন তারিখ মনে নাই। মানে লেখা লেখির অপচেষ্টা ছাড়াও আগে থেকেই ছিলাম। কিন্তু মনে আছে, আপনার লেখা পড়ি সেই প্রথম থেকেই, অনেক পড়ে যখন জানলাম, আমার লিংক্স নামে একটা জিনিস আছে সামুতে, তখন প্রথমেই আপনার সামুর এই আইডি এড করসি।

আপনেই প্রথম ফেইসবুক সেলিব্রেটি আমাকে ফ্রেন্ডলিস্টে স্থান দিসেন। একবার জন্মদিনে শুভেচ্ছাও জানাইসিলেন। সেইদিন, আমার মনে আছে, আমি হোমপেইজ রিফ্রেশ করিনাই। বন্ধুদের আপনার পোস্ট দেখায়া ভাব মারসি। B-)

আপনার সাথে আমার অনেক মিল। যেমন আপনে চিটাগাং শাহীন, আমি ঢাকা শাহীন। 8-| আরও আছে, আপনেও ন্যাশনাল, আমিও ন্যাশনাল /:) ! আরও আছে, আপনেও সামুর ব্লগার, আমিও(ব্যাপক শরমের ইমো হবে :#> )।

নোমান ভাই, আপনি আরও অনেক দূর এগিয়ে যান, আপনার এই প্রথম বই আরও কয়েক শত, হাজার বইয়ে গিয়ে ঠেকুক এই শুভকামনা। অনেক ভাল থাকেন।

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

নোমান নমি বলেছেন: হা হাহা হুম আপনার সাথে আমার অনেক মিল। ভালো থাকবেন। শুভ দুপুর। দেখা হয়ে যাবে মেলায়।

৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: বইয়ের জন্য আগাম অভিনন্দন নোমান ভাই ।
অনেক অনেক শুভেচ্ছা রইল :)

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

নোমান নমি বলেছেন: ধন্যবাদ ভাই :)

৩৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪০

নিওফাইটের রাজ্যে বলেছেন: শুভকামনা রইল :)

১৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৩

নোমান নমি বলেছেন: ধন্যবাদ :)

৩৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

মাহাবুব১৯৭৪ বলেছেন: শুভকামনা রইলো।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৫

নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৪০| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা রইল :)

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৬

নোমান নমি বলেছেন: ধন্যবাদ ভাই

৪১| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৫০

আরজু পনি বলেছেন:

নোমান, বইমেলার বই নিয়ে পোস্ট করলাম Click This Link

আপনার বইয়ের বিস্তারিত তথ্য পেলে ভালো লাগতো ।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৭

নোমান নমি বলেছেন: আপনার ফেসবুক ইনবক্সে চেক করলেই পাবেন :)

৪২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৯

অপু তানভীর বলেছেন: আমারও কম দিন হল না ! আপনার পেছনেই আছি । :):)

শুভকামনা রইলো !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৩

নোমান নমি বলেছেন: ধন্যবাদ অপু :)

৪৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

একজন সৈকত বলেছেন:
অভিনন্দন জানুন প্রিয় লেখক।
অনেক শুভকামনা রইলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৪

নোমান নমি বলেছেন: ধন্যবাদ সৈকত

৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৫

এনামুল রেজা বলেছেন: বইয়ের জন্য শুভকামনা। :D

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৫

নোমান নমি বলেছেন: ধন্যবাদ :)

৪৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০০

আমি সজীব বলেছেন: অভিনন্দন প্রিয় লেখক :)

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৪

নোমান নমি বলেছেন: ধন্যবাদ ভাই

৪৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৬

সোহান ফয়সাল খান বলেছেন: নোমান ভাই, আপনি হয়তো জানেননা যে আমি প্রতিদিন অপেক্ষাই থাকি আপনার একটা স্ট্যাটাস দেখব বলে। আমি অবশ্যই ফেসবুক স্ট্যাটাসের কথা বলছি। ধন্যবাদ আপনাকে এই জন্য যে আপনার ফেসবুক স্ট্যাটাসগুলো পাবলিক করা। আপনার অনেক চিন্তা ধারনার সাথে আমার অনেক চিন্তা ধারনা মিলে যায়। খুব অবাক হয়ে পরি আপনার স্ট্যাটাস। পরে মনে হয় এইতো এইটাই আমার মনের কথা। পার্থক্য হল, আপনি মনের কথাটা সুন্দর করে লেখায় প্রকাশ করতে পারেন আর আমি তা পারিনা। আর পরিনা বলে আফসোস ছিল একসময় কিন্তু এখন নেই। কারন আমার মনের অনেক চিন্তাধারা আপানার হাত ধরে আলোর মুখ পায়। এই ব্লগে আপনার লিখা পরি আমি। কমেন্ট করিনা। কারণ অনেক কিছু লিখতে মন চায় কিন্তু সেই একই সমস্যা, মনের কথা লিখে প্রকাশ করতে পারিনা। কি মনে করে আজ অনেক কথা লিখে ফেললাম। আপনার লিখা রেগুলার ব্লগে পাইনা এইটা সত্যি কিন্তু ফেসবুকে পাই। আর তাই আপনার ফেসবুক লিঙ্কটা আমার বুকমার্ক করা। ভালো থাকবেন ভাই। আরও লিখে যান। আমার মতো কিছু মানুষ অপেক্ষায় থাকে এই ভেবে যে আপনি কিছু লিখবেন বলে।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৫

নোমান নমি বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাদের সবাইর জন্যই সুন্দরএকটা মেলা শেষ করতে পারলাম। ভালোবাসাটা আমি বুঝে গিয়েছি। এই ভালোবাসার লোভে অন্ততএভাবেই থেকে যাবো অথবা লিখে যাবো।

ভালো থাকবেন সবসময়।

৪৭| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৯

অপরাজিত আল আমিন বলেছেন: ভালো লিখছিস নোমান

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৬

নোমান নমি বলেছেন: থ্যাংকস দোস্ত

৪৮| ২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

আবদুর রব শরীফ বলেছেন: ফেসবুকে আপনাকে দীর্ঘদিন যাবত ফলো করে আসতেছি...মনের খোরাকের যোগান দেওয়ার জন্য ধন্যবাদ...সুখপাঠ্য সব গল্প পড়তে পড়তে অনুসারিত করে রাখলাম কিন্তু বিপত্তি হলো, আপনার নতুন লেখা পাচ্ছি না, তীর্থের কাকের মত প্রতীক্ষায় আছি নোমান ভাই...

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪২

নোমান নমি বলেছেন: আপাতত এই প্রতীক্ষার কোন উত্তর নেই আমার কাছে। হয়ত আগামী মেলায়। তাও ঠিক জানিনা

৪৯| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৯

অপি আক্তার বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা ।

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৩

নোমান নমি বলেছেন: আমার ব্লগে আপনার মন্তব্য বিশেষ কিছু। আমার ব্লগ জীবনের একটা অর্জন। আফসোস মন্তব্যটা এতদিন পর দেখলাম

৫০| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কিন্তু পড়ালেখাও যেমন কাল থেকে করবো বলে কালেভদ্রে করেছি, ব্লগিংও বোধহয় এমন হয়ে গেলো। :P :( ;)

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪১

নোমান নমি বলেছেন: জ্বি ভাই উত্তরটা তাই দিতে দেরী হলো। মাফ করবেন :/

৫১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৮

এস কাজী বলেছেন: ভাল সময়ে এসেছেন। সামনে পরীক্কা। আসুন আমরা আড্ডা দেই B-)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২১

নোমান নমি বলেছেন: পরীক্ষা শ্যাষ

৫২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

শাকিল অারাফাত বলেছেন: আবারো নিয়মিত হবেন জেনে ভাল লালো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২২

নোমান নমি বলেছেন: আর নিয়মিত হওয়া :/

৫৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

কালীদাস বলেছেন: কেমন আছেন? :)

এখন মনে হয় পুরাই ফেসবুকে চলে গেছেন, তাই না? আপনার ব্লগের লেখাগুলো ভাল লাগত, ইদানিং মাঝে মাঝে প্রথমালোয় যেগুলো দেখি, আপনার পুরান স্বকীয় ফানের টাচগুলো আর পাই না। অবশ্য এই ব্লগও ডেড, আপনাকে এখানে লিখতে বলতে সাহস পাব না, এখানে আপনি কোন রিডার বা কনস্ট্রাক্টিভ কমেন্ট পাবেন না এখন আর।

তবু পারলে মাঝে মাঝে টাচ রেখে যাবেন পারলে :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৮

নোমান নমি বলেছেন: এখন ফেসবুকেও লেখা হয় না। প্রথম আলোতে যেগুলো লিখি সেগুলোও এক ঘন্টার চিন্তা। কোন কোন দিন এক ঘন্টাও টাইম পাওয়া যায় না। চাকরী, ব্যস্ততায় লেখাই হচ্ছে না গত এক বছর। সব ধরণের লেখা ছেড়ে এই বইমেলার জন্য উপন্যাস লেখার ইচ্ছা ছিলো। প্লটও সাজালাম। কিন্তু লেখা হচ্ছে না। দোয়া করবেন। ব্লগে না লিখলেও আসি নিয়মিত।

৫৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৮

গুলশান কিবরীয়া বলেছেন: এরকমই হয় লেখক যখন বই ছাপে , ব্লগে আর লেখে না । বইটা পড়ার অপেক্ষায় আছি ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৭

নোমান নমি বলেছেন: হা হা হা হতে পারে। ভালো আছেন?

৫৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৬

গুলশান কিবরীয়া বলেছেন: ya, absolutely fine . Hope you are doing very well and good luck with your writing . Have a lovely time . By the way, plz keep writing at least something in the blog for unfortunate readers like me who cannot get Bangla book so easily.

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২১

নোমান নমি বলেছেন: চেষ্টা করবো। দোয়া রাখবেন

৫৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

রুদ্র জাহেদ বলেছেন: আপনার লেখা নিয়মিত পড়ি।খুব প্রিয়।লিখতে থাকুন আর আমরা পড়তে থাকি :)

১৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২০

নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০

গুলশান কিবরীয়া বলেছেন: নতুন লেখা আসবে কবে ব্লগের জন্য ? :)

১৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২১

নোমান নমি বলেছেন: কোনো উত্তর নেই :/

৫৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

শায়মা বলেছেন: তুমি তো আমাদের আরেক জিনিয়াসভাইয়া!!!!!!!! শুধু জিনিয়াস না মহা জিনিয়াস!!!!!! আর মানুষ হিসাবেও অনেক অনেক অনেক অন্যরকম একজন!!!!!!:)

১৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২১

নোমান নমি বলেছেন: খাইছেরে শায়মা আন্টি এতদিন পর কোত্থেকে?

৫৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

৬০| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

কামরুল হুদা দুর্জয় বলেছেন: ভাইয়া ! আর নতুন লিখা পাচ্ছিনাতো ব্লগে :( । আর দিবেন না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.