![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন এত ষড়যন্ত্র, কেনইবা আমাদের এই বাংলাদেশের পার্বত্য এলাকাকে বাংলাহীন করতে চায়ছে তারা,,? কি পেয়েছে এই সব সন্ত্রাসী দল, ? তারা স্বাধীনতার পর বাংলাদেশে বাঙালী হয়ে থাকতে পারবেনা তাই ভারতে চলে গিয়েছিল ভালোকথা, কিন্তু আবার অতর্কিতভাবে বাংলাদেশে ঢুকে অযোক্তিক আন্দোলন করছে, অতছ বাংলাদেশ সরকার কিনা তাদের বাবদাদাগোতের অতিত না দেখে বর্তমান নিয়ে তাদের সাথে নাচানাচিতে যুক্ত হচ্ছে,,,,,,,,,, উল্লেখ্য,
১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন হয়, এই
নির্বাচনে পার্বত্য জেলার দুটি আসন থেকে স্বতন্ত্র
প্রার্থী হিসাবে সন্তু লারমার বড় ভাই মানবিন্দ
লাবায়ন লারমা ও চাথোয়াই রোয়াজা সাংসদ নির্বাচিত
হন।
তৎকালীন সংসদে তারা স্বায়ত্তশাসনের প্রস্তাব
দিয়েছিলেন। সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ছিলেন এই ব্যাপারে অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন
এবং তীক্ষèবুদ্ধির অধিকারী তাই তিনি বলেছিলেন
আমরা সবাই বাঙালি। দুই সাংসদ এই বাক্য
মেনে নিতে না পেরে চলে গেলেন ভারতের
ত্রিপুরা রাজ্যে। তারা ঐখানে গড়ে তোলেন
শরণার্থী শিবির, দেয়া হয় তাদের সামরিক প্রশিক্ষণ,
সরবরাহ করা হয় অস্ত্র। এই অবস্থায় রাজনৈতিক
পরিমন্ডলে এই প্রশ্ন দেখা দিল যে, হঠাৎ করে তাদের
মধ্যে এই মানসিকতা সৃষ্টি হওয়ার কারণ কি? ?
©somewhere in net ltd.