নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

মাতৃভূমি

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:২৩




প্রতিটা আঘাতে বুক পেতে দিয়ে,
যৌবন মিশে গেছে আগুনে ফাগুনে।
হে যুবক তোমার লক্ষ্য স্থির,
মাটির গভীরে ওরাই প্রথম পুঁতেছে যুদ্ধের বীজ।
তোমার খুনে লেখা আছে আমার অতীত,
রক্তভেজা বর্ণমালায় আজকে লিখি দুঃশাসনের কাব্যলিপি।
বাংলাদেশ থেকে ফিলিস্তিন, সবই আমার মাতৃভূমি।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার যুগপযোগী পংক্তিমালা
ধন্যবাদ আলি ভাই

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৯

নেওয়াজ আলি বলেছেন: আসসালামুলাইকুম । কেমন আছেন নুর ভাই। ধন্যবাদ ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি পোষ্ট না পড়ে, অর্থহীন মন্তব্য করে যাচ্ছেন, মন্তব্যের সাথে ছবি যোগ করে যাচ্ছেন; ইহা ব্লগারদের সাহায্য করছে না।

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪১

নেওয়াজ আলি বলেছেন: ঠিক আছে মুরুবি । তবে আপনার পোষ্ট আমি দেখি না এবং মন্তব্যও করি না।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১০:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা সুন্দর হয়েছে, তবে বক্তব্যটা আরও ক্লিয়ার হওয়া দরকার ছিল।

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৩

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভাই। চেষ্টা করবো ভবিষ্যতে । ভালো থাকবেন।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৫

আমি রাছেল খান বলেছেন: ভালো লেগেছে

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:০৭

Subdeb ghosh বলেছেন: ভালো উপলদ্ধির সময়োচিত কবিতা।ধন্যবাদ

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। এই সময়ের অভিজ্ঞতা লিখবেন । জানতে চাই।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: স্বাস্থ্যবিধি মেনে যদি পোশাক কারখানা খোলা রাখা যায়, স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় চায়ের দোকানও খোলা রাখা যায়।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫

নেওয়াজ আলি বলেছেন: ঠিক বলেছেন। টুইটারে দেখলাম বাড়ির পাশে জঙ্গলে চায়ের দোকান দিয়েছে। হা হা। এই সময়ের অভিজ্ঞতা লিখবেন ।

৮| ১৩ ই জুন, ২০২২ সকাল ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: বক্তব্য একটু অস্পষ্ট বোধ হলো, তবে কবিতার ২য় এবং ৭ম পংক্তিদুটো ভালো লেগেছে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.