![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
এই টেষ্টার শুন শালা।জুতা পালিশ, জুতা পালিশ।ওই টেষ্টার রাখ তোর জুতা পালিশ,শিকারি পাইছি একটা।আইতাছি শলোমান ভাই।পরি আবে জলদি আয় না।সরকারি খাদ্য গুদামের পাশে নিরাধার ঘরের বাসিন্দা শলোমান,টেষ্টার,পরি ও ট্রাফিক।পনর বছর বয়সি রগ ছাড়া শলোমান দল নেতা হয়ে ইতি মধ্যে পটুতায় কর্মময় জীবনের অধিকারী।পরি অজানা গম্যের নারী।কিন্তু টেষ্টার,এ কেমন নাম!! আধি,আধি ওহ মাথাটা যেন নতিময়।চাচা দিন আপনার ব্যাগটা আমি বহন করি।না লাগবে না।আরে দিন না।বচসা চলতে থাকে বৃদ্ধের ব্যাগ বহন করার জন্য।টেষ্টার জানে পঙ্গু আতর মিয়া তার বাবা,কুলসুম বিবি মরে যাওয়ায় মা বিরহিত সে।রেল স্টেশনই তাদের রাজ্য আর তারা হল নরপতি।
এই নরপতিরাই আবার কখনো কখনো জঠরানলে কবলে পড়ে শিকার খোজে।আজও তাই তাদের ঘাতনহীন এই অনীক।তুমুল কলহে অনেক লোক জড়ো হয়ে যায় এর মাঝে টেষ্টার এক ভদ্র লোকের মানি ব্যাগ নিয়া নিলীন।ও আমার মানি ব্যাগ, চোর চোর ওহ চোর। সব মানুষ হতচেতন হয়ে চোরের দিকে তাকিয়ে থাকে।চাচা হাফ ছেড়ে বাঁচে।কয়েকজন লোক ও রেল পুলিশ টেষ্টারকে ধাওয়া করে পিছনে পিছনে শলোমান ও পরি।এই পুলিশী ধাওয়ার মাঝেও হরেকরকম আছে,আছে প্রকারভেদও।স্টেশন হতে কলেজের পিছন দিয়ে দিঘীর উত্তর পাড়ে।মানি ব্যাগটা কলেজের পিছনে কচু ক্ষেতে ফেলে দেয় যা অবধান করে শলোমান।
পরি,ট্রাফিক ও শলোমান আস্তে করে নাড়ান হয়ে যায়।দিঘীর পাড়ে গিয়ে টেষ্টার নিজে বসে পড়ে সাথে পুলিশ ও মানি ব্যাগের মালিক ভদ্রলোকও।ওই মাদার....হারামি দেয় দেয় মানি ব্যাগ দেয়(কষে দুই গালে থাপ্পড় মারে)।আপনারা একটু শান্ত হউন আমি জিজ্ঞাস করি।এই যে বাবা আমার ব্যাগটা দিয়ে দাও।ব্যাগের সব টাকা তোমার আমি শুধু ব্যাগটা ফেরত চাই।কি নাম তোমার,তোমার মত আমার দুইটা ছেলে মেয়ে আছে আর তাদের চবি এই ব্যাগে অফিস শেষে রাতে বিছানায় শুয়ে আমার সন্তানদের চবি দেখি কারন ছুটির অভাবে অনেক দিন দেখতে পারি না তাদের( টেষ্টারের চোখ হতে পানি পড়ে ফোটা ফোটা)।
০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৫
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে । আল্লাহ যেন সব বিপদ হতে দুরে রাখে। অনুপ্রাণিত হলাম।
২| ০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৬
ফয়সাল রকি বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
৩| ০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৬
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে । আল্লাহ যেন সব বিপদ হতে দুরে রাখে। অ8নুপ্রাণিত হলাম।
৪| ০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৬
সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে ।
০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
৫| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো।
০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৬| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৫
সাহাদাত উদরাজী বলেছেন: আর একটু স্পষ্ট লেখা চাই!
৭| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২১
সাইদুর রহমান বলেছেন: খুব ভালো লিখেছেন। শুভ কামনা রইলো।
৮| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৪
নাসরীন খান বলেছেন: ভাল লিখেছেন।শুভ কামনা।
৯| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৬
বিজন রয় বলেছেন: টেস্টার???
আপনার লেখায় ভিন্ন স্বাদ পেলাম।
১০| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০১
Subdeb ghosh বলেছেন: চমৎকার লিখেন আপনি।
১১| ১২ ই জুন, ২০২২ সকাল ৯:৩৪
খায়রুল আহসান বলেছেন: অস্পষ্টতার কারণে (এবং অশুদ্ধ বানানজনিত কারণে কিছুটা দুর্বো্ধ্যতার কারণেও) ঠিকমত বুঝতে অসুবিধে হলো। এটাকে ঠিক আপনার লেখা বলে মনে হলো না।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১৭
সোহানী বলেছেন: ভালোলাগলো।