নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্র , তোমারই সন্তান আমরা I

০৮ ই মে, ২০২০ দুপুর ১২:৪৩



প্রজ্বলিত ক্রোধ, বজ্রপাতের দ্যুতিময় মিছিল
পথ দীর্ঘ হলেও যেতে হবে ।
নোনা ঘাম , রক্তে আগুন তবুও
চাই স্বজন হত্যার প্রকাশ্য বিচার।

করোনার এই তালা বন্ধ জীবনে , চেয়ে ছিলাম এক মুঠো চাউল ।
হাতে একটা পোটলা দিয়ে , মুখের দাঁত অর্ধেক বাহির করে কাঁধে হাত রেখে দিলে তুমি সেলফি উপহার। তারপর আর কি পোটলা তুমি কেড়ে নিলে । আজ তুমি আমার পাড়ার ভাই কিংবা চাচা নয় , আজ তুমি চেয়ারম্যান ,আজ তুমি মেম্বার , আজ তুমি বাংলাদেশ । আর আমি কীটা মাকড়া ।

তালা বন্ধ দেশে ঠেলতে পারিনি দুই মাস ঠেলাগাড়িটা বয়স আমার অনুকূল নয় , তবুও ঠেলি গাড়ি বাচ্চাটার আহারের জন্য । কি আর করবো মধ্য বয়সে এসে বিধাতা দেখালো বাচ্চার মুখ ।
এই করোনা তাকেও কেড়ে নিলো আমার থেকে ।

বাচ্চা কাঁধে করে কত হাসপাতালে কতজনের কাছে গিয়েছি কেউ শুনেনি আমার কথা ।
শেষ পর্যন্ত ছেলেটা আমার কাঁধে চির দিনের ঘুম দিলো , জেনে রেখো রাষ্ট্র আমার ছেলের করোনা হয়ে ছিল । আর আমি বলি তুমিতো নিজেই করোনায় ..... । (ছবি সংগ্রহকৃত)

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২০ দুপুর ১:১১

সুপারডুপার বলেছেন: আপনার এই কবিতা গুগলে আরো কিছু জায়গায় দেখলাম। মনে হয় ঐগুলো আপনারই। ছবিটা মনে হয় ফেইসবুক থেকে সংগৃহীত। নিচে ছবিসূত্রঃ আন্তর্জাল বা ইন্টারনেট অথবা ছবি # সংগৃহীত লেখা ভালো।

০৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

নেওয়াজ আলি বলেছেন: লেখাটা আমার । পড়েছেন এবং দেখেছেন বলে ধন্যবাদ । নিজেকে নিরাপদ রাখুন। ন্যাট হতে ছবি নিয়েছি।

২| ০৮ ই মে, ২০২০ দুপুর ১:৪০

নতুন বলেছেন: মানুষের গায়ে হাত দেয়ার ক্ষমতা কাউকে কোন রাস্ট দেয় নাই এই সাধারন জিনিসটাই আমাদের দেশে কেউই মানেনা।

জোর যার মুল্লুক তার চলছে ।

০৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫১

নেওয়াজ আলি বলেছেন: ক্ষমতাবান দের শরীরে অসুরের শক্তি এখন। খাই খাই চোখে মানুষ দেখে না।

৩| ০৮ ই মে, ২০২০ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: 'মৃত্যুকে ঠেকাইতে না পারিলেও, মৃত্যুর খবর ঠেকাইবার সক্ষমতা মানুষের রহিয়াছে।'
-শ্রী বরীন্দ্রনাথ ঠাকুর

০৮ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

নেওয়াজ আলি বলেছেন: সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যেঃ সাধুরা কপট আর অসাধুরা অপকট।

৪| ০৮ ই মে, ২০২০ বিকাল ৫:০৪

সাইন বোর্ড বলেছেন: কেন জানি আমার মনে হচ্ছে, দেশে করোনার ব্যপারে এখন অনেক তথ্যই গোপন করা হচ্ছে ।

০৮ ই মে, ২০২০ রাত ৮:০১

নেওয়াজ আলি বলেছেন: আপনার ধারণা মিথ্যা নয়। তথ্য প্রকাশ করায় সংবাদ কর্মীদের অপহরণ এবং জেল হচ্ছে। এইটা আরো ভয়ংকর ।

৫| ০৮ ই মে, ২০২০ রাত ৮:২৯

Subdeb ghosh বলেছেন: কবে যাবে এই করোনা ভাইরাস?

০৯ ই মে, ২০২০ রাত ২:৫৪

নেওয়াজ আলি বলেছেন: মানুষের জন্য মানুষ। জয় হবে মানবতার

৬| ০৯ ই মে, ২০২০ রাত ১২:০৩

আল-ইকরাম বলেছেন: নেওয়াজ ভাই আপনার লেখাটি পড়লাম। ভাল লেগেছে। আমি সেরকম কোনো বোদ্ধা নই। তবু বলি গদ্য আকারে লিখলেন কেন বুঝলাম না? শুভেচ্ছা অগনিত।

০৯ ই মে, ২০২০ রাত ২:৫৭

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে । আপনি বোদ্ধা না হলেও ঠিকই ধরতে পেরেছেন । মাথায় লিখে পেলাম। আপনার ভুল ধরলে ঠিক করবো সামনে।

৭| ০৯ ই মে, ২০২০ সকাল ১১:৫৪

জাফরুল মবীন বলেছেন: দারুণ একখানা গদ্য কবিতায়, জানান দিলেন আছি কত করুণ অবস্থায়।রাষ্ট্র যদি না হয় মানবিক,কষ্টে থাকবে তার নাগরিক।করোনা কিন্তু কাউকে ছাড়ে না, ভেবোনা তোমার বিচার হবে না।

০৯ ই মে, ২০২০ দুপুর ১২:০৯

নেওয়াজ আলি বলেছেন: আর লিখবো না ভয়ে আছি । ছাত্রলীগ নেতা এমপির ত্রাণ দেওয়া নিয়ে সমালোচনা করায় ডিজিটাল আইনে গ্রেফতার । বাকিরা কি।

৮| ১৩ ই মে, ২০২০ সকাল ১০:৪৮

এনাম আহমেদ বলেছেন: কি নির্মমতার শিকার হচ্ছি আমরা সাধারণ জনগণ!!!

২৫ শে মে, ২০২০ রাত ২:১৫

নেওয়াজ আলি বলেছেন: আসলে দিন দিন মানুষ যেন কেমন হয়ে যাচ্ছে । দুঃখ লাগে

৯| ২৩ শে মে, ২০২০ ভোর ৪:২৪

Rajibrpsoft বলেছেন: ভাই পৃথিবীর মানুষ আর ঠিক হবার নয় ....সবাই রঙ তামাশাই ব্যস্ত.....

২৫ শে মে, ২০২০ রাত ২:১৫

নেওয়াজ আলি বলেছেন: আসলে দিন দিন মানুষ যেন কেমন হয়ে যাচ্ছে । দুঃখ লাগে

১০| ২৩ শে মে, ২০২০ রাত ৯:৪৯

নাসরীন খান বলেছেন: একরাশ কষ্ট আর হতাশা।জীবন?

২৫ শে মে, ২০২০ রাত ২:১৫

নেওয়াজ আলি বলেছেন: দুঃখ লাগে

১১| ২৩ শে মে, ২০২০ রাত ১১:১১

পারভীন শীলা বলেছেন: লেখায় বাস্তবতা ফুটে উঠেছে।ভালো থাকবেন।

২৫ শে মে, ২০২০ রাত ২:১৬

নেওয়াজ আলি বলেছেন: আসলে দিন দিন মানুষ যেন কেমন হয়ে যাচ্ছে ।

১২| ২৬ শে জুন, ২০২০ সকাল ১০:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক সময় বাবাদের সংশোধন পপ্রয়োজন হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.