নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

সময় সেই সময়ের কাছে।

২৭ শে জুন, ২০২০ ভোর ৫:৪৯

দীপ্ত কিরণের আলো সোনাগাজী, বরগুনা কিংবা , আমার ঘরে নেই কোথাও বাংলাদেশে ।
আজ সুর্য গ্রহণ,
তাই স্পর্শ'কাতর মাটিতে ঢেলে দাও মনুষ্য রং।
শৈল্পিক স্বর্গে সোহাগি বরণের মত নকশা করো রামদা দিয়ে।
আমার পিঠে,হাতে ও পায়ে ।
তবে নকশা করো না আমার চোখে বুকে, চোখ, সেখানে মায়ের আদর আর বুকে প্রিয়তার বাস।
বিব্রত পতনে তুমি ছিলে আমারই রতন!
উচ্চ শিখরে পড়ুক সূর্যের তাপ, গলে যাক পাথর ।
থাকুক পড়ে মর্গে আশাহত আত্মা!
হাতে ছিলো একসময় সোনালি আগ্নেয়াস্ত্র,
সূর্যপোড়া আগুনে জ্বলা দুচোখ ।
বুক পকেটে বারুদ রেখে যেতাম মিছিলে।
দুঃশাসনের বেনেট বুলেটে বজ্র কন্ঠে শ্লোগান ছিল, নিপাত যাক,নিপাত যাক।
এই তুমি রুখে দাড়ালেই বিদ্রোহ, রুখে দাড়ালেই একাত্তর।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২০ ভোর ৬:৪৩

পারভীন শীলা বলেছেন: দারুন।

২৭ শে জুন, ২০২০ দুপুর ১:২০

নেওয়াজ আলি বলেছেন: অনুপ্রাণিত করলেন সহৃদয় ।

২| ২৭ শে জুন, ২০২০ ভোর ৬:৫৫

ইসিয়াক বলেছেন:

সাবলীল উপস্থাপন।
শুভসকাল মহী ভাই।

২৭ শে জুন, ২০২০ দুপুর ১:২০

নেওয়াজ আলি বলেছেন: অনুপ্রাণিত করলেন সহৃদয় । ভালোবাসা ও শুভেচ্ছা

৩| ২৭ শে জুন, ২০২০ সকাল ৮:৫০

নতুন নকিব বলেছেন:



চমৎকার লিখেছেন। +

২৭ শে জুন, ২০২০ দুপুর ১:২২

নেওয়াজ আলি বলেছেন: অসংখ্য ধন্যবাদ । অনুপ্রাণিত করলেন সহৃদয় ।

৪| ২৭ শে জুন, ২০২০ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: কবি্তা সুন্দর হয়েছে।

২৭ শে জুন, ২০২০ দুপুর ১:২৩

নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ।

৫| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:১০

ঢুকিচেপা বলেছেন: খুব ভাল লাগলো উৎসর্গকৃত বিদ্রোহী কবিতা

২৭ শে জুন, ২০২০ রাত ৯:২৭

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা ।

৬| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: একদিন সব অপরাধের বিচার হবে।

২৭ শে জুন, ২০২০ রাত ৯:৩০

নেওয়াজ আলি বলেছেন: Insha allah

৭| ২৮ শে জুন, ২০২০ রাত ১২:৩০

জাফরুল মবীন বলেছেন: অসাধারন! ব্লগে আমি যত কবিতা পাঠ করেছি তার মধ্যে এটি অন্যতম সেরা কবিতা।

অভিনন্দন আপনাকে।

২৮ শে জুন, ২০২০ ভোর ৫:৪৯

নেওয়াজ আলি বলেছেন: আমি আপনার লেখা পড়ি এবং মন্তব্য করতে চেষ্টা করি। আর আপনিও আমার লেখা পড়ে মন্তব্য করেন। এই ভাবের আদান প্রধানই ভালোবাসা । একে অপরকে অদেখা অচেনার পরও এই ভালোবাসাই পারে সতেজ , সজীব , মননশীল ও সৃজনশীল আগামী দিতে।

৮| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: শক্তিশালী একটি কবিতা। পোস্ট দ্বিতীয় লাইক।
শুভেচ্ছা নিয়েন প্রিয় নেওয়াজ ভাই।

৩০ শে জুন, ২০২০ দুপুর ২:০৬

নেওয়াজ আলি বলেছেন: পদাতিক ভাই ভালোবাসা আপনাকে । যার যায় সে বুঝে ব্যথা। মেয়ের বাবা হয়ে প্রতিটি সেকেন্ড মিনিট ভয়ে কাটে ।

৯| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

হিরামণি মেয়েটা তো খুব কিউট।
কি ভাবে মারা গেল?

খুবই দুঃখজনক। এতো কম বয়সে মারা গেল।

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৪৭

নেওয়াজ আলি বলেছেন: তের বছরের হিরা মনি নোয়াখালীর এক গ্রামের ৯ম শ্রেণীর মেয়ে। বাপ ক্যান্সারে ঢাকা মেডিকেলে যেদিন মারা যায় সেদিন মেয়েটা ঘরে একা ছিল । কারণ মা বাপের সাথে। এই সুযোগে একদল নরপশু তাকে ধর্ষণ করে হত্যা করে । আজও বিচার হয়নি।

১০| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:০১

সাইদুর রহমান বলেছেন: খুব সুন্দর।

০২ রা জুলাই, ২০২০ রাত ৯:০৬

নেওয়াজ আলি বলেছেন:   ভালো থাকুন।

১১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৩:৩৩

মুবিন খান বলেছেন: 'রুখে দাঁড়ালেই বিদ্রোহ'- এখন রুখে দাঁড়ানোর মানুষের বড় অভাব।

কবিতায় ভালো লাগা।

০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:১৩

নেওয়াজ আলি বলেছেন: 100% right

১২| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আসলে মাইর প্রয়োজন। প্রতিদিন সকাল বিকাল নিয়ম করে মাইর দিতে হবে। পাহাড়ি বেত দিয়ে মাইর দিতে হবে। দেশের লম্পট বদমাশ ছেলেদের মাইর দিতে হবে যাতে মেয়েদের টিজ না করে - মেয়েদের পেছন পেছন ঘুরঘুর না করে। আর মেয়েদেরে মাইর দিতে হবে যাতে লাম্পট্য ছেড়ে দেয় - মাইর দেওয়ার দায়িত্ব যার যার মাতাপিতা গ্রহণ করবেন।

মেসিকাট দাড়ির ছেলে আর হিজাব নামের মাথায় পেঁয়াজ রশুন বানানো মেয়েদের মাতাপিতা প্রচন্ড মাইর দেবেন এটি এখন সময় দেশ ও জাতির দাবি।



১৩| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:১৬

নেওয়াজ আলি বলেছেন: যেত সব ভন্ডামি আর গুন্ডামি চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.