![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
চেনা চেনা লাগছে!
আচ্ছা আমি একটু পরিচয় করিয়ে দেই।
উনার নাম শাহেদ। মানবতার ফেরিওয়ালা ।
উনি রিজেন্ট হসপিটালের মালিক। যে হাসপাতালের বৈধ কোন কাগজ পত্র নাই। না, না পরিচয় এখনো পুরো দেয়া হয়নি। । আরেকটু পরিচয় দিই, উনি টিভি টকশো তে জ্বালাময়ী নীতি নৈতিকতার বিষয়ে সবক দেন।উনার গলা এবং হাত অ-নে-ক লম্বা। উনার নেটওয়ার্ক একেবারে টপ লেবেলে।
এবার উনার মহান কর্মের কথা বলি।
উনি করোনা ভাইরাসের মিথ্যা রিপোর্ট বিক্রি করতেন। এসব বাবদ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মিথ্যা রিপোর্টের কারণে এখন হাজার হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে।
উনার মিথ্যা রিপোর্ট বিক্রির কারণে আজ বেশ কিছু দেশ বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করেছে।
করোনার ভুয়া সনদ, বাড়তি অর্থ আদায় করে আলোচনায় আসা এই হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদকে নিয়ে কৌতূহল চারপাশে। তিনি কীভাবে এমন একটি হাসপাতাল গড়ে তুললেন, করোনার মতো গুরুত্বপূর্ণ চিকিৎসার দায়িত্ব বাগিয়ে নিলেন- এমন নানা প্রশ্ন মুখে মুখে। ফেসবুক পেজে নিজেকে পরিচয় দিয়েছেন আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য হিসেবে। রাজনৈতিক দলের পরিচয় দিয়ে মো. শাহেদ বিভিন্ন টেলিভিশনের টকশোতেও অংশ নিতেন। দিতেন নানা পরামর্শ। নিজে প্রতারণার জাল ফেলে কীভাবে মানুষকে এভাবে নসিহতের বাণী শোনাতেন না নিয়ে বড় বিস্ময় মানুষের মাঝে।
সরকারি প্রতিষ্ঠান থেকে ৪২৬৪টি স্যাম্পল রিজেন্ট টেস্ট করেছে এবং এর বাইরে ৬ হাজারের বেশি স্যাম্পল টেস্ট না করেই তারা ভুয়া রিপোর্ট দিয়েছে। শুধু তাই নয়, অভিযান চলাকালে ফ্রিজের মধ্যে এক অংশে মেডিসিন অন্য অংশে মাছ মিলেছে। হাসপাতালটির ডিসপেনসারি সেখানে সব সার্জিক্যাল আইটেম ৫/৬ বছর আগের মেয়াদোত্তীর্ণ। যেই চিকিৎসা বিনামূল্যে করার কথা সেটির জন্য রোগীর কাছ থেকে টাকা নিয়ে আবার সরকারের কাছ থেকেও সেই টাকা গ্রহণ করেছে হাসপাতালটি।
‘করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা এবং বাড়িতে থাকা রোগীদের করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট প্রদান করতো রিজেন্ট হাসপাতাল। এ ছাড়াও সরকার থেকে বিনামূল্যে করোনা টেস্ট করার অনুমতি নিয়ে রিপোর্ট প্রতি সাড়ে তিন থেকে চার হাজার টাকা করে আদায় করতো তারা। এভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে মোট তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিজেন্ট। এই সমস্ত অপরাধ ও টাকার নিয়ন্ত্রণ চেয়ারম্যান সাহেব (রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ) নিজে করতেন অফিসে বসে।’
করোনা আক্রান্ত বাবাকে রিজেন্টে ভর্তি করেন নি শাহেদ: রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদের বাবাও করোনা আক্রান্ত হন। তবে তাকে রিজেন্ট হাসপাতালে ভর্তি না করিয়ে ভর্তি করানো হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। বিষয়টি জানা যায়, এই হাসপাতালের একজন সাবেক কর্মীর মাধ্যমে। তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি রিজেন্ট হাসপাতাল ছেড়ে দিয়েছেন আগেই। তাকে ফোন দিয়েছিলেন মো. শাহেদ। তিনি প্লাজমা দেয়ার আবেদন জানিয়ে ছিলেন তার কাছে। তবে রক্তের গ্রুপ না মেলায় তিনি প্লাজমা দিতে পারেন নি। এ ছাড়াও নিজের ফেসবুক ওয়ালে বাবার জন্য বি পজেটিভ প্লাজমার জন্য আবেদন করে পোস্টও দিয়েছিলেন শাহেদ। তিনি ওই কর্মীকে জানিয়ে ছিলেন ইউনাইটেড হাসপাতালে তার বাবা চিকিৎসা নিচ্ছেন।
মানবজমিন হতে। ছবিঃ ফেসবুক।
০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:০২
নেওয়াজ আলি বলেছেন: তার চেতনার সাথে মুক্তযুদ্ধের সম্পর্ক নাই। তার চেতনা হলো মানুষকে ঠকিয়ে পয়সা কামানো। সে বড় বড় দলের সাথে ছবি তুলে এইসব সো করতো প্রতারণার জন্য।
২| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি জঘণ্য মানসিকতার লোক!!!!
মানুষের জীবন মৃত্যুতেও প্রতারণা! ধিক!
দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:০৩
নেওয়াজ আলি বলেছেন: তার পক্ষেও লোক আছে । তারা বিভিন্ন যুক্তি দিয়ে তাকে বাঁচাতে চাইবে
৩| ০৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মুক্তি যুদ্ধের চেতনার বিরুদ্ধে যে বলে হয় সে নিজে রাজাকার অথবা সে রাজাকারর ছেলে বা নাতি পুতি।এক সময় হয়তো কোন মুক্তি যোদ্ধাই জীবিত থাকবে না কিন্তু মুক্তি যুদ্ধের চেতনা থাকবে।চেতনার পক্ষের লোক থাকবে।ঠিক তেমনি রাজাকার থাকবে না কিন্তু রাজাকারের পক্ষের লোক থাকবে।
০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:০৬
নেওয়াজ আলি বলেছেন: কথা ঠিক বলেছেন । শাহেদ এবং তার সাঙ্গপাঙ্গরা নব্য রাজারকার । যারা দেশের সম্পদ কুক্ষিগত করছে। তাকে যারা সমর্থন করছে তারা আরো বড় রাজাকার।
৪| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:০২
সাইন বোর্ড বলেছেন: গতকাল থেকে নিউজটা ঘুরেফিরে আসছে, মহামারি এই করোনা কালেও সরকারের নাকের ডগার উপর থেকে মানুষের কাছে থেকে প্রতারণা করে শত শত কোটি টাকা কামিয়ে নিচ্ছে । তার এই অপকর্ম তো এক দিনে শুরু হয়নি, এতদিন কোথায় ছিল প্রশাসন ?
০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:১১
নেওয়াজ আলি বলেছেন: এক শ্রেণীর লোক তাকে বাঁচাতে উঠেপড়ে লেগেছে। এরা দেশের হায়না । এরা কীট । এরা নব্য রাজাকার।
৫| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: সোনার বাংলায় এইসব কোনো বিষয়ই না
০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:১২
নেওয়াজ আলি বলেছেন: এরা দেশের হায়না । এরা কীট । এরা নব্য রাজাকার।
৬| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৪
কবীর হুমায়ূন বলেছেন: এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণের জড়িত থাকার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসেন্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
স্বাস্থ মন্ত্রণালয়ের যাদের মাধ্যমে রিজেন্ট হাসপাতাল করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হয়েছে, তাদেরকেও শাহেদের সাথে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।
০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:১৩
নেওয়াজ আলি বলেছেন: সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে মারা দরকার। নিশ্চয় আরো লোক জড়িত আছে।
৭| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: হাসপাতালের মালিক নিশ্চয়ই উনি একা না। আরো কেউ কেউ আছেন।
০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:১৪
নেওয়াজ আলি বলেছেন: নিশ্চয় আরো লোক জড়িত আছে।
৮| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: ওকে হায়েনা দিয়ে খাওয়ানো উচিত।
০৯ ই জুলাই, ২০২০ ভোর ৫:২৩
নেওয়াজ আলি বলেছেন: কিন্তু কে খাওয়াবে উনি অনেক উপরের লোকের সাথে হাত রাখে।
৯| ০৯ ই জুলাই, ২০২০ রাত ২:২৬
রাজীব নুর বলেছেন: মানুষের টাকার এত লোভ কেন? একজন মানুষের বেঁচে থাকতে এত টাকা তো লাগে না।
০৯ ই জুলাই, ২০২০ ভোর ৫:৫৯
নেওয়াজ আলি বলেছেন: রাজিব ভাই মনের কথা বলছেন । স্যালুট আপনাকে। খেয়ে পরে বাঁচতে পারলেই চলবে।
১০| ০৯ ই জুলাই, ২০২০ রাত ৩:৪৪
কল্পদ্রুম বলেছেন: উনি টেস্ট না করে রিপোর্ট তাড়াতাড়ি ডেলিভারি করার চেষ্টা করেছেন।তাছাড়া ভুয়া রিপোর্টের কালচার তো অনেক দিনের।কত ক্ষেত্রেই তো ভুয়া হেলথ সার্টিফিকেট দেওয়া হয়।উনি তো নতুন কিছু করেন নাই।তাছাড়া নিয়েছেন তিন কোটি টাকা মাত্র।দেশে সমুদ্র চুরির কাছে এটা তো কুয়ো চুরি বলে মনে হচ্ছে।কুয়োর চেয়ে সাইজে ছোট কিছু মনে করতে পারছি না।
০৯ ই জুলাই, ২০২০ ভোর ৬:০৪
নেওয়াজ আলি বলেছেন: এইসব লোক সব সব দলের সাথে থাকে। যে দল ক্ষমতাবান তাদের সাথে মিশে টাকা কামায়
১১| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৯
ইসিয়াক বলেছেন: এইসব লোভী মানুষগুলোর জন্য দেশের আজ এই অবস্থা।
০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৪
নেওয়াজ আলি বলেছেন: এরা পারে না নিজের ঘর বিক্রি করে দিতে
১২| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুই নম্বর রাস্তায় দ্রুত উঠেছে বলেই উত্তরার রিজেনট হাসপাতাল খুব একটা পরিচিত না উত্তরাবাসীর কাছে। ধন্যবাদ চেনানোর জন্য।
১৩ ই জুলাই, ২০২০ ভোর ৫:২৮
নেওয়াজ আলি বলেছেন: কেউ চাল চোর। কেউ তেল চোর। কেউ ভোট চোর
১৩| ১২ ই জুলাই, ২০২০ ভোর ৬:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যারা চিনলে কাজ হতে পারত তারাই তো চিনে নাই।
আমি চিনলেই কি আর না চিনলেই কি।
আপদ আমার!
১৩ ই জুলাই, ২০২০ ভোর ৫:২৭
নেওয়াজ আলি বলেছেন: তারা চিনে জেনে ভাগের জন্য চুক্তি করেছে। আপনি চিনবেন প্রতারক হতে দুরে থেকে সঠিক চিকিৎসা নিতে
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪০
সত্যপীরবাবা বলেছেন: উনি চেতনাময় উপদেশ দেওয়া একজন সৈনিক
তা সমস্যা কি 'মুক্তিযুদ্ধের চেতনায়' নাকি ঐ ব্যক্তির কর্মে? ব্যক্তির কর্মের দায়ও কি 'চেতনার'? ব্লগের পরিবেশ দেখে কি ল্যান্জা বের করার সময় হইসে বলে মনে হ্য়?