নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

আলোচিত খুন , আলোচিত গুম, আলোচিত ধর্ষণ ও আলোচিত খলনায়ক।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪০

মেজর সিনহাকে চারটা নাকি ছয়টা গুলি করেছে তা নিয়ে বিতর্ক করে কি লাভ এখন। তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এটাই সত্য। আর এই হত্যা করেছে দেশের আইন শৃঙ্খলা যারা রক্ষা করে তারাই । গুলি করেছে এসআই পদবি লিয়াকত (যে কিনা ছাত্র জীবনে শিবির করতো বলে প্রচার করা হচ্ছে , আহ ! হাসি আর হাসি )। সিনহা গুলি খেয়ে লুটিয়ে পড়ে মাটিতে । ইস ! কি ভয়ানক কষ্ট করছে তখন। তার মুক্তিযোদ্ধা বাবার আত্মা তখন কেমন করেছে এতদিনে সিনহা হয়তো জেনে গিয়েছে । বাবা ছেলেকে কাছে পেয়ে হয়তো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে এ কেমন অবিচার দেশটাতে অথচ এই দেশের জন্যই অস্ত্র হাতে মরণপণ লড়াই করেছি । ধর্মীয় লেবাস কাজে লাগিয়ে পাশের রাষ্ট্রে সম্পদ পাচারকারী প্রদীপ ( যে কিনা বিএনপি করে প্রচার করা হচ্ছে আবারও হাসি আর হাসি) মাটিতে পড়ে থাকা মেজরকে পা দিয়ে চেপে ধরে। ইস !এক ভয়ানক জালিমকে রাষ্ট্রীয় পদক দেওয়া হয়ছে আরেক --- এসপি ডিজি হয়তো অন্য কারো সুপারিশে । সাবেক এসপি আল্লাহ বকস আবার সিনহাকে হত্যার পর আইনী পরামর্শ দিয়েছেন । এই আল্লাহ বকসের ভাই বিএনপির আমলে পুলিশের আইজি ছিলেন ।

তবে এবার বিচার হতে পারে কারণ প্রদীপ আর লিয়াকত বিরোধী দলের লোক। তারা আওয়ামী লীগকে ধোকা দিয়েছে এত দিন। আর সাক্ষী বাঘের মুখ থেকে ফিরে আসা সিফাত আর শিপ্রা। ভয়ের কোন কারণ নেই সিফাত ও শিপ্রা সত্য বলে মরণ হোক আরেকবার । তোমরাতো সিনহার সাথে ওইদিন রাতেই মরে গিয়েছো ।
মেজরের মা কান্না করে এবং ছেলের জন্য কাঁদবে মরণ পর্যন্ত । মাননীয প্রধানমন্ত্রী ছেলে হত্যার সুষ্ঠু বিচার করবে ওয়াদা করেছেন । প্রিয় মা এখন ধৈর্য্য ধারণ করা ছাড়া আর কোন উপায় নাই আপনার , এই বাংলাদেশে। পিলখানায় ৫৭জন সেনা হত্যার বিচার হয়নি । আবরার হত্যার বিচার হয়নি। নারায়ণগঞ্জের ত্বকি ও টেন হত্যার বিচার হয়নি । তাইতো বিচার কাঁদে আকাশে বাতাসে।

প্রিয় মেঘ । ভালোবাসা তোমাকে । মা বাবা ছাড়া বড়ই কষ্টের জীবন তোমার । অল্প বয়সে মা বাবা খুন হতে দেখছো তুমি। জানি তাদের কথা মনে করে কান্না করো তুমি । তোমাদের মত এমন আরো হাজারো মেঘ কিংবা মা কেঁদেই চলেছে । তোমার মা বাবাকে খুনের পর ৪৮ ঘন্টার ভিতর আসামি ধরবে বলে ছিল রাষ্ট্র । এইটা এখন ইতিহাস । আশ্বাসের পর আশ্বাসে বছর ঘুরে বহু বছরে পড়েছে , তুমি এখন বড় হয়েছো সব বুঝতে শিখেছো । বিচার পাওনি বলে বাংলাদেশকে ঘৃণা করো না।

ইলিয়াস আলী বিএনপির নেতা । কে বা কারা ধরে নিয়ে যে গেল আজও ফিরে আসেনি । অবশ্যই অনেক খুন গুম হয় এবং হয়তো ভবিষ্যতে আরো হবে । তবে যেসব খুন গুম দেশকে নাড়া দেয় তাদের একজন ইলিয়াস আলী। তার স্ত্রী সন্তান অনেক দেনদরবার করলো জীবিত ইলিয়াসকে ফিরে পাওয়ার জন্য। রাষ্ট্র আশ্বাসও দিয়ে ছিল কিন্তু সেটাও বছর হতে বহু বছর হলো ইলিয়াস আলী ফিরে এলো না । আর সবচেয়ে বড় সত্য ইলিয়াস আলী বিএনপির প্রভাবশালী নেতা । তার ফিরে আসার সম্ভাবনা আদৌ কি ?

তনুকে আপনারা মনে হয় ভুলে গিয়েছেন । এই মেয়েটাকে কুমিল্লা সেনা নিবাসে কুমির খেয়ে ফেলেছে। তবে খাওয়ার আগে দেহের উপরে বিকৃত নৃত্য দেশবাসী দেখেছে । আমরা অনেক কাঁদলাম পেপারে ও সামাজিক সাইডে। কি লাভ হলো কিছুই হলো না । তার মা বাবা সন্তান হারালো বিচার ফেল না।

সিনহা , ইলিয়াস আলী ও সাগর রুনি আরো নাম না জানা মানুষের ভিড়ে অসংখ্য তনু যারা আকাশের তারা এখন। তনুর মা বাবা গ্রামের গরিব বলে ঢাকার রাজপথ অনেক আগেই নীরব হয়ে গিয়েছে । ইলিয়াস আলীর সন্তান আর সাগর রুনির সন্তান বড় হয়েছে সিনহার মাকে জড়িয়ে ধরে কেঁদে বলতে পারবে বিচারের আশ্বাস আমরাও পেয়ে ছিলাম। যেই দেশে প্রদীপ লিয়াকত সেই দেশে ইলিয়াস কোবরা সিনামা বানাবে । আর আমরা তা চুপি চুপি দেখে যাবো ।

খল নায়ক ইলিয়াস কোবরা আসলে কিন্তু এই দেশের নাগরিকই না। মিয়ানমারের থেকে এসে কক্সবাজারে নিবাস গড়েছেন। মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কোবরা পরিবারের প্রায় সব পুরুষই ইয়াবা কারবারে জড়িত। জেলও খেটেছেন অনেকে আবার মামলাও চলমান ।

আর এই ইলিয়াস কোবরা প্রচণ্ড দাপটের সঙ্গে আমাদের চলচ্চিত্রে কাজ করে গিয়েছেন ! মেজর (অব.) সিনহা রাশেদ খানের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে এই ইলিয়াস কোবরার নাম চলে আসায় এটি নিয়ে গভীর তদন্ত দরকার। সবচেয়ে আজব ও মজার ব্যাপার , যার পুরো পরিবার ইয়াবা কারবারের সঙ্গে জড়িত সেই ইলিয়াস কোবরাকে কক্সবাজারের ওই এলাকার মাদক নির্মূল কমিটির সভাপতি বানিয়ে ছিলেন সাবেক ওসি প্রদীপ কুমার!!

ছবি ফেসবুক ও কোবরার নিউজ কালের কন্ঠ হতে ।



ছবি ফেসবুক ও কোবরার নিউজ কালের কন্ঠ হতে ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুনতে খারাপ লাগলেও বলতে হয়,

বাংলাদেশের পুলিশের চেয়ে খারাপ কোন প্রাণী পৃথিবীতে জন্ম হয়নি।

ছি, ছিল, ছি।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৬

নেওয়াজ আলি বলেছেন: ভয়ে মানষ মুখ খুলতে পারছে না ভাই । যে যার মত দিন পার করছে।

২| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলেই উদ্ভুত জানি না আরকিছু হবে---------

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৬

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সহায় আমাদের । আমরা রাজনীতি করি না ।

৩| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিটি আলোচিত হত্যাকান্ডের সুষ্টু বিচার হলে দেশে এমন করে সিনহারা প্রাণ দিত না।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:০১

নেওয়াজ আলি বলেছেন: বিচার একদিন আল্লাহ করবে ।

৪| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৩

ঢুকিচেপা বলেছেন: কয়েক বিষয়ের সংকলন ভাল হয়েছে।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৩

নেওয়াজ আলি বলেছেন: শুকরিয়া । ধন্যবাদ আপনাকে ।

৫| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিসের মধ্যে আমরা আছি আর পরের প্রজন্মের জন্য কি দেশ রেখে যাচ্ছি। কিভাবে এই অরাজকতা থেকে মুক্তি পাবো তাও কারও জানা নাই।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৫

নেওয়াজ আলি বলেছেন: একমাত্র আল্লাহ জানে । কবে যে দেশে আলো ফিরে আসবে

৬| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ‘আমরা রাজনীতি করি না’ অথচ পুরাটা বক্তব্যই রাজনৈতিক।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৬

নেওয়াজ আলি বলেছেন: তবে পলিটিক্স ভালো না । সত্য তিতা হয়।

৭| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮

ঢাবিয়ান বলেছেন: নারায়নগঞ্জের আলোচিত দশ খুনের আসামীদের কি বিচার হয়েছে? তকী, সাগর রুনী, তনু , একরাম কোন হত্যাকান্ডেরই বিচার হয়নি। এটাও হবে না। পত্রিকায় এসেছে খুনী লিয়াকত জেলে বসে ফেসবুকিং করছে, প্রোফাইল পিকচার চেঞ্জ করছে!! সুতরাং কেমন বিচার যে হবে তা জানাই আছে সবার। ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী দুটো আহাম্মকি করে সাহস না দেখালেই ভাল করবে।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৯

নেওয়াজ আলি বলেছেন: সব হলো পাওয়ার । সব সত্য লিখলে কিছু লোক ক্ষেপে যাবে।

৮| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিচারের বানী নিভৃতে কাঁদে !!

১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:১০

নেওয়াজ আলি বলেছেন: নুরু ভাই সালাম নিবেন । সব আমলে এমন ।

৯| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: ধিক্কার জনক ঘটনা। দোষীরা যথাযোগ্য শাস্তি না পেলে জনমানসে সরকার ও পুলিশ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া হতে বাধ্য।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১:০৯

নেওয়াজ আলি বলেছেন: ঠিক বলেছেন । সব হত্যার বিচার চাই।

১০| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: এই দেশে ভালো কিছু আশা করা অন্যায়।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১:১০

নেওয়াজ আলি বলেছেন: রাত শেষে দিন আসে । হতাশ হয়েছেন কেন।

১১| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:০৪

অন্তরা রহমান বলেছেন: বিচারহীনতার সংস্কৃতি একটা দেশকে অরাজক করে তোলায় মূল ভূমিকা রাখে।

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৮

নেওয়াজ আলি বলেছেন: একদম ঠিক বলেছেন । যা ইতিমধ্যে দেখা যাচ্ছে

১২| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩০

সোহানী বলেছেন: বিচারের বাণী শুধু কাদেঁই না ধুকে ধুকে মরে................

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৯

নেওয়াজ আলি বলেছেন: একদম ঠিক বলেছেন ।

১৩| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২০

পদ্মপুকুর বলেছেন: তদন্ত ও বিচারের আগেই আসমীকে কোনো পরিচয়ে লটকে দেয়ার মাধ্যমে বিচারপ্রক্রিয়া বিঘ্নিত করার রাস্তা পরিস্কার হয় বলেই আমার মনে হয়।

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: আমাদের দেশে এই চলতেছে আদিকাল হতে

১৪| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২২

নীল আকাশ বলেছেন: চমৎকার লিখেছেন।
সব পাপীদের বিচার হবেই হবে। সবই সময়ের ব্যাপার।
আপনার সমস্যা মনে হচ্ছে ঠিক হয়ে গেছে! দারুন!

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

১৫| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাত শেষে দিন আসে । হতাশ হয়েছেন কেন।


আমি এই দেশ নিয়ে মোটেও আশাবাদী না।

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: আমার সোনার বাংলা ....... ভালোবাসি

১৬| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২২

শামছুল ইসলাম বলেছেন: বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে না আসলে আরো অনেককে জীবন দিতে হবে।

সুষ্ঠু বিচার এবং সময় মতো তা কার্যকর করতে না পারলে একের একের এক ঘটনা ঘটতেই থাকবে।

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪১

নেওয়াজ আলি বলেছেন: আজ হোক আর কাল হোক বিচার হবে শুধু সময়ের ব্যাপার

১৭| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কে করবে কার বিচার! যদি ভিন্নমতের হয় হারিয়ে দিতে নেই মানা।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সবচেয়ে বড় বিচারক ।

১৮| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৫

সাহাদাত উদরাজী বলেছেন: বলার কিছু নেই। আমাদের দেখে যাবার পালা, এতে যদি প্রান বাঁচে।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: দেখে যাই চুপ করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.