![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
নরম,শান্ত আরব সাগর, পানি দেখে বুঝা মুসকিল-চলমান না স্থির । নীল আকাশের ছায়ায় পানিটাও নীল দেখায়। হাওয়ার কারণে কখনো কখনো উচু নিচু ঢেউ খেলে। একঝাক গাঙচিল কিছিমিছির শব্দে উড়ে বেড়াচ্ছে । ওয়াসিফ ভাবতে থাকে গাঙচিলের দেশ কোনটা , বাহারাইন নাকি সৌদি আরব । আয়মন পাশে থেকে মুচকি হাসি বলে এই গাঙচিল গুলির বাড়ী বাংলাদেশ । ঠিক এই সময় একটা চিল উপর থেকে আয়মনের গায়ে বিষ্ঠা ছুড়ে দেয়। তোমার গায়ে বিষ্টা ছুড়ে দিয়ে, দারুণ একটা কাজ করেছে গাঙচিল। তোমাকে একটা উষ্টা মারা দরকার তুমি আমার জম্নভূমিকে অসম্মান করে কথা বলতে চাও। আরে,ওয়াসিফ তুমি রাগ করছো কেন,আমি একটু মজা করেছি।
আয়মন আমি কি তোমার সাথে এমন মজা করতে পারবো?আমি শুনেছি শীত থেকে বাঁচতে সাইবেরিয়া হতে প্রচুর পাখী বাংলাদেশ আসে,কিন্তু অর্ধেকও পরে ফেরত যেতে পারে না পাখিগুলা শিকার হয় । আর ওই গুলা মানুষের রসনা পুজার কাজে লাগে । তোমার দেশের মানুষ কি একবার চিন্তা করে দেখে না এই পাখিগুলি কত হাজার মাইল দুর হতে শুধু শীত থেকে বাঁচার জন্য বাংলাদেশ এসে শিকারে পরিনিত হচ্ছে?
হাফমুন নৈসর্গ সাগরের জলতরঙ্গ জলের ভিতর মাছের নৃত্য মেঘমুক্ত আকাশ। প্রেয়সী তুমি প্রিয়তমা জন্মভূমি".সাগরের জল তরঙ্হ দারুণ এক নতুন দৃশ্য যেন। ছোট ছোট অচেনা মাছদের নৃত্য দেখতে খুব ভাল লাগছে। মাথার উপর যে আসমান ঠিক যেন বাংলাদেশের মত । কিন্তুু সাগরটার কোন মিল নাই পদ্মা মেঘনার সাথে । যেমন মিল নাই রাজনৈতিক রাজাদের। সাগরের ভিতর দেশ(বাহারাইন)চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে রাতে মনে হয় যেন পানির ভিতর জান্নাত। ভাবতে গিয়ে মাথায় যেন ঝিমঝিম করে। প্রতি বছর মেঘনা কিংবা পদ্মায় বিলীন হয় হাজার মানুষের বসত ভিটাসহ হাজারো স্বপ্ন। আর ভিটাহারা স্বপ্নহারা মানুষ নিয়া রাজনীতি করে দেশের মালিক নামক স্বপ্নের ফেরিওয়ালারা।
আমি কেন মরবো সাগরে জাপ দিয়ে আমি কেন মরবো অন্য কোন দেশের জঙ্গল কিংবা মরু পান্তরে?আমি তো কোন রাজনীতি বুঝি না। আমি বুঝি মা যে তার বাবার বাড়ীর সম্পত্তি বিক্রি করে আমাকে ভরণপোষন করেছে তার ঋণ শোধ করতে হবে। আমি বুঝি ঘরে বিয়ের উপযুক্ত যে বোন আছে তাকে বিয়ে দিতে হবে ধর্ষিত হওয়ার আগে। আমি বুঝি প্রিয়তমার ভালবাসা পেতে হবে। কেন দেশটা স্বাধীন হল,আমার অধিকার কোথায়? আমার বাবা মুক্তিযোদ্ধা বলে পাকিস্তানি আর্মি এসে দাদি কে প্রচণ্ড জোরে বন্দুক দিয়ে কোমরে আঘাত করে,যার ব্যথা নিয়া দাদি বেঁচে ছিল অনেক বছর। আবার মরেও ছিল সেই ব্যথা নিয়ে। দাদীর সেই ব্যথা যেন আমার বুক টাতে সংক্রমিত হয়েছে। আজ-কাল সেই ব্যথাটা আমাকেেও পীড়িত করে। আর কত কাল দেশান্তর থাকতে হবে? চোখ থেকে এক ফোটা , দুফোটা করে ফোটা ফোটা নোনা জল আরব সাগরে ভেসে দেয় ওয়াসিফ। তা দেখে আযমন দ্রুত এসে ওয়াসিফকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমা দিতে থাকে। আমি আন্তরিক দুঃখিত ওয়াসিফ। তোমার দেশপ্রেম দেখে আমি অভিভূত । কিন্তু তোমার দেশের কিছু লোক ও নেতাদের দূর্নীতি , চরিত্রহীন , মিথ্যা , লোভ এবং লালসা তাদের যেন গলার মালা। ওই যে বাড়ী চাই,গাড়ী চাই,কাড়ি কাড়ি টাকা চাই,আসমান চাই,জমিন চাই দুনিয়াতে স্বর্গ বানাই মন মানসিকতা।
আমরা লড়াই করে ভাষা পেয়েছি। আমরা লড়াই করে জমিন পেয়েছি যার নাম বাংলাদেশ। এখন আমরা লড়াই করছি অর্থনৈতিক মুক্তির। তাই দরকার হলে আমরা মহাথির হবো। দরকার হলে লি কুয়ান ইউ হবো। যেমন লি কুয়ান ইউ যাযাবর জাতীকে খোজে দেয় স্থানীয় ঠিকানা । যদিও আমরা হয়ে পড়ি যাযাবর সাইবেরিয়া হতে সাহারা মরুপান্তর বাংলাদেশের দামাল ছেলেদের ঘর। একটু খানি জননীর হাসি মুখ দেখতে, প্রিয় প্রিয় মানুষগুলি থেকে দুরে সরে অর্থনৈতিক যুদ্ধে আমরা লিপ্ত ,এই যুদ্ধে আমাদের জিততে হবেই , হবে ।
১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৯
নেওয়াজ আলি বলেছেন: ইসলামি আইন খুনের বদলে খুন
২| ১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: যন্ত্রণা যন্ত্রণাই। তাকে বোঝানোর জন্য আলাদাভাবে শব্দশৈলী ব্যবহার করলে বরং বিষয়বস্তু ঢাকা পড়ে যায়। আপনি বিদেশ বিভূঁইয়ে নয় বরং দুধভাতের আশ্রয়দাতা জননীর কোলে ফিরে আসুন।
শুভকামনা জানবেন।
১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫২
নেওয়াজ আলি বলেছেন: ভাইজান আমি দেশেই আছি । বর্তমানে গ্রামের বাড়িতেই আছি ।
৩| ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি শুনেছি শীত থেকে বাঁচতে সাইবেরিয়া হতে প্রচুর পাখী বাংলাদেশ আসে,কিন্তু অর্ধেকও পরে ফেরত যেতে পারে না পাখিগুলা শিকার হয় ।
এইটা এখন অনেক কমেছে, তবে বন্ধ হয়নি।
১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৩
নেওয়াজ আলি বলেছেন: এখন পাখি আসা কমেছে শিকারও কমেছে
৪| ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আজকের দিনে জন্মদিন নিয়ে কিছু লিখেন।
১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৬
নেওয়াজ আলি বলেছেন: আজ কারো জন্ম নেওয়া জায়েজ নাই । তবে আপনাকে শ্রদ্ধা ও শুভ কামনা যদি ....
৫| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৪
শেরজা তপন বলেছেন: ওয়াসিফের প্রতি আমার সমবেদনা। শুধু খারাপ কেন হবে দেশে ভাল কিছু আছে নিশ্চয়ই
১৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৮
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো মন্দ নিয়ে দুনিয়া ।
৬| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: ইসলামিক আইন খুব কঠোর।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
সাইবেরিয়া থেকে আসা পাখিগুলো নানা ধরনের রোগ জীবাণু সাথে করে নিয়ে আসে, বাংলাদেশের হাভাতে ভক্ষক জাতি এসব খেয়ে খেয়ে অজানা অচেনা রোগ হয়ে অকালে মরে। প্রাণের বদলে প্রাণ - হিসাব বরাবর।