![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
পৃথিবীতে নারী ও পরুষ দুই প্রকার লিঙ্গ যুক্ত মানুষ থাকলেও মানুষের জটিল দেহ গঠনে মাতৃগর্ভে বাচ্চার লিঙ্গ জেনেটিক্যালি নির্ধারিত হবার সময় লক্ষ জন মানুষের ভেতর দু‘একটা ভুলচুক হয়ে যায় মাঝে মাঝে। স্বাভাবিক ভাবে শুক্রাণু ডিম্বাণু মিলিত হলেই নতুন প্রাণের উদ্ভব ঘটে। কিন্তু পোকা মাকড়দের অনেক এমন প্রজাতি আছে (যেমন পিঁপড়া, মৌমাছি ইত্যাদি) যাদের ডিম্বাণুতে এমন একটা স্পেশাল ক্ষমতা থাকে যেটার সাহায্যে তারা শুক্রাণু ছাড়াও নিজ থেকেই বাচ্চা জন্ম দিয়ে দিতে পারে।
ডিম্বাণুর এরকম নিজ থেকেই বাচ্চা উৎপাদনের পদ্ধতিকে পার্থেনোজেনেসিস বলে আর উৎপাদিত প্রাণীকে পার্থেনোকার্পিক প্রাণী বলে। এ ধরণের পোকা মাকড়ের উভয় রকম বাচ্চা হয়। যেসব বাচ্চারা শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তৈরি হয় তারা হয় মেয়ে পোকা আর যারা খালি ডিম্বাণু থেকেই তৈরি হয়ে যায় তারা হয় ছেলে পোকা। আমরা যেসব মৌমাছিকে ফুলে ফুলে ঘুরতে দেখি বা দেয়ালে দেয়ালে আনাচে কানাচে যত পিঁপড়া দেখি সবাই ছেলে। ছেলেদের কারো বাবা থাকেনা, শুধু মা থাকে। এদের মেয়ে হয় খুব কম এবং এরা সাইজে অনেক বড় এবং এরা তাদের তৈরি বাসার বাইরে আসে না।বাসায় বসে খালি ডিম পাড়ে। এরা হল পার্থেনোজেনেসিসের।
গ্রীক পুরাণে দেবতা হার্মিস আর দেবী আফ্রোদিতির এক বাচ্চা এরকম ছেলে মেয়ে উভয়ের লিঙ্গ নিয়ে জন্মেছিল ধারণা করা হয় বলে এদের দুইজনের নাম মিশিয়ে এই ধরণের প্রাণীকে হার্মাফ্রোডাইট বলা হয়। হার্মাফ্রোডাইটরা দুই রকমের। সিকুয়েন্সিয়াল আর সাইমোল্টানিয়াস। সিকুয়েন্সিয়ালদের প্রজননতন্ত্র বছরে কিছু সময় ছেলেদের মত ও কিছু সময় মেয়েদের মত থাকে। অর্থাৎ বছরে এরা একবার মা হতে পারে এবং আরেকবার বাবা। বহু মাছ,পাখি আর উদ্ভিদ প্রজাতি এরকম পর্যায়ক্রমিক লিঙ্গ বদল করতে পারে এবং এটা স্বাভাবিক।
সাইমোল্টানিয়াস বা সমসাময়িকরা একই সাথে দেহের দুই স্থানে দুই বিপরীত লিঙ্গ ধারণ করে। এদের উৎকৃষ্ট উদাহরণ হল কেঁচো। এদের একই প্রাণির দেহে দুই বিপরীত লিঙ্গ থাকলেও এরা স্বপ্রজনন করে না। এরা একই সাথে বাবা এবং মা হতে পারে। এই দুই প্রকারের বাইরে আরেকটা অতিরিক্ত প্রকারভেদ আছে তাকে মিথ্যা হার্মাফ্রোডাইট বলে। এটার উদাহরণ হল হায়েনা। হায়েনাদের পুরুষাঙ্গ দেখতে স্ত্রীদের মত এবং স্ত্রী অঙ্গ দেখতে পুরুষাঙ্গের মত। দেখতে বিপরীত মনে হলেও আসলে এরা উভলিঙ্গ নয় তাই এদের সিউডো বলা হয়।
মানুষের দেহে লিঙ্গ বদল বা অসম্পুর্ণভাবে গঠিত লিঙ্গ দেখা গেলে এদের আগে “মনুষ্য হার্মাফ্রোডাইট” বলা হত। পশু পাখি এবং উদ্ভিদে এই লিঙ্গ বদল স্বাভাবিক হলেও মানুষে এটা অস্বাভাবিক।
আমরা যাদের হিজড়া বলে চিনি তারা মোটেও এই ইন্টারসেক্স না। ইন্টারসেক্স মানুষ সম্পুর্ন অন্যরকম জিনিস। যারা বিজ্ঞানের ছাত্র ছাত্রী তারা জানে যে ছেলেদের লিঙ্গ নির্ধারনের ক্রোমোজোম xy আর মেয়েদের xx । জন্মের আগে মায়ের পেটে আমাদের ক্রোমোজোম বিন্যাসের সময় হঠাৎ কিছু গোলযোগ হয়ে যায়। বিশেষ করে লিঙ্গ নির্ধারনকারী ক্রোমোজোমে এই গোলযোগ হলে xx বা xy না হয়ে xxy বা xxx বা x০ বা xyy এরকম হতে পারে। বিজ্ঞানীরা ৫ ধরণের ক্রোমোজোমাল অস্বাভাবিকতা চিহ্নিত করেছেন এরকম ইন্টারসেক্স হবার জন্য।আবার এধরনের অনেক রোগীর দেহের বিলিয়ন বিলিয়ন কোষের অর্ধেকে xx এবং বাকি অর্ধেকে xy ক্রোমোজোম থাকে। এদের জিন বিন্যাসকে মোজাইক জেনেটিক্স বলে। এ ধরণের রোগ নিয়ে জন্মালে কিছু অদ্ভুত জিনিস দেখা যায়।
হয়তো জন্মের পরে মানুষটির দেহ দেখতে হবে মেয়ের মত কিন্তু এর যোনাঙ্গ হবে ছেলেদের মত যা ১০/১২ বছর পরে অদ্ভুত ভাবে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে স্ত্রী অঙ্গে পরিবর্তিত হয়ে মানুষটা পুরাই মেয়ে হয়ে যাবে অথবা জন্মের সময় ছেলের মত হয়ে গঠন হয়ে যোনাঙ্গ হবে মেয়ের মত যা পরে ছেলেদের মত হয়ে যাবে অথবা এদের কোনটাই না হয়ে অদ্ভুত এক প্রকারের জননাঙ্গ নিয়ে জন্ম হয় যা পুরুষাঙ্গও না স্ত্রীঅঙ্গও না।এই যোনাঙ্গ পরবর্তিতে হয়ত পুরোপুরি ছেলেদের মত বা পুরোপুরি মেয়েদের মত হয়ে যাবে। তবে ছেলে বা মেয়ে যাই হোক না কেন এদের প্রজনন ক্ষমতাহীন হবে। কিন্তু এ ধরণের ঘটনা পশু পাখিতে বা উদ্ভিদে হলে এরা সম্পূর্ণ প্রজননক্ষম হয়। এটা মানুষের সাথে তাদের পার্থক্য। (চলবে)
ছবিঃ সংগ্রহ করা ।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫
নেওয়াজ আলি বলেছেন: আপনি আমার বন্ধু মানুষ।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৮
রাশিয়া বলেছেন: আপনার সাথে দ্বিমত আছে। ছবির এই মহিলাটি দেখতে মহিলাদের মত কিন্তু আসলে পুরুষ। এই শিশুটি তার ঔরসে আরেকজন হিজরার গর্ভে হয়েছে, যে কিনা দেখতে পুরুষের মত। তাহলে মানুষ হিজরারাও প্রজননক্ষম।
তবে হায়েনা সম্পর্কে ন্যাশনাল জিওগ্রাফিতে একবার দেখানো হয়েছিল। মেয়ে হায়েনারা আকারে বড় হয় এবং সেক্সের ব্যাপারে ডমিনেটিং হয়। হায়েনাদের মেটিংয়ের সময় মেয়ে হায়েনা উপরে থাকে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২১
নেওয়াজ আলি বলেছেন: আমি তাদের সাথে চলে কথা বলে এবং পড়ে যেতটুকু জেনেছি লিখে রাখছি । বিভিন্ন কারণে তাদের সাথে চলতে এবং কাজ করতে সমস্যা হয়। তাই এখনো বই আকারে করি নাই লেখাটা । আপনার তথ্য অবশ্যই উপকার হবে। লেখাতে যোগ বিযোগ করতে পারবো।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭
সাজিদ উল হক আবির বলেছেন: নেওয়াজ ভাই কে ধন্যবাদ জানাই হিজড়া সম্প্রদায়ের ইংরেজিনামের বুৎপত্তিগত অর্থসহ বিবিধ প্রাণী, এবং মনুষ্যসম্প্রদায়ের হিজড়াদের শারীরিক ইস্যুগুলোর বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা সম্বলিত একটি সহজপাঠ লেখা শেয়ার করবার জন্যে। ব্লগার রাশিয়াকেও ধন্যবাদ জানাই পোস্টটির সঙ্গে মূল্যবান তথ্য সংযোজনের জন্যে।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪
নেওয়াজ আলি বলেছেন: ভাইয়া ধন্যবাদ আপনাকে। কোন তথ্য ভুল কিংবা অতিরিক্ত হলে বাদ দিবো । লেখাটা প্রতিটি পর্ব পড়ার আবদার রাখলাম।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০০
চাঁদগাজী বলেছেন:
শিরোনামে "রাজনীতি" শব্দটা কেন? লেখায় তো সেই রকম কিছু নেই।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩০
নেওয়াজ আলি বলেছেন: চাঁদগাজী ভাই সামনের পর্বগুলো পড়ে ভালো করে একটা মতামত দিবেন যাতে বই করতে কাজে লাগে। সামনের পর্বগুলিতে বুঝবেন কি ভয়ানক রাজনীতি তারা করে।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো পোস্ট।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৬
নেওয়াজ আলি বলেছেন: সাজ্জাদ ভাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৫
জাহিদ হাসান বলেছেন: থাইল্যান্ডের লেডিবয়রা কেমন?
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৭
নেওয়াজ আলি বলেছেন: ধারণা নেই ভাই।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪০
সাজিদ উল হক আবির বলেছেন: অবশ্যই পড়বো ভাই, আপনার সততা - সরলতার জন্যে আমি আপনাকে শ্রদ্ধা করি।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৮
নেওয়াজ আলি বলেছেন: বিনীত ধন্যবাদ সাজিদ ভাই । ভালোবাসা অবশ্যই ।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪০
ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার! সামনের পর্বগুলোর অপেক্ষায় আছি।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৯
নেওয়াজ আলি বলেছেন: অবশ্যই পড়বেন এবং মতামত জানাবেন
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক কিছু জানলাম
ধন্যবাদ আপনাকে
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২২
নেওয়াজ আলি বলেছেন: তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: নতুন অনেক কিছু জানা হল। পরের পর্বের অপেক্ষায়।
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৩
নেওয়াজ আলি বলেছেন: অবশ্যই পড়বেন এবং মতামত জানাবেন
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৭
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আগে কয়েক জায়গায় শুনেছি এমন যে মেয়ে ছেলে হয়ে গেছে বা ছেলে মেয়ে হয়ে গেছে।একবারও বিশ্বাস করিনি।এই ইন্টারসেক্সের ব্যাপারে কিছুই জানতাম না।আপনাকে ধন্যবাদ এই পোস্টের জন্য।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: পাশে থাকুন আরো কিছু জানাতে চেষ্টা করবো ।
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৬
ওমেরা বলেছেন: অনেক কিছু জানা হল । ধন্যবাদ আপনাকে ।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: আরো কিছু জানাতে চেষ্টা করবো ।
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫২
ঢুকিচেপা বলেছেন: আলি ভাই তথ্য সমৃদ্ধ লেখাটা ভাল হয়েছে ।
পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৯
নেওয়াজ আলি বলেছেন: খুশি হলাম জেনে । ধন্যবাদ আপনাকে
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই
হৃদয় আজ সকালে মারা গেছে... আপনাদের টাকা বেচারার চিকিৎসায় খরচ হলো না.. দাফনে খরচ হলো...
এই ফেসবুক ইভেন্ট লিংকে গিয়ে সব পড়তে পারবেন...
https://facebook.com/events/307678570463437/permalink/315477043016923/
১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: ছোট মেয়েটার জন্মদিন তের তারিখে বললাম মামনি এই বছর মহামারীতে টাকা পয়সা খরচ না তোমার বয়সী হৃদয়ের জন্য কিছু পাঠাতে চেষ্টা করবো । মেয়ে আমার রাজি হলো কিন্তু হৃদয় তার আগেই মারা গেল। টাকার অভাবে এইভাবে হাজারো হৃদয় মরে যায় কেউ খোজ রাখে না।
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: বেশ তথ্য আছে।
আপনি ব্লগে যত লেখা লিখেছেন এটাই আপনার বেস্ট লেখা।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৮
নেওয়াজ আলি বলেছেন: খুশি হলাম ধন্য হলাম ডিয়ার
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:২৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোরানে স্পষ্ট লিখা আছে আমি তোমাদের সৃষ্টি করেছি পুরুষ ও নারী রূপে এখানে ৩য় লিঙ্গ আসলো কোথা থেকে। হয় তারা পুরুষ নয় তারা নারী।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২১
নেওয়াজ আলি বলেছেন: শেষ পর্যন্ত পড়তে থাকুন ভাই । ব্যাখা পাবেন । মন মত না হলে সত্য না হলে পরিবর্তন করবো ভাইজান।
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হিজড়াদের নিয়ে সুন্দর তথ্য উপস্থাপন করেছেন। @ রাশিয়ার মন্তব্যও ভালো লেগেছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২২
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে । রাশিয়ার মন্তব্য নোট করেছি।
১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: জেনেটিক্যালি বিভিন্ন প্রাণীর উৎপত্তি রহস্য নিয়ে মূলত তৃতীয় লিঙ্গের উৎপত্তি নিয়ে সুন্দর একটা ক্লাস করলাম। খুব ভালো পড়িয়েছেন স্যার। পোস্টে লাইক।
শুভেচ্ছা জানবেন।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৪
নেওয়াজ আলি বলেছেন: চৌধুুরী সাহেব কৃতজ্ঞতা প্রকাশ করলাম
১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫০
অরণি বলেছেন: সুন্দর তথ্য উপস্থাপন করেছেন।
১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৪
নেওয়াজ আলি বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
২০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৮
নতুন নকিব বলেছেন:
তথ্যবহুল পোস্ট। ধন্যবাদ।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৬
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা
২১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: চিকিৎসার মাধ্যমে মনে হয় অনেক হিজরাকে স্বাভাবিক জীবনে আনা সম্ভব।
১২ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৫
নেওয়াজ আলি বলেছেন: Right
২২| ৩১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
খায়রুল আহসান বলেছেন: প্রকৃতি ও বিজ্ঞানের কি বিচিত্র খেয়াল!
আমাদের এ ব্লগে কয়েকজন অন্ততঃ বিজ্ঞানী আছেন বলে জানি, যারা জিনেটিক্স বিজ্ঞান, হরমোন ইত্যাদি নিয়ে কাজ করেন এবং এ বিষয়ে প্রভূত জ্ঞান রাখেন। তারা আপনার এ সিরিজের লেখাগুলো পড়ে কিছু মন্তব্য রাখলে পাঠক হিসেবে আমরা উপকৃত হ'তাম।
২ নং মন্তব্যে ছবিসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন করার জন্য রাশিয়া কে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন অনেক শুভ কামনা জানাই