নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

একটাই মা চাঁদের চেয়েও সাদা ।

০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৬



সূর্যমুখী তারুণ্য আমার তোমার
জেগে উঠুক আগুন কোরাস দাউ দাউ করে
কতকাল ধরে রাখবো করতলে কষ্টদগ্ধ জীবন
দিন বদলের এই মাহেন্দ্রক্ষণে ক্ষণে
মানুষের বিপরীত আক্রোশে আর ঘৃণায়
জ্বেলে দাও অবিনাশী গান
পোড়াও এবার অগ্ন্যুৎসবে রাজা ও রাজ্যপাট।

স্লোগান ধর রাস্তায় নেমে সব জালিমের বিরূদ্ধে
রাজপথে পড়ে আছে বিবস্ত্র নারীর মৃত দেহ
একদিন এই জোয়ারে ভাসবে তোমার আমার মা
মেয়ে আর বোন। তখনো কি তুমি আকাশের চাঁদ দেখবে তারা গুণবে।
চাঁদের চেয়ে সুন্দর মা আজ ক্ষত বিক্ষত হায়নার নখের আচড়ে।
হায়নারাও মানুষ তোমার আর আমার মত ।
প্রতিবাদী হও রুখে দাঁড়াও, যদি না পারো তাহলে জায়গা হবে তোমার আকাশে ।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন:

০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৬

নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ।

২| ০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৫

নতুন নকিব বলেছেন:



ধর্ষক মানবতার শত্রু। এদের রুখতেই হবে।

০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৬

নেওয়াজ আলি বলেছেন: দ্রুত কঠোর বিচার চাই

৩| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: হাজারও লাল স্যালুট মহী দা

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৮

নেওয়াজ আলি বলেছেন: ধিক্কার ও ঘৃণা এইসব মানুষরূপী হায়নাদের।

৪| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি কি বেগমগন্জের কবি?

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৯

নেওয়াজ আলি বলেছেন: বড় ভাই আমেরিকা থাইকা বাংলাদেশের ম্যাপ ভুলে গিয়েছে । শুনেন ফেনীর সাথেই বেগমগঞ্জ আরেকটা কথা গত সপ্তাহে ফেনীর একটা ম্যাইয়া আত্মীয়ের বাড়ীতে বেড়াতে ধর্ষিত হয়েছে আপনি কি জানেন।

৫| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২০

রামিসা রোজা বলেছেন:
আপনার মেয়ে মাশাআল্লাহ সুন্দর ।
এ দেশে বিচার নাই , তাই অপরাধীরা অপরাধ করতে
দ্বিধাবোধ করে না ।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে । রাজনৈতিক ক্ষমতাবানেরা বেশী বেপরোয় । ভয়ে ভয়ে দিন যায়

৬| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমাজ পরিবর্তনের আহবান নিয়ে কবিতা ভালো হয়েছে।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৬

নেওয়াজ আলি বলেছেন: হঠাৎ করে যেন মহামারী শুরু হলো রাজনৈতিক প্রশ্রয় পেয়ে

৭| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪

ঢাবিয়ান বলেছেন: এই দেশের মানুষের প্রতিবাদ একটা সময় ছিল রাজপথে, এই আমলে মাঝে কিছুদিন ছিল ফেসবুকে আর এখন কোথাও কোন প্রতিবাদ নাই।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪২

নেওয়াজ আলি বলেছেন: রাজনৈতিক গুন্ডা জড়িত সব জায়গায় তাই মানুষ ভয় পায়

৮| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৭

ঢুকিচেপা বলেছেন: “ প্রতিবাদী হও রুখে দাঁড়াও, যদি না পারো তাহলে জায়গা হবে তোমার আকাশে ।”

এরপর আর কিছু বলার নেই।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: মা বোনের কান্নার চিৎকারের আকাশ কাঁদে কিন্তু কাঁদে না জালিম

৯| ০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:১৯

জগতারন বলেছেন:

রাজীব নূর-এর দেওয়া পুত-পবিত্র শুভ্র-সাদা
ফুলটির মতোই সুন্দর এই কবিতায় ব্যাবহারিত ছবির
সেই ছোট্ট মেয়েটি। আর
কবিতাটিও খুব মনোরম হয়েছে।
এমনই সুন্দর কবিতা এ সময়ে আমাদের উপহার দেয়ার জন্য
কবি নেয়াজ আলি- এর প্রতি অভিন্দন জানাই।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৬

নেওয়াজ আলি বলেছেন: কাঁদছে নারী, কাঁদছে দেশ।
মানব সভ্যতার কোন জায়গায় দাঁড়িয়ে আজ বাংলাদেশ।
চারদিকে শুধু ভয়, আতঙ্ক, কান্না আর সম্ভ্রম রক্ষার আকুতি।
গড়ে প্রতিদিন ধর্ষিত হচ্ছেন ৩ জনেরও বেশি নারী, মানে গোটা একটি পরিবার।
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রতিবাদ-ধীক্কার।

১০| ০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমসাময়িক কবিতা অনেক সুন্দর হয়েছে

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩২

নেওয়াজ আলি বলেছেন: মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভালবাসা অার নৈতিক মুল্যবোধের অবক্ষয় মানুষ বিপথে

১১| ০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: যে ছবিটা আপনাকে দিলাম। সেই ছবিতে ফুলটার নাম কি?

১২| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওহ্ ! আপনি তাহলে কবিতাও লেখেন!! সমসাময়িক কবিতা।

১৩| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: kobita sundor hoyeche.

১৪| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০১

শায়মা বলেছেন: তোমার মেয়ে ভাইয়া? অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। অনেক বড় হোক সকল প্রতিকূলতাকে পিছে ফেলে।

১৫| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৫

এম ডি মুসা বলেছেন: ভাই অনেক সুন্দর হয়েছে আপনার লেখাটা

১৬| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৮

খায়রুল আহসান বলেছেন: মানুষ অন্যায়ের বিরুদ্ধে যথাযথ প্রতিবাদী হলে অন্যায় এতটা বিস্তার লাভ করতে পারতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.