নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

আমি অন্ধ, আমার বিবেকের বিচারের দরজা বন্ধ..!

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৯

আমিই বাংলাদেশ!
আমি শত শত মানুষের সামনে কুপিয়ে মারা যাওয়া রিফাত ।
আমি আগুনে পুড়ে যাওয়া নুসরাত।
আমি নির্মমভাবে পশুর মতো হত্যা হওয়া সেই আবরার ফাহাদ ।
আমি বিশ্বজিৎ, আমি অভিজিৎ, আমি নাদিয়া
আমি তনু, আমি খাদিজা, আমিই রাজন!
আমি মিতু, আমি ব্যার্থ ছাত্র, আমি প্রশ্নপত্র না পাওয়া সেই হত দরিদ্র!

আমি অবিরাম বাংলার মুখ।
আমি লাল সবুজের কফিন , আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আধারের দাফন।
আমি স্বাধীন দেশের পরাধীন জনগণ।
আমি বাসে ধর্ষিতা মাজেদা ।
আমি ছেলের সামনে ধর্ষিতা মা
আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন!!
আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ।
আমি গুম হওয়া সন্তানের নিরব কান্না।
আমি রানা প্লাজার ধুলো পড়া লাশ।
আমি তাজরিনের অগ্নিকাণ্ডে অসহায় গরীব কর্মচারী।
আমি ধসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ।
আমি পদ্মা ও বুড়িগঙ্গা নদীতে ডুবে মরা মায়ের আলো আধারের বুক ফাটা কান্নার ছন্দ!

আমি সাগর-রুনির মেঘ।
আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর ব্যাগ।
আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু।
আমি সাত খুন শীতলক্ষ্যা নদীর পাড়!
আমি দিনের আলোতে ধর্ষিতা হিরা মনি।
আমি করোনা ভাইরাসের ভুয়া রিপোর্টকারি।
আমি পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর রাশেদ সিনহা।
আমি স্বামীর হাত থেকে ছিনতাই হওয়া সেই হতভাগী নারী।
আমি বেগমগঞ্জের বাবা বাবা বলা সেই বস্ত্রহীন মা I
আমি অন্ধ, আমার বিবেকের বিচারের দরজা বন্ধ..!!

সংগ্রহ করা # LinkedIn

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: বিবেক জাগ্রত হোক। সকল খুনী আর অপরাধীদের বিচার হোক।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৩

নেওয়াজ আলি বলেছেন: সরকার বদল খুনীর চেহারা বদল হয় বিচার হয় না

২| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৯

মা.হাসান বলেছেন: রাষ্ট্রীয় ক্ষমতাধরেরা অন্ধ। ক্ষমতা চিরদিন থাকে না। অপরাধিরা দল বদল করে, লীলাখেলা চালিয়ে যায়; দলের প্রকৃত অনুসারিরা বার বার ক্ষতিগ্রস্থ হয়।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৬

নেওয়াজ আলি বলেছেন: সব অন্যায় সব জালিমের বিচার চাই

৩| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: পুরো জাতির বিকেক জাগ্রত হলেই দেশ থেকে অন্যায়, অত্যাচার সব অটো অফ হয়ে যাবে।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭

নেওয়াজ আলি বলেছেন: ঠিক বলেছেন আমরা রাজনীতি বুঝি না শান্তি চাই

৪| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
জাতির বিকেক জাগ্রত হোক।
সেই সাথে স্বচ্ছ ভাবে নিজের বিবেকটাও জাগ্রত করুক।

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০৬

নেওয়াজ আলি বলেছেন: Right

৫| ০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৯

নীল আকাশ বলেছেন: এটাই এখন আমাদের দেশের বাস্তবতা।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪১

নেওয়াজ আলি বলেছেন: সব অন্যায়ের দ্রুত এবং কার্যকর বিচার চাই

৬| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মনে করেছিলাম আপনার লিখা কবিতা। যাক সংগ্রীহিত হলেও সুন্দর।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪২

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো পড়ে তাই শেয়ার দিলাম

৭| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১১

সাগর শরীফ বলেছেন: আমাদের প্রতিবাদ হল নড়বড়ে ধাচের। শেষ না দেখে উঠে আসলে অপরাধ হতেই থাকবে।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৪

নেওয়াজ আলি বলেছেন: ইতিমধ্যে চারিদিক থেকে নড়বড়ে করার চেষ্টাও হচ্ছে

৮| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২২

জাফরুল মবীন বলেছেন: অপরাধ দমনের কার্যকরী উপায় না খুঁজে কেবল অপরাধী নিধনের মানসিকতা যে সমাজে থাকে সেখানে অপরাধের ব্যাপ্তি সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে।দুঃখিত নিকট ভবিষ্যতে হয়ত আপনাকে আরও লম্বা কবিতা লিখতে হতে পারে।

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩০

নেওয়াজ আলি বলেছেন: কাঁদছে নারী, কাঁদছে দেশ।
মানব সভ্যতার কোন জায়গায় দাঁড়িয়ে আজ বাংলাদেশ।
চারদিকে শুধু ভয়, আতঙ্ক, কান্না আর সম্ভ্রম রক্ষার আকুতি।
গড়ে প্রতিদিন ধর্ষিত হচ্ছেন ৩ জনেরও বেশি নারী, মানে গোটা একটি পরিবার।
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রতিবাদ-ধিক্কার।

৯| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন আমরা রাজনীতি বুঝি না শান্তি চাই

যদি শান্তিতে থাকতে চান, এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যান। শান্তি এক জিনিস যা এই দেশে নাই।

১০| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
কোন দিন তার হদিস জানিনা !!
হয়তো আর শান্ত হওয়াও হবে না!
শুধু উর্ধ্বে তুলি মুষ্টিবদ্ধ হাত
মুখে দিতে হবে দিতে হবে
আর চাই চাইয়ের দূর্বল হুংকার!!

১১| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই দেশে প্রয়োজন গোটা কয়েকটা অঙ্গ নীলার স্পট খুলে দেয়া তাহলে যদি ধর্ষণ কিছুটা কমে। :(

১২| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৪

আকন বিডি বলেছেন: আলি ভাই আপনি তো সাজেক আসা যাওয়া করেছেন। "একটু বিস্তারিত, পথ, খরচ, থাকা খাওয়া মানে টোটাল বাজেট কত করলে ভালো ভাবে বেড়িয়ে আসা যাবে। ২-৩ দিনের জন্য টুর এর জন্য। দর্শনীয় স্থান কি কি?" তথ্য দিলে উপকার হত।

১৩| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫০

কালো যাদুকর বলেছেন: বাংলাদেশের বেদনাদায়ক দিক। এদের কি বিচার হবে?

১৪| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: সংগৃহীত পোস্ট; যিনিই লিখেছেন, ভালো লিখেছেন। + +
জাফরুল মবীন এর মন্তব্যটা ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.