নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

কালের ইতিহাস।

২৬ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৯


লিখা থাকুক করোনা কালের ইতিহাস
লিখা থাকুক প্রত্যেক ছবির হাহাকার ।
লিখা থাকুক প্রত্যেক স্বজন হারানোর ব্যথা
লিখা থাকুক সযত্নে সমস্ত অবহেলার ইতিহাস ।
লিখা থাকুক ডাক্তারের নির্মম ব্যবহার
অন্তজালে সেই দহনকালের টুকরো টুকরো স্মৃতি ।
আজীবনের ইতিহাস হয়েছে পুলিশ আর্মির সেবা।

একপাল কুলাঙ্গারের মাথায় উঠেছে রাজ মুকুট
কারো কারো কাঁধে যেন বেদিনীর সাপের ঝাঁপি।
ঝাঁপিতে আছে কাল নাগীন
আর এই নাগীনের তীব্র ফণায় মাতৃভূমি নীলাতংক।
ভেঙ্গেছে আজ বেহুলার ঘর
অপশাসনের কালা পানিতে ভাসে জীবন
দেখে মনে হয় নদীতে ভাসা একটা ভেলা।
ভেলায় লাল সবুজ কাপড়ে মুড়ানো লক্ষিন্দরের লাশ


Picture # LinkedIn

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ছবিটাও সুন্দর। তবে ছবিতে অনেককে চিনতে পারছি না।

২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৩

নেওয়াজ আলি বলেছেন: প্রীতি শুভেচ্ছা।আগের কবিতায় ছবির সবাই আছে

২| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: একপাল কুলাঙ্গারের মাথায় উঠেছে রাজ মুকুট
বানী সত্যি

২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৪

নেওয়াজ আলি বলেছেন: সত্য বলা মহা পাপ এই জমানায়। ধন্যবাদ প্রিয়

৩| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৪

শায়মা বলেছেন: করোনার ইতিহাস পৃথিবী ধ্বংসের শেষ দিন পর্যত থেকে যাবে।

২৬ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

নেওয়াজ আলি বলেছেন: একদম সত্য দিদি মনি। হারানোর ব্যথা খুব গভীর হয়।

৪| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৮

ওমেরা বলেছেন: ডাক্তারদের মহানুভবতার কথা লিখা থাক।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০১

নেওয়াজ আলি বলেছেন: অন্তজালে টুকরো টুকরো স্মৃতি। এই স্মৃতি মানবতার।

৫| ২৬ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০১

রামিসা রোজা বলেছেন:

কালের ইতিহাস হয়ে থাকবে আমাদের মনে ।
মহামারী রোগ এবং সেই সাথে কিছু মানুষদের ভালো/মন্দ পরিলক্ষিত হলো ।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০৪

নেওয়াজ আলি বলেছেন: আমার এক বন্ধুর স্ত্রী মারা গিয়েছে ছোট ছোট দুইটা মেয়ে আছে। তাদের খুব কষ্ট হয়।

৬| ২৬ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



সুশাসন কি রকম হওয়ার কথা?

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১১

নেওয়াজ আলি বলেছেন: গতকাল রাতে একজন এমপির ছেলে নৌবাহিনীর একজন ক্যাপটেনকে রাস্তায় স্ত্রীসহ মেরে রক্তাক্ত করেছে । নিশ্চয় এটা সুশাসনের বিপরীত ।

৭| ২৬ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা শুভেচ্ছা ভাই নেওয়াজ।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১২

নেওয়াজ আলি বলেছেন: আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনাকে ।

৮| ২৬ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

করুণাধারা বলেছেন: ছবিটা চোখে পড়তে এতটা চমকালাম যে লগ ইন করতে বাধ্য হলাম। এই ছবি কোথায় পেলেন? এত মানুষকে অত্যাচার করে মারা হয়েছে!! একদম বাঁ পাশে মার খেয়ে চোখ বুজে গেছে যার সে খুব চেনা কিন্তু নাম মনে করতে পারলাম না। চিনতে পারলাম বিশ্বজিৎ, আবরার, সিলেটের রায়হান, কক্সবাজারের একরামুল, মেজর সিনহা, তনু, সাগর রুনি, ত্বকী...

ভয়ানক কবিতা। লাইক।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৬

নেওয়াজ আলি বলেছেন: আমার আগের কবিতায় একটা ছবি আছে ওটা লিষ্কডউনের এক বন্ধু এডিড করে দিলো। আপনাকে ধন্যবাদ ।

৯| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০২

আকন বিডি বলেছেন: হায়নার দল আজ খুবলে খাচ্ছে জাতিকে,
রক্তমাখা মুখে আজ বিভৎস হাসি।
সঙ্গী তাদের চাটুকার শয়তানের দল।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৭

নেওয়াজ আলি বলেছেন: আরব দেশে মাটির নিচে তেল আর আমাদের দেশে মাটির উপরে তেল তাই তেলবাজ আর চাটুকার বেশী।

১০| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৮

পদ্মপুকুর বলেছেন: ওই ছবিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর মোল্লার @ করুণাধারা

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৯

নেওয়াজ আলি বলেছেন: LinkedIn এক বন্ধু দিলো

১১| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: ভাগ্যিস আমি দেরিতে কমেন্ট করতে এলাম। কবিতা তো একরকম হয়েছে। লেখার প্রচেষ্টা অব্যাহত রাখুন। কিন্তু করুনাধারা আপুর কমেন্ট পড়ে শিউরে উঠলাম। ভয়ঙ্কর অবস্থা!!! এত লোক নিহত হয়েছেন!!!!!

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৩

নেওয়াজ আলি বলেছেন: খুন গুম ডাল ভাত।

১২| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

ঢাবিয়ান বলেছেন: ছবিটা দেখে ভেতরটা মুচরে উঠলো। ভয়ঙ্কর সত্য তুলে ধরেছেন কবিতায় ।+++++++++

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৪

নেওয়াজ আলি বলেছেন: লাভ নাই ভয় আছে আরো।

১৩| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১:০৬

মরুর ধুলি বলেছেন: রাজমুকুটতো কুলাঙ্গারের মাথায় শোভাবর্ধন করে। এদেশে সেটাই হয়েছে-হচ্ছে।

১৪| ২৭ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১১

পদ্মপুকুর বলেছেন: দুঃখিত, আগের মন্তব্যে তথ্যে ভুল আছে।
চোখে আঘাতলাগা ছবিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র এহসান রফিকের। শিবির সন্দেহে ছাত্রলীগ ক্যাডারদের নির্যাতনে চোখে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন এহসান। তবে তিনি জীবিত আছেন।

১৫| ২৭ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪০

করুণাধারা বলেছেন: @ পদ্ম পুকুর, অনেক ধন্যবাদ এহসান রফিকের নাম জানানোর জন্য। এটা মনে পড়ছিলো না দেখে বেশ অশান্তি বোধ করছিলাম। তবে মৃত মানুষের মাঝে জীবিত মানুষের ছবি কেন দেয়া হল বুঝলাম না।

১৬| ২৭ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিবাদী ছবি ও কবিতায় ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.