নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

অতি জরুরী সতর্কতাঃ আরো বড় বিপদ, ওমিক্রন।

২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৫১


করোনা ভাইরাসের অতি বিপদজনক নতুন ধরন শনাক্ত হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইতোমধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ ঘোষণা করেছে। এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ ওমিক্রনের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের কয়েকটি দেশের যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বাংলাদেশে যে কোন সময় করোনা ভাইরাসের নতুন এই ধরন ঢুকে যেতে পারে, এবং নিশ্চিত ঢুকবেই। গত কিছুদিনে দেশে সংক্রমণ কম থাকায় স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে দেশের মানুষ খুব ঢিলেঢালা ভাব দেখাচ্ছে। বাংলাদেশে এখন যেভাবে জনসমাগম হচ্ছে, স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হচ্ছে, তাতে যে কোন সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই সময় হতে ব্যক্তি সচেতনতার কোন বিকল্প নেই।

# অতি জরুরী প্রয়োজন ছাড়া শপিংমল, মার্কেটে যাওয়া বন্ধ রাখতে হবে।
# জনসমাগম, হাট বাজার এসব জায়গা যতটুকু সম্ভব এড়িয়ে চলতে চেষ্টা করতে হবে।
# রেস্টুরেন্টে বা হোটেলে বসে খাওয়া বন্ধ করতে হবে আপাততঃ।
# কোথাও ঘুরতে যাবার ইচ্ছা থাকলে এখন বাতিল করুন, গিয়ে হয়তো বিপদে পড়তে পারেন। তাই এসব বিলাসিতার খরচ বন্ধ করুন।

# অন্যান্য অপ্রয়োজনীয় বিলাসিতার খরচ বন্ধ করে টাকা হাতে রাখুন। ভবিষ্যতে খারাপ সময় আসছে।

# মাস্ক ব্যবহার করুণ, স্যানিটাইজার ব্যবহার করুণ।
# সবচাইতে ভয়ের কথা করোনা ভাইরাসের নতুন এই ধরন আগের ডেল্টার চাইতে অন্তত দশ গুন বেশি শক্তিশালী, এবং টিকা দেয়া থাকলেও নাকি কাজ হবে না। আল্লাহর ওয়াস্তে যার যার জায়গা থেকে সতর্ক এবং সচেতন হোন।

আল্লাহ একমাত্র ভরসা । সবার মঙ্গল কামনা করি।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৭:২৬

সোহানী বলেছেন: কি যে অবস্থা! এক ইন্ডিয়ার ধাক্কা সামাল না দিতে আফ্রিকান ধাক্কা!!!

কানাডাতে ৪ জন রোগী পাওয়া গেছে। যারা মাত্রই ট্রাভেল করেছিল নাইজেরিয়া থেকে। সবাই খুবই সতর্ক তাই!

০৮ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৩১

নেওয়াজ আলি বলেছেন: বিদেশ হতে দেশে আসলে সবাই উতলা হয়ে পড়ে নিজ পরিবার পরিজন নিয়ে থাকার জন্য। এই কোনো নিয়ম কানুন মানতে চায় না প্রবাসীরা।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




অত্যন্ত প্রয়োজনীয় পোস্ট। সাথে জরুরী কিছু কথা লিখেছেন। অন্যান্য অপ্রয়োজনীয় বিলাসিতার খরচ বন্ধ করে টাকা হাতে রাখুন। ভবিষ্যতে খারাপ সময় আসছে। - আমারও তাই মনে হচ্ছে ভবিষ্যত সময় খারাপ। সাবধান হওয়া খুবই জরুরী।

০৮ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৩৩

নেওয়াজ আলি বলেছেন: কেমন আছেন। বলা মুশকিল কী হয় । আল্লাহ ভরসা

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: "অন্যান্য অপ্রয়োজনীয় বিলাসিতার খরচ বন্ধ করে টাকা হাতে রাখুন। ভবিষ্যতে খারাপ সময় আসছে" - ঠিক বলেছেন। নগদ টাকার উপর কোন কথা নেই। প্লাস্টিক কার্ড একদিন শুধুই প্লাস্টিকে পরিণত হয়ে যেতে পারে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:০৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবাইকে সর্তক হতে হবে, পরে কী হবে তা কেউ জনে না। নতুন ধরন ধরতেই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.