![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
চটিরাম বাবু
ওই হেঁটে যায় চটিরাম বাবু
হাঁটতেও হয় কষ্ট,
ভুড়িখানা তার হয়েছে ভালই
হয়ে পথভ্রষ্ট।
পরের টাকা লোট করে খেয়ে
মাংসে জমেছে তেল,
অসৎ টাকার চিন্তায় তার
মাথাটা হয়েছে বেল।
রাস্তা দিয়ে হাঁটেন যখন
মনে হয় যেন দেখে,
ফেরিওয়ালা হয়ে নিচ্ছেন ঠেলে
আপনার পেটটিকে।
তেলের বাজার বেজায় চড়েছে
আগুন মাংস বাজারে,
হবারইত কথা,
চটিরাম সব রেখেছে যে জমা করে।
দমের বেলুন ফাটেনা ওদের
ফাটে গরিব জনদের,
হয় নাত শেষ আজীবন চলা
গরিব ধনীর দ্বন্দের।
ধর ধর ধর চটিরামদের
জবে করে তুল চামড়া
জমা করা তেল বাজারেতে ছাড়
খেয়ে বাঁচি আজ আমরা।
ভাগা ভাগি কর মাংস ওদের
বেঁচেদে সস্তা দরে,
গরিব দুখীরা খেয়েত দেখুক
মাংস রান্না করে।
©somewhere in net ltd.